31/08/2025
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে, স্থানীয়দের সংঘর্ষ অনেক আগে থেকেই চলে। তবে আজকের ঘটনা গতকাল রাত থেকে শুরু হইছে, এখন ও থামার নাম নাই।
এই স্থানীয় শব্দটারে মন চাই, লাত্তি দিয়া নদীতে পালতে।
সব জায়গায় এই স্থানীয় শব্দটা ব্যবহার করে, অশান্তি লাগায়।
একই দেশের নাগরিক, আর মারামারি ডা যে লাগাইছে!!
এই পোলাপানগুলো তোদের ল্যাংটা হওয়া থেকে বাঁচাইছে, আর এখন রামদা নিয়া বাহির হইছে, এই শিক্ষার্থীগুলো রে মারার জন্য।!! বাহ্ রে বাহ্ চাটগাইয়া।
মানুষ বড় অকৃতজ্ঞ।
প্রকাশ্যে পোলাপানগুলোরে, রামদা দিয়া কোপাইতেছে। কেউ, কিছু বলছে না। মুরুব্বী গুলো বেশি বদমাইশ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বা'ল ফালাইতাছে, বসে বসে।