Saidul Islam-সাইদুল ইসলাম

Saidul Islam-সাইদুল ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saidul Islam-সাইদুল ইসলাম, Media/News Company, وزيربور, Barishal.

লেখক, গবেষক ও সম্পাদক
সাইদুল ইসলাম বরিশাল




আল্লাহ আমার রব,
আল্লাই আমার সব।




জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ারও মালিক আল্লাহ, তাই কোনো তাগুদের ভয় নাই আমার মনে।

01/10/2025

চরমোনাই লীগের দা লাল। তাই তাদের সাথে ঐক্যের প্রশ্নই উঠে না।

আমিও বলি, চরমোনাইকে বাদ দিয়ে আপনারা বাকি ইসলামী দলগুলো ঐক্য গড়ে তুলুন। তবুও যেন অন্যকোন সেক্যুপন্থী শরিয়া বিরোধীর কোলে গিয়ে যেন না বসেন।

চরমোনাই নাহয় খারাপ মেনে নিলাম।
আপনারা যারা ভালো, সবাই এক হোন, চরমোনাই ব্যতিত দেশে দেওবন্দি ধারার ৮-১০ টি ইসলামী দল আছে। আপনারা এক হোন। এক হয়ে জাতিকে ঐক্য বাস্তবায়ন করে প্রমাণ দিন যে আপনারা সহীহ পথে আছেন।

সারাটা দিন চরমোনাইকে গাইলায়া যদি দিন শেষে বিএনপির কোলে গিয়ে বসেন, বিশ্বাস করেন, আপনাদের জন্য কান্না করে মোনাজাতে দোয়া করা ভক্তগুলোই জুতা মেরে প্র তি বাদ করবে।

জনগণের হৃদয় আর তাদের নীরব কান্নার শব্দ দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, নাহয় দেশের জনতা ওলামাদের আদর কদর যেমন বেশি করতে জানে, ত্যমনি গাইলানোর ক্ষেত্রেও তারা পিএইচডি প্রাপ্ত।

সুতরাং নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করেনিন।

28/09/2025

লড়াইটা আদর্শিক!

আমরা নিজেরা বিজয় হওয়ার জন্য লড়াই করিনা, ইসলামকে বিজয় করার জন্য লড়াই করি।

তাই আদর্শিক লড়াইতে আদর্শকে পুরোপুরি সমুন্নত রেখেই লড়াই জারি রাখতে হবে।

এখানে যদি, কিন্তু অথবার কোন সুযোগ নাই।

ক্ষমতাই আমাদের কাছে মুখ্য না।

ক্ষমতা মুখ্য হলে আমরা অনেক আগেই ক্ষমতার চেয়ারে বসতে পারতাম। এমপি আর মন্ত্রীত্বের মজা নিতে পারতাম।

কিন্তু না! বরাবরই আমরা নীতির প্রশ্নে কাঁটাযুক্ত পথ বেছে নিয়েছি।

আওয়ামীলীগ আমলে আমরা একটা এমপি হয়নি। অফার কি আসেনি?, এসেছে । আমরা যাস্ট ইগনোর করেছি।

যাস্ট একটাই কারণ ইসলামের পক্ষে আলোটা জ্বালিয়ে রাখা।

এখনও সুযোগ আছে। ২০/৩০ টা এমপি নেওয়ার।

বিএনপিতো বসে আছে। লিয়াজোঁ করার জন্য পুরোনো পল্টনেও আসছে।

কিন্তু আমরা সাড়া দেইনি। সাড়া দিবো না। একটাই কারণ নীতি ও আদর্শ।

আমরা পথচলি ইসলামের জন্য। আমরা রাজনীতি করি ওপরওয়ালার সন্তুষ্টি হাসিলের জন্য।

আমাদের ব্যক্তির ত্রুটি থাকতে পারে। আমরা সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, ছোট হবো, কান্না করবো৷

কিন্তু দলগতভাবে আমরা কখনো ইসলামকে বায়োলেট
করতে পারিনা।

শরীয়ত আমাদের মানদণ্ড! সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। ইসলাম আমাদের চেতনা।

চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ। তবে ইসলামকে আদর্শ মেনেই পথ চলবো৷

আমরা সে কাফেলা— অনন্তকাল যাদের স্থায়ী ঠিকানা। দুনিয়া যাদের মুসাফিরখানা।

আমাদের কাছে ক্ষমতা এক প্রকার জরুরত। সবকিছুর মূল কেন্দ্র বিন্দু না।

পাংখা দিয়ে বাতাস করার অপবাদদাতারা কি এ নিউজ লিংকগুলোতে একবার নজর বুলিয়ে যাবেন?আল্লাহ চাইলে এর উসীলায় আপনাকে গীবত তোহমতের...
26/09/2025

পাংখা দিয়ে বাতাস করার অপবাদদাতারা কি এ নিউজ লিংকগুলোতে একবার নজর বুলিয়ে যাবেন?

আল্লাহ চাইলে এর উসীলায় আপনাকে গীবত তোহমতের গোনাহ থেকে হেফাজত করতে পারেন।

এটাকে মহাসমাবেশ ভেবে কেউ ভুল করবেন না,এটা জাস্ট গতকালকের একটা উপজেলা সমাবেশ মাত্র। ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা কতটুকু বে...
25/09/2025

এটাকে মহাসমাবেশ ভেবে কেউ ভুল করবেন না,
এটা জাস্ট গতকালকের একটা উপজেলা সমাবেশ মাত্র।

ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে, এবং মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে তা এবার সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হলেই বুঝা যাবে ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার উদ্যোগে বিশাল সভা অনুষ্ঠিত হয়।

ইন্টেরিম, কোথায় আছে মাওলানা মামুন? কেন ৫ আগষ্ট পরবর্তী সময়েও গুমের ভেতর দিয়ে যাবে এই দেশের মানুষ?
25/09/2025

ইন্টেরিম, কোথায় আছে মাওলানা মামুন? কেন ৫ আগষ্ট পরবর্তী সময়েও গুমের ভেতর দিয়ে যাবে এই দেশের মানুষ?

24/09/2025

কিছু মানুষ এমনিতেই আপনাকে পছন্দ করবেনা। ব্যাপারটি এমন নয় যে, আপনি তার কোনো ক্ষতি করেছেন।

আপনি, আমি সবার পছন্দে না থাকাটা স্বাভাবিক। আপনি যতই ভালো হোন না কেনো কিছু মানুষ এমনিতেই আপনাকে পছন্দ করবে না। তাদের মতামত আপনার মূল্য নির্ধারণ করে না।

নিজেকে নিয়ে খুশি থাকুন। অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে বেশি ভাববেন না।

ইতিবাচক দিকে মনোযোগ দিন। নেতিবাচক মানুষ ও পরিস্থিতি এড়িয়ে চলুন।

নিজের যত্ন নিন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন।

আপনার ভালোবাসার মানুষদের সাথে সময় কাটান। যারা আপনাকে মূল্য দেয় তাদের সাথে থাকুন।

মনে রাখবেন, জীবন একটা যাত্রা। সকলের মন জয় করার চেয়ে নিজের পথে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।

Saidul Islam-সাইদুল ইসলাম

খতিব সাহেবগণ এ জুমায় (২৬/৯/২৫) আলোচনা করতে পারেন।
24/09/2025

খতিব সাহেবগণ এ জুমায় (২৬/৯/২৫) আলোচনা করতে পারেন।

খতিব সাহেবগণ এ জুমায় (১৯/৯/২৫) আলোচনা করতে পারেন।
18/09/2025

খতিব সাহেবগণ এ জুমায় (১৯/৯/২৫) আলোচনা করতে পারেন।

সমকালীন বিষয়ভিত্তিক জুমআর বয়ান সন্মানিত ইমাম ও খতিব সাহেবগণ সংগ্রহ করে রাখতে পারেন আগামী জুমার বয়ানের জন্য আলোচ্য বিষ...
17/09/2025

