Zaohad Vlogs

Zaohad Vlogs নারীর দাম সৌন্দর্যে আর পুরুষের দাম টাকায় . এটাই বাস্তব 👍

কন্টেন্ট মনিটাইজেশন থাকলে কত হাজার টাকা ইনকাম হতো ।
16/08/2025

কন্টেন্ট মনিটাইজেশন থাকলে কত হাজার টাকা ইনকাম হতো ।

আমি Anwan tv র নিউজ দেখি না শুধু অ্যাড গুলো দেখি 🤣🤣
15/08/2025

আমি Anwan tv র নিউজ দেখি না শুধু অ্যাড গুলো দেখি 🤣🤣

ভিআইপি রেস্টুরেন্টে খাওয়ার পর এগুলো কেনো দেয়া হয় ??
12/08/2025

ভিআইপি রেস্টুরেন্টে খাওয়ার পর এগুলো কেনো দেয়া হয় ??

'ভাইরাল' জিনিস টা সব সময় 'ভালো' টা নিয়ে আসে না..অনেক সময় 'বি-প-দ' ও ডেকে আনে...এই ভদ্রলোক কে চিনবেন হয়তো..আপনার হোমপেইজে...
12/08/2025

'ভাইরাল' জিনিস টা সব সময় 'ভালো' টা নিয়ে আসে না..অনেক সময় 'বি-প-দ' ও ডেকে আনে...

এই ভদ্রলোক কে চিনবেন হয়তো..আপনার হোমপেইজে তার ভিডিও গিয়েছে হয়তো..তবুও পরিচয় করিয়ে দিচ্ছি..উনি ঢাকায় একটা ভাতের হোটেল চালায়..উনি অন্য সবার চেয়ে 'আলাদা' কারন উনার হোটেলে উনি ছাড়া আর কেউ না-ই..কোনো স্টাফ ও না-ই..মানুষজন উনার হোটেলে এসে নিজে নিজে ভাত,মাংস নেয়, আবার একটা ডিব্বার মধ্যে টাকা দিয়ে চলে যায়..কেউ টাকা কম দিয়েছে কিনা এইটাও চেক করার সুযোগ উনার থাকেনা কারন হোটেল উনি একাই চালায়..মানুষ কে বিশ্বাস করে টাকা রাখার দায়িত্ব টাও মানুষের উপরেই দিয়ে দিয়েছে..
একটা টিভি চ্যানেল উনাকে নিয়ে নিউজ করে..সেটা ভাইরাল হয়ে যায়..তারপর থেকে অন্য টিভি চ্যানেল..ইউটিউবার থেকে শুরু করে যতো ভিউখোর আছে..সবাই উনাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে..

বি-প-দ টা আসে তারপরেই..পুলিশ আইসা উনাকে বলে 'এই হোটেল ভে-ঙ্গে ফেলতে হবে..আশেপাশে আরো অনেক দোকান আছে কিন্তু পুলিশের ভাষ্যমতে অন্য কারো টা না, শুধু উনার টাই ভে-ঙ্গে ফেলতে হবে..কেউ কেউ এসে সম্ভবত চাঁদাও চায়..উনি এখন সন্ধ্যার পরে বাইরে থাকতে পারেনা, বাসায় চলে যায়..কারন কি জানেন..উনাকে গাড়িতে করে উঠাইয়া নিয়ে যাবে,এই ভ-য়ে..

এখন সারাদেশের ভালো মানুষ..খা-রা-প মানুষ সবাই উনাকে চিনে..উনি নিজের মতোই চুপচাপ ব্যবসা করতো..কাউকে বলেও না-ই উনাকে নিয়ে নিউজ করার জন্য..ভদ্রলোক কা-ন্না করতে করতে বলে 'আমি তো বলি নাই আমাকে নিয়ে এইসব বানানোর জন্য..আপনারা আমাকে মাফ করেন..আমি ভুলে কোনো কথা বললে তার জন্য ও মাফ করেন..আমার বউ আমাকে কথা শুনায় এখন..

উনার জীবনের 'শান্তি' টা শে-ষ..ব্যবসা টাও বোধহয় যাবে..'ভাইরাল' সবার জীবনে 'আশীর্বাদ' হয়ে আসে না 🙂

Collected

১৩০০ টাকার কাচ্চি দেখি কত ইনকাম হয় । যা ইনকাম হবে তা দিয়ে কাচ্চি কিনে কোনো অসহায় কে দিয়ে দিবো । দেখা যাক কি হয়।
10/08/2025

১৩০০ টাকার কাচ্চি দেখি কত ইনকাম হয় । যা ইনকাম হবে তা দিয়ে কাচ্চি কিনে কোনো অসহায় কে দিয়ে দিবো । দেখা যাক কি হয়।

এইটা কোনো কথা 🤣🤣🤣
05/08/2025

এইটা কোনো কথা 🤣🤣🤣

৩.৬ মিলিয়নের একটি স্বপ্ন… হঠাৎ থেমে গেল? 😥গত কয়েকদিন ধরে সার্চ দিয়ে খুঁজে ফিরি Thoughts of Billal ভাইয়ের সেই পরিচিত ...
05/08/2025

৩.৬ মিলিয়নের একটি স্বপ্ন… হঠাৎ থেমে গেল? 😥

গত কয়েকদিন ধরে সার্চ দিয়ে খুঁজে ফিরি Thoughts of Billal ভাইয়ের সেই পরিচিত ফেসবুক পেজটি। যে পেজ এক সময় আমাদের চোখে জল এনে দিত, মন ছুঁয়ে যেত, আজ সেটি খুঁজেই পাচ্ছি না! 🥹

কারো পোস্টে দেখা গেল পেজ নাকি নষ্ট হয়ে গেছে। আবার কেউ বলছে, ফেসবুক নাকি বন্ধ করে দিয়েছে! কিন্তু আসল ঘটনা ঠিক কী, তা এখনো স্পষ্ট নয়।

তবে এটুকু জানি, ৩.৬ মিলিয়ন মানুষের ভালোবাসা একদিনে তৈরি হয় না। এই ফলোয়ার্সের সংখ্যা পেছনে আছে হাজারো রাতের নিঃশব্দ পরিশ্রম, প্রতিদিনের কন্টেন্ট পরিকল্পনা, অনলাইন হেট-স্পিচের সঙ্গে লড়াই, আর একটা বিশুদ্ধ মন।

আজ হয়তো তার পেজ নেই, কিন্তু তার স্মৃতি, প্রভাব আর ভালোবাসা এখনও লক্ষ মানুষের মনে জীবন্ত।

আমরা প্রায়ই ভাবি, কারো উত্থানে হিংসে করা সহজ।
কিন্তু একজন মানুষ যখন জিরো থেকে শুরু করে লাখো হৃদয়ে পৌঁছে যায়, তখন তার পতনে হাত বাড়িয়ে দেওয়াটাই আমাদের আসল মানসিকতা হওয়া উচিত। 🙌

Billal ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, তিনি একজন “মানবিক বার্তাবাহক” যিনি মানুষকে সান্ত্বনা দিতেন, জীবন বুঝাতেন, ভালোবাসার কথা বলতেন।

আজ তিনি কষ্টে আছেন। আমাদের উচিত, তার পাশে দাঁড়ানো, তার জন্য দোয়া করা। আল্লাহ চাইলে তিনি আবার ফিরে আসবেন, আরও বড় হয়ে, আরও শক্তিশালী হয়ে।

আপনি কি জানেন, আসলে কী হয়েছে তার পেজের সাথে?
কমেন্টে জানাতে পারেন।🙏

✍️Ajminur Oarish✨

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Zaohad Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share