GrowthX

GrowthX GrowthX is one of the largest Technology service provider in Barishal.

ইউটিউব সাবস্ক্রাইব, ওয়াচটাইম, ফেসবুক পেজ লাইক, ইনেস্টাগ্রাম ফলোয়ার কিনুন পানির দামে।আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে ব...
12/02/2024

ইউটিউব সাবস্ক্রাইব, ওয়াচটাইম, ফেসবুক পেজ লাইক, ইনেস্টাগ্রাম ফলোয়ার কিনুন পানির দামে।

আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে অথবা আপনার যদি একটি টিকটক একাউন্ট থাকে এবং সেখানে যদি সাবস্ক্রাইব, ভিউ, ফলোয়ার, লাইকের প্রয়োজন হয় তাহলে এই সার্ভিসটি আপনার জন্য।

ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করার উপায়।আশা করি বুঝতে পারবেন। যেকোনো প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন।
11/02/2024

ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করার উপায়।
আশা করি বুঝতে পারবেন।
যেকোনো প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন।

ফেসবুকে ফলো করা অ্যাকাউন্টের তালিকা লুকিয়ে রাখবেন যেভাবে। ফেসবুকে একজন ব্যক্তি কোন কোন ব্যক্তিকে অনুসরণ করেন, তা সহজেই ...
04/02/2024

ফেসবুকে ফলো করা অ্যাকাউন্টের তালিকা লুকিয়ে রাখবেন যেভাবে।

ফেসবুকে একজন ব্যক্তি কোন কোন ব্যক্তিকে অনুসরণ করেন, তা সহজেই অন্য ব্যক্তিরা জানতে পারেন। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়। তবে চাইলে ফেসবুকে অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়।

ফেসবুকে একজন ব্যক্তি কোন কোন ব্যক্তিকে অনুসরণ করেন, তা সহজেই অন্য ব্যক্তিরা জানতে পারেন। এতে অনেক সময় বিব্রতকর .....

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে আমরা অনেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত থাকি। ফেসবুক গ্রুপের প্রশাসক নত...
30/06/2023

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে আমরা অনেকেই বিভিন্ন ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত থাকি। ফেসবুক গ্রুপের প্রশাসক নতুন কোনো পোস্ট করলেই সেটির নোটিফিকেশন দেখতে বাধ্য হন গ্রুপের সব সদস্য। কিন্তু গুরুত্বপূর্ণ কাজের সময় বিভিন্ন গ্রুপের একাধিক নোটিফিকেশন এলে মনোযোগে সমস্যা হয়। তবে চাইলেই ফেসবুকের গ্রুপের প্রশাসকদের পোস্টের নোটিফিকেশন সাময়িকভাবে বন্ধ রাখা যায়।

ফেসবুক গ্রুপের প্রশাসক নতুন কোনো পোস্ট করলেই সেটির নোটিফিকেশন দেখতে বাধ্য হন গ্রুপের সব সদস্য।

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি হচ্ছে ফেসবুক। বিস্তৃত এবং চমৎকার সব ফিচারের কারণে ফেসবুক ...
04/05/2023

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি হচ্ছে ফেসবুক। বিস্তৃত এবং চমৎকার সব ফিচারের কারণে ফেসবুক এত জনপ্রিয়। তবে অনেক সময় এর ব্যবহার আসক্তির পর্যায়ে চলে যায় কিংবা এর বহুল ফাংশন মানুষকে ক্লান্ত করে তুলতে পারে। এ ধরনের নানা কারণে মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তবে কারণ যাই হোক না কেন, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের আগে অবশ্যই এই ৮টি কাজ করা উচিত। চলুন দেখে নেওয়া যাক সে কাজগুলো সম্পর্কে।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের আগে অবশ্যই এই ৮টি কাজ করা উচিত।

