Sayem The Selfish

Sayem The Selfish it's me Sayem the selfish.I love to eat and I want to be a traveler. I want to travel the whole world just vedio uoload

এই আপু নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ 🖕😇
29/07/2025

এই আপু নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ 🖕😇

29/07/2025

কি বুঝলেন?

22/07/2025

২ লিটার ঠান্ডা পানি ৬০০ টাকায় বিক্রি হইছে। পো/ড়াস্থানে দেওয়ার জন্য পানির দরকার ছিল তাই।

22/07/2025

বাংলাদেশ 🥲

উনি আমার বাবা ! অথবা আমার মতো কারো বাবা । যার আদরের সন্তান আছে ,   ভালবাসার স্ত্রী আছে , শরীর আছে , যেখানে ব্যাথা লাগে ,...
21/07/2025

উনি আমার বাবা ! অথবা আমার মতো কারো বাবা । যার আদরের সন্তান আছে , ভালবাসার স্ত্রী আছে , শরীর আছে , যেখানে ব্যাথা লাগে , চুলকায় , কেটে গেলে লাল লাল রক্ত বেড় হয় । উনাকে কেউ গাড়ি দিতে বলছে না , কিন্তু সেফটি গার্ড , দরকারি পোষাক , অক্সিজেন মাস্ক ; এগুলো তো দিতে পারি নাকি ? নগর পিতা গন হাত জোর করে অনুরোধ করছি , এই সকল পরিচ্ছন্নতা কর্মিদের দিকে খেয়াল করবেন দয়া করে । আপনার কর্মচারি ওনারা , আর আমাদের মতো কারো পিতা ।

19/07/2025

এদের বিবেকও তাদের মতো যারা আজ ধ্বংস

Keno?
16/07/2025

Keno?

15/07/2025

Post delete koro na hole somossha hbe😇

12/07/2025

কাহিনি একই সুধু চরিত্রের পরিবর্তন

পিরিতের পেতনি😇
11/07/2025

পিরিতের পেতনি😇

সন্ধ্যাবেলা। দিনের আলো নিভে আসছে।কাঁধের ব্যাগে পাঁচটা পিৎজা নিয়ে হাঁটু পানি ভেঙ্গে সাইকেল চালিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যা...
08/07/2025

সন্ধ্যাবেলা।
দিনের আলো নিভে আসছে।
কাঁধের ব্যাগে পাঁচটা পিৎজা নিয়ে হাঁটু পানি ভেঙ্গে সাইকেল চালিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে অনলাইন ভিত্তিক রেস্টুরেন্ট সার্ভিস অ্যাপ্স “ফুডপান্ডা”র ডেলিভারি বয় “আনিস”[!]
সেই দুপুরের খাবার এখনো পেটে পড়েনি!

অর্ডার করা পিৎজাগুলো ডেলিভারি দিয়ে আবার অফিসে ফিরে মিলবে আজকের সারাদিনে এভাবেই কাঁদা-পানি ঠেলে শহরের নানা প্রান্তে অর্ডার ডেলিভারি করার পরিশ্রমের টাকা!
সেই টাকা পেলে চাল কেন হবে চাল-ডাল, তেল-নুন!
ক্ষুধায় চোঁ-চোঁ করতে থাকা পেটে দুটো ভাত নামাতে রাত গড়াবে বেশ!

এমন শত-শত আনিস আমাদের চারপাশে বাঁচার কঠিন সংগ্রাম করে যাচ্ছে এই নিষ্ঠুর শহরটাতে!
যারা থেকে যায় পর্দার আড়ালেই, দেশের গণমাধ্যম আর পত্রিকাগুলো থেকে ঠিক যেভাবে আড়ালে চলে যায় চলমান দুর্ভোগ আর দুর্গতির জলাবদ্ধতা আর বন্যার খবরগুলো!

জীবন সংগ্রামের এমন হাজারো লড়াইয়ের গল্পগুলো পড়ে থাকে পাদপ্রদীপের অন্তরালে...
সেখানে জায়গা করে নেয় আতশবাজি আর লেজার-শো'র আলোয় ভেসে ওঠা উন্নয়নের মহাসড়কে “সিঙ্গাপুরের চেয়েও শক্তিশালী অর্থনীতি”র দেশের ইউরোপ-আমেরিকাকেও ছাড়িয়ে সাঁইসাঁই করে ছুঁটে চলার উন্নয়নের ফুলানো-ফাঁপানো গল্প আর মিথ্যা বুজরুকি!
যে গল্পের সাথে মিল খুঁজে পাওয়া যায় না সংখ্যাতাত্ত্বিক উন্নয়ন আর পরিসংখ্যানগত আর্থসামাজিক উন্নতির!
কাগজেকলমে মাথাপিছু আয় আর জিডিপি শুধু বাড়তেই থাকে কিন্তু জীবনের হিসেবে সেগুলো যোগ হতে পারে কোনো এক অজানা কারণে!

দিনশেষে তাই হতাশার গল্পে যোগ হয়ে বাস্তবতার নির্মম কাব্যচর্চা...

“লড়াইটা একার তোমার...ও কাকা একটু চা খাও
সারাদিন দুর্ভাগার চাকা, না’হয় হালকা জিরোও।

তোমাকেই টানতে হবে চাকা, ও কাকা; তুমি একা
যুদ্ধে যাবার মাঝে বিড়িতে বারুদ ভরে নাও; টান দাও।

নোনতা ঘামে জমে আছে মুখ, চ্যাটচ্যাটে দিনের কবিতা
কেউ মোছাবেনা দুঃখদাগ, ধরো এই রুমালটা নাও।

মুছে ফেলো ওসব কবিতা, ধুলোবালি দিয়ে পাথর বানাও
অর্জিত যা কিছু আজ, ভেবো বর্জিত আনাজ...
একটু বসে যাও কাকা... এ’নাও চা’টা খাও।”

govir raate khudha lagle ami..
08/07/2025

govir raate khudha lagle ami..

Address

Notunbazar Road
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Sayem The Selfish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayem The Selfish:

Share

Category