Elan Media এলান মিডিয়া

Elan Media এলান মিডিয়া বাংলাদেশ ও সৌদি আরবের
ইতিহাস ঐতিহ্য নিয়ে
আমাদের আয়োজন।
🇧🇩❤️🇸🇦
(20)

19/10/2025

বোন কে নিয়ে হসপিটালে আছি
দোয়া করবেন।

প্রচন্ড রোধ, মামু ভাগিনা তাকাতে পারছি না, তাই দেখতে এমন লাগছে। আপনার ভাগিনার সাথের পিক দেন তো????
17/10/2025

প্রচন্ড রোধ, মামু ভাগিনা তাকাতে পারছি না, তাই দেখতে এমন লাগছে। আপনার ভাগিনার সাথের পিক দেন তো????

উত্তর কলারদোয়ানিয়া মাহমুদিয়া মাদরাসা সংলগ্ন পোলটি এখন জনদুর্ভোগের নাম।দীর্ঘদিন ধরে উত্তর কলারদোয়ানিয়া মাহমুদিয়া মাদরাসা ...
13/10/2025

উত্তর কলারদোয়ানিয়া মাহমুদিয়া মাদরাসা সংলগ্ন পোলটি এখন জনদুর্ভোগের নাম।

দীর্ঘদিন ধরে উত্তর কলারদোয়ানিয়া মাহমুদিয়া মাদরাসা সংলগ্ন এই পোলটি এলাকার মানুষের একমাত্র যাতায়াতের পথ।
প্রতিদিন শতাধিক মানুষ মুরুব্বি নামাজি, ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারী এই পথ দিয়েই চলাচল করেন।

দুঃখজনকভাবে, গুরুত্বপূর্ণ এই সংযোগপথটি এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে।
এটি যেহেতু দুটি ওয়ার্ডের মধ্যবর্তী সংযোগস্থল, তাই উভয় জনপ্রতিনিধির সমন্বয় ও উদ্যোগেই এর দ্রুত সংস্কার সম্ভব।

তবুও, এত মানুষের প্রাণের দাবিটি এখনো কেন বাস্তবায়িত হচ্ছে না তা সত্যিই বোধগম্য নয়।

🙏 এলাকাবাসীর একটাই আবেদন উপরমহলের সদয় দৃষ্টি পড়ে যেন দ্রুত এই গুরুত্বপূর্ণ পোলটির সংস্কার সম্পন্ন হয়।
এটি শুধু উন্নয়ন নয়, মানুষের নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়।

স্থানঃ উত্তর কলারদোয়ানিয়া, বৈঠাকাটা, নাজিরপুর, পিরোজপুর।

#উত্তর_কলারদোয়ানিয়া #জনদুর্ভোগ #স্থানীয়_উন্নয়ন #মাননীয়_জনপ্রতিনিধির_দৃষ্টি_আকর্ষণ #মানবিক_আবেদন

06/10/2025

মেঘনা আজ যেন রুদ্ররূপে! 🌊⚡
রাজদূত প্রাইম (পারাবত–৭) লঞ্চে আমরা এখন তুফানের মাঝখানে
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে, চারপাশে শুধু গর্জন আর প্রার্থনা। 🤲🚢

#মেঘনা_নদী #লঞ্চ_যাত্রা #তুফান #বাংলার_নদী

বিদায় মুন্সিগঞ্জ, বিস্তারিত পরে জানাবো।
06/10/2025

বিদায় মুন্সিগঞ্জ, বিস্তারিত পরে জানাবো।

চিনে থাকলে নাম ও লোকেশন বলুন, আর কাছাকাছি থাকলে চলে আসুন চা খাবানি.!
05/10/2025

চিনে থাকলে নাম ও লোকেশন বলুন,
আর কাছাকাছি থাকলে চলে আসুন চা খাবানি.!

রাতের আঁধারে মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের এক অনন্য প্রতীক এই দৃষ্টিনন্দন স্তম্ভে খোদাই করা আছে আল্লাহর ৯৯টি সুন্দর না...
04/10/2025

রাতের আঁধারে মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের এক অনন্য প্রতীক
এই দৃষ্টিনন্দন স্তম্ভে খোদাই করা আছে আল্লাহর ৯৯টি সুন্দর নাম (আসমাউল হুসনা)
চারপাশের কোলাহল আর আলোর ঝলকানির মাঝেও এই স্তম্ভ আমাদের মনে করিয়ে দেয়
সৃষ্টি ও স্রষ্টার সঙ্গে এক চিরন্তন বন্ধন।

📍 মুন্সিগঞ্জের সৌন্দর্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই স্থাপনাটি।

আমি মুন্সিগঞ্জ, আপনি কোথায়??
03/10/2025

আমি মুন্সিগঞ্জ, আপনি কোথায়??

মৌমাছির চাক ভেবে ভুল করবেন, তবে কি হবে বলুন তো?
29/09/2025

মৌমাছির চাক ভেবে ভুল করবেন, তবে কি হবে বলুন তো?

চিনে থাকলে ফলটার নাম বলেন.😜😜
28/09/2025

চিনে থাকলে ফলটার নাম বলেন.😜😜

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Elan Media এলান মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elan Media এলান মিডিয়া:

Share