30/08/2023
আল্লাহ হিদায়াত সমৃদ্ধ জীবনধারার প্রতি আপনার অন্তর ঝুকিয়ে দিলেন।আপনি কোরআনের পাতায়,হাদীসের কিতাবে,তাফসিরে বা সোনালি যুগের মানুষ গুলোর জীবন পড়ে এক অন্য জগতে হারিয়ে গেলেন।কী স্বর্গীয় শুদ্ধতা,কী স্বচ্ছ চিন্তাধারার মানুষ তারা! আপনার অন্তরে উথাল পাথাল অস্থিরতা "আমাকে বদলাতেই হবে,উনাদের কাতারে না পারি,উনাদের সবচেয়ে পিছনের কাতারটাতে যেন জায়গা হয়"
কিতাবের পাতা থেকে মুখ তুলে বাস্তবে তাকালেন!
পাশের ঘরে হিন্দি সিরিয়ালের কুটচক্রান্ত ফাস হবার ধড়াস করা আওয়াজ, রান্নাঘরে রান্নার পাশাপাশি চলে মৃত ভাই এর মাংস খাবার আওয়াজ! পরিবারের অন্য আরেক সদস্য ফিরে আল্লাহর সাথে যুদ্ধ করে ব্যাংক জবের ডিউটি সেরে!
হৃদয় ভেংগে চুরমার হয়ে আসে!
প্রচন্ড কষ্টে,ক্ষোভে চোখ বেয়ে জল নেমে আসে!
সবাই এমন কেন? কেউ বুঝেনা কেন? কেউ আপনার কথা গায়ে মাখেনা!
সময়টা বেশ নাজুক!
চিরশত্রু হানা দেয় হৃদয় দুর্গে!
অস্পষ্ট ফিসফিসানিঃ এরা নষ্ট হয়ে গেছে,এদের বলে লাভ নেই!যতই বুঝাও কোন লাভ নেই।তুমি ফেইসবুকের অমুক আপুদের/ভাইদের সাথে মেশো,ফেসবুকে দাওয়াহ দাও!তোমার পরিবারে তুমিই অনন্য ঈমান আমলের অধিকারী! ওদের যুক্তি ওদের পরামর্শ তোমার না হলেও চলবে!
এমন অনুভূতি আসেনা মাঝেমাঝে?
মা'আজাল্লাহ।
আপনার পরিবার আপনার শিকড়,আপনার রক্ত! দাওয়াহ পাবার হক ওদের সবচেয়ে বেশি।
ভালোবেসে,আদর করে,খাইয়ে,যত্ন করে,শ্রদ্ধার প্রলেপ বুলিয়ে,বিনয়ী স্বরে দশবার দশবেলা বলুন,সুযোগ যখনই পাবেন ! আর দুয়ার কথা তো বলাই বাহুল্য!
দিলের দরদ দিয়ে দাওয়াত দেয়া চাই! শুনবে না মানে! শুনতে হবেই।
একবার ভাবুন যে পরিমাণ জ্ঞানগর্ভ লেখা ফেইসবুকে লিখেন আর শেয়ার করেন,যে কতবার ইনবক্সে অমুক দ্বিনি বোন/ভাইকে সালাম দেন নিজের পরিবারে তার অর্ধেক দেন কি?
এত দ্রুতই নিজের শিকড়ের উপর হতাশ হলে কিভাবে চলে?
চেষ্টা শতভাগ না করে আমরা যেন হতাশার ওয়াসওয়াসায় আক্রান্ত না হই। অসাধারণ!