Mohamed juel Meirda

Mohamed juel Meirda //আমাদের পেজে আসার জন্য সবাইকে ধন্যবাদ

28/05/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

09/05/2025

❝আপনার ভবিষ্যৎ!
আপনার অতিতের চেয়েও উত্তম হবে!❞
ইনশাআল্লাহ্🌸
[সূরা আদ-দুহা-০৪]

08/05/2025

তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো
কেননা সিজদায় হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়।
(মুসলিম ৮৭০)

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড...
22/02/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!
ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।
তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।
তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

22/02/2025



আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলতেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রমযান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দী করে দেয়া হয়।

সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৯

21/02/2025

মহান আল্লাহ্‌র বাণীঃ “হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরয করা হল, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।” (আল-বাকারাহঃ ১৮৩)

21/02/2025



‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) বলেছেন: কোন নারী তার বাড়ির সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন কক্ষে বসে যে সালাত আদায় করে, সেই সালাত আল্লাহর কাছে অধিক প্রিয়।

সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ১৪৩

03/01/2025

সেই লোকদেরকে দেখো যাদের ভাগ্য তোমার থেকে খারাপ.......

31/12/2024
মনে রাখবেন:-মৃত্যুই সত্যি। তুমি একাই মরবে, একাই কবর দিবে, একাই প্রশ্ন করবে, একাই উত্তর দিবে, আর আল্লাহর সামনে একাই দাড়া...
16/11/2024

মনে রাখবেন:-

মৃত্যুই সত্যি। তুমি একাই মরবে, একাই কবর দিবে, একাই প্রশ্ন করবে, একাই উত্তর দিবে, আর আল্লাহর সামনে একাই দাড়াবে।।

আল্লাহ আমাদের জন্য ঐ দিনটা সহজ করে দিন।
আমিন
হে রব 🤲🏿
এই কথাটি সবার মাঝে সরিয়ে দিন কারণ সবাই মৃত্যুর কথা ভুলে গেছে শেয়ার করতে ভুলবেন না

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamed juel Meirda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share