POPY RANI DATTA

POPY RANI DATTA Popy rani Datta is ready to give you Freelancing service and full computer skills.

27/03/2023

নিজেকে ভালোবাসুন
নিজের উপর বিশ্বাস রাখুন
নিজের আত্মবিশ্বাস না থাকলে কোন কিছুই সম্ভব না।

19/03/2023

শুভ রাত্রি

13/03/2023

PROMOTIONAL POST
লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যানসিং শেখা শুরু করা যায় কিনা এ নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ছাত্র অবস্থায় ফ্রিল্যানসিং শুরু করা টাই সবচেয়ে ভালো।ছাত্র অবস্থায় ফ্রিল্যানসিং শুরু করার অনেক সুবিধা রয়েছে তারতম্য কিছু সুবিধা তুলে ধরা হলো।

নিজের ক্যারিয়ার নিয়ে দূর চিন্তা দূর হয়।আমাদের প্রত্যেকের উচিত নিজের পছন্দ মতো কোন কাজ কে ক্যারিয়ার হিসাবে বেছে নেওয়া।নিজের শখের কাজ কে যদি ক্যারিয়ার হিসাবে বেছে নেওয়া যায় তাহলে প্রত্যেকের অর্থে সে নিজে সাফল্য অর্জন করতে পারে।

লেখাপড়া পাশাপাশি পার্ট টাইম হিসাবে কাজ করা যায এতে করে নিজের অভিজ্ঞতার পাশাপাশি বাড়তি উপার্জনের সুযোগ পাওয়া যায়।।

ফ্রিল্যানসিং এমন একটা সেক্টর যেখানে কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কাজ করা যায়।

12/03/2023
11/03/2023

খেজুর আমরা একটা ফল হিসাবে সবাই চিনে থাকি।অতি প্রাচীন কাল থেকে খেজুর একটা জনপ্রিয় খাবার।অন্যান্য ফল থেকে খেজুর এর উপকারিতা রয়েছে যথেষ্ট পরিমান। খেজুর দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ,কষ্টোকাঠিন্য দূর করে।

খেজুর এর উপকারিতা ও পুষ্টি

** প্রোটিন,খেজুর রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন যা আমার পেশি গঠনে সাহায্য করে এবং শরীরের জন্য খেজুর খুব অপরিহার্য।

** কোলেস্টেরল বা ফ্যাট থাকে না ।

** খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন যা শরীরের জন্য খুব
দরকার, খেজুর দৃষ্টি শক্তি বৃদ্ধি করে ফলে রাতকানা রোগ থেকে রেহাই পাওয়া যায।

** আয়রন মানব দেহের খুব গুরুত্বপূর্ণ উপাদান, খেজুরে প্রচুর আযরন রয়েছে যা হার্টের জন্য উপকারী।

** ক্যলসিযাম আমাদের হাড় গঠনে সাহায্য করে আর খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ক্যলসিযাম ।

** ক্যান্সার প্রতিরোধে খেজুর ব্যাপক ভূমিকা পালন করে।

** খেজুর অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে তাই যারা ওজন কমানোর চিন্তা করছেন তারা প্রতিনিয়ত খেজুর খেতে পারেন।

** কোষ্টকাঠিন্য দূর করে এবং পরিমাণ তন্ত্রে সাহায্য করে
রক্ত শূন্যতা প্রতিরোধ করে খেজুর ।

** কর্ম শক্তি বাড়ায়।

** হৃদরোগ পতিরোধে খেজুর খুব ইই উপকারী,খেজুরে রয়েছে।

** বিভিন্ন ধরনের পটাশিয়াম যা স্টোক এর ঝুকি কমায়।

** নিয়মিত খেজুর খেলে আপনি রোগ মুক্ত থাকবেন ।

খেজুর অত্যন্ত ক্যালরি যুক্ত একটা খাবার।খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এবং আশ সমৃদ্ধ।
ভিটামিন এ ওকে রয়েছে খেজুর এর মধ্যে ,সোডিয়াম,পটাশিযাম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য ।আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের সবাই কৈ দৈনন্দিন বিশ থেকে পয়ত্রিশ শতাংশ আশ জাতীয় খাবার খেতে বলেছেন যা আমরা খেজুর এর পেয়ে থাকি।সারাদিনে একটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে।সামনে রমজান মাস আসছে সারাদিন উপোস থাকার পর আমরা খেজুর দ্বারা আমরা আমাদের ক্যারিয়ার ঘাটতি কমাতে পারি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বেকারত্ব নিয়ে হতাশা?শুরু করে দিন ফ্রিল্যান্সিং! ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার👉 লেখাপড়া শেষ করে বসে আছেন? চাকরি পাচ্ছে...
11/03/2023

বেকারত্ব নিয়ে হতাশা?
শুরু করে দিন ফ্রিল্যান্সিং!

ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার
👉 লেখাপড়া শেষ করে বসে আছেন? চাকরি পাচ্ছেন না? চাকরি পেলেও মনের মতো হচ্ছেনা?
✍ তাহলে শুরু করে দিন ফ্রিল্যান্সিং শেখা। নিজেকে প্রুভ করতে এবং স্বাবলম্বী হতে বেছে নিন ফ্রিল্যান্সিং।

👉আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল মার্কেটিং এর ফ্রি সেমিনার। এই ফ্রি ক্লাস করলে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে যা জানতে পারবেন তা হলো---
1. ফ্রিল্যান্সিং কি?
2. ফ্রিল্যান্সিং এর সুযোগ সুবিধা
3. কত টাকা ইনকাম করা যায়?
4. কিভাবে ফ্রিল্যান্সিং করে?
5. ফ্রিল্যান্সিং এ কোন টাইম আছে কিনা?
6. ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস সহ লোকাল মার্কেটপ্লেসেও কিভাবে ইনকাম করা সহজ?
👉 আরো অনেক কিছু জানতে পারবেন।
👉 ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়ার এখনি সময়। তাই সময় নষ্ট না করে আমাSuccess Biz Familymily এর ফ্রি সেমিনারে যুক্ত হোন।
✍ সঠিক গাইডলাইন, দক্ষ মেন্টর, 100% স্কলারশিপ সহ, লাইফটাইম সাপোর্ট এবং আপনার যেকোন সমস্যার সমাধান মেন্টরদের সহযোগিতায় আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
👉 তাই দ্রুত ফ্রি সেমিনারটি করে ফেলুন

10/03/2023

হেল্প পোস্ট

ফ্রিল্যানসিং একটা মুক্ত পেশা।যে কোন সময় যে কোন জায়গাতেই এই কাজটা করতে পারবেন তার জন্য প্রযোজন নিজের ইচ্ছা শক্তি,প্রবল মনোবল ,ধৈর্য, একটা ইন্টারনেট সংযুক্ত একটা স্মার্ট ফোন আর একটা বিশ্বাসযোগ্য গাইড লাইন।
আপনি যদি ঘরে বসে অবসর সময় কাজে লাগিয়ে উপার্জন করতে চান তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কথা নিজের সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে সাহায্য করার।

রিভিউ  পোস্ট ফ্রিল্যানসিং শিখে নিজের কেরিয়ার তৈরির করার জন্য সাকসেস বিজ ফ্যামিলির অনলাইন কোর্স এ ভর্তি হওয়া।এই  প্রতিষ...
10/03/2023

রিভিউ পোস্ট

ফ্রিল্যানসিং শিখে নিজের কেরিয়ার তৈরির করার জন্য সাকসেস বিজ ফ্যামিলির অনলাইন কোর্স এ ভর্তি হওয়া।

এই প্রতিষ্ঠানের স্যার ম্যাম খুব সুন্দর ভাবে আমাদের প্রতিটি বিষয় শিখিয়ে থাকেন। এই কাজ শিখে আমরা নিজেরা নিজেদের ক্যারিয়ার কিভাবে তৈরি করতে পারি সেটা স্যার আমাদের শিখিয়ে থাকেন। স্যার ম্যামদের ক্লাস করানোর ধরন এতই আন্তরিক ও বুঝানোর দক্ষতা এতো ভালো যে মনেই হয় যে আমরা অনলাইনে ক্লাস করছি।আমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সাল স্যার ম্যামদর কাছে আন্তরিক কৃতজ্ঞ।

নারী মানে অন্যর উপর নির্ভরশীল নয় নারী মানে নির্ভরশীলতার প্রতীক।মেয়ের তুলিতে WOMAN'S DAY
08/03/2023

নারী মানে অন্যর উপর নির্ভরশীল নয়
নারী মানে নির্ভরশীলতার প্রতীক।

মেয়ের তুলিতে
WOMAN'S DAY

আজ লেভেল ওয়ান এর ১১ নাম্বার ক্লাস ছিল। ক্লাস টি পরিচালনা করেছেন IBRIEHIM HOSSIEN SIR.আমাদের আজকের ক্লাসের বিষয় CUSTOMER...
27/02/2023

আজ লেভেল ওয়ান এর ১১ নাম্বার ক্লাস ছিল। ক্লাস টি পরিচালনা করেছেন IBRIEHIM HOSSIEN SIR.আমাদের আজকের ক্লাসের বিষয় CUSTOMER COMMUNICATION .স্যার খুব সুন্দর ভাবে ক্লাস টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। COMMUNICATIOM কি তারপর CUSTOMER COMMUNICATION কি একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমাদের শিখিয়েছেন।
স্যার কে অশেষ ধন্যবাদ।

04/02/2023

বেকার সমস্যা
বেকার সমস্যা আমাদের জন্য একটি জাতীয় সমস্যা।এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের জাতীয় ভাবে উদ্যোগ নিতে হবে।
উপার্জনের উপযুক্ত বা কর্মক্ষম মানুষের কর্মের অভাব ইই হলো বেকারত্ব।বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে।বেকারত্ব মানুষের জীবনের জন্য যেমন অভিশাপ তেমনি জাতীয় জীবনের জন্য বোঝা স্বরুপ। অশিক্ষা ,দারিদ্র্যতার পাশাপাশি সুষ্ঠ কর্মসংস্থানের অভাব এ বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে।পড়ারলেখা শেষ করে শিক্ষিত যুবকেরা বাবার পেশায় যেেন-কৃষিকাজ,কুঠির শিল্প, চাষাবাদ কর্মে নিযুক্ত হতে চাই না যার ফল স্বরূপ দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

28/12/2022

ধৈর্য সহকারে লেগে থাকার কোন বিকল্প নাই। মন স্থির করে ধৈর্য সহকারে কোন কাজে লেগে থাকার ফল স্বরূপ সাফল্য আশা করতে পারি।

Address

Barishal
8200

Telephone

+8801988979327

Website

Alerts

Be the first to know and let us send you an email when POPY RANI DATTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to POPY RANI DATTA:

Share