বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস We want to spread the beauty of BU campus.

🟢➖➖➖➖➖➖➖➖➖➖➖🟢

যেকোন ছবি, পোস্ট, ভিডিও দিতে এবং প্রোমোশনাল কাজে মেইল করুন - [email protected]

আলহামদুলিল্লাহ! ‎শুভেচ্ছা ও অভিনন্দন!! 💐🥀‎‎আমরা অত্যন্ত গর্বিত আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ড. মোঃ শাহিনুর রহমান ভাই (...
21/10/2025

আলহামদুলিল্লাহ!
‎শুভেচ্ছা ও অভিনন্দন!! 💐🥀

‎আমরা অত্যন্ত গর্বিত আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ড. মোঃ শাহিনুর রহমান ভাই (ব্যাচ ২০১১–১২, মার্কেটিং বিভাগ) এবং
ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেন ভাই (ব্যাচ ২০১১–১২, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)
‎তারা দুজনেই আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন!

‎তাঁদের এই সাফল্য আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা। 🎓✨

‎আমরা তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁদের আগামী দিনের একাডেমিক যাত্রায় আরও সাফল্য কামনা করি। 🖤🖤

আলহামদুলিল্লাহ! 🖤সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষ...
21/10/2025

আলহামদুলিল্লাহ! 🖤
সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা)

এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

অভিনন্দন! 🖤🥀বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করলেন বাবুগঞ্জের ইতি খান মিতু।বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্...
21/10/2025

অভিনন্দন! 🖤🥀
বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করলেন বাবুগঞ্জের ইতি খান মিতু।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইতি খান মিতু। নিয়োগ পরীক্ষার সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

ইতি খান মিতু বরিশাল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে ২০১৬-১৭ সেশনে বিএসসি (অনার্স) পরীক্ষায় ৩.৯১ জিপিএ এবং ২০২০-২১ সেশনে মাস্টার্স (থিসিস)-এ ৩.৯৫ জিপিএ অর্জন করেন।

তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
ইতি খান মিতু বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম মোতালেব খান ও আকলিমা বেগমের পঞ্চম সন্তান।

📷 আরিফ হোসেন।
Follow : BU Insiders

বাড়ির পাশের এক ছেলের সঙ্গে ছাত্রীর দীর্ঘদিনের প্রেম ছিল, প্রায় কয়েক বছরের। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ছেলেট...
20/10/2025

বাড়ির পাশের এক ছেলের সঙ্গে ছাত্রীর দীর্ঘদিনের প্রেম ছিল, প্রায় কয়েক বছরের। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ছেলেটাকে একদম ছেড়ে দেওয়ার জন্য ছাত্রী জানায় টিউশন টিচারকে সে পছন্দ করে। যদিও এ ব্যাপারে কিছুই জানতেন না সেই শিক্ষক। তার এই কথার ওপর ভিত্তি করেই সেই প্রেমিক গতকাল টিউশন টিচারকে গলা কে/টে হ/ত্যা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভাইটি জানতেও পারলেন না তাকে ঠিক কী কারণে মে/রে ফেলা হলো!

শেরে বাংলা হলের নিরাপত্তা প্রহরী রেজাউল কবির মামার নামাজের জানাযা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সবাই ...
20/10/2025

শেরে বাংলা হলের নিরাপত্তা প্রহরী রেজাউল কবির মামার নামাজের জানাযা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সবাই মামার জন্য দোয়া করবেন। আল্লাহ মাফ করে দিন।

📷 BU RADiO

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহির!জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে...
20/10/2025

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহির!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে (২১) পছন্দ করতেন তার প্রাইভেট ছাত্রী। এই ঘটনা জেনে যায় মেয়ের বয়ফ্রেন্ড মাহির রহমান (১৯)। তার সঙ্গে বর্ষার ক্লাস ফোর থেকে ৯ বছরের প্রেম ছিল।

জোবায়েদকে পছন্দ করায় সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে জোবায়েদকে হত্যা করে তার বয়ফ্রেন্ড। সেই বয়ফ্রেন্ডে মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ততে পড়াশোনা করে। বাসা বর্ষার এলাকা আরমানীটোলায়।

পরিশেষে এতটুকু বলবো, ভালোবাসার বলি হলেন
জবি ছাত্রদলের আহ্বাবায়ক সদস্য জোবায়েদ! 😭

© Jnuian's
Follow : BU Insiders

"ছাত্রীর সাথে কথা বলে বক্তব্য যা পেলাম"-নিহত জুবায়েদ এই বাসায় পড়াতো গত এক বছর ধরে। মেয়ে ইন্টার প্রথম বর্ষে পড়ে। ফিজিক্স,...
19/10/2025

