Bangladesh naibk village

Bangladesh naibk village বাংলাদেশ নাবিকদের জীবন কথা

13/08/2025
মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে এক দু বছরের ছোট হবে, তবে বা...
04/08/2025

মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে।
মহিলা না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে এক দু বছরের ছোট হবে,
তবে বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছা ছিলনা বিয়েতে
যেচে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন ন'ষ্ট করার মানে নেই
কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করেই বিয়ের পিড়িতে বসতে হলো।
আজ আমার বাসর রাত। মনে একপ্রকার ঘৃ'ণা নিয়েই ঘরে ঢুকলাম
সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছা'নায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে
মেয়ে মাশাল্লাহ খুব সুন্দরী। কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে
আমি ভেতরে গিয়ে মাথার পাগড়ি ছু'ড়ে মা*রলাম বিছানায়। চমকে উঠল মেয়েটা,
" দেখুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবনা
মায়ের ইচ্ছাতে বিয়েটা করেছি। ব্যস, এ পর্যন্তই। আমার কাছে আর ঘেষতে আসবেন না
আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন
স্ত্রীর অধিকার আমার উপর ফ'লাবেন না, প্লিজ। "
ধরাম করে দরজা সজোরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে
মেয়েট ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগল৷ আমি ছাদে গিয়ে দাঁড়ালাম
আকাশে এতো মধুর রূপোর থালার মত চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভাল লাগছেনা। আমার জীবনটাই যে ব'রবাদ হয়ে গেল
শেষে কিনা এক বিধবার সাথেই বিয়ে করতে হলো
মায়ের উপর খুব রাগ হচ্ছে
কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে, আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম।
পরদিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের
মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মত বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি
তার এক বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে, আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়
বাড়িতে শুধু আমরা তিনজনই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি,
তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে
আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে
আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমায় খাবার
দিয়ে যায়,

একটা বারও মাথা উঁচু করে তাকায় না
আমিও কিছু না বলে চুপচাপ
খেয়ে নেই
আর নিজের কাজ নিজে করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায়
আর আমি আলাদা রুমে ঘুমাই।
একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লন্ড ভন্ড হয়ে আছে
নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এইরকম। আমি চটে গেলাম
আমার মাথায় র*ক্ত উঠে গেল। আমি রাগে ফোসাতে ফোসাতে
চিৎকার দিয়ে উঠলাম,
" আয়েশা....."
আমার বিধবা বউটা দৌড়াতে দৌড়াতে আসল রুমে
মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করল,
" জি…জি, কি হয়েছে? "
" এই কি হাল হয়েছে আমার রুমের। কে করেছে এমন
নিশ্চয়ই আপনার মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন৷ একটা কথা একবার বললে কানে যায়না? "
আয়েশা কাঁদতে কাঁদতে আমার পা'য়ে প'ড়ে গেল,
" এই…এই কি করছেন? "
" প্লিজ…প্লিজ ওকে ক্ষমা করে দিন
অনেক বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিন হবেনা। প্লিজ। "
আয়েশার অশ্রুজল টপ টপ করে আমার পায়ে পড়ছে। যতসব আদিখ্যেতা
আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। আবার ফিরে
এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে
রুমে ঢুকেই আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটি ভাবে গোছানো ঘর
এমনকি আগের চেয়েও সুন্দর ভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভাল হলো
ক্লান্ত শ'রীরটা এ'লিয়ে দিলাম বি'ছানায়। লাইট, ফ্যান অফ করে শুয়ে পড়লাম
খুব ঠান্ডা পড়েছে। পিনপতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসল করুণ ফোঁপানির আওয়াজ
বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম

চলবে......

