05/06/2025
মুছলিহীন শিল্পীগোষ্ঠী'র পরিবেশনায় কুরবানীর ঈদের সেরা সংগীত “কুরবানী ঈমানী পরিচয়”
কুরবানী ঈমানী পরিচয় | কুরবানী সংগীত ২০২৫ | মুছলিহীন শিল্পীগোষ্ঠী | Qurbani Nasheed | ATR TUNE
-------------------------------------------------------------------
LYRIC : MUHAMMAD ABU RAYHAN
SONG : কুরবানী ঈমানী পরিচয়
TUNE : ABDUR RAHMAN
SINGER : ABDUR RAHMAN, ASADUZZAMAN, ABDULLAH AL MASHUK, ABIR HASAN, JOBAYER
CAST : ABDUR RAHMAN (Sir), NUR, ASADUZZAMAN, RIAZ, NURUL KARIM, FAHAD, AL AMIN, ABDUR RAHMAN
SOUND DESIGN : MD. FAHAD ISLAM
RECORD LEVEL : ATR STUDIO
CAMERA : NAZRUL ISLAM SHOHAG
CAMERA ASSISTANT : ABDUR RAHMAN
DIRECTOR, EDIT & COLOUR : MD. MOHEBBULLAH
GFX : ABDUR RAHMAN
MENTOR : MAWLANA MD. HAFIZUR RAHMAN
---------------------------------------------------------------------
** Don't forget to Like, Comment, and Subscribe! **
---------------------------------------------------------------------
হজ্বের মাহিনায় ত্যাগের মহিমায় কুরবানী ঈমানী পরিচয়
রবের পরীক্ষায় জাতির পিতায় কুরবানী করেছেন মিনায়।
জীবন-মরণ, সালাত-ইবাদাত, কুরবানী আল্লাহর জন্য
তাহার হুকুম পালন করে হতে চাই আমরা ধণ্য
যেতে বাইতুল্লায় দাওগো সহায়
তাওয়াফ করব কাবায়।
আখলাকে রাজিলা পশুর স্বভাব দিল থেকে দূর করে দাও
নিজের আমিত্বকে যবেহ করে প্রভূকে আপন করে নাও
সুন্নত তরিকায় যদি কুরবানী হয়
গুনাহ ক্ষমা হয়ে যায়।
আল্লাহর কাছে নাহি পৌঁছে পশু পৌঁছে তব তাকওয়া
লৌকিকতা নয়, রবের রেদা হয় যেন মনের চাওয়া
ঈদুল আযহায় নহরের ওসিলায়
তাকওয়া দাও প্রেমময়।
ত্যাগের ওসিলায় মুমিনের ছিনায় ঈমান হলো আলোময়
কুরবানী দিল থেকে দন্দ দূর করে একতার দীক্ষা গড়ায়
দল মত ভুলে গিয়ে উম্মাহর প্রয়োজনে
ঐক্য দাও দয়াময়
============================================
এটিআর টিভিতে প্রচারিত সকল কনটেন্ট কপিরাইট মুক্ত । দ্বীন প্রচারের স্বার্থে আমাদের কনটেন্টগুলো কোন পরিবর্তন ব্যতীত হুবহু আপনি ব্যবহার করতে পারবেন । এক্ষেত্রে অবশ্যই এটিআর টিভি লোগো থাকতে হবে এবং ক্রেডিট আপনার ডেসক্রিপশনে উল্লেখ করতে হবে । ============================================
Hastags : #মুছলিহীন_শিল্পীগোষ্ঠী #বাংলা_গজল #কুরবানী_সংগীত #ঈমানী_পরিচয় #ইসলামিক_গান #কুরবানী_ঈমানী_পরিচয় #কুরবানী_ঈমানী_পরিচয় #কুরবানী_সংগীত #ইসলামিক_গান #ঈদুলআযহা #মুছলিহীন_শিল্পীগোষ্ঠী #কুরবানী_ঈদ
===========================================
* বিভিন্ন বিষয় ভিত্তিক ইসলামীক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন * ===========================================