03/01/2023
ইউটিউব মনিটাইজেশন কি ?
What is YouTube monetization :
YouTube চ্যানেলের মধ্যে একটি বিশেষ feature রয়েছে যেটাকে বলা হয় “monetization”.
এই Monetization option টি যখন চালু করে দেওয়া হয়, তখন আপনার YouTube চ্যানেলে থাকা ভিডিও গুলোতে কিছু বিজ্ঞাপন দেখানো হয়।
এবং, আপনার ভিডিও গুলোতে দেখানো বিজ্ঞাপনের বিপরীতে, YouTube আপনাকে কিছু টাকা দিয়ে থাকে। তাই, ইউটিউব মনিটাইজেশন মানে হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে, আপনি ইউটিউবকে নিজের চ্যানেলের ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিচ্ছেন।
আপনার video গুলোতে যতটা টাকার বিজ্ঞাপন দেখানো হবে, তার ৪৫% গুগল নিজে রাখবেন,
এবং, ৫৫% আপনাকে দিয়ে দিবে আপনার Google AdSense account এর মাধ্যমে।
আর, পরে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট থেকে নিজের আয় করা টাকা bank account এর মধ্যে তুলে নিতে পারেন।
তবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এর জন্য এপ্লাই করার আগে, ইউটিউবের নতুন নিয়ম কানুন ও শর্তাবলী গুলোর বিষয়ে অবশই জেনে রাখাটা দরকার।
তাহলে আশা করছি, ইউটিউব মনিটাইজেশন কি (What Is YouTube Monetization in Bangla) বিষয়টা বুঝতে পেরেছেন। এখন, যখন আপনি YouTube কে বিজ্ঞাপন (ads) দেখানোর অনুমতি দিয়ে দিচ্ছেন, তখন Google তার advertising partner গুলোর ads আপনার videos এর মধ্যে দেখাবে।
আপনার video গুলোতে যতটা টাকার বিজ্ঞাপন দেখানো হবে, তার ৪৫% গুগল নিজে রাখবেন,
এবং, ৫৫% আপনাকে দিয়ে দিবে আপনার Google AdSense account এর মাধ্যমে।