অসহায়ের পাশে পশ্চিম ইলিশা - appi

অসহায়ের পাশে পশ্চিম ইলিশা - appi APPI is a nonprofit & nonpolitical organisation. This organization consists of a group of youths fro

21/05/2025
কতই বা বয়স, ছোট্ট একটা ছেলে, ছেলেটা রঙ্গিন স্বপ্ন নিয়ে পৃথিবীতে ঘুড়ে বেড়ানোর প্রারম্ভিক পথেই একটি কালো ব্যাধি তাঁর গতিশী...
31/01/2025

কতই বা বয়স, ছোট্ট একটা ছেলে, ছেলেটা রঙ্গিন স্বপ্ন নিয়ে পৃথিবীতে ঘুড়ে বেড়ানোর প্রারম্ভিক পথেই একটি কালো ব্যাধি তাঁর গতিশীল পথচলাকে থমকে দিলো।

নাম তাঁর রিয়াজ- তাঁর দুটো কিডনিই ড্যামেজড। পরিবারের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা চললেও অর্থ সংকটে এখন বাড়িতেই শয্যাশায়ী।

আপনার আমার মানবিক সহযোগীতাই পারে তাঁর চিকিৎসা কন্টিনিউ করতে। যে সকল সংগঠন গুলো তাঁর চিকিৎসার জন্য অর্থ যোগানের উদ্যোগ হাতে নিয়েছে তাদের মাধ্যমে হোক কিংবা ব্যক্তিগত ভাবে হোক........ আসুন রিয়াজের পাশে দাঁড়াই।

আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করুন......🤲

ইন্নালিল্লাহী অইন্না ইলাইহীর রাজিউন।
10/07/2024

ইন্নালিল্লাহী অইন্না ইলাইহীর রাজিউন।

শুভ জন্মদিন 🌸অসহায়ের পাশে পশ্চিম ইলিশা- এর স্বেচ্ছাসেবী যোদ্ধা Md Nazim Uddin শুভ হোক আপনার জীবনের পথচলা।  Posted by: Ea...
01/07/2024

শুভ জন্মদিন 🌸
অসহায়ের পাশে পশ্চিম ইলিশা- এর স্বেচ্ছাসেবী যোদ্ধা Md Nazim Uddin
শুভ হোক আপনার জীবনের পথচলা।


Posted by: Eamin Shuvo

মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ৮টা ৩০মিনিটের সময়- তাঁর নিজ বাড়ির সংলগ্ন পশ্চিম পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ...
11/06/2024

মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ৮টা ৩০মিনিটের সময়- তাঁর নিজ বাড়ির সংলগ্ন পশ্চিম পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উক্ত নামাজে জানাজায় শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি:পশ্চিম ইলিশা ইউনিয়নের, হাওলাদার বাজার এলাকায় নিম্নোক্ত মেয়েটি পাওয়া গেছে।মেয়েটি কথা বলতে প...
08/06/2024

সকলের দৃষ্টি আকর্ষণ করছি:

পশ্চিম ইলিশা ইউনিয়নের, হাওলাদার বাজার এলাকায় নিম্নোক্ত মেয়েটি পাওয়া গেছে।
মেয়েটি কথা বলতে পারে না, কারো পরিচিত হলে পশ্চিম ইলিশা ইউনিয়নের কর্তব্যরত গ্রাম পুলিশ/ চৌকিদারের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

প্রিয়জন খুঁজে পেতে সাহায্য করুন

শুভ জন্মদিন ইয়ামিন হাওলাদার সাধারণ সম্পাদক, ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন।জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
10/03/2024

শুভ জন্মদিন
ইয়ামিন হাওলাদার
সাধারণ সম্পাদক,
ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।

:::::::::::::: এগিয়ে আসুন ::::::::::::::::পশ্চিম ইলিশার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আলম, নসিমনের ড্রাইভার ছিল, গত ডিসেম্বরে এ...
09/01/2024

:::::::::::::: এগিয়ে আসুন ::::::::::::::::
পশ্চিম ইলিশার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আলম, নসিমনের ড্রাইভার ছিল, গত ডিসেম্বরে এক মারাত্মক দূর্ঘটনায় একটি পা ভেঙে হাড় বের হয়ে যায়।

তাঁর পরিবারের অবস্থা খুবই অসচ্ছল। তবুও তাঁরা এতদিন চিকিৎসা করে আসছিল। এখন উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন।

আলমের চিকিৎসা সহায়তায় সবাই এগিয়ে আসুন।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when অসহায়ের পাশে পশ্চিম ইলিশা - appi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অসহায়ের পাশে পশ্চিম ইলিশা - appi:

Share