Sarstec Insiders

Sarstec Insiders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sarstec Insiders, Magazine, Barishal.

আমেরিকা যখন তাদের AI খাতে ১০০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছিল, তখন মূল লক্ষ্য ছিল একটি গ্লোবাল লিডারশিপ ধ...
28/01/2025

আমেরিকা যখন তাদের AI খাতে ১০০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছিল, তখন মূল লক্ষ্য ছিল একটি গ্লোবাল লিডারশিপ ধরে রাখা এবং চীনের অগ্রগতিকে টেক্কা দেওয়া। পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ শুধুমাত্র AI ডেভেলপমেন্ট নয়, বরং সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য নিশ্চিত করারও একটি প্রচেষ্টা। তবে চীনের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করেছে যে তারা অনেক কম খরচে আরও কার্যকর প্রযুক্তি তৈরি করতে সক্ষম!

সম্প্রতি "Deep Seek" প্ল্যাটফর্ম লঞ্চ করে চীন দেখিয়েছে যে তারা কেবল AI খাতে নয়, সামগ্রিক প্রযুক্তির প্রতিযোগিতায়ও নেতৃত্ব দিতে প্রস্তুত। এমনকি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা AI মডেল তৈরির খরচকে কয়েকশো গুণ কমিয়ে ফেলেছে। এর প্রভাব শুধু প্রযুক্তিগত নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল। "NVIDIA" যা AI চিপ শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে বিবেচিত, তাদের শেয়ারের মূল্য একদিনে ৬০০ বিলিয়ন ডলার হারিয়েছে! যাষ্ট বিকজ কম খরচে চীনের কার্যকরী প্রযুক্তি "Deep Seek" এর উত্থান!

এর পাশাপাশি চীন তাদের 6G ফাইটার প্লেন এবং অত্যাধুনিক বোম্বার লঞ্চ করেছে, যা সামরিক প্রযুক্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা! এদিকে, চীন মহাকাশ গবেষণাতেও এগিয়ে, মঙ্গলে নতুন মিশন এবং চাঁদে তাদের গবেষণাগার স্থাপনের মতো প্রকল্পে কাজ করছে!
খেতে পারেনা, দেউলিয়া বলে ট্রল করা পাকিস্তানও গত সপ্তাহে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে!
ভারতে কথা আর কি বলবো!
ওদের শৌচাগার নেই এসব বলে আমরা পস সেজে কুল থাকলেও প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু ওরা ঠিকই ওদের জাত চিনাচ্ছে পৃথিবীকে!

অন্যদিকে, আমাদের দেশে প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবনের চেয়ে ক্যাম্পাস গুলোতে দুইদিন পরপর বিভিন্ন উৎসব, কনসার্ট, শিক্ষার্থী দ্বারা রাস্তা রেল অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ, এবং কিছু কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আন্দোলন যেন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে!
বিজ্ঞান, প্রযুক্তি, ও গবেষণায় সময় বিনিয়োগের চেয়ে আমরা রাজনৈতিক দলাদলিতে, উৎযাপনে আর নিজেদের মধ্যে লাগালাগিতে ব্যস্ত!😀

বিশ্ব যখন প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে ছুটছে, তখন আমাদের আর দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি যেন সেই জায়গায় পৌঁছায়ই না! ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? সময় এসেছে নিজেদের সচেতন করার, শিক্ষা ও গবেষণায় মনোযোগ দেওয়ার। অন্যথায়, আমরা শুধু দর্শক হয়েই থেকে যাবো, যখন অন্যরা ইতিহাস রচনা করবে!

Sawon Al Islam
Barishal Textile Engineering College,
28/01/2025

আহা আমার দেশটা 💔তাজা লাশেদের রক্তে রঞ্জিত,আমার ৫৬ হাজার বর্গমাইল,আহা দেশ, আহা স্বাধীনতা, আহা অধিকার,সার্বভৌমত্বের নামে ত...
29/07/2024

আহা আমার দেশটা 💔
তাজা লাশেদের রক্তে রঞ্জিত,
আমার ৫৬ হাজার বর্গমাইল,
আহা দেশ, আহা স্বাধীনতা, আহা অধিকার,
সার্বভৌমত্বের নামে তুমি ছড়াও এখন স্বৈরাচার!!

মানুষ আপনাকে বামন ভাবতেই পারে, এটা মানুষের অধিকার , আপনার লাগাম টেনে ধরার সর্বোচ্চ চেষ্টাটুকুও মানুষ করতে পারে। এটাও জন্...
10/05/2024

মানুষ আপনাকে বামন ভাবতেই পারে, এটা মানুষের অধিকার , আপনার লাগাম টেনে ধরার সর্বোচ্চ চেষ্টাটুকুও মানুষ করতে পারে। এটাও জন্মগত মানব অধিকার।
তবে ভুলে যাবেন না - আপনার আত্মা স্বাধীন, সেখানে লাগাম টানার অধিকার কারও নেই।
বামন হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে থাকুন আর নিজের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু উজাড় করে দিন। যে কথা বললে বা শুনলে মানুষ হেসে বলবে - " হালার সাহস কতো ! এহ্ শখ দেখোনা ! " - সেই স্বপ্নগুলোই সস্তা লোকাল বাসের হাতল ধরে ঘর্মাক্ত শার্ট পড়ে ঝিমানোর সময়ও দেখতে থাকুন। পারিপার্শ্বিক , সামাজিক চাপে ক্লান্ত হয়ে ওদের অবেলায় মরে যেতে দেবেন না।

