RR.Creation

RR.Creation ☠️পরিস্থিতি যেমন ই হোক না কেন হার না মেনে শেষ অবধি চেষ্টা করে যেতে হবে 🖤

31/08/2025

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে, স্থানীয়দের সংঘর্ষ অনেক আগে থেকেই চলে। তবে আজকের ঘটনা গতকাল রাত থেকে শুরু হইছে, এখন ও থামার নাম নাই।

এই স্থানীয় শব্দটারে মন চাই, লাত্তি দিয়া নদীতে পালতে।
সব জায়গায় এই স্থানীয় শব্দটা ব্যবহার করে, অশান্তি লাগায়।
একই দেশের নাগরিক, আর মারামারি ডা যে লাগাইছে!!

এই পোলাপানগুলো তোদের ল্যাংটা হওয়া থেকে বাঁচাইছে, আর এখন রামদা নিয়া বাহির হইছে, এই শিক্ষার্থীগুলো রে মারার জন্য।!! বাহ্ রে বাহ্ চাটগাইয়া।

মানুষ বড় অকৃতজ্ঞ।

প্রকাশ্যে পোলাপানগুলোরে, রামদা দিয়া কোপাইতেছে। কেউ, কিছু বলছে না। মুরুব্বী গুলো বেশি বদমাইশ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বা'ল ফালাইতাছে, বসে বসে।

Our captain Hasnat Abdullah 🔥
29/08/2025

Our captain Hasnat Abdullah 🔥

Nurul Haque Nur  ভাই ছিলেন ফ্যাসিস্ট আন্দোলনের অন্যতম নেতা,এই মানুষটির মতো ফ্যাসিস্ট এর হাতে অন্য কোনো দলের নেতা কর্মীরা...
29/08/2025

Nurul Haque Nur ভাই ছিলেন ফ্যাসিস্ট আন্দোলনের অন্যতম নেতা,এই মানুষটির মতো ফ্যাসিস্ট এর হাতে অন্য কোনো দলের নেতা কর্মীরা নির্যাতন হয়নি,হয়তো ফ্যাসিস্ট হাসিনা অনেক কে গুম করেছেন কিন্তু নুর ভাই কে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে তা গুম এর থেকে কোনো অংশে কম নয়, সবচেয়ে বড় কথা হলো এই ফ্যাসিস্ট পতনে নুর ভাই দের অনেক বড় ভূমিকা ছিল সেই ভাইদের উপরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইরকম হামলা হয় আর আমরা চুপ করে থাকবো...??
না কখনোই না জাতীয় পার্টি ফ্যাসিস্ট হাসিনার দোসর এদের কে যে বা যারাই রক্ষা করতে আসবে আমরা সবাই মিলেমিশে থাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ সেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে কথা বলাতে নুর ভাইকে রক্তাক্ত করা হয়েছে যেই সেনা অফিসারের নির্দেশ বা যেই পুলিশ অফিসারের নির্দেশ আমরা তার আমলনামা খুঁজে বের করতে চাই এবং তা জনগণের স্বার্থে তাদের সামনে প্রকাশ করবোই,
এই হামলার ভিডিওটি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একটা দলের প্রধান কে কোন কায়দায় পিটানো বা মারা হয়েছে তাকে মেরে ফেলাই ছিল মূল উদ্দেশ্য,
এখানে যেই সেনা সদস্য নুর ভাই কে লাথি মেরেছে তাকে খুঁজে বের করতে হবে। তারপর তাকে এর কারণ ব্যাখ্যা করতে হবে,আর সেনা অফিসারের মধ্যে যেই দোসররা এখনো ঘাপটি মেরে বসে থেকে আপার আসার সময় অপেক্ষা করতেছন তাদেকে বলি আপনার আপা ফেরার পথটা স্থায়ীভাবে বন্ধ হয়েগেছে সুতরাং পারলে দেশের সেবা করুন নয়তো পদছেরে দিয়ে অন্য দেশ প্রেমিক কে সেবা করার সুযোগ করে দিন।
ধন্যবাদ

সুদানির পোলারা ইতিহাস না জেনেই বলে ভারত আমাদের সাহায্য করেছে, আসলে ভারত আমাদের কে সাহায্য নামে লুটপাট করতে ব্যাস্ত ছিল
29/08/2025

