05/08/2024
হ্যাঁ, মামলা খেলাম!
ক্যাম্পাস ছাড়লাম, বরিশাল থাকতে পারলাম না।
দুঃখজনক হলেও সত্যি নিজের জন্মভূমি 'হিজলা উপজেলা' ছাড়তে বাধ্য হলাম ১৭ থেকে ২৬ তারিখ ঢাকা মোহাম্মদপুর। মোহাম্মদপুর কৃষি মার্কেট ছোট আপুর বাসায় ছিলাম, পাশেই সূচনা কমিউনিটি সেন্টার। ২১ ই জুলাই মোহাম্মদপুরে এবং সূচনায় কি ঘটেছে তা দেশবাসী সবারই জানা। হ্যাঁ আমি সেই ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী। ২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ২৩-২৪ জুলাই মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প RAB অভিযান চালিয়ে ৫৮০ জনকে আটক করে। সেই রাতে আমি, আমার বোন একটুও ঘুমাতে পারিনি। পর দিনই ছোট আপু আমাকে পাঠিয়ে দেয় মেজো আপুর বাসা শনিআখড়াতে।
যাত্রাবাড়ী-শনিআখড়ার অবস্থা আরো ভয়াবহ। মেজো আপু বাহিরে বের হতে দেননা এবং আমাকে গ্রামে চলে যেতে বলে কিন্তু আমি বাড়ি না গিয়ে কারফিউর মধ্যে বাধ্য হয়ে চাঁদপুর চলে যাই। তবে সবসময়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে সক্রিয় ভাবে কাজ করেছি। সেখানেও আন্দোলনে অংশগ্রহণ করি। ২ জুলাই ঢাকায় ফিরে আসি। টানা চারদিন তিন রাত যাত্রাবাড়ী ও কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করি।
আজ ৩৬ দিন ঠিক মতন ঘুমাতে পারি নি। রাত জেগে খবর এবং টকশো দেখছি। সমন্বয়কদের ব্রিফ এবং পেইজে চোখ রাখতাম যে, কখন কী হয়ে যায় ! সকালে উঠেই বাসা থেকে বের হয়ে যেতাম এবং রাতে ফিরতাম।
টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, হেলিকপ্টার দিয়ে গরম পানি, চারদিকে আতঙ্ক...প্রিয়জনের মৃত্যুর সংবাদ। সহপাঠীদের পরিবারের আত্ননাদ যা এখনো চলমান.....।
আমি ৭১ এর মুক্তযুদ্ধ দেখিনি। কিন্তু ২৪ এর যুদ্ধ রাজপথে থেকেই করেছি ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আজ বিজয়.... আজ শান্তিতে ঘুমাবো!!
হে আল্লাহ মাতৃভূমিটা রক্ষা করুন। এই ভূমিতে আর কোনো জুলুমকারীর দেখতে চাই না।
© আবুবকর আদনান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।