07/03/2021
নবাবী সেমাই রেসিপি -
উপকরন:
ঘি - ২ টেবিল চামচ
লাচ্ছা সেমাই - ২ প্যাকেট
গুঁড়া দুধ ১/২ কাপ
চিনি - ১/২ কাপ
জর্দার রং - ১ টেবিল চামচ
পুরের জন্য:
লিকুইড দুধ - ১ লিটার
কাস্টার্ড পাউডার - ৪ টেবিল চামচ
ডানো ক্রিম - ১ টি
কনডেন্স মিল্ক - ১ টি
গুঁড়া দুধ - ১ কাপ
কাঠবাদাম কুচি - ৪ টেবিল চামচ
পেস্তাবাদাম কুচি - ৪ টেবিল চামচ
কাজুবাদাম কুচি - ৪ টেবিল চামচ
প্রস্তুত প্রনালী:
একটি ফ্রাই প্যানে ১ টেবিল চামচ ঘি, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১/৪ কাপ গুড়া দুধ, ১/৪ কাপ চিনি দিয়ে ভাজতে হবে অল্প আচে যেন পুড়ে না যায়, চিনি গলে গেলে নামিয়ে একটা প্লেটে ঢালতে হবে।
এরপর আবার ঐ ফ্রাই প্যানে ১ টেবিল চামচ ঘি, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১/৪ কাপ গুড়া দুধ, ১/৪ কাপ চিনি আর জর্দার রং দিয়ে ভাজতে হবে অল্প আচে যেন পুড়ে না যায়, চিনি গলে গেলে নামিয়ে অন্য আরেকটা প্লেটে ঢালতে হবে।
তারপর একটা ননস্টিকের পাতিলে লিকুইড দুধ, কাস্টার্ড পাউডার, ডানো ক্রিম, কনডেন্স মিল্ক, গুড়া দুধ ভালো করে মিশিয়ে মাঝারি আচে জাল দিতে হবে, অনবরত নাড়তে যেন পুড়ে না যায়, এরপর ঘন হলে নামিয়ে ফেলতে হবে, বেশী ঘন করা যাবে না কারন ঠান্ডা হলে আরও ঘন হবে, পুর নামিয়ে ঠান্ডা করতে হবে।
এবার একটা বাটিতে ভেজে রাখা সাদা লাচ্ছা সেমাই চেপে চেপে বসাতে হবে যেন ফাকা না থাকে তার উপর সম্পূর্ন পুর ঢেলে দিতে হবে যেন সেমাই না দেখা যায় তার উপর ভেজে রাখা লাল লাচ্ছা সেমাই দিতে হবে যেন পুর না দেখা যায়।
এরপর উপরে কাঠবাদাম, পেস্তাবাদাম আর কাজুবাদাম কুচি ছড়িয়ে দিয়ে ফ্রীজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দারুন মজাদার নবাবী সেমাই।