CrafT-AreA

CrafT-AreA Assalamu alikum.welcome to this page.It is a crafting,Henna art and natural beauty related page.
(1)

কিছুক্ষন আগে শেয়ার দেয়া ',I Love My family' দেয়ালে লেখা মাসুদ ইব্রাহীমের নাম।কে এই মাসুদ ইব্রাহীম?নীচে তার বন্ধুর লেখা দ...
12/02/2025

কিছুক্ষন আগে শেয়ার দেয়া ',I Love My family' দেয়ালে লেখা মাসুদ ইব্রাহীমের নাম।কে এই মাসুদ ইব্রাহীম?
নীচে তার বন্ধুর লেখা দেয়া হল।মাসুদ ইব্রাহীমকেও খুন করে খুনী হাসিনা।

খু*নী হাসিনার জ*ঙ্গি নাটকে বাদ যায়নি আমার বন্ধু ইব্রাহিম!
তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে একই ক্লাসে পড়েছি আমরা।ওরা দুই যমজভাই খুবই মেধাবী ও শান্তশিষ্ট ছিল। একজন Abdur Rahman Ibn Azim এবং শহীদ ইব্রাহিম। ওদের দুই ভাইয়ের চেহারা ছিল অনেকটাই মিল আমরা কনফিউজড হয়ে যেতাম কে ইব্রাহিম আর কে আব্দুর রহমান। ওরা দুইজন ভাল ইসলামি সংগীত গাইতে পারতো তাই প্রায় সময়ই ক্লাসে আমরা ওদের কন্ঠে ইসলামি সংগীত শুনতাম। দুই ভাইয়ের কন্ঠে কতগুলো ইসলামি সংগীত শুনেছি তার হিসাব নেই। এমনকি শিক্ষকরাও ওদের ইসলামি সংগীত মুগ্ধ হয়ে শুনতো। বলতে গেলে ওদের কন্ঠে একপ্রকার জাদু ছিল যা আমাদের হৃদয়ে প্রশান্তি নিয়ে আসতো।

মিল্লাত থেকে আলিম পরীক্ষা দিয়ে যে যার মত উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়ায় বন্ধুদের সাথে যোগাযোগ কিছুটা কমে গিয়েছিল। হঠাৎ একদিন পত্রিকার পাতায় দেখতে পাই গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকজন মেরে ফেলেছে হাসিনার পেটুয়া বাহিনী। এদের মধ্যে দেখি আমার বন্ধু ইব্রাহিম এর নাম। দেখেই শান্ত মনটা অশান্ত হয়ে গেল তারপর বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পারলাম ঐ ঘটনার দুই মাস আগে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় ইব্রাহিমকে নিয়ে গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু হায়েনারা। তারপর জ*ঙ্গি নাটক সাজিয়ে আমার নিরীহ বন্ধু ইব্রাহিম সহ বেশ কয়েকজনকে হত্যা করে খুনী হাসিনার পেটুয়া বাহিনী।

এতে শেষ হয়নি তারা লাশটাকে পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর পর্যন্ত করেনি। একটা লাশের সাথে কি ক্ষোভ থাকতে পারে বলেন? যার জন্য তার দেহটা পর্যন্ত পরিবারকে না দিয়ে গুম করে ফেলেছে। এমনকি ২০১৬ সাল থেকে এই পরিবারটাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। মিডিয়ায় যাতে কোন কথা না বলতে পারে সেই জন্য সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছিল।

মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করি আমাদের শহীদ বন্ধু ইব্রাহিমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং যারা বিনা অপরাধে ইব্রাহিমকে হত্যা করেছে তাদেরকে শাস্তি দিন।
©Nazmus Shahadat Sakib

Address

Barishal

Telephone

+8801303039598

Website

Alerts

Be the first to know and let us send you an email when CrafT-AreA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CrafT-AreA:

Share