Sabiha's Creation

Sabiha's Creation Assalamu alikum everyone. welcome to our official page Sabiha's Creation.

সতর্ক বার্তা 🚩এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে...
25/06/2025

সতর্ক বার্তা 🚩
এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো। কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ।

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI, তুমি কেবল বসে দেখছো। তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো। মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা। এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম। মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী। কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট, Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না। এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল— যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার

_কদম ফুল দেখলেই মন কেঁ'পে ওঠে নিরবে, মনে পড়ে মায়ের কোল ভেজা মাটির গ'ন্ধ, আর সেই শৈশব, যেটা কখনোই ফিরে পাবো না🖤
20/06/2025

_কদম ফুল দেখলেই মন কেঁ'পে ওঠে নিরবে, মনে পড়ে মায়ের কোল ভেজা মাটির গ'ন্ধ, আর সেই শৈশব, যেটা কখনোই ফিরে পাবো না🖤

দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ন কাজ হলো বিয়ে,,ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে আলহামদুলিল্লাহ ,,আর না হলে কবর পর্যন্ত মানিয়ে নিত...
16/06/2025

দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ন কাজ হলো বিয়ে,,
ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে আলহামদুলিল্লাহ ,,
আর না হলে কবর পর্যন্ত মানিয়ে নিতে হয়।🙂

আমার মিষ্টি আলু🥰
09/06/2025

আমার মিষ্টি আলু🥰

- Masha’Allah Apu আবারও প্রমাণ করে দিল পুরুষরা এক নারীতে আসক্ত থাকে নাহ।- পুরুষমানুষ এভাবে এফোর্ট দিয়েও চিট করে! আহা পুর...
02/06/2025

- Masha’Allah Apu আবারও প্রমাণ করে দিল পুরুষরা এক নারীতে আসক্ত থাকে নাহ।
- পুরুষমানুষ এভাবে এফোর্ট দিয়েও চিট করে! আহা পুরুষ মানুষের ভালোবাসা।
- পুরুষ মানুষ এত ভালোবাসা দিয়ে এতো প্রায়রিটি দিয়ে একটা মেয়েকে যত্ন করে ভালোবাসা শিখিয়ে বিয়ে করে একটা সংসার গড়ে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে কিভাবে আবার সেই মেয়েটিকে ঠকিয়ে অন্য একটি রাস্তার মেয়ের প্রেমে কিভাবে পড়ে ভাই?
- মানুষ বলে মেয়ে মানুষ সুন্দর হলে তাদের আর কোনো দুঃখ, কষ্ট নাই,, কিন্তু আমি দেখতেছি তা উল্টোটা,, কারণ মায়াবতী, রূপবতী রা হেরে যাচ্ছে প্রতিনিয়ত ভাগ্যবতী দের কাছে।
এইজন্যই বলে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য ভালো হওয়াটা অধিক জরুরী।
- তুমি শুকনা ফিগারে প্রবলেম এসব ঠিক করেও পুরুষকে আটকাতে পারবা না আপু। যার যাওয়ার সে আকাশ সমান ভালোবাসা ফেলেও চলে যায় । চাইলেই আটকাইতে পারবা? পারবা না ।
আর যার থাকার সে সবথেকে খারাপ অসুন্দর মেয়েকেও রানি করে রাখে।
- পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না। যত বছরের সম্পক হোক না কেন বিয়ে করে ঘরে বউ বাচ্চা রেখে তাদের বাইরের বেডিদের ভালো লাগে। এদেরকে আবার ফ্যামিলি ও সাপোর্ট ।করে দিন শেষে মেয়েটার জীবন শেষ,,,সবাই মেয়েটারই বদনাম করে...... Masha’Allah Apu r বিয়ে হইলো মাএ কয়েকদিন, প্রেগন্যান্সি ভিডিও দেখলাম একসাথের বেবি হলো তখন ও স্বামী ছিলো সাথে! হঠাৎ করে বেবি হওয়ার পর থেকে ওনার বিভিন্ন সেড পোস্ট তখন থেকেই মন খসখস করলো।প্রশ্ন দুইটাই ছিলো ও কী প্রোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে,নাকি হাজবেন্ড ইস্যু!অনলাইন এ এসে দেখি এই ভিডিও!এখন বলবেন নজর নজর কিরে ভাই এতো তাড়াতাড়ি বদনজর মানে কী?আসলে সব কিছু নজর বলে উড়ায় দিয়েন না!যেই পুরুষ এর চরিত্রে সমস্যা ওর সামনে প্রিন্সডায়নার মতো সুন্দরী বসায় রাখলেও আরেক জন রে লাগবেই!
_মেয়েটারে দেখে অনেক খারাপ লাগলো এত বাজেভাবে ঠকে গেল মেয়েটা....সে অনেক ভেঙ্গে পড়ছে,ওর একটা মেয়ে বাবু ও আছে মাএ কয়েকদিন হলো এর মধ্যে কী হচ্ছে দুনিয়ায় আল্লাহ যানে!

