24/07/2025
~~ এই পৃথিবী একটি পরীক্ষা ক্ষেত্র ~~
إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا
আমি তো মিশ্র বীর্যের একটি ফোঁটা থেকে মানুষ সৃষ্টি করেছি, তাকে পরীক্ষা করব বলে; তাই তাকে করেছি শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন। [সূরা ইনসান : ২]
এই পৃথিবী পরীক্ষা ক্ষেত্র। সবকিছুই পরীক্ষার জন্য। যদি কোনো মানুষ আপনার চেয়ে অধিক ধনী হয়ে থাকে, তখন মনে করবেন না তারা আপনার চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয়। আল্লাহ তাআলা তাদেরকে অধিক ধন-সম্পদ দিয়েছেন কারণ তিনি তাদের আর্থিক বিষয়াদিতে পরীক্ষা করতে চান।
আপনি যদি গরিব হয়ে থাকেন, মনে করবেন না আল্লাহ আপনার উপর রাগান্বিত। তিনি আপনাকেও একটি নির্দিষ্ট নিয়মে পরীক্ষা করতে চান। আপনার স্বাস্থ্য যদি ভালো না হয়ে থাকে, চিন্তা করবেন না; আল্লাহ আপনাকে একটি নির্দিষ্ট উপায়ে পরীক্ষা করতে চান। কেউ যদি আপনার চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে, চিন্তা করবেন না, আল্লাহ তাকে একটি নির্দিষ্ট পন্থায় পরীক্ষা করতে চান। কেউ কেউ তরুণ বয়সে মারা যান, তাদের জন্য পরীক্ষার সময় অতটুকুই ছিল। হতে পারে তাদের মৃত্যুও অন্য কারো জন্য পরীক্ষা।
এই পরীক্ষার পরিকল্পনাটি এত বিশাল ও ব্যাপক যে, অনেক সময় বিষয়টি উপলব্ধি করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আমরা বিষয়গুলোকে আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি আর আল্লাহ বিষয়গুলোকে দেখেন নানান দৃষ্টিকোণ থেকে। কারণ তিনি পরীক্ষাটি সঠিকভাবে নিতে চান।
মাঝে মাঝে আমি এই গল্পটি বলে থাকি। ভারতে যখন বৃটিশরা রেল যোগাযোগ ব্যবস্থা চালু করে, তখন একটি গ্রাম্য স্টেশনে ট্রেন শুধু রাত একটা বাজে আসতো। ট্রেন ধরতে হলে গ্রামের মানুষদের গভীর রাতে স্টেশনে আসতে হতো। তো, গ্রামের এক লোক বললো, ❝ট্রেন কর্তৃপক্ষ কি বোকা! তাদের উচিত ছিল সকালবেলা এখানে ট্রেন আনার ব্যবস্থা করা।❞ কিন্তু সে এই বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হলো—যারা এই ব্যবস্থাপনার আয়োজন করেছেন তারা শুধু তোমার ক্ষুদ্র গ্রাম নিয়ে চিন্তা করেনি। তারা গোটা ভারত নিয়ে চিন্তা করেছে। তাই ট্রেনটি কোথাও রাতে পার হয় আবার কোথাও দিনে।
ঠিক একইভাবে, আল্লাহ যখন এই বিশ্বজগত সৃষ্টি করে মানুষকে এখানে পাঠিয়েছেন, তাঁরও নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমরা এই গোটা ব্যবস্থাপনার খুব ক্ষুদ্র একটা অংশ। তাই এই পরিকল্পনার কোনো কোনো অংশ যদি আপনার নিকট পরিষ্কার না হয়ে থাকে সেজন্য আল্লাহর সমালোচনা করবেন না। আপনি এটা বুঝতে পারছেন না কারণ আপনাকে খুব ছোট একটা মস্তিস্ক দেয়া হয়েছে। আপনাকে যা বিশ্বাস করতে হবে তা হলো—আপনিও সেই পরীক্ষার অংশ। সেই পরীক্ষাটি চলছে। মানুষকে শুধু একটি কারণেই সৃষ্টি করা হয়েছে, তা হলো পরীক্ষা করা।
এই পরীক্ষায় আপনি কেমন করেছেন তা জানতে পারবেন বিচারদিবসে। সেই ফলাফলের উপর ভিত্তি করে আপনি হয়তো জান্নাতে যাবেন নয়তো শাস্তির সম্মুখীন হবেন।
[শাইখ ড. আকরাম নদভী]