বিধবা
পর্ব ১

উজিরপুরে ছেলের হাতে বাবা খুন,জনতার হাতে আটক!উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটি...
30/07/2025

উজিরপুরে ছেলের হাতে বাবা খুন,জনতার হাতে আটক!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে মাদকসেবি ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,জনতার হাতে আটক খুনি। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৭ জুলাই রবিবার দুপুর ২ টায় উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ীর সামনে ইটের রাস্তার উপর মোঃ শাহ আলম খান (৬৫)কে প্রকাশ্যে তার ছেলে মোঃ শাহরিয়ার শিমুল (৩৫) গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। সুত্রে জানা যায় বেলা সাড়ে ১১ টার দিকে বাবার সাথে ছেলের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে পরবর্তীতে শাহরিয়ার শিমুল তার বাবাকে ঘটনাস্থলে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে হত্যাকারী দৌড়ে পালানোর সময় লোকজন তাকে আটক করে। আরো জানা যায় হত্যাকারী একজন নেশাগ্রস্ত, বেপরোয়া স্বভাবের এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। প্রায়ই বাবার সাথে তার বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। নিহত শাহ আলম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। নিহত শাহ আলম ও তার ছেলে (হত্যাকারী) একসাথে থাকতো। এছাড়া শাহ আলম দুটি বিবাহ করে। হত্যাকারী ছেলে তার প্রথম স্ত্রী মৃত শেফালী বেগমের গর্ভজাত সন্তান। ২য় স্ত্রী তার পিতার বাড়ীতে বসবাস করে। খুনি শাহরিয়ার শিমুল কোনো কাজকর্ম করতো না ও বেপরোয়া স্বভাবের লোক ছিলো। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে। হত্যা মামলা হয়েছে। জনগণের সহায়তায় খুনিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অচিরেই খুনিকে ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।..

ছেড়ে দে শয়তান🙄দেহ পাবে কিন্তু মনপাবি না বিয়ের দেড়মাস পরে। জানা গেল.নববধূ পুরুষ।,ঘটনা রাজবাড়ী জেলার গোয়ালন্দে।আমার কথা ...
27/07/2025

ছেড়ে দে শয়তান🙄
দেহ পাবে কিন্তু মনপাবি না
বিয়ের দেড়মাস পরে। জানা গেল.নববধূ পুরুষ।,ঘটনা রাজবাড়ী জেলার গোয়ালন্দে।

আমার কথা হল যে। তাকে বিয়ে করলো। সে দেরমাসক কী দরবেশ ছিল। আর তা না হলে। ?দেড়মাস পর বুঝলো। যে বউ ব্যা ডা।😁😁
এ দেশে এখন মন খারাপ করে থাকা কঠিন।
তাহলে সিনেমা কথাই ঠিক।
ছেড়ে দে শ য় তা ন,।
তু ই আমার দেহ মন কিছুই পাবি না😀

কে নেবে এর দায়?আজ দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমা...
21/07/2025

কে নেবে এর দায়?

আজ দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের প্লে নার্সারি ভবনের ওপর।

যেখানে কিছুক্ষণ আগেও শিশুরা খেলছিল, হেসে উঠছিল-সেখানেই মুহূর্তে লাশ, আগুন আর ছিন্নভিন্ন শরীর।
🔥 অনেক ছোট ছোট শিক্ষার্থী আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে… কেউ কেউ জীবন্ত দগ্ধ।

এই বয়সে যেখানে বই-খাতার গন্ধে ভরে থাকার কথা জীবন, সেখানে আজ বার্ন ইউনিটের ধোঁয়ায় ঢেকে গেছে সব।
পরিবারগুলো ছুটে এসেছে কান্নায় ভেঙে পড়ে -কারো সন্তান আর নেই, কারো ছেলেটা চুপচাপ পড়ে আছে ICU-তে।

‼️ এই প্রশ্ন এখন সবার মনে-
কীভাবে এমন জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলতে পারে? কে নেবে এর দায়?

💔 আমরা বাকরুদ্ধ… অসহায়…
আল্লাহ এই নিষ্পাপ শিশুদের শহীদ হিসেবে কবুল করুন।
আহতদের সুস্থতা দান করুন।
আর আমাদের রাষ্ট্র ও প্রশাসনকে এমন ভয়াবহ উদাসীনতা থেকে শিক্ষা নিতে দিন।

🖤 আজকের দিনটা শুধু উত্তরা নয়, পুরো বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ।

21/07/2025

চলচ্চিত্রের ইতিহাসে নায়ক ভিলেনের রিয়েল মারামারি হয়েছিল= আসামী হাজির - ছবিতে একটু পিছনে ফিরে যাই = ১৯৭৭ সালে স্যুটিং চলছি...
16/07/2025

