02/12/2025
মানুষকে আমি ঠিক যেমনটাই কল্পনা করেছিলাম,
জীবন আমাকে তার ঠিক উল্টোই উপহার দিয়েছে।
হয়তো আল্লাহ চেয়েছেন আমাকে বুঝাতে—
সবাইকে পাওয়া যায় না, আর যাকে পাওয়া যায়
সে সবসময় আমাদের জন্য নয়।
দু’জন আলাদা রক্ত, আলাদা স্বভাব,
আলাদা স্বপ্ন নিয়ে তৈরি হওয়া মানুষ
একসাথে থাকলেও
সবসময় এক পথে হাঁটতে পারে না।
হৃদয় যদি একদিকে টানে
আর বাস্তবতা আরেকদিকে ঠেলে দেয়,
তবে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাওয়া ছাড়া উপায় থাকে না।
আমারও তাই বুঝতে বাকি রইলো না—
চেষ্টা দিয়ে সব হয় না,
কখনো কখনো দূরত্বই সত্যকে স্পষ্ট করে।
শেষে শুধু একটা কথাই সত্যি—
যাকে নিয়তি আমাদের জন্য রেখেছে,
সে নিজে থেকেই কাছে আসবে,
আর যাকে রাখার মতো ছিল না,
সে হাজার চেষ্টা করলেও টিকে থাকবে না। ゚viralシfypシ゚viralシ