
27/04/2025
আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—❤️🤍
১. Payouts Hub-এ যান🤍
প্রথমে Meta Business Suite খুলুন।🙂😳
সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।🙂😳
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল
ট্যাক্স সংক্রান্ত তথ্য 😐🥰
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।🙏🙏
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারেন🙂❤️🤍❤️❤️🥰🖤💙