জাকারবার্গের ভাষায়, “Metaverse is the Successor of Internet” ফেইসবুক ফেইসবুকই থাকছে শুধু ‘Meta’  নামে  একটা নতুন কোম্পান...
26/04/2023

জাকারবার্গের ভাষায়, “Metaverse is the Successor of Internet” ফেইসবুক ফেইসবুকই থাকছে শুধু ‘Meta’ নামে একটা নতুন কোম্পানির আবির্ভাব হয়েছে।

একটি বড় রি-ব্র্যান্ডের অংশ হিসাবে ফেসবুক এতদিনের কর্পোরেট পরিবর্তন করে মেটা হয়েছে।

Meta - মেটা : আগে ফেসবুক কোম্পনির সব কিছু নিয়ন্ত্রণ করতো, আর এখন সেই জায়গায় Meta মেজর ভূমিকা পালন করবে, তার নিয়ন্ত্রণে থাকবে Facebook, WhatsApp, Instagram এর মতো জনপ্রিয় ওনলাইন অ্যাপস গুলো।

এটা কোনো বিশেষ ঘটনা না, ঘটনা হচ্ছে এই Meta কোম্পানি তৈরি করতে যাচ্ছে মেটাভার্স (Metaverse) নামে এক নতুন ভার্চুয়াল দুনিয়া। আমাদের ইউনিভার্স এর একটা প্যারালাল কপি হবে মেটাভার্স।

এই মেটাভার্স তৈরিতে সহযোগী হিসেবে থাকছে বিশ্বের সব বড় বড় টেক কোম্পানি। যার নেতৃত্বে থাকছে মেটা (Meta)। সবাই মিলে নির্মান করতে যাচ্ছে এক ভার্চুয়াল দুনিয়া।

হোস্টিং কি? (What is hosting)__হোস্টিং হচ্ছে এমন একটি সার্ভিস যেটির মাধ্যমে যেকোনো ওয়েবসাইট অথবা ব্লগ ইন্টারনেট জগতে চাল...
24/02/2023

হোস্টিং কি? (What is hosting)

__হোস্টিং হচ্ছে এমন একটি সার্ভিস যেটির মাধ্যমে যেকোনো ওয়েবসাইট অথবা ব্লগ ইন্টারনেট জগতে চালু করা যায়। আমরা যখন কোন হোস্টিং প্রোভাইডার হতে হোস্টিং ক্রয় করি, তখন অনলাইনে ওয়েব সার্ভার এ আমার জন্য কিছু জায়গা বরাদ্ধ দেওয়া হয়।

আর এই ওয়েব সার্ভার এমন একটি কম্পিউটার যেটিতে সর্বদা নেট কানেকশন থাকে। এ সার্ভার ক্রয় করা জায়গাতে আমরা যখন আমাদের ওয়েবসাইট বা ব্লগ রাখি, তাছাড়া অডিও, ভিডিও, ফাইল ইমেজ লেখা পাবলিশ করি তখন সেগুলো এই সার্ভারে জমা হতে থাকে।

ওয়েব সার্ভার সর্বদা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করা থাকে, যার ধরুন ওয়েবসাইট বা ব্লগ মোবাইল অথবা কম্পিউটার দিয়ে access করতে পারি। তবে, এর জন্য আমাদের একটি ডোমেইন নাম ক্রয় করতে হয়। তারপর এই ডোমেইনটিকে আমাদের ক্রয়কৃত সার্ভারের সাথে কানেক্ট করতে হয়।

হোস্টিং কত প্রকার ?

