সেবা সংঘ বরিশাল

সেবা সংঘ বরিশাল support humanity

ফাহিম শাহরিয়ার সোহান— দীর্ঘ ১০ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে। সে এখন জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে। বিগত তি...
03/11/2025

ফাহিম শাহরিয়ার সোহান— দীর্ঘ ১০ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে। সে এখন জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে। বিগত তিন বছর ধরে তার চিকিৎসা বন্ধ। কোনো ডাক্তার তাকে আশার আলো দেখায় না। বারবার অসম্পূর্ণ আর ভুল চিকিৎসার কাছে পরাজিত হয়ে এখন মৃত্যুর প্রস্তুতিই যেন তার জন্য উপযুক্ত সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

সোহান এখন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। দীর্ঘ তিন বছর ধরে কথা বলতে পারে না এবং মুখে খেতেও পারে না। পেটে সার্জারীর মাধ্যমে পেগ টিউব সেট করে দেয়া হয়েছে— সব খাবার এখন সেই টিউব দিয়েই খেতে হয়।
নাক মুখ দিয়ে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়াও তার জন্য বন্ধ— গলায় ছিদ্র করে টিউব দেওয়া হয়েছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য।

টিউমার বড় হয়ে ভয়াবহ পর্যায়ে চলে গেছে, প্রচুর ব্লিডিং হয়। এই মুহুর্তে তার চিকিৎসা শুরু করা আবশ্যক।

ডাক্তার বলেছে আর এক মুহুর্তও দেরি করা উচিত হবে না। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। দীর্ঘ ১০ বছর ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে তার পরিবার এখন আর্থিক ভাবে নিঃস্ব।

সোহানকে চিকিৎসা পেতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেন। এখন ওর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
আপনারা সবাই ওর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। সোহানকে আর একবার চিকিৎসা করানোর সুযোগ করে দিন।

সাহায্য করার জন্যঃ

01773560139 (BKash Personal)
BKash Name: MD SHAHEB ALI

বিকাশ ২: 01742369055 (personal)

নগদ এবং রকেট: 01773560139 (Nagad/Rocket Personal)

Bank Account:

Name: Fahim Shahriar Sohan
Ac No: 1691570159953
Routing No: 090761788
Branch: 169- Pabna Branch
(Dutch Bangla Bank)

28/10/2025

ব্লগার ফারাবী ভাইয়ের পাশে দাঁড়াই। শাহবাগ আন্দোলনের সময় ইসলামের পক্ষে নির্ভীকভাবে কলম ধরেছিলেন ব্লগার শাফিউর রহমান ফারাবী। দীর্ঘ কারাবাস ও একের পর এক মামলার কারণে তিনি আজ মারাত্মক অর্থকষ্টে রয়েছেন। শুনানি, আইনজীবীর খরচ ও ঢাকায় দৌড়াদৌড়িতে প্রতিনিয়ত উনার অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু আয়ের উৎস প্রায় নেই বললেই চলে। বর্তমানে বই বিক্রির সামান্য আয়ই তাঁর একমাত্র ভরসা।
একজন ত্যাগী অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি আমাদের সহানুভূতির দাবিদার। যদি সরাসরি সাহায্য করা সম্ভব না হয়, তবে অন্তত এই পোস্টটি শেয়ার করুন— হয়তো আপনার শেয়ারই হবে তাঁর সহায়তার সেতু।

Donate করবেন যেভাবে: উনার Bank account:
Shafiur Rahman Farabi Dutch-Bangla Bank Ltd. A/C No: 1321010018551 (Moulvibazar Branch)

বিকাশ/নগদ (Personal): 01345804924

Assalamu Alaikum wa Rahmatullah 💐SSB সেবা সংঘ বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।১/ ফিলিস্তিনের গাজার জন্য  ফান্ড  তোলা ...
05/05/2025

Assalamu Alaikum wa Rahmatullah 💐

SSB সেবা সংঘ বরিশালের
পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।
১/ ফিলিস্তিনের গাজার জন্য ফান্ড তোলা হইতেছে।
২/ একটি মাদ্রাসা ও এতিমখানা জন্য ফান্ড তোলা হইতেছে।
৩/ মজলুম কারাবন্দি সকলের জন্য ফান্ড তোলা হইতেছে।
৪/ একটি শহীদের ফ্যামিলির জন্য ফান্ড কালেকশন করা হইতেছে।
৫/ যাকাতের ফান্ড কালেকশন করা হইতেছে।

ইনশাআল্লাহ আপনারা সাধ্যমত চেষ্টা করবেন,এবং অন্যকে মেসেজটি পৌঁছে দিবেন।

সেবা সংঘ বরিশালের সকল কার্যক্রম পেইজে আপনাদের কাছে উপস্থাপন করা হবে।
বিকাশ :01621279799
নগদ : 01621279799
সার্বক্ষণ,
যোগাযোগ নম্বর :01938-811682

Address

Barishal

Telephone

+8801938811682

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা সংঘ বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category