Wazirpur News

Wazirpur News উজিরপুর ও আশে-পাশের সকল খবর তুলে ধরার প্রত্যয় নিয়ে আপনাদের পাশে....

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার উদ্যোগে আজ ...
04/11/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার উদ্যোগে আজ এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তরুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে জেলার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মোকাম্মেল কবির, সাংগঠনিক সম্পাদক জনাব এইচ এম রমিজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এ টি এম রেজাউল ফিরোজ নাছিম, মহিলা বিষয়ক সম্পাদক, লুৎফুন নাহার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার সভাপতি ইঞ্জি. কাজী মনিরুল ইসলাম স্বপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (আবু হাওলাদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সমবায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী চেতনায় বলীয়ান হয়ে কাজ করতে হবে।”

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে মতবিনিময় সভাকে সফল করে তোলেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহরের হোটেল কিং ফিশার, সকাল ১০টায়।
আয়োজনে ছিলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলা।

03/11/2025

বরিশাল জেলার গৌরনদী উপজেলার একই পরিবারের ৪ জনার ধর্মপরিবর্তন

28/10/2025

ঢাকা-বরিশাল মহাসড়কে (ইচলাদী টোলপ্লাজা সংলগ্ন) বিআরটিসি বাসে আগুন

25/10/2025

উজিরপুর নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫

উজিরপুর সন্ধ্যা নদীতে আসছে রোমাঞ্চকর নৌকা বাইচ!

৩০ অক্টোবর, বৃহস্পতিবার | বিকাল ৩টা
স্থান: মেজর এম এ জলিল সেতু (ইচলাদি ব্রিজ)

সবার জন্য উন্মুক্ত — আসুন, উপভোগ করুন নদীর ঢেউয়ে গ্রামীণ উৎসবের আমেজ!

আয়োজনে: উপজেলা প্রশাসন, উজিরপুর, বরিশাল।

24/10/2025

মা ইলিশ রক্ষায় ২১ তম দিনের অভিযান, জেলে, জাল, নৌকা জব্দ

23/10/2025

🛶 উজিরপুর নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫

উজিরপুর সন্ধ্যা নদীতে আসছে রোমাঞ্চকর নৌকা বাইচ!

📅 ৩০ অক্টোবর, বৃহস্পতিবার | বিকাল ৩টা
📍 স্থান: মেজর এম এ জলিল সেতু (ইচলাদি ব্রিজ)

সবার জন্য উন্মুক্ত — আসুন, উপভোগ করুন নদীর ঢেউয়ে গ্রামীণ উৎসবের আমেজ! 🌊

আয়োজনে: উপজেলা প্রশাসন, উজিরপুর, বরিশাল।

21/10/2025

ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে ব্রীজে ভয়াবহ ফাটল,পরিদর্শন করেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা

নাসির শরীফ উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একমাত্র ব্রীজটি ফাটল ধরায় যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

উল্লেখ্য ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে জনগুরুত্বপূর্ণ ও দক্ষিনাঞ্চলের যানচলাচলের একমাত্র ব্রীজটিতে হঠাৎ ফাটল ধরায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তাই দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে সাময়িক ভাবে দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রীজটির মেরামতের কার্যক্রম চালাচ্ছে। ঐতিহ্যবাহী বামরাইল বন্দর ব্যবসায়ীরা জানিয়েছে বামরাইল বাসস্ট্যান্ডের ব্রীজের নিচের অংশ অনেকটা ফাটল দেখা দিলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

এরপর কর্মকর্তারা ব্রীজের নিচে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় শত বছরের পুরাতন ব্রীজটি নির্মানের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি।

ব্রীজটির উপর দিয়ে দক্ষিনাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। এছাড়া প্রতিদিন মালামাল বোঝাই হাজার হাজার ভাড়ী গাড়ি চলাচল করার কারনে ব্রীজটিতে ফাটল ধরে বেহাল দশায় পরিনত হয়। গত শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন খান।

তিনি বলেন তাৎক্ষণিকভাবে উচ্চপদস্থ কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ব্রীজটি পরিদর্শন করেছেন। ব্রীজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণ করা হয়েছে। এদিকে ওই ঝুকিপূর্ণ ব্রীজটি অচিরেই নতুন করে নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বামরাইলবাসী।

এ খবরে সার্বিক খোঁজ খবর নিতে ২০ অক্টোবর দুপুর ২ টার দিকে ঘটনাস্থল বামরাইলে ছুটে যান মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

এছাড়া তিনি উজিরপুর প্রতিবেদককে জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ওই ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভাড়ি যানবাহন চলতে দেয়া হবেনা।

এছাড়া একসাথে একের অধিক গাড়ি চলাচলে বাধা দেয়া হবে। যান্ত্রিক গাড়ির গতি কমানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে কঠোর নজরদারি থাকবে।

20/10/2025

মাহমুদুল হাসানকে খুজে পেতে ভিডিওটি শেয়ার করুন

20/10/2025

বেপরোয়া অসাধু জেলেদের ধরতে দুঃসাহসিক অভিযান

20/10/2025

জাল নিয়েন স্যার, আর আমুনা স্যার, নারী জেলেদের আকুতি

19/10/2025

মেঘনায় জলদস্যুদের হামলা, মৎস্যকর্তাসহ আহত-১৫

হিজলা উপ‌জেলার মেঘনা নদীর ধুল‌খোলা ইউ‌নিয়ন বরাবর মুল মেঘনায় ২০ টি ট্রলার (প্রতি ট্রলা‌রে কমপ‌ক্ষে ২০ জন ক‌রে) মৎস্য দপ্তর হিজলার ০২ টি স্পিড‌বো‌টে হামলা ক‌রে, কোস্ট গা‌র্ডের সদস্যরা নি‌জে‌দের রক্ষা‌র্থে ৮ রাউন্ড ফাঁকা গু‌লি ছো‌ড়ে । মৎস্য অফিসার, কর্মচারী ও শ্রমিকসহ ১৫ জন আহত সবাই হিজলা হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছে।

মেঘনায় জলদস্যুদের হানা
19/10/2025

মেঘনায় জলদস্যুদের হানা

Address

Est Bagura Road, 17 No Word
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Wazirpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wazirpur News:

Share

Category