হোস্টিং বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেগুলো বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো নিয়ে নিম্নে আলোচনা করা হলো -
• শেয়ার হোস্টিং (share hosting)
• ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং(V.P.S – virtual private server)
• ডেডিকেটেড হোস্টিং (dedicated hosting)

🟢 শেয়ার হোস্টিং কি? (What is share hosting)
যে হোস্টিং এ অনেক গুলো ওয়েবসাইট রাখা হয়ে থাকে সেটিকে শেয়ার হোস্টিং বলা হয়। উদাহরণ- আপনার একটি ঘর আছে যাতে পরিবারের সকল সদস্য ভাগাভাগি করে থাকছেন।

এখানে আপনার ঘরটি হলো একটি ওয়েব সার্ভার এবং আপনি ও আপনার ফ্যামিলি হলো যারা ভাগ করে থাকছেন তারা হলো পৃথক পৃথক ওয়েবসাইট।

এতে আপনার ফায়দা হচ্ছে- আপনার ঘর ভাড়া ফ্যামিলি সবাই থাকার পরও কম খরচে থাকতে পারছেন। একই ভাবে শেয়ার হোস্টিংও অনেক গুলো ওয়েবসাইট রাখা হয় তাই এর খরচও কম। শেয়ার হোস্টিং অনেক টাকায় ক্রয় করা যায়। এটি নতুন ওয়েবসাইট তৈরির জন্য ভালো একটি মাধ্যম।

🟣 ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং কি?
ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং গুলো শেয়ার হোস্টিং এর তুলনায় অনেক গুণ ভালো। সত্যি কথা হলো এই হোস্টিং আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়তে থাকে। এক কথায় ওয়েবসাইট পপুলার হওয়ার পর এটি ব্যবহার করা ভালো। নতুন অবস্থায় এটি ব্যবহার করার কোন প্রয়োজন নেই।

উদাহরণ- মনে করুন আপনার একটি বিল্ডিং রয়েছে যার কয়েকটি কামরা আছে। প্রত্যেকটি কামরায় একজন করে ফ্যামিলি মেম্বার থাকবেন। ঠিক একই ভাবে একটি একটি পৃথক সার্ভারে থাকবে এতে আপনার ওয়েবসাইটের স্পীড ভালো থাকবে। ভিপিএস সার্ভার অনেক নিরাপদ থাকে। শেয়ার হোস্টিং এর চাইতে অনেক গুণ ভিজিটর্স জায়গা করতে পারে। এর মূল্যও বেশি প্রায় বাংলাদেশি টাকায় প্রায় ১০০০ টাকা হতে ১৫০০ টাকা মাস শেষে গুণতে হয়।

🟡 ডেডিকেটেড হোস্টিং কি?
ডেডিকেটেড হোস্টিং অন্য হোস্টিং এর তুলনায় ভিন্নতা রয়েছে। এর কারণ শেয়ার হোস্টিং আপনি একসাথে অনেকগুলো ওয়েবসাইট রাখবেন আর ভিপিএস সার্ভার একটি ভাগ দিতে হবে। আর ডেডিকেটেড হচ্ছে পুরো বিল্ডিং টাই আপনার নামে দেওয়া হলো অর্থাৎ পুরো বিল্ডিংটাই আপনি কিনে নিলেন।

এতে আর কারো ভাগ থাকলো না। যেমননি নিরাপত্তার দিকেও সেরা তেমনি ওয়েবসাইটের স্পীড। এতে আপনি প্রচুর পরিমাণের ট্রাফিক জেনারেট করতে পারবেন তবে দাম অনেক বেশি। এটি প্রায় প্রতিমাসে ৬০০০ টাকার মত পরিশোধ করতে হবে।

ডোমেইন কি? What is Domain? ডোমেইন এর বাংলা অর্থ রাজ্য,জমিদারি,খাস জমি, এলাকা ইত্যাদি। ডোমেইন এর কাজ হলো ক্লায়েন্ট কম্পিউ...
02/02/2023

ডোমেইন কি? What is Domain?
ডোমেইন এর বাংলা অর্থ রাজ্য,জমিদারি,খাস জমি, এলাকা ইত্যাদি। ডোমেইন এর কাজ হলো ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে যুক্ত করা। যাইহোক এত কঠিন করে বোঝার দরকার নেই, সহজ কথায় ডোমেইন মানে আপনার ওয়েবসাইটের নাম বা ঠিকানা।

