Robin khan রুবেল

Robin khan রুবেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Robin khan রুবেল, Video Creator, বরিশাল, বরগুনা, Barishal.
(39)

__বিসমিল্লাহির রহমানির রহিম__
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
ɩ ɱʌ coŋtɘŋ cʀɘʌtoʀ Lɩvɘ ɩŋ Boʀɩsʜʌɭ Bʌŋʛɭʌɗɘsʜ ɱƴ oʆʆɩcɩʌɭ Fʌcɘɓooĸ pʌʛɘ শাকিব খানের বিগ ফ্যান

28/10/2025

সরমিলা আপু কি বলে শুনেন

Sabiha Surmila Vlogs

বরগুনার তালতলীর ছোট্ট গ্রামে তখন বিকেলের নরম রোদ। পুকুরের জলে হালকা বাতাসের ঢেউ, আর গ্রামের শেষ মাথার তালগাছের ছায়ায় ব...
28/10/2025

বরগুনার তালতলীর ছোট্ট গ্রামে তখন বিকেলের নরম রোদ। পুকুরের জলে হালকা বাতাসের ঢেউ, আর গ্রামের শেষ মাথার তালগাছের ছায়ায় বসে ছিল রবিন খান। একসময় এই জায়গাটাই ছিল তার ভালোবাসার সাক্ষী—
যেখানে প্রিয়া এসে বলেছিল,
“তুমি ছাড়া আমি বাঁচবো না, রবিন!”
সেই কথাটাই এখন রবিনের বুকের ভেতর ছুরির মতো বিঁধে থাকে।
প্রিয়ার বাড়ি কুষ্টিয়ায়, কিন্তু তালতলীর এই মাটিতেই সে পেয়েছিল তার প্রথম ভালোবাসা। কলেজে পড়তে এসে রবিনের সঙ্গে আলাপ, তারপর প্রেম, তারপর বিয়ে।
সবাই বলত— “রবিন আর প্রিয়া মানেই আদর্শ দম্পতি।”
কিন্তু সুখ বেশিদিন টিকল না।
রবিন ঢাকায় চাকরিতে যোগ দিল। প্রিয়া একা পড়ে গেল গ্রামে। ফোনে কথা, ভিডিও কলে হাসি— সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ রুবেল, প্রিয়ার দূর সম্পর্কের এক আত্মীয়, তার জীবনে আসে।
রুবেল সবসময় সাহায্য করত, বাজার করত, প্রিয়ার পাশে থাকত যখন রবিন দূরে ছিল।
একদিন হঠাৎ রবিন জানতে পারে— প্রিয়া আর রিমানের নাম একসাথে উঠছে গ্রামে নানা কথায়।
রবিন বিশ্বাস করতে চায়নি, কিন্তু নিজের চোখে যখন একদিন ওদের একসাথে দেখে ফেলে, তখন বুকটা ভেঙে যায়।
“তুমি এটা করলে, প্রিয়া? আমি তোমাকে আমার পৃথিবী বানিয়েছিলাম!” — রবিনের কণ্ঠ কাঁপছিল।
প্রিয়া কিছু বলতে পারেনি, শুধু বলেছিল—
“রবিন, আমি একা ছিলাম… তোমার ভালোবাসা দূরে চলে গিয়েছিল, রুবেল পাশে ছিল।”
সেই রাতে চাঁদ উঠেছিল, কিন্তু রবিনের চোখে শুধু অন্ধকার।
পরদিনই সে তালতলীর কোর্টে ডিভোর্স পেপারে সই করে।
তিন বছর পর, এখনো যখন রবিন ঢাকায় একা ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকায়, তখন মনে পড়ে যায় প্রিয়ার মুখটা।
বৃষ্টির রাতে তার কানে বাজে সেই পুরনো বাক্য—
“তুমি ছাড়া আমি বাঁচবো না…”
কিন্তু আজ প্রিয়া বেঁচে আছে রিমান সংসারে, আর রবিন বেঁচে আছে স্মৃতির ভেতর।
দু’জনই বেঁচে আছে, তবু কেউই আসলে বেঁচে নেই।

কেমন আছেন আপনারা 🔙
27/10/2025

কেমন আছেন আপনারা 🔙

25/10/2025

শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ!
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম, পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি।
ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।
১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।
রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।
কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেয়া হয়।
হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি।
ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এসময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ।

প্রিয়া তুমি চলে যাওয়ার পর_😥 কতো চাইলো আমায় আপন করে নিতে_💔 পারলাম নারে কাউকে আমি ভালোবাসা দিতে যার জন্য এত প্রাণ কান্দে...
22/10/2025

প্রিয়া তুমি চলে যাওয়ার পর_😥
কতো চাইলো আমায় আপন করে নিতে_💔 পারলাম নারে কাউকে আমি ভালোবাসা দিতে যার জন্য এত প্রাণ কান্দে তারে কেমনে ভুলে যাই

বেইমান রে বেইমান রে _😥তুইতো খালি চিনলি টাকা আমায়_💔 চিনলি নারে কি করিনায় তোরি জন্য গেলিরে সব ভুলে ভালোবাসার নামে ছুরি ম...
21/10/2025

বেইমান রে বেইমান রে _😥
তুইতো খালি চিনলি টাকা আমায়_💔
চিনলি নারে কি করিনায় তোরি জন্য
গেলিরে সব ভুলে ভালোবাসার নামে ছুরি মারলি আমার বুকে

কিছু মেয়ে আছে আমি ভিডিও আপলোড করলে ওদের উল্টাপাল্টা কমেন্টের জন্যমেজাজ খারাপ হয় একটা কথা বলি কান খুলে শুনেন এটা ফেজবুক...
20/10/2025

কিছু মেয়ে আছে আমি ভিডিও আপলোড করলে ওদের উল্টাপাল্টা কমেন্টের জন্য
মেজাজ খারাপ হয় একটা কথা বলি কান খুলে শুনেন এটা ফেজবুক এখানে নিজের ভিডিও আপলোড অথবা নিজের ফটো গুলো ছাড়া কোনো দাম নেই আমাকে ভালো না লাগলে দুরে থাকুন

19/10/2025

গানের_ কথা আমি নাকি নষ্ট ছেলে

18/10/2025

নষ্ট প্রেমের কষ্টে জীবন হইলো অন্ধকার

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশেশুধু তুমি নেই এইসময় আমারি পাশেতোমার ঘরে প্রদীব জ্বলেআমি অন্ধকারেপ্রেমের আলো ছড়িয়ে আছেআ...
07/01/2025

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে
তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।

কেমন আছেন আপনারা
31/12/2024

কেমন আছেন আপনারা

তাফসিরুল কুরআন মাহফিল পেকুয়া, কক্সবাজারমিজানুর রহমান আল আজহারী হুজুর
28/12/2024

তাফসিরুল কুরআন মাহফিল
পেকুয়া, কক্সবাজার
মিজানুর রহমান আল আজহারী হুজুর

Address

বরিশাল, বরগুনা
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Robin khan রুবেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category