Muhammad Islam

Muhammad Islam ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব! 💚
(165)

৬ বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য। এবং ঈদের পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে...
21/06/2024

৬ বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য।
এবং ঈদের পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য..

এই মেয়ের সাথে আমার প্রেম নেই আগে কখনো কথা হয়নি আমার পরিবারের মানুষজন যখন তাকে থেকে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা আমার..

৮ মাস কথা হয়েছে আমাদের এই আট মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে।

কপালে টিপ হাতের ফোন পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে সে চাওয়া মাত্রই আমি তাকে টাকা পাঠিয়েছি।

৮ মাস ধরে অপেক্ষা করছি কবে দেশে যাব কবে তাকে পাবো কবে আমাদের বিয়ে হবে, বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইম টা ঠিক করার জন্য। ঈদের চার দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই জানে এই কথা।

দেশে আসার একদিন পর আমার কাঙ্খিত নারীর সাথে আমার দেখা হয়, সৃষ্টিকর্তা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

টানা তিন দিন তার সাথে আমার দেখা হয় তৃতীয় দিন যখন দেখা হয় তখন সে আমাকে যে কথা বলেছে সেই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ সে একজনকে ভালোবাসে,তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে এখন সে আমাকে বিয়ে করতে পারবে না পরিবারের চাপে আমার সাথে কথা বলেছে। আমি যেন দেশ থেকে আবার চলে যাই....

পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এতসব টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল???

দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া-পাওয়া আমার উপরে সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে। এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায়, অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা প্লেট দিয়েছি এখানে তাদের কোন টাকা পয়সা নেই, আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি সে কিছু করে না বাসায় বসে বসে সময় কাটায় পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয়, সবাই সবার মতো টাকা খরচ করে কিন্তু একটাবার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা সময় দিতে হয়....

সবাই আমার টাকায় আরাম আয়েশ করে চলে তারপরেও ভাই এবং ভাবিদের অভিযোগের শেষ নেই

সবচেয়ে কষ্টের বিষয় আমার মা-বাবা আমাকে বুঝেনা তাদের অসংখ্য অভিযোগ আমার উপর, তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না।

সবাই চায় জমিদারের মত জীবন যাপন করতে চলতে কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কি কিভাবে আসে তা কেউ চিন্তা করতে চায়না...

আমি আমার মার একাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম দেশে এসে জানতে পারলাম আমার মায়ের একাউন্টে কোন টাকা নেই এই টাকা মা একটা জমি কিনেছে সেই জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে...

অবস্থায় এরকম আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ নিয়ে আমার পরিবারে,
সবকিছু মিলিয়ে তাদের আচার-আচরণে আমি চরম হতাশ
তাই ঈদ না করেই আবার চলে যাচ্ছি বাসায় কাউকে কিছু বলিনি ব্যাগ লাগেজ সবকিছু বাসায় আছে আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি টিকিটের ডেট পরিবর্তন করেছি।

একটু পরে আমার ফ্লাইট কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে এ কথা হয়তো কাউকে বলা হবে না,
তারপরেও ভালো থাক সবাই শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করা প্রতিটি মানুষের জন্য....

এত বছর বিদেশে থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর ভালো......

-- নাম প্রকাশে অনিচ্ছুক

প্রিয় কৃষক কৃষাণী, সাবধান থাকা জরুরি...........  মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার।
20/06/2024

প্রিয় কৃষক কৃষাণী,
সাবধান থাকা জরুরি........... মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার।

19/06/2024

⭕ সম্প্রতী রাসেল ভাইপার সাপের জেলাভিত্তিক বিস্তার :
• বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে।

☞নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাত বিরাতে চলাচলের সময় কিংবা ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

☞যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে আক্রান্ত ব্যাক্তিকে দ্রুতই হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশের বেশির ভাগ সরকারি উপজেলা হসপিটালে এন্টি ভেনোম (সাপের বিষের ওষুধ) নেই। তো মানুষ কোথায় যাবে এটা চিন্তা করতে করতে...
19/06/2024

বাংলাদেশের বেশির ভাগ সরকারি উপজেলা হসপিটালে এন্টি ভেনোম (সাপের বিষের ওষুধ) নেই। তো মানুষ কোথায় যাবে এটা চিন্তা করতে করতেই অনেক সময় নষ্ট হয়। এতো সাপের উপদ্রব বেড়েছে কিন্তু সচেতনতা মূলক চোখে পরার মতো কাজ লক্ষ করা যাচ্ছে না, গ্রামে- গঞ্জে সবজায়গায় পোস্টার ব্যানার, লিফলেট এসবের মাধ্যমে মানুষকে সচেতন করা, সাপে কামড়ালে কি করণীয় তা মানুষকে জানানো উচিত। শুধু টেলিভিশনের টকশো তে কিছু বললে তা অধিকাংশ মানুষের কাছেই পৌঁছায় না। কৃষকেরা বেশি ঝুকিতে আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা অতি জরুরি। এসবের মাধ্যমে আমরা সাপের ভয় থেকে বাঁচতে পারি।

সংগ্রহীত ©️

আকিজ গ্রুপও লড়ছে শেয়ানে শেয়ানে, কোকাকোলা ওদের ফ্রিজে ওদের প্রডাক্ট ছাড়া রাখতে দিবে না!ব্যস, এবার মোজো আসছে ফ্রিজ নিয়ে।মি...
18/06/2024

আকিজ গ্রুপও লড়ছে শেয়ানে শেয়ানে, কোকাকোলা ওদের ফ্রিজে ওদের প্রডাক্ট ছাড়া রাখতে দিবে না!
ব্যস, এবার মোজো আসছে ফ্রিজ নিয়ে।

মিশন-কোকাকোলা খ্যাদাও...

18/06/2024

আযান- যা কেয়ামত পর্যন্ত নিঃসন্দেহে পৃথিবীর সেরা সুর হিসেবে আছে এবং থাকবে..❤️💙

Video Credit: Mohammed Atiqul Islam

প্রকৃতির সুখ 🥰
15/06/2024

প্রকৃতির সুখ 🥰

15/06/2024

যতোই দুরত্ব হোক, পরিবারের সাথে ঈদ করাটা যে কতো শান্তি শুধু তাঁরাই বুঝে যারা দুরে থাকে।

আলহামদুলিল্লাহ! কোকা কোলার সাইনবোর্ড পরিবর্তন করা শুরু হয়েছে। এই পরিবর্তন প্রভাব ফেলুক সর্বত্র।
14/06/2024

আলহামদুলিল্লাহ!
কোকা কোলার সাইনবোর্ড পরিবর্তন করা শুরু হয়েছে। এই পরিবর্তন প্রভাব ফেলুক সর্বত্র।

শুধু কোকাকোলাই না, নিচের ছবি দেখে চিনে রাখুন। এগুলো সবই পেপসিকো কোম্পানির।সবাই যে ভাবে ফেসবুকে বয়কট লিখতেছেন, বাস্তবে কি...
13/06/2024

শুধু কোকাকোলাই না, নিচের ছবি দেখে চিনে রাখুন।
এগুলো সবই পেপসিকো কোম্পানির।সবাই যে ভাবে ফেসবুকে বয়কট লিখতেছেন, বাস্তবে কি কয়কট অব্যাহত রেখেছেন❓কথা দিচ্ছি আমি যেনে শুনে কখনো ইসরাইলী পণ্য ক্রয় করবো না। ইনশাল্লাহ
©

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Islam:

Share