আপনার নাম ধরে কেউ ডাকলে যেমন আপনি ডাকে সাড়া দেন, তেমনি ইন্টারনেটে আপনার ডোমেইনের নাম ধরে কেউ ডাকলে আপনার ওয়েবসাইট ডাকে সাড়া দেয়। আবার যেমন আপনার বাসার এড্রেস ধরে ধরে আপনি বাসায় চলে যান, ঠিক তেমনি ডোমেইন এর এড্রেস ধরে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবেন।

তো ডোমেইন কি এক কথায়: আপনার ওয়েবসাইট যদি হয় বাড়ি, ডোমেইন সেই বাড়ির এড্রেস
ডোমেইন হচ্ছে ডিজিটাল দুনিয়ায় আপনার পরিচয়। ওয়েবসাইট তৈরি করতে গেলে সর্বপ্রথম যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ডোমেইন। ইন্টারনেটে যত ওয়েবসাইট রয়েছে তার প্রত্যেকটির আলাদা আলাদা একটি ইউনিক ডোমেইন নেম রয়েছে যেমন:

গুগলের রয়েছে google.com ফেসবুকের রয়েছে facebook.com, মোগোমার্ট ই-কমার্স এর রয়েছে mogomart.com ইন্টারনেটে এমন অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়েবসাইটকে শনাক্ত করার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।

WhatsApp নম্বরে ম্যাসেজ করতে ভিজিট করুনঃhttps://wa.me/message/LFRAKMY5IDLGI1🇧🇩 ডিজিটাল সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে। যে...
20/01/2023

WhatsApp নম্বরে ম্যাসেজ করতে ভিজিট করুনঃ
https://wa.me/message/LFRAKMY5IDLGI1

🇧🇩 ডিজিটাল সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে। যেকোনো ধরনের ডিজিটাল সেবা ও সেবা বিষয় পরামর্শ নিতে যোগাযোগ করুন।

WhatsApp Business : 01887798979

WhatsApp Group : https://chat.whatsapp.com/KVg1IZLJfdM8bHPX0LyFJ9

শতভাগ অরিজিনাল TikTok ফলোয়ার🛒Order Now : https://mogomart.com/product/tiktok-followers/Worldwide TikTok একাউন্ট ফলোয়ার।প...
20/01/2023

শতভাগ অরিজিনাল TikTok ফলোয়ার
🛒Order Now : https://mogomart.com/product/tiktok-followers/

Worldwide TikTok একাউন্ট ফলোয়ার।
পৃথিবীর বিভিন্ন দেশের একাউন্ট থেকে ফলোয়ার আসবে।
শতভাগ অরিজিনাল TikTok ফলোয়ার।
শতভাগ নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে।
২৪ ঘন্টায় কাজ শুরু না হলে মানিব্যাক গ্যারান্টি।
কাজের সাথে ফলোয়ার বোনাস দেওয়া হবে।
High Speed TikTok Account Followers service
100% Customers Satisfaction
100% Guaranty Followers service

Auto approval Facebook group🌐 ওয়েবসাইটে অর্ডার করতেঃ  https://mogomart.com/product-category/digital-service/💪 সেবা ও বিশ...
13/01/2023

Auto approval Facebook group

🌐 ওয়েবসাইটে অর্ডার করতেঃ https://mogomart.com/product-category/digital-service/

💪 সেবা ও বিশ্বস্ততায় বরিশালে আমরা'ই সেরা।
👌দ্রুত এবং শতভাগ নিরাপদ ডিজিটাল সেবা।
🤝 যোগাযোগঃ বরিশাল সদর, বরিশাল।
📲 +8801887798979 (Call & WhatsApp)

ইউটিউব মনিটাইজেশন কি ? What is YouTube monetization : YouTube চ্যানেলের মধ্যে একটি বিশেষ feature রয়েছে যেটাকে বলা হয় “mo...
03/01/2023

