03/11/2025
ফাহিম শাহরিয়ার সোহান— দীর্ঘ ১০ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে। সে এখন জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে। বিগত তিন বছর ধরে তার চিকিৎসা বন্ধ। কোনো ডাক্তার তাকে আশার আলো দেখায় না। বারবার অসম্পূর্ণ আর ভুল চিকিৎসার কাছে পরাজিত হয়ে এখন মৃত্যুর প্রস্তুতিই যেন তার জন্য উপযুক্ত সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
সোহান এখন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। দীর্ঘ তিন বছর ধরে কথা বলতে পারে না এবং মুখে খেতেও পারে না। পেটে সার্জারীর মাধ্যমে পেগ টিউব সেট করে দেয়া হয়েছে— সব খাবার এখন সেই টিউব দিয়েই খেতে হয়।
নাক মুখ দিয়ে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়াও তার জন্য বন্ধ— গলায় ছিদ্র করে টিউব দেওয়া হয়েছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য।
টিউমার বড় হয়ে ভয়াবহ পর্যায়ে চলে গেছে, প্রচুর ব্লিডিং হয়। এই মুহুর্তে তার চিকিৎসা শুরু করা আবশ্যক।
ডাক্তার বলেছে আর এক মুহুর্তও দেরি করা উচিত হবে না। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। দীর্ঘ ১০ বছর ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে তার পরিবার এখন আর্থিক ভাবে নিঃস্ব।
সোহানকে চিকিৎসা পেতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেন। এখন ওর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
আপনারা সবাই ওর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। সোহানকে আর একবার চিকিৎসা করানোর সুযোগ করে দিন।
সাহায্য করার জন্যঃ
01773560139 (BKash Personal)
BKash Name: MD SHAHEB ALI
বিকাশ ২: 01742369055 (personal)
নগদ এবং রকেট: 01773560139 (Nagad/Rocket Personal)
Bank Account:
Name: Fahim Shahriar Sohan
Ac No: 1691570159953
Routing No: 090761788
Branch: 169- Pabna Branch
(Dutch Bangla Bank)