বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস We want to spread the beauty of BU campus.

🟢➖➖➖➖➖➖➖➖➖➖➖🟢

যেকোন ছবি, পোস্ট, ভিডিও দিতে এবং প্রোমোশনাল কাজে মেইল করুন - [email protected]

ইন্না-লিল্লাহ,,,🥲যৌথবাহিনীর হামলায় সাবেক ভিপি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছে।
29/08/2025

ইন্না-লিল্লাহ,,,🥲
যৌথবাহিনীর হামলায় সাবেক ভিপি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছে।

ববির গর্বিত হালিমাতুস সাদিয়া!! 🖤🥀"মা–বাবাকে জজের মা–বাবা করতে পেরেছি, এটা আমাকে বেশি আনন্দিত করেছে"হালিমাতুস সাদিয়া ১৭তম...
29/08/2025

ববির গর্বিত হালিমাতুস সাদিয়া!! 🖤🥀
"মা–বাবাকে জজের মা–বাবা করতে পেরেছি, এটা আমাকে বেশি আনন্দিত করেছে"

হালিমাতুস সাদিয়া ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ছোটবেলায় তিনি কী হতে চেয়েছিলেন? জবাবে তিনি বলেন, ‘ছোটবেলায় কেউ যখন জানতে চাইত জীবনের লক্ষ্য কী? সহপাঠীরা কেউ বলত চিকিৎসক হবে, কেউ বলত প্রকৌশলী হবে। কিন্তু আমি উত্তরে বলতাম, আমি ভিন্ন কিছু হতে চাই। কিন্তু সেই ভিন্ন কিছু কী, সেটা আমি বলতে পারতাম না। এখন আমি বুঝি, ভিন্ন কিছু হওয়ার অদম্য ইচ্ছা ছিল আমার এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে আল্লাহর রহমতে আমি সফল হতে পেরেছি। তবে এটা আমার শেষ গন্তব্য নয়, পেশাগত জীবনে সাফল্যের যাত্রা শুরুমাত্র।’

কথা হচ্ছিল হালিমাতুসদের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের সবুজ-শ্যামল ছায়াঘেরা একতলা বাড়িতে বসে। তাঁর সাফল্যের খবরে বাড়িতে আসছেন স্বজন–প্রতিবেশীরা। এমন সাফল্যের রহস্য জানতে চাইতেই উত্তর এল, ‘নিষ্ঠা, মনোযোগ আর অধ্যবসায়।’ তবে সাফল্যের পথে যাত্রা সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আত্মবিশ্বাস হারাতাম, হতাশায় ভুগতাম। কাঁদতাম, আবার পড়াশোনায় ডুবে যেতাম। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। আমি আরও সাহসী হলাম। কান্না মুছে ঘুরে দাঁড়ালাম এবং মনে মনে বললাম, আমি পারব। শেষ পর্যন্ত আমি পেরেছি—এটাই সত্য। এটা আত্মবিশ্বাস, লেগে থাকা আর অধ্যবসায়ের বিজয়।’

শৈশব থেকেই হালিমাতুস সাদিয়া মেধাবী। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন। তিনি বরিশাল নগরের কাউনিয়া এলাকার একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। অষ্টম শ্রেণিতে বৃত্তি পান। ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৩তম হন। বাবা বলেছিলেন, ‘তুমি যদি ভিন্ন কিছু হতে চাও, তবে বিচারক হও।’ বাবার এ কথায় অনুপ্রাণিত হয়ে আইন বিষয়ে পড়ার সিদ্ধান্ত নেন। পরে স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৮৫ এবং স্নাতকোত্তরে সিজিপিএ ৩ দশমিক ৯৩ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন।

হালিমাতুসরা দুই ভাই-বোন। বড় ভাই নাজমুল হক মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে স্নাতক করছেন। বাবা মো. রহমান কবির এলাকায় শাহ্ আলম নামে পরিচিত। তিনি স্থানীয় চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর হলো অবসর নিয়েছেন। মা নাসিমা আক্তার স্থানীয় লাকুটিয়া পিআরসি ইনস্টিটিউশনের (মাধ্যমিক বিদ্যালয়) জ্যেষ্ঠ শিক্ষক।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাড়িতে বাবা–মা–ভাইয়ের সঙ্গে হালিমাতুস সাদিয়া
মো. রহমান কবির তাঁর মেয়ের এই সাফল্যে খুব খুশি। বললেন, ‘ও সব সময় চেয়েছে আলাদা কিছু হতে, আমরাও তা–ই চেয়েছি। এখন পেশাগত জীবনেও সাদিয়া আলাদা হোক এবং দেশের মুখ উজ্জ্বল করুক, সেটাই চাই।’

হালিমাতুস সাদিয়া বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান তাঁর মা–বাবার। রাতে যখন তিনি পড়াশোনা করতেন, তখন তাঁর মা সারা রাত জেগে থাকতেন। বাবা বটবৃক্ষের মতো সারাক্ষণ ছায়া দিয়েছেন, সাহস দিয়েছেন প্রতিটি মুহূর্তে। মা–বাবাকে গর্বিত করতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষায়, ‘জজ হয়ে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে আমার মা–বাবাকে জজের মা–বাবা করতে পেরেছি, এটা আমাকে বেশি আনন্দিত করেছে। আমি চাই সন্তানেরা তাঁদের মা–বাবাকে এভাবে গর্বিত করুক।’ সফলতার বিষয়ে তাঁর মত, সফল হতে হলে পড়াশোনার ধারাবাকিতা বজায় রাখা দরকার। কে কত ঘণ্টা পড়ল, সেটার চেয়ে বড় বিষয় কী পড়া হলো, সেটা কতটুকু বুঝে পড়া হলো। তিনি কখনো সময় ধরে পড়েননি। কখনো তিনি সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত পড়তেন। এখনো এক ঘণ্টা পড়েছেন।