ইউটিউব মনিটাইজেশন কি ?
What is YouTube monetization :

YouTube চ্যানেলের মধ্যে একটি বিশেষ feature রয়েছে যেটাকে বলা হয় “monetization”.
এই Monetization option টি যখন চালু করে দেওয়া হয়, তখন আপনার YouTube চ্যানেলে থাকা ভিডিও গুলোতে কিছু বিজ্ঞাপন দেখানো হয়।
এবং, আপনার ভিডিও গুলোতে দেখানো বিজ্ঞাপনের বিপরীতে, YouTube আপনাকে কিছু টাকা দিয়ে থাকে। তাই, ইউটিউব মনিটাইজেশন মানে হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে, আপনি ইউটিউবকে নিজের চ্যানেলের ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিচ্ছেন।

আপনার video গুলোতে যতটা টাকার বিজ্ঞাপন দেখানো হবে, তার ৪৫% গুগল নিজে রাখবেন,
এবং, ৫৫% আপনাকে দিয়ে দিবে আপনার Google AdSense account এর মাধ্যমে।

আর, পরে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট থেকে নিজের আয় করা টাকা bank account এর মধ্যে তুলে নিতে পারেন।

তবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এর জন্য এপ্লাই করার আগে, ইউটিউবের নতুন নিয়ম কানুন ও শর্তাবলী গুলোর বিষয়ে অবশই জেনে রাখাটা দরকার।

তাহলে আশা করছি, ইউটিউব মনিটাইজেশন কি (What Is YouTube Monetization in Bangla) বিষয়টা বুঝতে পেরেছেন। এখন, যখন আপনি YouTube কে বিজ্ঞাপন (ads) দেখানোর অনুমতি দিয়ে দিচ্ছেন, তখন Google তার advertising partner গুলোর ads আপনার videos এর মধ্যে দেখাবে।

আপনার video গুলোতে যতটা টাকার বিজ্ঞাপন দেখানো হবে, তার ৪৫% গুগল নিজে রাখবেন,
এবং, ৫৫% আপনাকে দিয়ে দিবে আপনার Google AdSense account এর মাধ্যমে।

বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। আট থেকে আশি সব বয়সী ব্যবহারকারী আছে এই অ্যাপটির। অনেকে আয়ও করছেন এখান থেকে।...
31/12/2022

বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। আট থেকে আশি সব বয়সী ব্যবহারকারী আছে এই অ্যাপটির। অনেকে আয়ও করছেন এখান থেকে। এজন্য প্রথম শর্ত হচ্ছে ভিডিওতে ভিউজ অনেক বেশি হতে হবে। সেজন্য দরকার ফলোয়ার। আপনি অনেক ভালো কনটেন্ট দিচ্ছেন কিন্তু ফলোয়ার অনেক কম।

টিকটক ফলোয়ার সার্ভিস নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে অথবা অর্ডার করতে ভিজিট করুনঃ https://mogomart.com/product-category/digital-service/

💪 সেবা ও বিশ্বস্ততায় বরিশালে আমরা'ই সেরা।
👌দ্রুত এবং শতভাগ নিরাপদ ডিজিটাল সেবা।
🤝 যোগাযোগঃ বরিশাল সদর, বরিশাল।
📲 +8801887798979 (Call & WhatsApp)

২০১২ সালে ফেসবুক পেজে কোন পোস্ট দিলে সেটা ১৬% ফলোয়ারের নিউজফিডে যেত। ২০১৪ সালে তা নেমে এসেছিল ৬.৫% আর সর্বশেষ ২০১৮ সালে...
30/12/2022

