অনুভূতি

অনুভূতি পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই হারানোর বেদনা।🥀🥀
(31)

"সত্যিকারের ভালোবাসা কখনো শব্দে নয়, যত্নেই প্রকাশ পায়। কারণ, যে ভালোবাসে, সে আগলে রাখে।""ভালোবাসা মানে শুধু বলা নয়, ব...
05/08/2025

"সত্যিকারের ভালোবাসা কখনো শব্দে নয়, যত্নেই প্রকাশ পায়। কারণ, যে ভালোবাসে, সে আগলে রাখে।"
"ভালোবাসা মানে শুধু বলা নয়, বরং প্রতিটি ক্ষণে যত্ন নিয়ে পাশে থাকা — এটাই সত্যিকারের ভালোবাসা।"

জীবনের প্রত্যেকটি পা হিসাব করে ফেলুন...কারণ প্রতিটি পদক্ষেপই আপনাকে নিয়ে যাচ্ছে একটি গন্তব্যের দিকে।যেখানে ভুলের চিহ্ন ...
01/08/2025

জীবনের প্রত্যেকটি পা হিসাব করে ফেলুন...
কারণ প্রতিটি পদক্ষেপই আপনাকে নিয়ে যাচ্ছে একটি গন্তব্যের দিকে।
যেখানে ভুলের চিহ্ন থাকে, সেখানে অভিজ্ঞতা জমা পড়ে।
আর যেখানে হিসাব থাকে, সেখানে থাকে লক্ষ্য, দায়িত্ব আর সচেতনতা।

� মনে রাখবেন —
জীবনটা কোনো দৌড় নয়, বরং একেকটা সঠিক পদক্ষেপের গল্প।
হিসাব না রাখলে হারিয়ে যাবেন,
আর হিসাব ঠিক থাকলে জীবন আপনিই পথ দেখাবে।

নিজেকে ভালো রাখুন,
আপনার পথচলাকে সম্মান করুন।
゚viralシfypシ゚viralシalシshout #চা #অনুভূতি #স্মৃতিমাখা_দিন #এককাপ

.☕ এক কাপ চা আর একরাশ ভালোবাসা দিয়ে শুরু হোক তোমার সকাল।জীবন হোক সাফল্যে ভরা, হাসিতে রাঙানো।শুভ প্রভাত! ❤️  ゚viralシfypシ...
01/08/2025

.
☕ এক কাপ চা আর একরাশ ভালোবাসা দিয়ে শুরু হোক তোমার সকাল।
জীবন হোক সাফল্যে ভরা, হাসিতে রাঙানো।
শুভ প্রভাত! ❤️ ゚viralシfypシ゚viralシalシshout #অনুভূতি #এককাপ #চা

🌧️ বৃষ্টি ভেজা রাস্তা, আর হাজারো না বলা গল্প…বৃষ্টির ফোঁটা যখন রাস্তার ধুলো মুছে দেয়, তখন যেন হৃদয়ের ক্লান্তিও ধুয়ে য...
29/07/2025

🌧️ বৃষ্টি ভেজা রাস্তা, আর হাজারো না বলা গল্প…
বৃষ্টির ফোঁটা যখন রাস্তার ধুলো মুছে দেয়, তখন যেন হৃদয়ের ক্লান্তিও ধুয়ে যায়।
এই পথ যেন স্মৃতির কারুকাজে ভরা—যেখানে একদিন তুমি হেঁটেছিলে, আমি চুপচাপ তাকিয়ে ছিলাম।
বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, মনে জমে থাকা আবেগগুলোকেও ভিজিয়ে তোলে…

কখনও মনে হয়, এই ভেজা রাস্তাই বুঝি সবচেয়ে বেশি বোঝে মন খারাপের ভাষা।

#বৃষ্টি #ভেজারাস্তায়ভাবনা #স্মৃতিমাখা_দিন

🌼✨ শুভ সকাল! ✨🌼একটি নতুন সকাল মানেইনতুন সম্ভাবনা, নতুন প্রেরণা, আর নতুন স্বপ্ন পূরণের সুযোগ।🕊️ মনকে হালকা করো,🌿 ভালোবাস...
28/07/2025

🌼✨ শুভ সকাল! ✨🌼
একটি নতুন সকাল মানেই
নতুন সম্ভাবনা, নতুন প্রেরণা, আর নতুন স্বপ্ন পূরণের সুযোগ।

🕊️ মনকে হালকা করো,
🌿 ভালোবাসা ছড়িয়ে দাও,
💫 আর নিজেকে বিশ্বাস করে দিনটা শুরু করো।

