20/05/2024
একটু সময় নিয়ে লেখাটা সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।। আর সম্পূর্ণ পড়ে আপনারা অপনাদের মতামত জানাবেন 🙏🙏
সবার প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি 🙏🙏
নিচে ভিডিওটি দেখেন একটা ২৫-৩০ বছর বয়সী মেয়ে বলবো না নাকি মহিলা বলবো বুঝতেছি না।। যাক ব্যাপার না, ওই নারী পরনে একটা গেঞ্জি আর প্যান্ট পরে বের হইছে রোডে।। রিক্সা ওয়ালা তার পোশাক দেখে তাকে রিকশাতে উঠতে না দেওয়াতে সে রিকশা ওলার উপর চড়াও হয়।। জানিনা ভিডিও টা দেখে কে কি মন্তব্য করবে তবে আমার মনের কিছু কথা না বলে পারছি না।। ৩০-৩৫ বছর বয়সী একটা আধবুড়ো মেয়ে তার সময় মতো বিয়ে হলে তার ছেলে /মেয়ের ই এখন বিয়ের বয়স হয়ে যেতো , এই আধবুড়ো একটা মেয়ে যদি রাস্তায় বের হয় একটা গেঞ্জি পরে আর একটা প্যান্ট পরে তাইলে ওই মেয়েটার চিন্তাভাবনা কতোটা নিচে নেমে গেছে একবার ভাবেন।। রাস্তা ঘাটে বের হলেই এখন দেখা যায় এইরকম আধবুড়ো মেয়েরা যাদের পোশাক এর কোনো সামাজিকতা নেই তারা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়।। এরা সময় মতো বিয়ে করবে না কিন্তু বসে বসে আমাদের সমাজ টাকে নষ্ট করছে।। এইসব মেয়েদেরই স্বাধীনতার অভাব, এইসব মেয়েরাই পোশাক এর স্বাধীনতা চায় আবার এইসব মেয়েদের ই রাস্তা ঘাটে সন্মান হানি হয় 🤣 আবার কিছু কিছু নু★নু ছাড়া মহাপুরুষ আছে যারা আবার সবসময় নারী সেবায় নিয়োজিত। কোনটা ভালো কোনটা মন্দ এইটা বুঝার ক্ষমতা আবার ওইসব মহাপুরুষ এর ভিতর নাই। যেমন নিচের ভিডিওটাতে দেখেন দুইজন মহাপুরুষ এসে ওই নারীর পাশে দাঁড়িয়ে নারী সেবা করছে। ওই রিকশাওয়ালাটাকে বেশি কথা বলতিছে।। এইরকম কিছু নু★নু ছাড়া মহাপুরুষ এর আশকারা পেয়ে ওইসব আধবুড়ো মেয়েরা রাস্তা ঘাটে ওইরকম ভাবে চলাফেরা করার সুযোগ পায়।।
আপনারা একটা দিক চিন্তা করেন যেসব ছোটো ছোটো মেয়েরা আছে তারা তো এইসব বড় বড় আফা আপুদের কাছ থেকেই শিখবে কিভাবে শিষ্টাচার মেনে চলাফেরা করতে হয়।৷ এইসব বেসামাজিক আফা আপুদের কাছ থেকে ছোটো ছোটো মেয়েরা কি শিক্ষা পাচ্ছে সেটা একবার একটু ভাবেন তো।। ওইসব আধবুড়ো আফারা নিজেতো নষ্ট হইছে আরো যে ভাবে চলাফেরা করে সমাজ এর আরো ৫ টা মেয়েকে তারা নষ্ট করবে।। ছোটোরা তো বড়দেরকেই কপি করবে তাইনা।।
তাই আমি এইসব আপুদের কাছে হাত জোর করে বতেছি নিজেরা ভালো হয় শিষ্টাচার মেনে চলাফেরা করুন নিজে সন্মান ও পাবেন আর সমাজ এর আরো পাঁচটা মেয়ে আপনাকে দেখে ভালো হওয়ার অনুপ্রেরনা পাবে।।
আমার কথায় যদি ভুল ট্রুটি থাক অবস্যই ক্ষমা করবেন।।। 🙏🙏🙏