ZUBOS

ZUBOS zubos 󱢏
󰂆 󰟬 󰟷 󰟫
(2)

03/10/2025

আবু ত্বহা আদনান আর কোনো নাটক খুজে না পেয়ে বাহানা বের করেছে তার মোবাইল নাকি আজ সকালে চুরি হয়ে গেছে। মানলাম তা'ই হয়েছে কিন্তু তার মোবাইলের সাথে তার স্ত্রীর ফেসবুক আইডির কি সম্পর্ক? হ্যা যদি তার অই ফোনে তার স্ত্রীর আইডি লগইনও করা থাকে, তাহলে ধরলাম সে চোর'ই অই আইডিতে ঢুকে তার স্ত্রীর আইডি দিয়ে এই কাজটা করছে। কিন্তু এই আইডিটা কি তার স্ত্রীর মোবাইলে লগইন করা নেই? তাহলে যখন তার ব্যাপারে এই পোস্টটা করা হয়, তখন কেন তার স্ত্রী তৎক্ষনাৎ মোবাইল চুরির মাধ্যমে আইডি হ্যাক হওয়ার ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি? কেন তার স্ত্রী সে পোস্ট যে হ্যাকার করেছে তা একবারও নিজ আইডি বা ভিন্ন কোনো মাধ্যমে স্পষ্ট করলোনা? অথচ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তার স্ত্রীর সে আইডিটা এখনো এক্টিভ। আর সবশেষে এই চোরের'ই বা কি ঠেকা বাঁধছে যে, সে পোস্ট করে ডিলেট করে দিবে?

আপনারাও বিষয়টি নিয়ে একটু চিন্তা করলে এর চাইতে আরো ভালো ভালো পয়েন্ট বের করতে পারবেন।

03/10/2025

বউ আর আমি রাতে ভাত খাচ্ছিলাম। খাওয়া শেষে হাত ধুচ্ছিলাম। বউ ফ্রিজে ডালের বাটি রাখতে গিয়ে ধপাস করে সব ফেলে দিলো।

কি করবে বুঝতে না পেরে শেষে প্যান প্যান শুরু করে দিলো এই বলে, “সব ডাল খেতে পারে না, হুদাই রান্না করায়, এখন এতগুলো ডাল পরে গেলো”

বিয়ের পর এই জীবনে অদ্ভুত অদ্ভুত অনেক কিছুই হবে আপনার সাথে যেটা কোন সাইন্স-ক্যালকুলেশন- লজিক কোন কিছুর সাথেই রিলেট করতে পারবেন না।

_ জনৈক

হ্যাঁ উনি সেই শহিদুল আলম..যাকে ফ্যা-সি-স্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ-ন্দো-ল-নে-র সময় উ-স্কা-নিমূলক মি-থ্যা প্রচারের ...
03/10/2025

হ্যাঁ উনি সেই শহিদুল আলম..
যাকে ফ্যা-সি-স্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ-ন্দো-ল-নে-র সময় উ-স্কা-নিমূলক মি-থ্যা প্রচারের অভিযোগ তুলে ICT আইনে সাত (৭) দিনের রি-মা-ন্ডে দেয়..সেই মা-ম-লা-য় ১০৭ দিন কা-রাভোগের পর ২০১৮ এর ২০ নভেম্বর তিনি জা-মি-নে মুক্তি পান..
আজ সেই শহিদুল আলম আবারও দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পক্ষে..আজ তিনি সুমুদ ফ্লো-টি-লা-র পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে..নি-পী-ড়ি-ত ফি-লি-স্তি-নি-দে-র পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিত্ব করছেন..
মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম আপনাকে..আপনি আমাদের গর্ব..আমাদের প্রেরণা

17/09/2025
10/09/2025

এক হা*লায় পোস্ট করছে কে হবে ভিপি নূর। সাদিক কায়েম নাকি আবিদ?🙂

07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চাঁদ কারো মৃ'ত্যু বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

13/08/2025

সাদা মনের মানুষ আর সাদা পাথর কোনটাই বাংলাদেশের জন্য না! 😥 এই লাইনটা বুঝতে বুঝতে এখন চুল সাদা হওয়া শুরু করেছে!

12/08/2025

হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য দশবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। প্রায় ৩০ টার মতো চাকুরীর জন্য আবেদন করেন এবং সবগুলোতেই রিজেক্টেড হোন।

চীনে প্রথম যখন KFC আসে,
২৪ জন আবেদন করেছিল,
তার মধ্যে ২৩ জন চাকুরী পান।
একজন বাদ পড়েন, আর সেটাই তিনি!

পুলিশে চাকুরীর জন্য ৫ জন আবেদন করলে,
৪ জনের চাকুরী হয়, সেখানেও বাদ পড়েন শুধু তিনি!

এভাবে হোটেলের ওয়েটার পদের চাকুরী থেকে শুরু করে জীবনে বিভিন্ন ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছেন,
তবুও কখনো হাল ছাড়েননি!

নিজে বিদেশী পর্যটকদের সাথে কথা বলে ইংরেজি শেখেন তারপর ইংরেজি পড়ানো শুরু করেন।

১৯৯৫ সালে প্রথম ইন্টারনেট দেখেন এবং চায়না পেজেস নামে একটা কোম্পানি শুরু করেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন, আলিবাবা ডট কম!

এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি...

মানুষটার নাম জ্যাক মা!

যার জীবন বারবার প্রমাণ করে,
"আপনার ব্যর্থতাগুলো আসলে আপনাকে প্রস্তুত করছে জয়ী হবার জন্য, যদি আপনি আসলে হাল না ছাড়েন।"

26/03/2025

First you Learn
Then you remove the ''L''

24/03/2025

সারাদিন রোজা থাকা সত্ত্বেও কিছু খাইনি,
এটাই পারিবারিক শিক্ষা...

21/03/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ! (সঃ) ❤️

20/03/2025

এমন একটা অবস্থায় আছি সালামি চাইবো' নাকি যাকাত চাইবো বুঝতেছি না!🤔🤔

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when ZUBOS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share