28/08/2022
নাউযুবিল্লাহ। কুরআন শরীফ নিয়ে কত্তবড় তামাশা! কুরআনের যেই হরফে টান নেই সেখানে টান দেয়া আর যেখানে টান আছে সেখানে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়, সূরা ফাতেহায় এমন কিছু শব্দ আছে যার ভুল উচ্চারন করলে কুফরি হয়ে যায়,অথচ এই লোকটি প্রায় সব জায়গাই মাখরাজ বাদ দিয়ে নিজের মত তেলাওয়াত করছে, যেটা তারতিলের সাথে কুরআন পড়ার সম্পূর্ন পরিপন্থি,শায়খ আহমাদুল্লাহ হাফি: এ ধরণের লোকদের প্রশংসা না করলেও পারতেন। সুন্দর কুরআন তিলাওয়াত উপহার দেওয়ার জন্য আমাদের বিশ্বজয়ী হাফেজরাই যথেষ্ট নয় কি? এসব আগুন-ফাগুন শিল্পীদের কেন তেল মারতে হবে? কুরআনকে কি গানের সুরে পড়া যায়? এমন তিলাওয়াতের পর 'অসাধারণ' শব্দ বলা কি তার এ কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়? বর্তমানে ওয়াজ মাহফিল ও ইসলামিক অনুষ্ঠানে কেন এদের প্রয়োজন হয় আমার জানা নেই...