Zaohad Vlogs

Zaohad Vlogs নারীর দাম সৌন্দর্যে আর পুরুষের দাম টাকায় . এটাই বাস্তব 👍

18/10/2025

তোমার অবহেলা আমাকে শিখিয়েছে

18/10/2025

কাকে বিশ্বাস করবো 😢

দেখতে যতটা কালারফুল এবং যতটা সুস্বাদু মনে হয় আসলে খেতে অতটা সুস্বাদু না ।
01/10/2025

দেখতে যতটা কালারফুল এবং যতটা সুস্বাদু মনে হয় আসলে খেতে অতটা সুস্বাদু না ।

সেদিন আড়ং এর ক্যাশ কাউন্টারে গিয়ে পুরাই ভ্যাবাচেকা খেয়ে গিয়েছি। আমাকে বললো কাগজের এই নর্মাল ব্যাগটার জন্য আমাকে এক্সট্রা...
28/09/2025

সেদিন আড়ং এর ক্যাশ কাউন্টারে গিয়ে পুরাই ভ্যাবাচেকা খেয়ে গিয়েছি। আমাকে বললো কাগজের এই নর্মাল ব্যাগটার জন্য আমাকে এক্সট্রা ১৫ টাকা দিতে হবে নাকি। জিজ্ঞেস করলাম কাপড় কিনলে সাথে ব্যাগ যদি না দেন তাহলে কী দিয়ে বাসায় নিবো? ব্যাগ তো সাথেই দেওয়ার নিয়ম, ব্যাগের জন্য আলাদা করে কেন পনেরো টাকা(!) পে করতে হবে? তারা উত্তর দিলো এটাই তাদের নতুন নিয়ম। অনেক দিন পর শপিং করতে যাওয়ায় মনে করেছিলাম এটাই হয়তো নতুন বাংলাদেশের নতুন কোন নিয়ম হবে হয়তো, যেটা আমি জানতাম না।

আমার কথা হচ্ছে মানুষের পকেট কাটার জন্য ব্যাগ বাবদ টাকাই যদি নিতে হয় তাহলে একটা ব্যাগ বানাইতে যে খরচ হয়, সেইটা নিক। আড়ং এর এই ব্যাগ বানাইতে সর্বোচ্চ ৩-৫ টাকা লাগে কিন্তু তারা তো দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাতি করে গ্রাহক থেকে ১৫ টাকা হাতিয়ে নিচ্ছে। পুরোই ডিজিটাল রোবারি!

দ্বিতীয় কথা হচ্ছে, ব্যাগের মূল্য যদি আড়ংকে ১৫টাকা দিতেই হয়, তাহলে ব্যাগের মধ্যে তাদের ব্রান্ডিং নেইম, লগোতে আড়ং ই-বা কেন লেখা থাকবে। টাকা দিয়ে ব্যাগ কিনে পুরো পথে তাদের ব্রান্ডিং করতে করতে কেন যাবো?

এই রাষ্ট্রের যদি নূন্যতম আইন কানুন থাকে, তাহলে আড়ং কে এর জন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাবদিহিতায় আনা উচিত। হাসিনা আমলে এতো লুটপাটের মধ্যেও দিবালোকে গ্রাহকদের সাথে প্রতারণা তো আড়ং করতে পারে নাই? এখন কেন হুট করে তারা বেহুদা ১৫ টাকা নিচ্ছে? চব্বিশ ঘন্টার মধ্যে আড়ংকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসলে আমরা ধরে নিবো কোন উপদেষ্টা বিশাল এমাউন্ট টাকার বিনিময়ে আড়ংকে শেল্টার দিচ্ছে এই অনিয়ম করতে।

কিছুদিন আগেও ভারতের রানু মন্ডল, কাঁচা বাদাম আর রাজু দাকে নিয়ে ওখানকার কন্টেন্ট ক্রিয়েটররা ছ্যাঁচড়ামির সর্বোচ্চ লেভেলে গি...
26/09/2025

কিছুদিন আগেও ভারতের রানু মন্ডল, কাঁচা বাদাম আর রাজু দাকে নিয়ে ওখানকার কন্টেন্ট ক্রিয়েটররা ছ্যাঁচড়ামির সর্বোচ্চ লেভেলে গিয়েছিল। তখন ভেবেছিলাম, আমাদের দেশে অন্তত এদের ঘাটতি আছে। কিন্তু ভুল ভেবেছিলাম।

আমি নিজেও ভিউয়ের ব্যবসা করি, কন্টেন্ট বানাই। তাই কত ভিউ হলো, কত রেভিনিউ এলো এসব আমিও চেক করি। এসব না দেখে থাকা মানে অনেকটা “মহামানব” সাজার চেষ্টা। আর আমি সেই মহামানবের দলের লোক না।

কিন্তু দেখেন ভাই, তরমুজ রনি আর মিজান হোটেলের পর এবার “কেকওয়ালা ভাই”কে নিয়ে একই নাটক শুরু হয়েছে। ওখানে গিয়ে একেকজন এমন ভাব নেয় যেন আইন্সটাইনও নাকি তাদের কাছ থেকে “কেকের তত্ত্ব” শিখতে চাইবে। প্রশ্ন একটাই—“এত কেক বানান কেমনে?”

এই মানুষটারও ব্যবসা একদিন আটকে দেবে এরা। লিখে রাখেন। যারা ওখানে যায়, তাদের ৯৯.৯৯% খাবার নিয়ে কন্টেন্ট বানাতে যায় না, যায় নিজের পেজ ভর্তি করার জন্য। একটা কেক নিয়েই একেকজন ২০–৩০টা করে ১০–১৫ সেকেন্ডের ক্লিপ আপলোড করে বসে। মনে হয়, মিজান হোটেল আর কেকওয়ালা ভাইয়ের দোকানের সামনে এরা স্থায়ী আস্তানা গড়ে তুলেছে। কিছুদিন পরে বউ বাচ্চা নিয়ে চলে আসবে এখানে।

আর যারা এই ভাইরাস গুলারে ভ্লগার অথবা ফুড ভ্লিগার ভেবে নিয়েছেন তাদের বলছি.. আপনারা ভুলের জগতে আছেন।

অনেক কিছু ইচ্ছে থাকলেই পূরণ করা সম্ভব হয় না 😢
24/09/2025

অনেক কিছু ইচ্ছে থাকলেই পূরণ করা সম্ভব হয় না 😢

ইনশাআল্লাহ
23/09/2025

ইনশাআল্লাহ

এটাই বাস্তব 👍
15/09/2025

এটাই বাস্তব 👍

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Zaohad Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share