05/06/2025
এইবার ঈদে কাকে বলবে 'ঈদ মোবারক'?
গত বছরও তো আমরা একসাথে ঈদ কাটিয়েছিলাম।
এইবার কতটা দূরে... নেই কোনো যোগাযোগ।
দেখা হয় ঠিকই, কিন্তু দূর থেকে।
কথাও হয়, তবে কেমন যেন আনমনা...
কতটা দূরে চলে গেছি আমরা— কে জানে!
যাক, তুমি না বললেও পারো,
কিন্তু আমি তো তোমার মতো না।
তাই আজও সাহস করে বলছি—
ঈদ মোবারক, জান...