Sarstec Insiders

Sarstec Insiders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sarstec Insiders, Magazine, Barishal.

আমেরিকা যখন তাদের AI খাতে ১০০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছিল, তখন মূল লক্ষ্য ছিল একটি গ্লোবাল লিডারশিপ ধ...
28/01/2025

আমেরিকা যখন তাদের AI খাতে ১০০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছিল, তখন মূল লক্ষ্য ছিল একটি গ্লোবাল লিডারশিপ ধরে রাখা এবং চীনের অগ্রগতিকে টেক্কা দেওয়া। পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ শুধুমাত্র AI ডেভেলপমেন্ট নয়, বরং সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য নিশ্চিত করারও একটি প্রচেষ্টা। তবে চীনের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করেছে যে তারা অনেক কম খরচে আরও কার্যকর প্রযুক্তি তৈরি করতে সক্ষম!

সম্প্রতি "Deep Seek" প্ল্যাটফর্ম লঞ্চ করে চীন দেখিয়েছে যে তারা কেবল AI খাতে নয়, সামগ্রিক প্রযুক্তির প্রতিযোগিতায়ও নেতৃত্ব দিতে প্রস্তুত। এমনকি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা AI মডেল তৈরির খরচকে কয়েকশো গুণ কমিয়ে ফেলেছে। এর প্রভাব শুধু প্রযুক্তিগত নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল। "NVIDIA" যা AI চিপ শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে বিবেচিত, তাদের শেয়ারের মূল্য একদিনে ৬০০ বিলিয়ন ডলার হারিয়েছে! যাষ্ট বিকজ কম খরচে চীনের কার্যকরী প্রযুক্তি "Deep Seek" এর উত্থান!

এর পাশাপাশি চীন তাদের 6G ফাইটার প্লেন এবং অত্যাধুনিক বোম্বার লঞ্চ করেছে, যা সামরিক প্রযুক্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা! এদিকে, চীন মহাকাশ গবেষণাতেও এগিয়ে, মঙ্গলে নতুন মিশন এবং চাঁদে তাদের গবেষণাগার স্থাপনের মতো প্রকল্পে কাজ করছে!
খেতে পারেনা, দেউলিয়া বলে ট্রল করা পাকিস্তানও গত সপ্তাহে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে!
ভারতে কথা আর কি বলবো!
ওদের শৌচাগার নেই এসব বলে আমরা পস সেজে কুল থাকলেও প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু ওরা ঠিকই ওদের জাত চিনাচ্ছে পৃথিবীকে!

অন্যদিকে, আমাদের দেশে প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবনের চেয়ে ক্যাম্পাস গুলোতে দুইদিন পরপর বিভিন্ন উৎসব, কনসার্ট, শিক্ষার্থী দ্বারা রাস্তা রেল অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ, এবং কিছু কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আন্দোলন যেন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে!
বিজ্ঞান, প্রযুক্তি, ও গবেষণায় সময় বিনিয়োগের চেয়ে আমরা রাজনৈতিক দলাদলিতে, উৎযাপনে আর নিজেদের মধ্যে লাগালাগিতে ব্যস্ত!😀

বিশ্ব যখন প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে ছুটছে, তখন আমাদের আর দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি যেন সেই জায়গায় পৌঁছায়ই না! ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? সময় এসেছে নিজেদের সচেতন করার, শিক্ষা ও গবেষণায় মনোযোগ দেওয়ার। অন্যথায়, আমরা শুধু দর্শক হয়েই থেকে যাবো, যখন অন্যরা ইতিহাস রচনা করবে!

Sawon Al Islam
Barishal Textile Engineering College,
28/01/2025

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Sarstec Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarstec Insiders:

Share

Category