22/05/2025
উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে হস্তিশুন্ড মৌজায় প্রস্তাবিত বহরকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি নির্বাচনের তদন্ত
দেশব্যাপী ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের অংশ হিসেবে উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড মৌজায় পরিত্যাক্ত বহরকাঠি হাটের জমিতে প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয়রা বিগত দিনে কয়েক দফা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করার প্রতিশ্রুতি দিলেও তৎকালীন উপজেলার চেয়ারম্যান ও ভূমি প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজোসে প্রস্তাবিত স্থানটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে, উপজেলা সদরের সন্ধ্যা নদীর তীরে ভাঙ্গন কবলিত মাহার মৌজায় প্রস্তাবনা পাঠায়।
সরকারের বিধি নিয়ম তোয়াক্কা না করে যে প্রস্তাবনা পাঠানো হয় তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে অভিবাসী ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি জহির ডাকুয়া লিখিত অভিযোগ করেন।
তার পরিপ্রেক্ষিতে ২২ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হক নেতৃত্বে একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বরিশালের আঞ্চলিক পরিচালক মোঃ আরিফুর রহমান, সহকারী পরিচালক এনায়েত করিম, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও প্রমুখ।
এ সময় তদন্ত কমিটি ও স্থানীয়দের মাঝে উজিরপুরের বামরাইল ইউনিয়নের বহরকাঠি হাটের জমিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।