স্বপ্ন হঠাৎ করে ধরা দেয়না ,
স্বপ্নকে লালন করতে হয় ,
নিখাঁদ পরিশ্রম করে , বামন হয়ে মাথা নিচু করে স্বপ্ন বুকে আঁকড়ে ধরে খালি বাক্স নিয়ে ছুটতে হয়। শত পিছুটান , যন্ত্রণা , হাস্যরস, কদর্য কুৎসিত বচন কিংবা নির্জলা মিথ্যা মাথায় নিয়ে এগিয়ে যেতে হয়। আপনি জানুন - শূণ্য বাক্স বুকে নিয়েই আপনি ছুটছেন !
একদিন হঠাৎ অনুভব করবেন - আপনার বুকে আটকে রাখা খালি বাক্সে কি জানি নড়াচড়া করছে, তাকিয়ে দেখবেন - স্বপ্ন সেখানে ছানা ফুটিয়েছে , তাদের পাখা গজিয়েছে , তারা আকাশে উড়ার প্রস্তুতি নিচ্ছে।

সেদিনও বামন সেজেই থাকুন ,
স্বপ্নরা তাদেরকে সযত্নে আগলে রাখা কপর্দকহীন সেই বামন মুনিবকেই জাপটে ধরে উড়ে যাক তেপান্তর !❤️

©️Asif Shaikat UK

❞𝙀𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧𝙨 𝙞𝙨 𝙖𝙗𝙤𝙪𝙩 𝙪𝙨𝙞𝙣𝙜 𝙨𝙘𝙞𝙚𝙣𝙘𝙚 𝙩𝙤 𝙛𝙞𝙣𝙙 𝙘𝙧𝙚𝙖𝙩𝙞𝙫𝙚 𝙥𝙧𝙖𝙘𝙩𝙞𝙘𝙖𝙡 𝙨𝙤𝙡𝙪𝙩𝙞𝙤𝙣 𝙛𝙤𝙧 𝙚𝙫𝙚𝙧𝙮 𝙥𝙧𝙤𝙗𝙡𝙚𝙢❞🇭​​​​​🇦​​​​​🇵​​​​​🇵​​​​​🇾​​​​​ 🇪...
07/05/2024

❞𝙀𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧𝙨 𝙞𝙨 𝙖𝙗𝙤𝙪𝙩 𝙪𝙨𝙞𝙣𝙜 𝙨𝙘𝙞𝙚𝙣𝙘𝙚 𝙩𝙤 𝙛𝙞𝙣𝙙 𝙘𝙧𝙚𝙖𝙩𝙞𝙫𝙚 𝙥𝙧𝙖𝙘𝙩𝙞𝙘𝙖𝙡 𝙨𝙤𝙡𝙪𝙩𝙞𝙤𝙣 𝙛𝙤𝙧 𝙚𝙫𝙚𝙧𝙮 𝙥𝙧𝙤𝙗𝙡𝙚𝙢❞

🇭​​​​​🇦​​​​​🇵​​​​​🇵​​​​​🇾​​​​​
🇪​​​​​🇳​​​​​🇬​​​​​🇮​​​​​🇳​​​​​🇪​​​​​🇪​​​​​🇷​​​​​🇸​​​​​ 🇩​​​​​🇦​​​​​🇾

20/03/2024

Today's question and my answer 😐

03/03/2024

শুধু পার্ট A এবং পার্টি B, এই দুইটা জিনিস কঠিন ছিল। বাকি সবটাই কিন্তু ইজি 😊✌️

🙂

23/02/2024
20/02/2024

--"দেখিতো মামা তুই একসাথে কয়টা পুশআপ দিতে পারোস"😆
-লে মামা 🙂

(লেইট আপলোড)

সার্সটেকের নতুন ডিপার্টমেন্ট 🤠" RODE " 👽
20/02/2024

সার্সটেকের নতুন ডিপার্টমেন্ট 🤠
" RODE " 👽

:)
14/02/2024

:)

09/02/2024

কিছুদিন আগে ফিলিস্তিনি কবি Mahmoud Darwish এর লেখা একটা লাইন পড়ে চোখ আটকে গেলো।

"A University degree,four books and hundreds of articles,and I still make mistakes when reading.You wrote me 'good morning' and I read it as 'I love you'."

এই লাইনটার রোমান্টিক পার্টকে সাইডে রেখে যদি অন্যভাবে দেখি?

পরীক্ষার আগে যারা সকালবেলায় ঘুম থেকে ডেকে দেয়;খারাপ সময়ে পিঠে হাত রেখে দুইটা কথা বলে; ক্লাস মিস হলে ক্লাসনোট এনে দেয়;সময়ে অসময়ে বাইরে থেকে খাবার এনে দেয় ;অসুস্থতায় খোঁজ খবর রাখে প্রায়শই....

ছোট্ট ছোট্ট যত্ন,স্নেহের আলাদা করে ভ্যালু করা হয়না যদিও.. তবে প্রতিটাই ঐ লাইনটার মতোই।আলাদা রঙে,আলাদা ভঙ্গিমায়,বিশেষত্বে!

জীবনটা আসলেই সুন্দর,সহজ ও সাবলীল!

এপ্রেসিয়েট করি আপনাদের;
ভালো থাকুন,ভালো রাখুন।
সংগৃহীত

04/02/2024

কুয়েটের পদ্মপুকুরে আমার ল্যাব রিপোর্টটা পড়ে গেছিল। অনেক কান্নাকাটির পর এক জলপরী এসে বলল, আমি আনি দিচ্ছি।
জলপরী ফার্স্ট বয়ের ল্যাব রিপোর্ট আইনা দিল। আমি কইলাম, আমার না।
এরপর জলপরী থাপ্পড় মাইরা কইল, বাঞ্চোত, এত সততা দেখাতে হবে না। এটা নিয়া ফ্রন্ট পেজ চেঞ্জ করে দে।

©️oppied

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Sarstec Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarstec Insiders:

Share

Category