চলচ্চিত্রের ইতিহাসে নায়ক ভিলেনের রিয়েল মারামারি হয়েছিল= আসামী হাজির - ছবিতে
একটু পিছনে ফিরে যাই = ১৯৭৭ সালে স্যুটিং চলছিল " আসামী হাজির " ছবির আর এই ছবির পরিচালক ছিলেন - দেওয়ান নজরুল
ছবিটির দৃশ্য ছিলো =
একটি মহল্লায় নায়ক ওয়াসীম নায়িকা ববিতাকে নিয়ে বাড়ী ভাড়া নিয়ে ওঠে, আর এই মহল্লার মাস্তান ছিলেন ভিলেন জসিম - ওয়াসীম বাড়ীর বাহিরে কাজের জন্য চলে গেলে, নায়িকা ববিতাকে একা পেয়ে উক্তত্য করে ভিলেন জসিম আর ঐ মুহুর্তে মহল্লায় বাহির থেকে নায়ক ওয়াসীম চলে আসে -
ওয়াসীম দেখে তার বউকে উক্তত্য করছে একটি ছেলে, তখন নায়ক ওয়াসীম এসেই ঘুসি মারবে মাস্তান ছেলেটিকে - সেই ঘুষিটি জসিমের শরীরে রিয়েল ঘুষির মতো জোরে লেগে যায় - ( আপনারা জানেন নায়ক ওয়াসীম একজন রেসলিং বক্সার, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের তিনি চ্যাম্পিয়ান বক্সার)
আর এই দিকে ভিলেন জসিমও কম নন - তিনিও একজন শক্তিশালী ফাইটার-
যখন ঘুষিটি জসিমকে জোরেই মেরেছে নায়ক ওয়াসীম, তখন জসিমও ওয়াসীমের নাক বরাবর ঘুষি মারে, এবং ওয়াসীমের নাক ফেটে দেয় - ( আবার ভিলেন জসিম এই ছবির ফাইট ডিরেক্টর) যখন ওয়াসীম দেখলো জসিম তার নাক ফেটে দিলো তখন ওয়াসীম জসিমের কপালে ঘুষি মারে -
ব্যাস, শুরু হয় রিয়েল মারামারি, প্রথমে ইউনিটের কেউ বিষয়টি বুঝতে পারে নাই, হঠাৎ নায়িকা ববিতা দেখে চিৎকার দিয়ে উঠে এবং বলে নজরুল ভাই এরা তো রিয়েল মারামারি করছে, আশ্চার্য বিষয় হলো, ক্যামেরাম্যান যে স্যুটিং করছে সেও বুঝতে পারে নাই। তখন পরিচালক দেওয়ান নজরুল দৌড় মেরে দুজনের মাঝ খানে দাঁড়ায় আর জ্যাম্স ফাইটিং গ্রুফের ফাইটার ছেলেরা দুজনকে আটকে দেয় -
তারপর স্যুটিং বন্ধ করে - নায়িকা ববিতা আর পরিচালক দেওয়ান নজরুল মিলে দুজনকে শান্ত করে - এরপর অনেক দিন ছবির স্যুটিং বন্ধ ছিলো, তারপর বৈঠকের মাধ্যমে মিটমাট করে দেন - তারপর আবার স্যুটিং শুরু হয় এই ছবির -
ছবিটি - ১৯৭৮ সালে মুক্তি পায় এবং সুপারহিট হয়-
এই দুই মহা-নায়কের সঙ্গেই কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল -
১. নয়াতুফান = পরিচালক - ইকরাম বিজু - প্রযোজক ও নায়ক - ওয়াসীম - এই ছবিতে আমি " সহকারী পরিচালক " ছিলাম
২. জানেরবাজী = প্রযোজক ও পরিচালক - আওকাত হোসেন - এই ছবিতে নায়ক ছিলেন - জসিম - আমি এই ছবির " সহকারী পরিচালক " ছিলাম।
আজ দুজনেই প্রয়াত - আল্লাহ যেন দুজনকেই জান্নাত বাসী করেন-

রবিউল ইসলাম রাজ
চলচ্চিত্র পরিচালক
. . 01948-329383

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh naibk village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share