সুদানির পোলারা ইতিহাস না জেনেই বলে ভারত আমাদের সাহায্য করেছে, আসলে ভারত আমাদের কে সাহায্য নামে লুটপাট করতে ব্যাস্ত ছিল

29/08/2025

আকাশে দিকে তোমার বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ করি।

সূরা :বাকারা,,,, আয়াত:১৪৪

28/08/2025

বাবার টাকা থাকলে অর্ধেক জীবন নয় পুরো জীবনটাই সহজ হয়ে যায়

28/08/2025

আমরা যতই পরিশ্রম করি, যত দূরই দৌড়াই, যত দ্রুতই এগিয়ে যাই—শেষ গন্তব্য একটাই: মৃত্যু। আর যেটা এক মানুষকে অন্যের থেকে আলাদা করে, তা হলো তার আমল। এ কারণেই তো জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হয়েছে।

28/08/2025

কিছু মানুষ মরে যায় 25শে তার পর মরে গিয়েও বহু কাল বাঁচে সে

এইগুলো দেখার বাকি ছিল 🫡
27/08/2025

এইগুলো দেখার বাকি ছিল 🫡

27/08/2025

কাজ থেকে এসে ঘুম, ঘুম থেকে উঠে আবার কাজ
আর ভালো লাগে না 😢
কেলান্ত আমি

চাচায় রিয়েকশনটা সেই ছিল 😅ছবি তোলার সময় এমন দুয়েকটা পাবলিক পাওয়া যায়
27/08/2025

চাচায় রিয়েকশনটা সেই ছিল 😅
ছবি তোলার সময় এমন দুয়েকটা পাবলিক পাওয়া যায়

তৌহিদ আফ্রিদি ধরা পড়ার পর বলতেছিলেন, "আমি ভয় পাইতেছি আমার বউটা প্রেগনেন্ট।" মনে পড়ে গেল শিবিরের সাবেক নেতা শফিকুল ইসলাম ...
26/08/2025

তৌহিদ আফ্রিদি ধরা পড়ার পর বলতেছিলেন, "আমি ভয় পাইতেছি আমার বউটা প্রেগনেন্ট।"

মনে পড়ে গেল শিবিরের সাবেক নেতা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের শহীদ সন্তানটার কথা যার মৃত্যু হয়ছিল, গর্ভে থাকা অবস্থাই হাসিনার জুলুমের কারণে। হাসিনা বাহিনী এই সন্তান সম্ভবা মহিলাকে মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়ে গেছে, এমনকি তাকে গ্রেফতার করেছে, তুলে নিয়ে গেছিল। শিশুটি জন্মের পরই মারা গেল। জানাযাটা পর্যন্ত পড়তে পারেননি মাসুদ ভাই।

এই নিয়ে মাসুদ ভাই বলেছিলেন, আমার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে আমার শ্বশুর কেরানীগঞ্জের জেলখানায় (আমার সন্ধানে) দেখা করতে গিয়েছিলেন। তৎকালীন র‌্যাবের সদস্যরা আমার স্ত্রীকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়েছেন। আমার স্ত্রী বলেছে, দেখুন আমার শরীর খারাপ। তখন র‍্যাব বলেছে, তোমার স্বামীর সঙ্গে দেখা নেই তাহলে তোমার শরীর খারাপ হয় কী করে।
সত্যই এই দিন, দিন না। এই হাসিনার দালালরা আরো লানতের দিন দেখবে।

সফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের এলাকায় নেতা ও সন্তান, আসলে আমরা এমন একজন মানুষ কে পেয়ে অনেক খুশি,তিনি ই আমাদের বাউফলের যোগ্য নেতা ও অভিভাবক । সবশেষে বলতে পারি তার প্রতি আমাদের উপজেলার মানুষ গুলো সমর্থন অনেক অনেক আশাবাদী তিনিই হবেন আগামিতে আমাদের প্রধান,আর বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি বেশিপ্রিয়
উপরে আল্লাহ আছে। বিচার তার কাছেই, সে ই ফয়সালা করবে এদের।

Address

Barishal
8620

Website

Alerts

Be the first to know and let us send you an email when RR.Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share