Mohammad Rasel Via

Mohammad Rasel Via ডান হতি ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার ৩৩৩

আশা করি এবার ভালো কিছু ইনশাআল্লাহ .!🇧🇩
01/08/2025

আশা করি এবার ভালো কিছু ইনশাআল্লাহ .!🇧🇩

আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৪,রানে জয় পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের শেষ ১৯,টি-টোয়েন্টি ম্যাচে ২,টিতে জয় বাকি ১৭,টাতেই...
01/08/2025

আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৪,রানে জয় পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজের শেষ ১৯,টি-টোয়েন্টি ম্যাচে ২,টিতে জয় বাকি ১৭,টাতেই হার

01/08/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুললেন ডি ভিলিয়ার্স
31/07/2025

দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুললেন ডি ভিলিয়ার্স

ভারতীয় দল যেভাবে WCL ২০২৫-এর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে না খেলে বয়কট করেছে, সেটাকে আমি খেলাধুলার দৃষ্টিকোণ থেকে সঠি...
31/07/2025

ভারতীয় দল যেভাবে WCL ২০২৫-এর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে না খেলে বয়কট করেছে, সেটাকে আমি খেলাধুলার দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত মনে করি না। কারণ—

🇮🇳🇵🇰 ভারত-পাকিস্তান খেলার চেয়ে বড় কিছু নয়?
বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ মানেই ভারত-পাকিস্তান। কোটি চোখের স্বপ্ন, আবেগ, উত্তেজনা—সব একসাথে জড়ানো থাকে এই লড়াইয়ে।
কিন্তু যখন সেই ম্যাচ মাঠেই গড়ায় না, তখন খেলার চেয়ে বড় হয়ে দাঁড়ায় রাজনীতি।

হ্যাঁ, তাদের অবস্থান জাতীয় দৃষ্টিকোণ থেকে হয়তো ঠিক, কিন্তু খেলাধুলা কখনোই রাজনীতির হাতিয়ার হওয়া উচিত নয়।

খেলা মানে প্রতিদ্বন্দ্বিতা, সম্মান, এবং দুই জাতির মানুষদের মধ্যে এক মুহূর্তের সংযোগ—এই সংযোগ হারিয়ে গেলে, জয়-পরাজয়ের মানে কি থাকে?

👉🏽 আমার বিশ্বাস—লড়াই হোক মাঠে, ব্যাট-বলের ভাষায়।
পাকিস্তান-ভারতের ম্যাচ খালি মাঠ নয়, বরং ভরা গ্যালারিই প্রমাণ হোক সাহসের।


অভিষেক দাস; ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকার মত কিছু করেননি। তবু যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করেন টুকটাক, তাদের অনে...
31/07/2025

অভিষেক দাস; ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকার মত কিছু করেননি। তবু যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করেন টুকটাক, তাদের অনেকের মনে একবার হলেও প্রশ্নটা এসেছে, অভিষেক দাস কোথায়?

কারণ, এই পেস বোলিং অল-রাউন্ডার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের নামমাত্র সদস্য না, একজন গুরুত্বপূর্ণ পারফর্মারও ছিলেন বটে। সেই অ-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের উইকেটের যাত্রাটা তিনিই শুরু করেছিলেন, ফাইনালে উইকেট নিয়েছিলেন ৩টা।

অনূর্ধ্ব ১৯ ওয়ানডে দলে ১১ ম্যাচ খেলা অভিষেক ৪২ গড়ে রান করেছে ১২৬, অন্যদিকে ২৮.৫ গড়ে উইকেট নিয়েছেন ১৫টি।।গড়ের ব্যবধান +১৩। যেখানে এই গড়ের ব্যবধান কোনমতে পজিটিভ থাকলে সেটাকে ভালো বলা যায়, +১৩তে বুঝাই যাচ্ছে, অভিষেকের ইম্প্যাক্টটা কত দারুণ ছিল।