২০১২ সালে ফেসবুক পেজে কোন পোস্ট দিলে সেটা ১৬% ফলোয়ারের নিউজফিডে যেত। ২০১৪ সালে তা নেমে এসেছিল ৬.৫% আর সর্বশেষ ২০১৮ সালে মাত্র ২%। আজকের ফেসবুক মার্কেটিং অনেকটা প্রতিযোগিতামূলক। পকেটের টাকা খরচ না করে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা খুবই কঠিন। তবে কিছু কৌশল সঠিকভাবে ব্যবহার করলে, যেকোন ফেসবুক পেজের রিচ বাড়ানো যাবে।

ফেসবুক মার্কেটিং সংক্রান্ত সকল সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

💪 সেবা ও বিশ্বস্ততায় বরিশালে আমরা'ই সেরা।
👌দ্রুত এবং শতভাগ নিরাপদ ডিজিটাল সেবা।
🤝 যোগাযোগঃ বরিশাল সদর, বরিশাল।
📲 +8801887798979 (Call & WhatsApp)

সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইনস্টাগ্রাম।আধুনিক যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। আজকাল সোশ্যাল মিডিয়া ছাড...
30/12/2022

সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইনস্টাগ্রাম।

আধুনিক যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষের সোশ্যাল লাইফ মেন্টেন করা সম্ভব হয় না। আর স্যেশাল মিডিয়াতে ফলোয়ার খুব গুরুত্বপূর্ন একটি স্ট্যাটাস বহন করে।

আপনি কি ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে চান ?
যোগাযোগ করুন আমাদের সাথে,আপনার ফলোয়ার বেড়ে যাবে ইনস্টাগ্রামে।

🌐 ওয়েবসাইটে অর্ডার করতেঃ https://mogomart.com/product-category/digital-service/

🤝 যোগাযোগঃ বরিশাল সদর, বরিশাল।
📲 +8801887798979 (Call & WhatsApp)

ফেসবুক পেজের লাইক বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যদি না বাড়াতে পারেন, তবে আপনার পেজটি আড়ালেই পড়ে থাকবে। আর আড়ালে থাকা কোনও পে...
30/12/2022

ফেসবুক পেজের লাইক বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যদি না বাড়াতে পারেন, তবে আপনার পেজটি আড়ালেই পড়ে থাকবে। আর আড়ালে থাকা কোনও পেজ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ, এই পেজটি আপনার কোনও কাজে লাগবে না। ফেসবুক পেজকে অনেক কাজেই লাগানো যায়। অর্থাৎ, আপনার যদি একটি পেজ থাকে, তবে আপনি এটিকে নানা কাজে লাগাতে পারবেন।

🛒 ফেসবুক সম্পর্কিত যে কোনো সেবা পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ভিজিট করুনঃ
📲 +8801887798979 (WhatsApp)
https://mogomart.com/product-category/digital-service/social-media-marketing/facebook/

🔵 ফেসবুক ওয়ার্ল্ডওয়াইড লাইক / ফলোয়ার অফারপ্রতি হাজার পেজ লাইকঃ ১০০ টাকাপ্রতি হাজার ফলোয়ারঃ ১০০ টাকা। 🌐 সরাসরি ইনবক্সে অথ...
24/09/2022

🔵 ফেসবুক ওয়ার্ল্ডওয়াইড লাইক / ফলোয়ার অফার

প্রতি হাজার পেজ লাইকঃ ১০০ টাকা
প্রতি হাজার ফলোয়ারঃ ১০০ টাকা।

🌐 সরাসরি ইনবক্সে অথবা ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুনঃ https://mogomart.com/product-category/digital-service/social-media-marketing/

🇧🇩 বিভিন্ন দেশের একাউন্ট হতে লাইক ফলো আসবে।
🤝 সম্পুর্ন নিরাপদ ও বিশ্বস্ত সেবা।
📌 পেজ বা একাউন্টের এক্সেস লাগবে না।
📩 বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
🔜 অফার'টি সীমিত সময়ের জন্য।

Address

কলেজ এভিনিউ সম্মুখে, সিএন্ডবি রোড সংলগ্ন, বরিশাল।
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when GrowthX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share