সমকালীন বিষয়ভিত্তিক জুমআর বয়ান

সন্মানিত ইমাম ও খতিব সাহেবগণ সংগ্রহ করে রাখতে পারেন আগামী জুমার বয়ানের জন্য

আলোচ্য বিষয়ঃ উম্মতের প্রতি নবীজি ﷺ এর ভালোবাসা

13/09/2025

হাটহাজারীতে মাওলানা মামুন হক্ব এর সাথে যা হয়েছে তা মারাত্মক অন্যায়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, হাটহাজারী কর্তৃপক্ষ মেহমানের যথার্থ কদর করতে পারেনি। যার কারণে ছাতরা একপ্রকার তাকে অপমানিত করার সুযোগ পেয়েছে।

আমি মনে করি এর জন্য মাওলানা মামুন হক্বের কিছুটা দায় আছে, এই মানহাজী পোলাপান ও তাদের মুরব্বিরা বরাবর মাওলানা মামুন হক্ব থেকে প্রশ্রয় পেয়ে এসেছে, যখন গোটা ইসলামী রাজনৈতিক দলগুলো মুরতাদ কাফের জিন্দিক বলে তীব্র ভাষায় গালাগাল করা হতো তখনো এই মাওলানা সাথে চমৎকার সম্পর্ক ছিলো মৌলভী গুনবী, আলি হাসান উসামা, হারুন ইজহারদের সাথে, এখনো আছে।

আজকে গুনভী বক্তব্য কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে মন্তব্য করছে।

মানহাজী নামক জাহেল মূর্খ উগ্র বেয়াদব পোলাপান সবসময় এই মাওলানা হ্ক্বের কাছে প্রশ্রয় পেয়েছে, এবং মাওলানা হক্বের ফ্যান ফলোয়ার বেশী মানহাজি গ্রুপের পোলাপান।

আজ সেই মানহাজী গ্রুপের পোলাপান তাকেই হাটহাজারীতে তাকে গণতন্ত্র কুফরি গণতন্ত্র কুফরি বলে পিছন থেকে অপমান করেছে।

তয় আমার কাছে মনে হয় এইটা আল্লামা শাহ আহমদ শফি রহ. এর বদদোয়ার কারণেও হতে পারে, আল্লামা শাহ আহমদ শফি রহ. হায়াতের শেষ সময়ে হামলার সাথে এই মাওলানা কিছু নাম পাওয়া যায় অনেকেই বলেন এই মাওলানা তখনকার সময় অন্যতম উস্কানি দাতা ছিলো।

তবে যাই হোক এই উগ্র বেয়াদব মানহাজি পোলাপানকে রুখতে না পারলে এই শান্ত দেশকে ওলামা ও ইসলামূ রাজনৈতিক এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। সামগ্রিক উন্নতির বিষয়গুলিকে ধ্বংস করে দিতে পারে। তাই সচেতন মহল সাবধান হতে হবে।

- Saidul Islam-সাইদুল ইসলাম

খতিব সাহেবগণ এ জুমায় (১২/৯/২৫) আলোচনা করতে পারেন।
11/09/2025

খতিব সাহেবগণ এ জুমায় (১২/৯/২৫) আলোচনা করতে পারেন।

18/05/2025

বেশ্যারা হিস্যা বুঝে নিতে মহাসড়কে বিছানা পাততে চাইছে! পতিতালয়ে হিস্যা নিয়ে ঝামেলা হইছে নাকি? একদিকে বেশ্যারা রাস্তায় নেমে পড়েছে, অন্যদিকে খদ্দেররাও মায়া কান্না দেখাচ্ছে!

সহজ সমাধান— বেশ্যারা ঘরে ফিরে যাক, খদ্দেররা বেশ্যাখানায় গিয়ে হিস্যা বুঝিয়ে দিয়ে আসুক! ভাদ্রের কুকুর টঙ দোকানের তলেই মানায়...

Address

وزيربور
Barishal
12345

Telephone

+8801961225733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Islam-সাইদুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidul Islam-সাইদুল ইসলাম:

Share