একজন বিচারক হিসেবে নিজেকে কেমনভাবে প্রতিষ্ঠিত করতে চান, জানতে চাইলে হালিমাতুস সাদিয়া বলেন, ‘মানুষের বিবেক হচ্ছে বড় আদালত। আমি সব সময় বিবেককে প্রধান্য দেব। সততার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিচল থাকব। আর বিচারে দীর্ঘসূত্রতা আমাদের দেশে অনেক বড় সমস্যা। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা থাকবে এটা লাঘবের। আশা করি, এতেও আমি সফল হব। কারণ, আমরা তো হেরে যেতে পৃথিবীতে আসিনি।’
©

কতটা ভয়াবহ!! কতটা উদ্বেগের ভাবা যায়! বিষয়টি খুবই সেন্সিটিভ। তাই যে সব বোনেরা ট্রায়াল রুমে ট্রায়াল দিবেন অবশ্যই সতর্কতা অ...
29/08/2025

কতটা ভয়াবহ!!
কতটা উদ্বেগের ভাবা যায়! বিষয়টি খুবই সেন্সিটিভ। তাই যে সব বোনেরা ট্রায়াল রুমে ট্রায়াল দিবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এভয়েড করতে পারলে আরো ভালো। সবার সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ এসব ফিৎনা থেকে আমাদের রক্ষা করুন।

ক্যাম্পাসের অতিথি 🤗
29/08/2025

ক্যাম্পাসের অতিথি 🤗

ফ্রি প্রবেশাধিকার বরিশাল লঞ্চ টার্মিনাল!! 📣বরিশাল লঞ্চ টার্মিনালে ববি শিক্ষার্থীদের ফ্রী প্রবেশাধিকার রয়েছে। ১৩/১৪ তম ব্...
29/08/2025

ফ্রি প্রবেশাধিকার বরিশাল লঞ্চ টার্মিনাল!! 📣

বরিশাল লঞ্চ টার্মিনালে ববি শিক্ষার্থীদের ফ্রী প্রবেশাধিকার রয়েছে। ১৩/১৪ তম ব্যাচের ভাই-বোনেরা হয়তো অনেকেই বিষয়টা অবগত নয় তাই বিষয়টি রিমাইন্ডার করা।

একদা ববি শিক্ষার্থীদের দাবির মুখে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এটি আমাদের অধিকার। ভার্সিটি কার্ড প্রদর্শনপূর্বক আপনার অধিকার বুঝে নিন। আপনার যাত্রা, নিরাপদ হোক।

✍️ BU Insiders

আজ পবিত্র জুম্মার দিনসবাইকে জুম্মা মুবারক !!🖤🥀
29/08/2025

আজ পবিত্র জুম্মার দিন
সবাইকে জুম্মা মুবারক !!🖤🥀

চীন ভ্রমণের অভিজ্ঞতা...নিউজ যা আছে তা বুঝলাম বাট বিজ্ঞাপনে সেরা রাইডটা কোন দেশের ভাঈ!! 🙂🙂
29/08/2025

চীন ভ্রমণের অভিজ্ঞতা...
নিউজ যা আছে তা বুঝলাম বাট বিজ্ঞাপনে সেরা রাইডটা কোন দেশের ভাঈ!! 🙂🙂

এবার ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের Soil এর সংজ্ঞা লেখার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ...
28/08/2025

এবার ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের Soil এর সংজ্ঞা লেখার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা !!

সব জায়গায় ক্রিয়েটিভি দেখার সীমা থাকা দরকার!! 🙂🙂
28/08/2025

সব জায়গায় ক্রিয়েটিভি দেখার সীমা থাকা দরকার!! 🙂🙂

পৃথিবীর সবচেয়ে দামি নারিকেল !!১টা নারিকেলের দাম ৬০ হাজার টাকা। 😱
28/08/2025

পৃথিবীর সবচেয়ে দামি নারিকেল !!
১টা নারিকেলের দাম ৬০ হাজার টাকা। 😱

স্বপ্নগুলো সত্যি হোক! 🖤🥀কেন্দ্রীয় লাইব্রেরি, বরিশাল বিশ্ববিদ্যালয়। 📷 Arman Hosain.
28/08/2025

স্বপ্নগুলো সত্যি হোক! 🖤🥀
কেন্দ্রীয় লাইব্রেরি, বরিশাল বিশ্ববিদ্যালয়।

📷 Arman Hosain.

অভাবনীয় সাফল্য অভিনন্দন! 💐বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগান্তকারী সাফল্য!বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শি...
28/08/2025

অভাবনীয় সাফল্য অভিনন্দন! 💐
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগান্তকারী সাফল্য!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী এফতাদা তাসিন ইফতি এবং আসিবুল করিম সফলভাবে রেডিও অ্যাস্ট্রোনমি টেলিস্কোপের মাধ্যমে মিল্কিওয়ে গ্যালাক্সির হাইড্রোজেন লাইন (২১ সেন্টিমিটার) সিগন্যাল ডিটেক্ট করেছেন।

এই সাফল্যের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, সঠিক জ্ঞান, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তা থাকলে সীমিত সরঞ্জাম দিয়েও মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন সম্ভব।

✍️ লাল ইটের দিনলিপি
Follow : BU Insiders

Address

Barishal-Patuakhali-Highway
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস:

Share