Alhamdulillah

Alhamdulillah হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 💙🤲

Infertility (বন্ধ্যাত্ব)
18/09/2025

Infertility (বন্ধ্যাত্ব)

18/09/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ

12/09/2025

𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 𝑹𝒆𝒎𝒊𝒏𝒅𝒆𝒓

- সুরা কাহাফ তেলাওয়াত করা। 📖
- কমপক্ষে ১০০ বার ইস্তিগফার(أَستَغْفِرُ اللهَ) করা,
- ১০০০ বার দূরদ শরিফ পাঠ করা।
- অন্তত এক টাকা সাদকাহ করা।
- দোয়া কবুলের মুহুর্তে (আসর মাগরিব এর মধ্যবর্তী সময়)দোয়া। 🖤
দুরুদ :
-اللهم صل وسلم على نبينا محمد

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ। رسول الله ﷺ 💚

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন। আপনার রিজিক হতে পারে দেরিতে...
08/09/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

25/08/2025

আমরা জীবনে ভীষণ কঠিন একটা জার্নি করে বসি একটি সহজ সরল সাদামাটা ভালবাসার খোঁজে। উচ্চতর গণিতের অনেক অধ্যায় পেরিয়ে একটা সময় অনুধাবন করি আমাদের এই সমীকরণ কখনোই মেলার নয়।

আমাদের কল্পনা সবসময় ভবিষ্যৎ আঁকতে থাকে। হোয়াইট বোর্ডে শত ডানার প্রজাপতি এঁকে তাদের আকাশে উড়ায়। অথচ বাস্তবে সেই প্রজাপতি সেই হোয়াইট বোর্ডেই রয়ে যায়। ডাস্টারের আলতো স্পর্শে বোর্ড, মন, মস্তিষ্ক ও জীবন থেকে একেবারে মুছে যায় চিরতরে।

এতো এতো সূত্র হাতড়ে যখন সবকিছু ভীষণ কঠিন লাগে, তখন মনে হয় কোথায় যেন শৈশবের মতো পিছে রয়ে গেছে সেই সহজ সরল চাওয়াগুলো।

পৃথিবীর এতো শত রং ও চাকচিক্যের ভীড়ে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে কোথাও সেই সাদামাটা ভালবাসা! এই ভালবাসাকে আর খুঁজে কোন কূলকিনারা পাওয়া যাবে না।

20/08/2025

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা। মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবসে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করি।সফর মাসের শেষ বুধবার, আখেরি চাহার সোম্বা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন।

15/08/2025

"পেছনে ফিরে তাকালে সবটা জুড়েই কি আফসোস থাকে? অতীতে ফেরত যেতে পারলে কি পুরোটাই বদলাতে চাইতাম?

যে ভীষণ অপ্রাপ্তি আমারে কষ্ট দিয়েছিলো, ঐ অপ্রাপ্তি কি একটুও শক্ত হতে শেখায় নি?

যে ভয়ংকর ভুলে পা ফসকে গিয়েছিলো, সে-ই ভুল কি একটুও সাবধান হতে শেখায় নি?

যে প্রার্থনার উত্তর আসে নি কখনো, সে প্রার্থনা কি অপেক্ষা করতে শেখায় নি?

অতীত আমারে নরকের আগুনে পুড়িয়েছে, অতল সমুদ্রে ডুবিয়েছে, নীড়হারা পাখির মতো একা করে দিয়েছে বহুবার।

এখন আর ভেঙ্গেচুরে গেলে বিলীন হয়ে যাওয়ার ভয় হয় না। এখন আর মুখ থুবড়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে সময় লাগে না।

এখন আর কষ্ট হয় না। কষ্ট হলেও সামলে নিতে পারি ঠিকঠাক। এই জগতে সামলে নিতে শিখে গেছে যে, তার জন্য জীবনটা স্বচ্ছ জলের মতো। এই নিষ্ঠুর পৃথিবীতে সে বেঁচে থাকার গান গাইতে শিখে গেছে। তার আর কিছুতেই কিছু যায় আসে না।"

Address

Barishal

Telephone

+8801960719351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share