03/10/2025
🎙️দানি আলভেস 🇧🇷 :
"পেদ্রি? যখন আমি পেদ্রির কথা বলি, তখন আমি আসলে এক অনন্য রত্নের কথা বলি! এই ছেলেটা শুধু ফুটবল খেলে না, মাঠের মাঝখানে দাঁড়িয়ে যেন এক সিম্ফনি বাজায়! 🎶
আমার সত্যিকারের মুগ্ধতা নিয়ে বলছি, ওকে দেখলে আমার আন্দ্রেস ইনিয়েস্তার কথা মনে পড়ে… একই শান্তভাব, একই বুদ্ধিমত্তা, একই ক্লাস! 👑
সবচেয়ে সুন্দর ব্যাপার হলো – ভক্তরা ওকে ভালোবাসে, সতীর্থরা ওকে সম্মান করে। আর এ জিনিসটা আমাদের সময়ে খুবই বিরল!
👉 পেদ্রি আসলে মিডিয়ার কাছে অবিচারের শিকার। কারণ সে আলোচনার কেন্দ্র হতে চায় না, শিরোনামে থাকতে চায় না, খ্যাতি নিয়ে ভাবে না। ওর একমাত্র ভালোবাসা হলো বল! ⚽ এটি আমাদের মনে করিয়ে দেয় – সত্যিকারের মানের খেলোয়াড়ের হাইপের দরকার হয় না।
আমার একটাই আশা – সে যেন কখনও বড় চোটে না পড়ে। কারণ এই ছেলেটা আহত হলে সেটা শুধু বার্সেলোনার নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই ক্ষতি হবে!
👉 আর হ্যাঁ, আমি স্পষ্টই বলে দিলাম – এই মুহূর্তে বিশ্বের সেরা প্লেমেকার হচ্ছে পেদ্রি। ✅🔥"
-