Sajjad Hosen

Sajjad Hosen প্রত্যাবর্তন ;
সবসময় বিপত্তির চেয়ে শক্তিশালী।

06/08/2025

মালয়েশিয়ার সকালটা আজ একটু অন্যরকম। হালকা ঠান্ডা হাওয়া, নরম রোদ, আর চারপাশে এক ধরনের শান্ত পরিবেশ। মনটা ভালো হয়ে যায় এমন আবহাওয়ায়। এমন সকালের জন্য মন কৃতজ্ঞ হয়ে ওঠে।☁️🌿

তারুণ্যের প্রথম ভোট, একটু ভেবে চিন্তে হোক।সারাজীবনের অনেক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে, কিন্তু প্রথম ভোটটা একটা আলাদা দায়...
03/08/2025

তারুণ্যের প্রথম ভোট, একটু ভেবে চিন্তে হোক।

সারাজীবনের অনেক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে, কিন্তু প্রথম ভোটটা একটা আলাদা দায়িত্ব। কার পাশে দাঁড়াচ্ছি, কেন দাঁড়াচ্ছি—এই ভাবনাটুকু যেন থাকে সচেতনভাবে।
শুধু আবেগ নয়, ভাবুন ভবিষ্যৎ নিয়ে।
ভোট দিন নিজের বিবেক, বুদ্ধি আর দেশপ্রেম দিয়ে।

এই জন্যই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ‘ব্যান্ড’ (বিশ্বস্ত ব্র্যান্ড) হতে পারে না, হয় ‘ব্যন্ড’ (পালানোর পাঁয়তারা)!কোন কিছু ...
03/08/2025

এই জন্যই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ‘ব্যান্ড’ (বিশ্বস্ত ব্র্যান্ড) হতে পারে না, হয় ‘ব্যন্ড’ (পালানোর পাঁয়তারা)!

কোন কিছু শুরু হলেই কিছুদিন পরে শুনি—“ব্যবসা গুটিয়ে ফেলেছে”, “কর্মীদের বেতন দেয়নি”, “গ্রাহকদের টাকা আটকে আছে”, আর শেষ খবর, “প্রতিষ্ঠানটির কর্ণধার বিদেশে পালিয়ে গেছেন।”

আর এই ‘পালানোর সিজন’টা কেমন করে যেন আগস্ট মাসেই বেশি দেখা যায়!

আগস্ট কি এখন জাতীয় পলায়ন মাস নাকি?

বরিস জনসন সাইকেল চালিয়ে হ্যান্ডেল ঘোরালেন, কেউ পাত্তাই দিল না!আর আমাদের নেতা যদি বাসে উঠেন,ফেসবুকে ভিউ কোটিতে — ইউটিউবে...
02/08/2025

বরিস জনসন সাইকেল চালিয়ে হ্যান্ডেল ঘোরালেন, কেউ পাত্তাই দিল না!
আর আমাদের নেতা যদি বাসে উঠেন,
ফেসবুকে ভিউ কোটিতে — ইউটিউবে বিশ্লেষণ বিশটা!

ওরা কাজ করে ভাইরাল হয় না,
আমরা ভাইরাল হয়ে কাজ শুরু করি — যদি কখনো করি।

আসলে যখন দেশ চালানো নাটকের মঞ্চে পরিণত হয়,
তখন সাধারণ একটা বাসযাত্রাও হয়ে যায় ‘জাতীয় ঘটনা’!

ফ্লাইট এক্সপার্ট ভাগছে!দেশজুড়ে হৈচৈ!যারা "সস্তায় টিকিট, ঝামেলাবিহীন ভ্রমণ" বলে বুকিং দিয়েছিলেন, তারা এখন রিফান্ডের ফর্ম ...
02/08/2025

ফ্লাইট এক্সপার্ট ভাগছে!
দেশজুড়ে হৈচৈ!
যারা "সস্তায় টিকিট, ঝামেলাবিহীন ভ্রমণ" বলে বুকিং দিয়েছিলেন, তারা এখন রিফান্ডের ফর্ম খুঁজছেন।
যাদের টিকিট কাটা, তারা দৌড়াচ্ছেন এয়ারলাইন্সের ওয়েবসাইটে — টিকিট আসলেই কনফার্ম কিনা দেখার জন্য।
আর যাদের টাকাই ছিল না, তারা এখন ফেসবুকে বসে পপকর্ন খাচ্ছেন।

এটাই আমাদের বাস্তবতা — অতি লোভে তাতি নষ্ট।
OTA প্ল্যাটফর্মগুলোর উপর মানুষের আস্থা এখন বড় ধাক্কা খাবে।
এই ধাক্কা শুধু একটা কোম্পানির নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য এক সতর্কবার্তা!

