Prince Abubakar Adnan

Prince Abubakar Adnan ফলো দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ।💚✅

06/06/2025

পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৫ আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা।

18/05/2025

ও ভাইরে ভাই।🤭

05/04/2025

আপনি যে ভদ্র, আপনার ভেতরে কিছু আছে সেটা প্রমাণ করার জন্য কয়েকটি জায়গায় চুপ থাকবেন।👌

15/03/2025

Yes, Satisfaction from listening to music❎
Self-satisfaction after listening to the Quran✅

06/08/2024

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়
- (সূরা হুদ, আয়াত : ১০)

একদল ১৭ বছর খেয়ে গেলো, আরেকদল ১৭ বছর ধরে ক্ষুধার্ত। সুতরাং সাবধান বাঙালি সাবধান।

এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে ?শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে, এইভাবেই দেশ পরিস্কার হয়ে যাবে ইনশা...
06/08/2024

এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে ?

শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে,
এইভাবেই দেশ পরিস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।

হ্যাঁ, মামলা খেলাম! ক্যাম্পাস ছাড়লাম, বরিশাল থাকতে পারলাম না।দুঃখজনক হলেও সত্যি নিজের জন্মভূমি 'হিজলা উপজেলা' ছাড়তে বা...
05/08/2024

হ্যাঁ, মামলা খেলাম!

ক্যাম্পাস ছাড়লাম, বরিশাল থাকতে পারলাম না।

দুঃখজনক হলেও সত্যি নিজের জন্মভূমি 'হিজলা উপজেলা' ছাড়তে বাধ্য হলাম ১৭ থেকে ২৬ তারিখ ঢাকা মোহাম্মদপুর। মোহাম্মদপুর কৃষি মার্কেট ছোট আপুর বাসায় ছিলাম, পাশেই সূচনা কমিউনিটি সেন্টার। ২১ ই জুলাই মোহাম্মদপুরে এবং সূচনায় কি ঘটেছে তা দেশবাসী সবারই জানা। হ্যাঁ আমি সেই ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী। ২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ২৩-২৪ জুলাই মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প RAB অভিযান চালিয়ে ৫৮০ জনকে আটক করে। সেই রাতে আমি, আমার বোন একটুও ঘুমাতে পারিনি। পর দিনই ছোট আপু আমাকে পাঠিয়ে দেয় মেজো আপুর বাসা শনিআখড়াতে।

যাত্রাবাড়ী-শনিআখড়ার অবস্থা আরো ভয়াবহ। মেজো আপু বাহিরে বের হতে দেননা এবং আমাকে গ্রামে চলে যেতে বলে কিন্তু আমি বাড়ি না গিয়ে কারফিউর মধ্যে বাধ্য হয়ে চাঁদপুর চলে যাই। তবে সবসময়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে সক্রিয় ভাবে কাজ করেছি। সেখানেও আন্দোলনে অংশগ্রহণ করি। ২ জুলাই ঢাকায় ফিরে আসি। টানা চারদিন তিন রাত যাত্রাবাড়ী ও কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করি।

আজ ৩৬ দিন ঠিক মতন ঘুমাতে পারি নি। রাত জেগে খবর এবং টকশো দেখছি। সমন্বয়কদের ব্রিফ এবং পেইজে চোখ রাখতাম যে, কখন কী হয়ে যায় ! সকালে উঠেই বাসা থেকে বের হয়ে যেতাম এবং রাতে ফিরতাম।

টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, হেলিকপ্টার দিয়ে গরম পানি, চারদিকে আতঙ্ক...প্রিয়জনের মৃত্যুর সংবাদ। সহপাঠীদের পরিবারের আত্ননাদ যা এখনো চলমান.....।

আমি ৭১ এর মুক্তযুদ্ধ দেখিনি। কিন্তু ২৪ এর যুদ্ধ রাজপথে থেকেই করেছি ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ আজ বিজয়.... আজ শান্তিতে ঘুমাবো!!

হে আল্লাহ মাতৃভূমিটা রক্ষা করুন। এই ভূমিতে আর কোনো জুলুমকারীর দেখতে চাই না।

© আবুবকর আদনান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে পরুন।ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে নিশ্চিত 💚
05/08/2024

যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে পরুন।
ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে নিশ্চিত 💚

তবে আপনি পতন দেখে পদত্যাগ করবেন.......🚫
03/08/2024

তবে আপনি পতন দেখে পদত্যাগ করবেন.......🚫

ভদ্রলোক আমার এক স্প্যানিশ বন্ধুর বাবা। বন্ধুর সাথে কথা হয়েছে, ওনাকে বাংলাদেশে খুব দরকার। কার্ভাহাল বল ক্রস করে ফেলছে, এ...
03/08/2024

ভদ্রলোক আমার এক স্প্যানিশ বন্ধুর বাবা। বন্ধুর সাথে কথা হয়েছে, ওনাকে বাংলাদেশে খুব দরকার। কার্ভাহাল বল ক্রস করে ফেলছে, এখন রোনালদোর বাইসাইকেল কিকটা বাকি!

আমার অনেক বড়ভাই, বন্ধু, এবং জুনিয়ররা পুলিশ সদস্য আছে। তাদের সবাইকেই খুব করে বলতে ইচ্ছে করে। প্রিয়! যদি ম"নুষ্যত্ব হার...
03/08/2024

আমার অনেক বড়ভাই, বন্ধু, এবং জুনিয়ররা পুলিশ সদস্য আছে। তাদের সবাইকেই খুব করে বলতে ইচ্ছে করে। প্রিয়! যদি ম"নুষ্যত্ব হারিয়ে ফেলো, তাহলে এই পোস্ট"টির কমেন্ট বক্স দেখতে আসতে পারো। হয়তো বিবেকবোধ জেগে উঠবে

লিঙ্ক:- https://www.facebook.com/share/8nG43emBbigqDQCC/?mibextid=oFDknk

16/07/2024

অন্যায়, অবিচার, বৈষম্যে রুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা। শুধু ক্যাম্পাসের ৬০ একর নয় বরং টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া ছাত্রদের দখলে থাকুক।

স্থানঃ সরকারি বিএম কলেজ, বরিশাল। ১৬ জুলাই ২০২৪

Address

Barishal

Telephone

+8801749107692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prince Abubakar Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prince Abubakar Adnan:

Share

Category