জীবন যখন আপনার পরিকল্পনা মাফিক চলেনা, তখন হতাশ হবেন না! আপনার জীবন নিয়ে শুধু আপনিই পরিকল্পনা করেন না! আল্লাহ সুবহানাহু ত...
01/06/2025

জীবন যখন আপনার পরিকল্পনা মাফিক চলেনা, তখন হতাশ হবেন না! আপনার জীবন নিয়ে শুধু আপনিই পরিকল্পনা করেন না! আল্লাহ সুবহানাহু তায়ালাও আপনার জীবন নিয়ে পরিকল্পনা করেন!

জীবন আপনার পরিকল্পনার বাইরে যেতে পারে!
কিন্তু তা সর্বদা আল্লাহর পরিকল্পনার ভিতরেই থাকে! সবকিছু আপনার ইচ্ছামতো না হলে ভে%ঙে পড়বেন না!!

নিশ্চিত হন; সবকিছু আপনার ইচ্ছামতো না হলেও, তা কিন্তু আল্লাহর ইচ্ছামতো ঠিকই হচ্ছে! আর যা আল্লাহর ইচ্ছামাফিক হয়, তাতে কোনো অকল্যাণ থাকতেই পারে না!❣️

31/05/2025

অনেক সময় দেখি হাঁস-মুরগী খেয়ে ফেলার অপরাধে মানুষ কুকুর বিড়ালকে পি*টিয়ে মেরে ফেলে।
হয়তো কুকুর বা বিড়ালের জন‍্য আপনার কিছু ক্ষতি হতে পারে। আল্লাহর সৃষ্টি কুকুর বিড়ালের জন‍্য যদি আপনার ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি আল্লাহ পুষিয়ে দিবেন, এটা আমি বিশ্বাস করি।
একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ আল-কুরআনে বলেছেন, “আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন”।
আল্লাহর উপর বিশ্বাস না রেখে যখন আপনি এই নিরীহ প্রাণী হ*ত‍্যা করলেন, ধরে নেন আপনি অভিশপ্ত হয়ে গেলেন। রিজিক আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। কত শত সমস‍্যায় পরবেন কিন্তু তার কারন খুঁজে পাবেন না। বোবা প্রাণী কারো কাছে বিচার দিতে পারে না। বোবা প্রাণী যা বলার, সরাসরি আল্লাহর কাছেই বলে।

31/05/2025

বৃষ্টি আসার আগ মুহূর্তটা সত্যি অনেক সুন্দর⛈️🖤

আকাশ পানে চেয়ে থাকি।মেঘ বলে আয়....🌧️⛅
30/05/2025

আকাশ পানে চেয়ে থাকি।
মেঘ বলে আয়....🌧️⛅

29/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sayed Julfikar Ali, Baijid Khan, Tania Rahman, Abdur Razzak, Ujjal Hossen, Joe Kakwati, Roll Jen Choy Chay, Natisha Dimingo

26/05/2025

রাতের আকাশে চাঁদ দেখলে বোঝা যায় নীরবতা কতো সুন্দর🤍🌙

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabiha's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabiha's Creation:

Share