03/10/2025
আবু ত্বহা আদনান আর কোনো নাটক খুজে না পেয়ে বাহানা বের করেছে তার মোবাইল নাকি আজ সকালে চুরি হয়ে গেছে। মানলাম তা'ই হয়েছে কিন্তু তার মোবাইলের সাথে তার স্ত্রীর ফেসবুক আইডির কি সম্পর্ক? হ্যা যদি তার অই ফোনে তার স্ত্রীর আইডি লগইনও করা থাকে, তাহলে ধরলাম সে চোর'ই অই আইডিতে ঢুকে তার স্ত্রীর আইডি দিয়ে এই কাজটা করছে। কিন্তু এই আইডিটা কি তার স্ত্রীর মোবাইলে লগইন করা নেই? তাহলে যখন তার ব্যাপারে এই পোস্টটা করা হয়, তখন কেন তার স্ত্রী তৎক্ষনাৎ মোবাইল চুরির মাধ্যমে আইডি হ্যাক হওয়ার ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি? কেন তার স্ত্রী সে পোস্ট যে হ্যাকার করেছে তা একবারও নিজ আইডি বা ভিন্ন কোনো মাধ্যমে স্পষ্ট করলোনা? অথচ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তার স্ত্রীর সে আইডিটা এখনো এক্টিভ। আর সবশেষে এই চোরের'ই বা কি ঠেকা বাঁধছে যে, সে পোস্ট করে ডিলেট করে দিবে?
আপনারাও বিষয়টি নিয়ে একটু চিন্তা করলে এর চাইতে আরো ভালো ভালো পয়েন্ট বের করতে পারবেন।