Rafie Bro

Rafie Bro ন্যয়ে'র - পক্ষে থাকো, অভাব যতই থাকুক, -সৎ
হও! 'টাকা-পয়সা'-মূল্যবান, তবে, সব নয়...! Barisal district is my life🌟💜❤️🇧🇩🇲🇾

জুম্মা মোবারক ❤️
19/09/2025

জুম্মা মোবারক ❤️

ঘড়ির তিনটা কাটা কিন্তু সব সময়এক জায়গায় থাকে না ইনশাআল্লাহ সময় ঘুরবে।
19/09/2025

ঘড়ির তিনটা কাটা কিন্তু সব সময়

এক জায়গায় থাকে না ইনশাআল্লাহ সময় ঘুরবে।

আমি কিন্তু এখন আছি বর্তমানে জাপানে  😀
19/09/2025

আমি কিন্তু এখন আছি বর্তমানে জাপানে 😀

অথচ আমাদের জীবন নিয়ে কতই না অভিযোগ  🥲💔রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিত...
18/09/2025

অথচ আমাদের জীবন নিয়ে কতই না অভিযোগ 🥲💔

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

আমার প্রিয় দল
17/09/2025

আমার প্রিয় দল

আমিও একদিন যাবো এই প্রবাস থেকে বাড়িতে❤️‍🩹❤️⚡Md Mahasin
17/09/2025

আমিও একদিন যাবো এই প্রবাস থেকে বাড়িতে❤️‍🩹❤️⚡
Md Mahasin

14/09/2025

এটা আপনার কোন বন্ধুর কাজ হতে পারে বলেন🤣🤢

#ফানি

ইয়া আল্লাহঅতিরিক্ত কোনো কিছু চাই না-যতটুকু হলে জীবন'টা সুন্দর হয় আমাকে ততটুকু দান করুন!আমিন
14/09/2025

ইয়া আল্লাহ

অতিরিক্ত কোনো কিছু চাই না-যতটুকু হলে জীবন'টা সুন্দর হয় আমাকে ততটুকু দান করুন!

আমিন

সত্যিকারের শক্তি হলো, ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ানো।
14/09/2025

সত্যিকারের শক্তি হলো, ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ানো।

14/09/2025

-শট জীবনটাই পুরো শর্ট 🤣😀

#ফানি

যদি অন্যের ব্যথা টের পাও' তাহলে তুমি মানুষ !!
13/09/2025

যদি অন্যের ব্যথা টের পাও' তাহলে তুমি মানুষ !!

Address

Barishal
40049

Alerts

Be the first to know and let us send you an email when Rafie Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafie Bro:

Share

Category