Wazirpur News Digital

Wazirpur News Digital উজিরপুর ও আশে-পাশের সকল খবর তুলে ধরার প্রত্যয় নিয়ে আপনাদের পাশে....

23/07/2025

উজিরপুর পৌর বিএনপি’র ফলাফল প্রকাশ

16/07/2025

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারো ভয়াবহ দূর্ঘটনা

সাকুরা পরিবহন ও চেয়ারম্যান পরিবহন মুখোমুখী সংষর্ঘে উভয় গাড়ীর ড্রাইভার হেলপারদের আশংখ্যাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাশিপুর গার্লস স্কুল সংলগ্ন ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে।

26/06/2025

উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-৩

কিছুক্ষণ আগে বামরাইল বেদে পরিবারসহ ট্রাক উল্টে নিহত-২ জন ও আহত প্রায় ১০ কে উদ্ধার করেছে স্থানীয়রা, উদ্ধার কাজ চলমান।

এছাড়াও ধামুরা ট্রলির চাপায় আরো ১ জন নিহত হয়েছে।

22/06/2025

পৃথিবীর সবথেকে ছোট মসজিদ, উজিরপুর

21/06/2025

নদীগর্ভে বিলিন হচ্ছে উজিরপুরের শতশত বসতঘর

28/05/2025

হতাশ মেলার ব্যবসায়ীরা...
বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৫

লসগুনতে হচ্ছে প্রতিটি দোকানীর...
বিস্তারিত ভিডিওতে...

22/05/2025

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে হস্তিশুন্ড মৌজায় প্রস্তাবিত বহরকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি নির্বাচনের তদন্ত

দেশব্যাপী ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের অংশ হিসেবে উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড মৌজায় পরিত্যাক্ত বহরকাঠি হাটের জমিতে প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয়রা বিগত দিনে কয়েক দফা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করার প্রতিশ্রুতি দিলেও তৎকালীন উপজেলার চেয়ারম্যান ও ভূমি প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজোসে প্রস্তাবিত স্থানটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে, উপজেলা সদরের সন্ধ্যা নদীর তীরে ভাঙ্গন কবলিত মাহার মৌজায় প্রস্তাবনা পাঠায়।

সরকারের বিধি নিয়ম তোয়াক্কা না করে যে প্রস্তাবনা পাঠানো হয় তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে অভিবাসী ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি জহির ডাকুয়া লিখিত অভিযোগ করেন।

তার পরিপ্রেক্ষিতে ২২ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হক নেতৃত্বে একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বরিশালের আঞ্চলিক পরিচালক মোঃ আরিফুর রহমান, সহকারী পরিচালক এনায়েত করিম, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও প্রমুখ।

এ সময় তদন্ত কমিটি ও স্থানীয়দের মাঝে উজিরপুরের বামরাইল ইউনিয়নের বহরকাঠি হাটের জমিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।

18/05/2025

উজিরপুরের ভাঙ্গনকবলীত এলাকা
চতলবাড়ী, উজিরপুর, বরিশাল

13/05/2025

চকমান ও হাবিবপুর এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে (ব্রাহ্মণবাড়িয়ার মতো সংঘর্ষের সম্ভাবনা)

11/05/2025

চৌধুরির হাট জনপ্রিয় ইটের ভাটা

খুজে পেতে সহায়তা করুন।৪ মে ২০২৫ তারিখহেফাজতের সমাবেশ থেকে ফিরে আসার পথে নেছারাবাদ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তাকে অচেতন অব...
06/05/2025

খুজে পেতে সহায়তা করুন।

৪ মে ২০২৫ তারিখ
হেফাজতের সমাবেশ থেকে ফিরে আসার পথে নেছারাবাদ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তাকে অচেতন অবস্থায় পায় , পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে তাকে ভর্তি করি।

*লোকটি প্রায় তিনদিন যাবত ঝালকাঠি সদর হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ জ্ঞান ফিরলে নিম্নোক্ত পরিচয় বলেন।

গ্রাম - বড়াকোঠা।
নাম- সোনামুদ্দি।
ছেলের নাম- আবু হানিফ।
উপজেলা: উজিরপুর
জেলা: বরিশাল।

06/05/2025

নিখোঁজ সংবাদের আপটেড

৪ দিন পরে অবশেষে লাবিব কাজীকে ফিরে পেলো তার পরিবার
ভিডিও ফাইরাল হওয়ার কারনে এটি নজরে আসে এক পুলিশ সদস্য’র
অবশেষে সেই পুলিশ সদস্য তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে, বিস্তারিত দেখুন ভিডিওতে... শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Wazirpur News Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wazirpur News Digital:

Share