সেই অভিষেক দাস ফেব্রুয়ারিতে ২০২০ অ-১৯ বিশ্বকাপ খেলে এসেই সুযোগ পেয়েছিলেন ডিপিএলে। করোনা আঘাত আনার আগে মার্চ মাসে ওল্ড ডিওএইচএস এর হয়ে খেলে ফেলেছিলেন ১টি ম্যাচ। পারটেক্সের বিপক্ষে ওই ম্যাচেই লিস্ট এ অভিষেক হয় অভিষেকের। এন্ড গেস হোয়াট? ব্যাট হাতে ১৪ বলে ১৪ রান এবং বল হাতে ৯-০-৪৪-৩ এর জন্য ম্যাচসেরা হয়ে যান অভিষেক, আউট করেন মেহেদী মারুফ, জাকের আলী ও সানজামুল ইসলামকে। অর্থাৎ লিস্ট এ অভিষেকেই ম্যাচসেরা অভিষেক।

অবাক করা বিষয় কি জানেন? সেই অভিষেকের ক্যারিয়ারে লিস্ট এ ম্যাচ কেবল ওই একটাই। ইন ফ্যাক্ট, অভিষেকের ক্যারিয়ারের একমাত্র স্বীকৃত ক্রিকেটের প্রতিযোগিতামূলক ম্যাচই ছিলো সেটা।

না না, অভিষেক ক্রিকেট ছেড়ে যাননি, ইঞ্জুরিই হয়ে উঠে তার জন্য কাল। অবশেষে স্বস্তির খবর পাওয়া গেলো, সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এনসিএল টি-২০ তে দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন অভিষেক।

ফেরাটা রাঙ্গাতে পারবেন কি না জানিনা, তবে খুব করে চাইবো অভিষেকের কামব্যাকটা স্মরণীয় হোক। শুভকামনা, অভিষেক দাস অরণ্য।

#অভিষেকদাস |

তাসকিন আহমেদের বিশ্বাস - তার বন্ধুদের প্রতা'রণা দেখে তরুণ প্রজন্ম শিক্ষা পাবে, 'বন্ধুত্ব নিবার্চনে কতটা সতর্ক থাকা উচিত'...
31/07/2025

তাসকিন আহমেদের বিশ্বাস - তার বন্ধুদের প্রতা'রণা দেখে তরুণ প্রজন্ম শিক্ষা পাবে, 'বন্ধুত্ব নিবার্চনে কতটা সতর্ক থাকা উচিত'

31/07/2025

'যতবারই আমি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি, আমাকে বাদ দেওয়া হয়েছে এবং আমি পারফরম্যান্সের মাধ্যমে ফিরে এসেছি। তাই বাদ পড়া এবং প্রত্যাবর্তন আমার কাছে নতুন কিছু নয়।'

- ক্রিকবাজকে শেখ মেহেদী হাসান

তানজিদ তামিম কে সহজাত সিক্স হি'টার মনে করছেন বাংলাদেশের পাওয়ার হি'টিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া জুলিয়ান উড 🥰
31/07/2025

তানজিদ তামিম কে সহজাত সিক্স হি'টার মনে করছেন বাংলাদেশের পাওয়ার হি'টিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া জুলিয়ান উড 🥰

30/07/2025

🇧🇩 বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ মিরপুরে নয়!
সিরিজটি আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রাম ও সিলেটকে।
প্রসঙ্গত সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ই আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস! এশিয়া কাপের প্রস্তুতির নিতে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

📍মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে সেন্টার উইকেটসহ রক্ষণাবেক্ষণের কাজ, শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। তাই বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজটি চট্টগ্রাম ও সিলেটে হবে।
✅ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম

30/07/2025

দেখুন গ্রামে কি পরিমাণ বৃষ্টি হয় ゚

Address

Barishal

Telephone

+8801741817723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Rasel Via posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Rasel Via:

Share

Category