
26/09/2025
সন্ধ্যার রং যখন চারপাশে ছড়িয়ে পড়ে, দিনের আলো ম্লান হয়ে আসে, তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে। সূর্যটা দিনের সব ক্লান্তি নিয়ে পশ্চিম দিগন্তে মিলিয়ে যায়, আর আকাশ সেজে ওঠে কমলা, লাল, আর বেগুনি রঙের এক দারুণ খেলায়🌌🌌
পাখিরা তাদের নীড়ে ফিরে আসে, কিচিরমিচির শব্দে জানান দেয় দিনের সমাপ্তি। চারদিকে একটা নীরবতা আর স্নিগ্ধতা ভর করে। এই সময়টা প্রকৃতির সাথে মিশে যাওয়ার, নিজেকে নতুন করে খুঁজে নেওয়ার💚💚
শুভ সন্ধ্যা🌸🌸