২০ তলা ভবনে প্রবাসীদের কল্যাণের নামে বসে থাকা মানুষগুলোর কথা ভাবুন।তারা যদি ইচ্ছে করে, তাহলে সত্যিই প্রবাসীদের জন্য কল্য...
01/08/2025

২০ তলা ভবনে প্রবাসীদের কল্যাণের নামে বসে থাকা মানুষগুলোর কথা ভাবুন।
তারা যদি ইচ্ছে করে, তাহলে সত্যিই প্রবাসীদের জন্য কল্যাণের বন্যা বইয়ে দিতে পারে।

কিন্তু বাস্তবতা?

কল্যাণ তো দূরের কথা, ছিটেফোঁটা বৃষ্টির মতো সহানুভূতিও মেলে না!

প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে কষ্টে রেমিট্যান্স পাঠায়, আর এই সুযোগে কিছু লোক অফিসে এসি রুমে বসে “কল্যাণ” নামের নাটক মঞ্চস্থ করে।

আমরা কি শুধুই ডলার পাঠানোর যন্ত্র?
নাকি এই রাষ্ট্রে আমাদের প্রতি কোনো মানবিক দায়িত্বও আছে?

22/07/2025

এদেশের মানুষ-সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে কিন্তু কোকাকোলা খায় না।
কারণ কোকাকোলা খাওয়া হারাম! :-D

18/07/2025

কে কে খেতে চাও!

02/07/2025

🌍🐥 বিশ্বের সবচেয়ে ছোট জাতের মুরগি – সারামা (Serama)! 🐥🌍

আপনি কি জানেন?
"সারামা" নামের একটি মুরগির জাত আছে যা বিশ্বের সবচেয়ে ছোট মুরগি হিসেবে পরিচিত! এই ছোট্ট মুরগিগুলোর ওজন গড়ে মাত্র ৩৫০ থেকে ৫০০ গ্রাম হয় এবং উচ্চতাও হয় মাত্র ১৫-২৫ সেন্টিমিটার! 😲

📍 উৎপত্তিস্থল: মালয়েশিয়া 🇲🇾
📍 স্বভাব: শান্ত, বন্ধুবৎসল ও লাজুক
📍 ব্যবহার: এটি সাধারণত শো বা পোষা পাখি হিসেবে পালন করা হয়। ডিম দিলেও ডিমের আকার খুব ছোট 🥚

যারা ব্যতিক্রম কিছু ভালোবাসেন বা বাড়িতে ছোট আকৃতির পোষা প্রাণী রাখতে চান—সারামা মুরগি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট পছন্দ!

📸 নিচে যদি ভিডিও দেই, তাহলে তো আরও ভালো লাগবে, তাই না? 😍

#পশুপাখি #জানারমজারতথ্য #বিশ্বজুড়ে

21/06/2025

ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিটের দাম নাগালের বাইরে।
অন্যদিকে নামমাত্র দামে পাওয়া যাচ্ছে কুয়ালালামপুর টু ঢাকার টিকেট। সিন্ডিকেট আদৌ কি শেষ হবে না?

21/06/2025

মালয়েশিয়াতে ট্রাফিক সিগন্যাল না মানলে মৃ/ত্যু হতে পারে আপনার!

শুধুমাত্র মালয়েশিয়া প্রবাসীদের জন্য: ESKL নতুন করে পাসপোর্ট রিনিউ করার জন‍্য এ‍্যাপায়েন্টমেন্টের স্লট খুলে দিয়েছে । যা...
17/06/2025

শুধুমাত্র মালয়েশিয়া প্রবাসীদের জন্য:
ESKL নতুন করে পাসপোর্ট রিনিউ করার জন‍্য এ‍্যাপায়েন্টমেন্টের স্লট খুলে দিয়েছে । যাদের যাদের লাগবে দ্রুত তাদের ওয়েবসাইটে গিয়ে নিয়ে নিন ।

অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লিংক কমেন্ট বক্সে 👇

Address

Dhaka
Barishal
8700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share