
12/08/2025
🇧🇩✨
আজ মালয়েশিয়ার রাস্তায় চোখে পড়ল এক অন্যরকম দৃশ্য—
বিভিন্ন জায়গায় উড়ছে আমার দেশের লাল-সবুজ পতাকা ❤️
নোবেল বিজয়ী, গর্বের বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের আগমনের উপলক্ষে এই সম্মান 🇧🇩
বিদেশের মাটিতে দেশের মর্যাদা এমনভাবে দেখতে সত্যিই বুক ভরে যায়।
#বাংলাদেশ_আমার_গর্ব