09/10/2025
বাংলাদেশের বেস্ট এলিভেনের ৫ জনকেই যখন আপনি বেঞ্চে বসিয়ে রাখবেন। বিশেষ করে জায়ানকে বাদ দিয়ে যখন ফাহিমকে খেলাবেন ফলাফল তো এমন হবেই। ফাহিম ফার্স্ট হাফে রাকিবের যেসব পাস মিস করছে অ্যাট লিট জায়ান থাকলে ওইখান দিয়া ১ টা গোল বাংলাদেশ পাইতো। আ্যাটাকিং মিডফিল্ডে সমিত সোমের বদলে তাজউদ্দীনরে খেলানো কোন ট্যাকটিকসের অংশ বুঝিনা ভাই। জাস্ট ইমাজিন বেস্ট এলিভেন নিয়ে জাস্ট ৩০ মিনিটে যদি ২ গোল দিতে পারে তাহলে ৬০-৭০ মিনিটে কি হতো?