"ছাত্রীর সাথে কথা বলে বক্তব্য যা পেলাম"-

নিহত জুবায়েদ এই বাসায় পড়াতো গত এক বছর ধরে। মেয়ে ইন্টার প্রথম বর্ষে পড়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াতো। আজ পড়ানোর কথা ছিল। বিকালে ছাত্রী জুবায়েদকে কল দিয়ে জিজ্ঞেস করেছে, স্যার আজ পড়াতে আসবেন? জুবায়েদ বললো হ্যাঁ, আসতেছি।

ছাত্রী জিজ্ঞেস করেছে স্যার, কোথায় আছেন? জুবায়েদ বললো-নূর বক্স লেনে ঢুকেছি। কল কেটে দিয়ে ছাত্রী জুবায়েদের লোকেশন চেক করে কনফার্ম হলো জুবায়েদ নূর বক্স লেনে প্রবেশ করেছে। মেয়ের বাসা নূর বক্স লেনে।

পুরো আলাপে ছাত্রীর মা কে উদ্বিগ্ন, বিহ্বল দেখালেও মেয়ের মাঝে এরকম কিছু আমার চোখে ধরা পড়েনি।তদন্ত শেষে সঠিক ঘটনা উঠে আসতে হবে। মেয়ের বাসা ৫ তলায়, রক্ত নিচ তলা থেকে ৩ তলা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ এই বিল্ডিং এর কেউ নাকি কিছুই জানে না। অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করতে হবে।

এস এইচ মুন্না
~বাংলা বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দুই ঘন্টা আগেও অনলাইনে এক্টিভ ছিলবাট এখন শুধু নিথর একটা দেহ নাম তার লাশ!! 😭
19/10/2025

দুই ঘন্টা আগেও অনলাইনে এক্টিভ ছিল
বাট এখন শুধু নিথর একটা দেহ নাম তার লাশ!! 😭

জবি ছাত্রদল নেতা পরিসংখ্যান ১৫তম ব্যাচের শিক্ষার্থী  জোবায়েদ হত্যার ঘটনায় প্রাথমিকভাবে তার স্টুডেন্ট বর্ষা ও তার কথিত প্...
19/10/2025

জবি ছাত্রদল নেতা পরিসংখ্যান ১৫তম ব্যাচের শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় প্রাথমিকভাবে তার স্টুডেন্ট বর্ষা ও তার কথিত প্রেমিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে!

সোর্স : ডিসি রমনা।

ইন্না-লিল্লাহ...🥲পুরান ঢাকার ১৫ নুরবক্স লেন আরমানিটোলার একটি বাড়ির সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক সদস্য এবং পর...
19/10/2025

ইন্না-লিল্লাহ...🥲
পুরান ঢাকার ১৫ নুরবক্স লেন আরমানিটোলার একটি বাড়ির সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক সদস্য এবং পরিসংখ্যান ১৫তম ব্যাচের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যুবায়েদ এর গ/লা কা/টা লা*শ উদ্ধার করা হয়েছে।

19/10/2025

জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদকে হত্যা ঘটনার দুইজনকে শনাক্ত করেছে পুলিশ।

হত্যাকান্ডে ছাত্রী এবং ছাত্রীর বয়ফেন্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রাথমিক অনুমান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে লালবাগ থানার ডিসি।

উল্লেখ্য: ছাত্রীকে ২জন টিউশন করাতো। একজন তার বয়ফেন্ড আরেকজন জুবায়েদ।

✍️ BU Insiders

দেশ কি তাহলে 1/11 সিগন্যালে!! 🕹️দেশকে আবারো অস্থিতিশীল করার পায়তারা চলছে।সাম্প্রতিক সময়ে আগুন লাগা, গুম-খু*ন, ধর্ষণ, দলী...
19/10/2025

দেশ কি তাহলে 1/11 সিগন্যালে!! 🕹️
দেশকে আবারো অস্থিতিশীল করার পায়তারা চলছে।

সাম্প্রতিক সময়ে আগুন লাগা, গুম-খু*ন, ধর্ষণ, দলীয় ক্রোন্দল লাগিয়ে ৩য় পক্ষ কি সুবিধা নিতে চাচ্ছে! সেখানে অলরেডি এক গুষ্টি পা দিয়ে দিছে।

এসব ফাঁদে পা না দিয়ে, দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে এসব যড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান রইলো।

Follow : BU Insiders

Address

Barishal-Patuakhali-Highway
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস:

Share