আজকের দিনটা হোক —
🌞 আলোয় ভরা,
😊 হাসিতে রঙিন,
❤️ আর সাফল্যে পূর্ণ। ゚viralシfypシ゚viralシalシshout ゚viralシfypシ゚viralシalシfollowers ゚viralシfypシ゚viralシalシ #

🌙 শুভ রাত্রি বন্ধুরা 🥰দিনের শেষে একটু প্রশান্তির ছোঁয়া পেতে চাই আমরা সবাই।সারাদিনের ক্লান্তি, দুঃখ কিংবা আনন্দ – সব কিছ...
27/07/2025

🌙 শুভ রাত্রি বন্ধুরা 🥰
দিনের শেষে একটু প্রশান্তির ছোঁয়া পেতে চাই আমরা সবাই।
সারাদিনের ক্লান্তি, দুঃখ কিংবা আনন্দ – সব কিছু পেছনে ফেলে,
চোখের পাতা বন্ধ করে যখন ঘুম আসে, তখনই সত্যিকারের শান্তি খুঁজে পাই।
🕊️ বন্ধুরা, রাতের এই নিস্তব্ধতা শুধু ঘুমানোর সময়ই না,
এটা নিজের সাথে একটু সময় কাটানোর, নিজেকে নতুন করে বোঝার সময়ও।

ভালো থাকো সবাই...
আল্লাহ তোমার-আমার রাত্রি হোক নিরাপদ, শান্তিময় এবং স্বপ্নময় ✨

শুভ রাত্রি বন্ধুরা 🥰 #শুভরাত্রি #বন্ধুরাকেমন ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシshout ゚viralシfypシ゚viralシalシfollowers

25/07/2025

শুভ সকাল

👉"হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন!"জীবনে একটাই জিনিস সব কিছু বদলে দিতে পারে—🤔আর সেটা হলো চেষ্টা।👈আপনি যখনই হাল ছেড়ে দেন...
24/07/2025

👉"হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন!"
জীবনে একটাই জিনিস সব কিছু বদলে দিতে পারে—🤔আর সেটা হলো চেষ্টা।👈
আপনি যখনই হাল ছেড়ে দেন, তখন আপনি হার স্বীকার করে নেন। অথচ হয়তো আর এক ধাপ সামনে গেলেই আপনি পৌঁছে যেতেন সফলতার দ্বারপ্রান্তে।

👉 বড় স্বপ্ন দেখতে ভয় নেই,
👉 পথে কাঁটা থাকবেই, কষ্ট আসবেই, কিন্তু হাল ছেড়ে দিলেই সেই কষ্ট বৃথা।
👉 মনে রাখবেন, যারা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, ইতিহাস তাদেরই মনে রাখে।

তাই হাল ছাড়বেন না। হার মানবেন না। জিতে যাওয়া অপেক্ষা করছে আপনার জন্য। 💪🔥

#হালছেড়েনা #সফলতা #অনুপ্রেরণা #জ্ঞানমূলক

🌼 শুভ সকাল 🌼"জ্ঞানীর পরিচয় তার কথায় নয়, তার নীরবতায়। কারণ সব সময় কথা নয়, চিন্তা মানুষকে বড় করে তোলে।"দিনটা হোক জ্ঞান,...
23/07/2025

🌼 শুভ সকাল 🌼
"জ্ঞানীর পরিচয় তার কথায় নয়, তার নীরবতায়। কারণ সব সময় কথা নয়, চিন্তা মানুষকে বড় করে তোলে।"
দিনটা হোক জ্ঞান, প্রজ্ঞা আর শান্তিতে ভরা। 🌞📚
#শুভ_সকাল #জ্ঞান_হোক_পাথেয় #ইনস্পিরেশন_ফর_লাইফ

♥️♥️♥️♥️
14/07/2025

♥️♥️♥️♥️

☔"বৃষ্টি যেন আকাশের কান্না,যা মাটির বুকে পড়ে সুখের স্রোত বইয়ে দেয়।একাকী হৃদয় ভিজে ওঠে স্মৃতির বৃষ্টিতে,ফুল ফুটে ওঠে ...
13/07/2025


"বৃষ্টি যেন আকাশের কান্না,
যা মাটির বুকে পড়ে সুখের স্রোত বইয়ে দেয়।
একাকী হৃদয় ভিজে ওঠে স্মৃতির বৃষ্টিতে,
ফুল ফুটে ওঠে ভেজা মাটিতে যেমন।
বৃষ্টি আসলে শুধু পানি নয়,
এটা অনেক না বলা কথার,
না পাওয়ার, না বলা ভালোবাসার নিঃশব্দ সাক্ষী।

Address

মোরেলগঞ্জ উপজেলা
Barisal

Telephone

+8801408732949

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share