Saif -"আল্লাহ চাইলে সবই সম্ভব"এই কথাটিতে এক আকাশ সমান স্বস্তি পাই,,☺️
"আলহামদুলিল্লাহ্"🥰🤍
(9)

ভারতের বিপক্ষে প্রথম টি-২০ তে বাংলাদেশের একাদশ
06/10/2024

ভারতের বিপক্ষে প্রথম টি-২০ তে বাংলাদেশের একাদশ

06/10/2024

টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া 🫵

🚨 এখন পর্যন্ত বিপিএল ২০২৫ এর জন্য বিদেশিদের মধ্যে ফরচুন বরিশাল যাদের নিশ্চিত করেছে :- ফাহিম আশরাফ - ডেভিড মালান- ভেভিড ম...
06/10/2024

🚨 এখন পর্যন্ত বিপিএল ২০২৫ এর জন্য বিদেশিদের মধ্যে ফরচুন বরিশাল যাদের নিশ্চিত করেছে :

- ফাহিম আশরাফ
- ডেভিড মালান
- ভেভিড মিলার
- কাইল মায়ার্স

এছাড়া কথা চলছে মোঈন আলীর সাথে,দুইপক্ষের মতে মিল হলে হয়তো তাকেও দেখা যেতে পারে বরিশালের জার্সিতে এমনটি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজি মালিক মিজানুর রহমান

🥰
05/09/2024

🥰

28/06/2024

(1) সূরা ওয়াক্বিয়া (মাগরিবের পর রিযিকের পেরেশানি দূর হয়ে যায়। অভাব থাকেনা।
___ [ বাইহাকী- ২৪৯৭ ]___

(2) সূরা মূলক (এশার পর অথবা রাতে ঘুমানোর আগে) কবরের আযাব থেকে বাঁচা যাবে। পাঠকারীর জন্যে সুপারিশ করতে থাকবে যতক্ষণ তাকে মাফ না করা হয়। ___[ তিরমিযী- ২৮৯০]___

(3 )সূরা বাকারা (যে কোন সময়) যে ঘরে পাঠ করা হয় সেখানে শয়তান থাকেনা।
___[ তাফসির ইবনে কাসির ১ম খন্ড / পৃ: ১২৩-১২৪]___

(৩) সূরা ইখলাস, ফালাক্ব, নাস (প্রতি ফরয সালাতের পর একবার করে। আর ফজর আর মাগরিবের পর ৩ বার করে পড়া। রাতে ঘুমানোরর আগে পড়ে শরীর মাসেহ করা।)
শয়তান, জাদু টুনার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
___ [তাফসিরে তাওযিহুল কোরআন ৩য় খণ্ড / ৭৬০ পূ আবু দাউদ ২/৮৬, নং ১৫২৩; তিরমিযী, নং ২৯০৩; নাসাঈ ৩/৬৮, নং ১৩৩৫] ___

(৫) আয়তুল কুরসি (প্রতি ফরজ সলাতের পর একবার। রাতে ঘুমানোর আগে।)
যে পড়ে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা থাকে।
___[তাবরানী কাবীর ৭৪০৮]___

(৬) সূরা কাহাফ পারলে সবটা পড়া। আর নাহলে ১_ ১০ আয়াত ও শেষের ১০ আয়াত।
(বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে একবার পড়া।) দা-জ্জা-লের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়।
___[তাফসিরে তাওয়িহুল কোরআন ২য় খন্ড / ২৫০ পৃ. মুসলিম হাদীস নং ৮০৯; তাফসীরে ইবনে কাসীর ৩/৭৯]___

(৭) সূরা হাশরের শেষ তিন আয়াত। (ফজর আর মাগরিবের পর)
৭০ হাজার ফেরেশতা রহমত পাঠাতে থাকে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত। সে দিন মারা গেলে শ-হী-দি মর্যাদা পাবে।
___ [তিরমিযী- ২৯২২] ___

28/06/2024

❝তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ্ তা'আলার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিযিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে।❞
—আল হাদিস (তিরমিজি, ২৩৪৪)

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share