31/07/2025
অভিষেক দাস; ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকার মত কিছু করেননি। তবু যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করেন টুকটাক, তাদের অনেকের মনে একবার হলেও প্রশ্নটা এসেছে, অভিষেক দাস কোথায়?
কারণ, এই পেস বোলিং অল-রাউন্ডার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের নামমাত্র সদস্য না, একজন গুরুত্বপূর্ণ পারফর্মারও ছিলেন বটে। সেই অ-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের উইকেটের যাত্রাটা তিনিই শুরু করেছিলেন, ফাইনালে উইকেট নিয়েছিলেন ৩টা।
অনূর্ধ্ব ১৯ ওয়ানডে দলে ১১ ম্যাচ খেলা অভিষেক ৪২ গড়ে রান করেছে ১২৬, অন্যদিকে ২৮.৫ গড়ে উইকেট নিয়েছেন ১৫টি।।গড়ের ব্যবধান +১৩। যেখানে এই গড়ের ব্যবধান কোনমতে পজিটিভ থাকলে সেটাকে ভালো বলা যায়, +১৩তে বুঝাই যাচ্ছে, অভিষেকের ইম্প্যাক্টটা কত দারুণ ছিল।
সেই অভিষেক দাস ফেব্রুয়ারিতে ২০২০ অ-১৯ বিশ্বকাপ খেলে এসেই সুযোগ পেয়েছিলেন ডিপিএলে। করোনা আঘাত আনার আগে মার্চ মাসে ওল্ড ডিওএইচএস এর হয়ে খেলে ফেলেছিলেন ১টি ম্যাচ। পারটেক্সের বিপক্ষে ওই ম্যাচেই লিস্ট এ অভিষেক হয় অভিষেকের। এন্ড গেস হোয়াট? ব্যাট হাতে ১৪ বলে ১৪ রান এবং বল হাতে ৯-০-৪৪-৩ এর জন্য ম্যাচসেরা হয়ে যান অভিষেক, আউট করেন মেহেদী মারুফ, জাকের আলী ও সানজামুল ইসলামকে। অর্থাৎ লিস্ট এ অভিষেকেই ম্যাচসেরা অভিষেক।
অবাক করা বিষয় কি জানেন? সেই অভিষেকের ক্যারিয়ারে লিস্ট এ ম্যাচ কেবল ওই একটাই। ইন ফ্যাক্ট, অভিষেকের ক্যারিয়ারের একমাত্র স্বীকৃত ক্রিকেটের প্রতিযোগিতামূলক ম্যাচই ছিলো সেটা।
না না, অভিষেক ক্রিকেট ছেড়ে যাননি, ইঞ্জুরিই হয়ে উঠে তার জন্য কাল। অবশেষে স্বস্তির খবর পাওয়া গেলো, সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এনসিএল টি-২০ তে দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন অভিষেক।
ফেরাটা রাঙ্গাতে পারবেন কি না জানিনা, তবে খুব করে চাইবো অভিষেকের কামব্যাকটা স্মরণীয় হোক। শুভকামনা, অভিষেক দাস অরণ্য।
#অভিষেকদাস |