Solayman agro barishal

Solayman agro barishal Daily vlog,entertainment, , , #কৃষি #খামার #মাছচাষ #গরুপালন।
(11)

18/12/2025

ওসমান হাদীর মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়লেন ও হুংকার দিলেন হাবিবুর রহমান মিছবাহ। মাহফিলে বসেই দোয়া করলেন। #হাদী #ওসমানহাদী

18/12/2025

আমাদের হাদী ভাই আর নেই😥😥😥 আল্লাহ তা’আলা তাকে শহীদি মর্যাদা দান করুক আমিন।

18/12/2025

মাহফুজুর রহমান মারুফ ভাইয়ের খালি গলায় অসাধারণ একটি ইসলামী সংগীত মাটি আমি অসহায়। সাথে আছেন নোমান ভাই বিনোদন জুনিয়র সহ আরো অনেকে।

18/12/2025

আজকের ডিমের বাজার।

১৮/১২ / ২০২৫আজকের ডিমের বাজার লাল ১০ টাকা সাদা ১০ টাকা কমেছেলাল ৭৭০ টাকা সাদা ৭২০ টাকা।
18/12/2025

১৮/১২ / ২০২৫
আজকের ডিমের বাজার
লাল ১০ টাকা সাদা ১০ টাকা কমেছে
লাল ৭৭০ টাকা
সাদা ৭২০ টাকা।

আজকে নাহার কম্পানির কালার বার্ড ৩৬ টাকা এবং ব্রয়লার বাচ্চা এ গ্রেড ২৬ টাকা।
18/12/2025

আজকে নাহার কম্পানির কালার বার্ড ৩৬ টাকা এবং ব্রয়লার বাচ্চা এ গ্রেড ২৬ টাকা।

18/12/2025

গভীর রাতে ৩১৩ কম্পানির এগ্রো ফার্মে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম।

৩১৩ কম্পানির আম বাগানে আসরের নামাজ আদায়ের পরে মুফতী হাবিবুর রহমান মিছবাহ হুজুর।            #হাঁস
18/12/2025

৩১৩ কম্পানির আম বাগানে আসরের নামাজ আদায়ের পরে মুফতী হাবিবুর রহমান মিছবাহ হুজুর। #হাঁস

জেন্টাবেক ভেট (Gentabac Vet) হলো একটি ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গবাদি পশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর বিভিন...
18/12/2025

জেন্টাবেক ভেট (Gentabac Vet) হলো একটি ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গবাদি পশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন শ্বাসতন্ত্রের রোগ, অন্ত্রের রোগ (ডায়রিয়া, সালমোনেলা), মূত্রনালীর সংক্রমণ এবং চামড়ার সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ই. কোলাই (E. coli), সালমোনেলা, পাস্তুরেল্লা, স্টেফাইলোকক্কাস (Staphylococcus) এর মতো জীবাণুর বিরুদ্ধে কার্যকর এবং মূলত পাউডার বা ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়।
এর প্রধান কাজগুলো হলো:
ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা: এটি বিভিন্ন ক্ষতিকারক গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
অন্ত্রের রোগ নিরাময়: হাঁস-মুরগি ও পশুর ডায়রিয়া (Scour), সালমোনেলোসিস (Salmonellosis) এর মতো পেটের সমস্যায় এটি খুব কার্যকর।
শ্বাসতন্ত্রের সংক্রমণ: নিউমোনিয়া বা শ্বাসকষ্টের কারণ হওয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ সারাতে সাহায্য করে।
অন্যান্য সংক্রমণ: কান, নাক, গলা, হাড়, জয়েন্ট এবং ত্বকের গুরুতর ব্যাকটেরিয়াজনিত সমস্যায়ও এটি ব্যবহৃত হয়।
প্রাণী মৃত্যুর হার কমানো: বিশেষত ছোট বাচ্চা মুরগি ও অন্যান্য প্রাণীর প্রাথমিক মৃত্যুহার কমাতে সাহায্য করে।
ব্যবহারের ধরন:
পাউডার: ২ লিটার পানিতে ১ এম এল পানির সাথে মিশিয়ে বা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানো হয়।
ইনজেকশন: গুরুতর সংক্রমণের জন্য পশুচিকিৎসকের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ: জেন্টাবেক ভেট একটি অ্যান্টিবায়োটিক হওয়ায়, এটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।

17/12/2025

৩১৩ এগ্রো ফার্মের ডিমপাড়া হাঁস গুলো বি*ক্রি হবে। ডিমে আসা খাকি কেম্বেল হাঁস নিতে যোগাযোগ করুন 01704603150। লোকেশন কুয়াকাটা আলিপুর ব্রিজের নিচ দিয়ে লক্ষি বাজার আসতে হবে। #হাঁস

17/12/2025

হাঁসের খামার কুয়াকাটা।

17/12/2025

একটি দেশি ব্রিডের মোরগ।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solayman agro barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share