MD SOHEL SM

MD SOHEL SM প্রতিবাদী

Beautiful Moment ❤️❤️❤️
20/11/2023

Beautiful Moment ❤️❤️❤️

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/09/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

দুঃখজনক হলেও সত‍্য!মানুষের তৈরী করা সংগঠন গুলো যখন ইসলাম ধর্মের ঊর্ধ্বে গিয়ে কোনো আইন চালু করে কিংবা ইসলাম বিদ্বেষী কোনো...
10/09/2023

দুঃখজনক হলেও সত‍্য!

মানুষের তৈরী করা সংগঠন গুলো যখন ইসলাম ধর্মের ঊর্ধ্বে গিয়ে কোনো আইন চালু করে কিংবা ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে, একজন "মুসলিম" হিসেবে সেটার নিন্দা ও প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

অথচ তা না করে সমসাময়িক স্বার্থের জন‍্য সেই অনৈতিক কর্মকাণ্ড গুলোকে আমরা প্রমোট করি, সাধুবাদ জানাই।

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
06/09/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

মেঘের বাড়িবান্দরবন।🇧🇩
30/08/2023

মেঘের বাড়ি

বান্দরবন।🇧🇩

পিতৃঋণ ❤"বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি...
30/08/2023

পিতৃঋণ ❤

"বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো"।
বাবা : ( কিছুটা মুচকি হেসে) "একটা গল্প শুনবি?"
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
"বলো বাবা শুনবো......"

তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।

সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে
গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।

একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম। আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।

আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।
বাবারা নাকি "খাড়ুশ টাইপের" হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা
হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?

পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যায় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি...

কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্ন গুলো ?
যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণশোধের কথা বলছিস.
সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রুপ পাবে ?
আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।

তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হটাৎ নৌকা টা ডুবতে শুরু করলো....
যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই।
কাকে বাঁচাবি ?
( ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা! )
উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।

পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু একটা জিনিস চাই।
আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি -
তোকে কোলে নেবার ঋণ...❤

সংগৃহীত....

30/08/2023

- "পর্দা করে TikTok করা..! 😪💦

আর

- "বিসমিল্লাহ্ বলে গাঞ্জা খাওয়া একই কথা..! 🙂🐸

30/08/2023

আল্লাহ হিদায়াত সমৃদ্ধ জীবনধারার প্রতি আপনার অন্তর ঝুকিয়ে দিলেন।আপনি কোরআনের পাতায়,হাদীসের কিতাবে,তাফসিরে বা সোনালি যুগের মানুষ গুলোর জীবন পড়ে এক অন্য জগতে হারিয়ে গেলেন।কী স্বর্গীয় শুদ্ধতা,কী স্বচ্ছ চিন্তাধারার মানুষ তারা! আপনার অন্তরে উথাল পাথাল অস্থিরতা "আমাকে বদলাতেই হবে,উনাদের কাতারে না পারি,উনাদের সবচেয়ে পিছনের কাতারটাতে যেন জায়গা হয়"
কিতাবের পাতা থেকে মুখ তুলে বাস্তবে তাকালেন!
পাশের ঘরে হিন্দি সিরিয়ালের কুটচক্রান্ত ফাস হবার ধড়াস করা আওয়াজ, রান্নাঘরে রান্নার পাশাপাশি চলে মৃত ভাই এর মাংস খাবার আওয়াজ! পরিবারের অন্য আরেক সদস্য ফিরে আল্লাহর সাথে যুদ্ধ করে ব্যাংক জবের ডিউটি সেরে!
হৃদয় ভেংগে চুরমার হয়ে আসে!
প্রচন্ড কষ্টে,ক্ষোভে চোখ বেয়ে জল নেমে আসে!
সবাই এমন কেন? কেউ বুঝেনা কেন? কেউ আপনার কথা গায়ে মাখেনা!
সময়টা বেশ নাজুক!
চিরশত্রু হানা দেয় হৃদয় দুর্গে!
অস্পষ্ট ফিসফিসানিঃ এরা নষ্ট হয়ে গেছে,এদের বলে লাভ নেই!যতই বুঝাও কোন লাভ নেই।তুমি ফেইসবুকের অমুক আপুদের/ভাইদের সাথে মেশো,ফেসবুকে দাওয়াহ দাও!তোমার পরিবারে তুমিই অনন্য ঈমান আমলের অধিকারী! ওদের যুক্তি ওদের পরামর্শ তোমার না হলেও চলবে!

এমন অনুভূতি আসেনা মাঝেমাঝে?
মা'আজাল্লাহ।
আপনার পরিবার আপনার শিকড়,আপনার রক্ত! দাওয়াহ পাবার হক ওদের সবচেয়ে বেশি।
ভালোবেসে,আদর করে,খাইয়ে,যত্ন করে,শ্রদ্ধার প্রলেপ বুলিয়ে,বিনয়ী স্বরে দশবার দশবেলা বলুন,সুযোগ যখনই পাবেন ! আর দুয়ার কথা তো বলাই বাহুল্য!
দিলের দরদ দিয়ে দাওয়াত দেয়া চাই! শুনবে না মানে! শুনতে হবেই।
একবার ভাবুন যে পরিমাণ জ্ঞানগর্ভ লেখা ফেইসবুকে লিখেন আর শেয়ার করেন,যে কতবার ইনবক্সে অমুক দ্বিনি বোন/ভাইকে সালাম দেন নিজের পরিবারে তার অর্ধেক দেন কি?
এত দ্রুতই নিজের শিকড়ের উপর হতাশ হলে কিভাবে চলে?
চেষ্টা শতভাগ না করে আমরা যেন হতাশার ওয়াসওয়াসায় আক্রান্ত না হই। অসাধারণ!

হালতির বিল, পাটুল নাটোর
29/08/2023

হালতির বিল, পাটুল নাটোর

Address

Barishal

Telephone

+8801782018153

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD SOHEL SM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD SOHEL SM:

Share