17/05/2025
[[রাসূল সা. ও الضب 'দব' বা সান্ডার মজার কথপোকথন]]
.....................✍️ Saidul Islam-সাইদুল ইসলাম
-সান্ডা বা الضب নিয়ে তো কত ধরনের উদ্ভট পোস্ট ও হাসিতামাশা শুরু হয়েছে, চলুন এবার সান্ডা নিয়ে নবীজি সা.'র মো'জেযা সংবলিত একটি মজার হাদীস শুনি। তার আগে জেনে রাখা ভালো, -আরবীদের ضب-টাই সান্ডা কিনা এটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ কোনো অভিধানে এর সঠিক সমাধান নেই, তবে সমস্ত অভিধান একত্রিত করলে সান্ডা হওয়ারই প্রবল সম্ভাবনা পাওয়া যায়। এবার চলুন হাদীসের দিকে যাই.....-
"হযরত উমর রা. থেকে বর্ণিত, একদা রাসূল সা. তাঁর সাহাবীদেরকে নিয়ে একটি মজমায়ে অবস্থান করছিলেন, এমন সময়ে বনু সুলাইম গোত্রের একজন বেদুঈন ব্যক্তি উপস্থিত হলো, যার কাছে একটি الضب (সান্ডা) ছিলো, — সে সেটিকে শিকার করে নিজের কাপড়ের ভেতর লুকিয়ে রেখেছিল।
সে যখন শিকার শেষে তার বাড়িতে ফিরছিল, পথে কিছু লোকের ভিড় দেখতে পেলো,
-কৌতুহল হয়ে- জিজ্ঞাসা করলো, “এখানে লোকদের ভিড় কিসের?” তারা বলল, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি দাবি করতেছেন যে তিনি নাকি - আল্লাহর প্রেরিত পয়গাম্বর।”
বেদুঈন লোকটি - রাগান্বিত হয়ে- সবার ভিড় ঠেলে রাসূলুল্লাহ সা.-এর সামনে এসে দাঁড়াল এবং বলল:
“হে মুহাম্মদ! নারীরা যত মানুষ জন্ম দিয়েছে, তাদের মধ্যে তোমার চেয়ে অধিক মিথ্যাবাদী এবং তোমার চেয়ে অধিক তুচ্ছ ব্যক্তি কাউকে আমি দেখিনি। যদি আমার ক্বওম আমাকে তাড়াহুড়া করা লোক বলে অপবাদ না দিতো, তাহলে আমি এখনই তোমাকে হত্যা করে ফেলতাম, তোমাকে হত্যা করে সকল মানুষকে খুশি করে দিতাম।”
উমর (রাঃ) তখন -রাগে টগবগ খেয়ে- বললেন, “হে আল্লাহর রাসূল! আমাকে ইজাজত দিন, আমি ওকে হত্যা করে ফেলি।”
রাসূল সা. বললেন:
“হে উমর! তুমি কি জানো না? যে ব্যক্তি ধৈর্যশীল, সেই-ই নবী হওয়ার যোগ্যতা রাখে?” (তথা সবর করা সমস্ত নবীদের গুণ,সুতরাং তুমি সবর করো"!)
এরপর বেদুঈন আবার এগিয়ে এসে বলল, “শপথ (মূর্তি) লাত ও উজ্জার! আমি তোমার উপর কখনোই ঈমান আনবো না, যতক্ষণ না এই ضب (সান্ডা) তোমার উপর ঈমান না আনবে।”
তারপর সে তার জামা থেকে সেই ضب (সান্ডাটি) বের করে রাসূলুল্লাহ (সা.)-এর সামনে রেখে বলল:
“যদি এই ضب তোমার উপর ঈমান আনে, তাহলে আমিও ঈমান আনবো।”
তখন রাসূলুল্লাহ সা. বললেন:
“ ياضب"
(হে সান্ডা)!
তখন সেই ضب (সান্ডা) স্পষ্ট আরবী ভাষায় কথা বলা আরম্ভ করে দিলো, যা সবাই বুঝতে পারল:
সান্ডা বলতে লাগলো,
" لَبَّيْكَ وَسَعْدَيْكَ، يَا رَسُولَ رَبِّ الْعَالَمِينَ .
“ হে সমগ্র জগতের প্রতিপালকের রাসূল! হাজির আছি, প্রস্তুত আছি।
রাসূলুল্লাহ (সা.) জিজ্ঞাসা করলেন:
“তুমি কার এবাদত করো?”
দব (সান্ডা) জবাব দিলো,
: الَّذِي فِي السَّمَاءِ عَرْشُهُ، وَفِي الْأَرْضِ سُلْطَانُهُ، وَفِي الْبَحْرِ سَبِيلُهُ، وَفِي الْجَنَّةِ رَحْمَتُهُ، وَفِي النَّارِ عَذَابُهُ.
“আমি এবাদত করি সেই সত্তার, যিনি আরশ ও আসমানে মালিক, যিনি পৃথিবীর বাদশাহ, যিনি সমুদ্রেও পথ করতে সক্ষম, জান্নাতে যার রহমত বহমান, জাহান্নামে যার শাস্তি অবিরাম।”
রাসূলুল্লাহ (সা.) বললেন:
“তবে আমি কে, হে দব" ( হে সান্ডা)!
দব (সান্ডা) জবাব দিলো,
: أَنْتَ رَسُولُ رَبِّ الْعَالَمِينَ، وَخَاتَمُ النَّبِيِّينَ، قَدْ أَفْلَحَ مَنْ صَدَّقَكَ، وَقَدْ خَابَ مَنْ كَذَّبَكَ.
“আপনি হলেন সকল জগতের প্রতিপালকের রাসূল এবং সর্বশেষ আখেরী নবী। যে আপনাকে সত্য বলে মেনে নিয়েছে, সে সফল হয়েছে। আর যে আপনাকে মিথ্যাবাদী মনে করেছে, সে ধ্বংস হয়েছে।”
তখন বেদুঈন ব্যক্তি চিৎকার করে কালেমায়ে শাহাদাত বলা আরম্ভ করলো,
: أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا ..
“আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর প্রকৃত রাসূল।”
কা"লেমা পড়ে মু"সল'মান হয়ে গেলেন।
[[সুবহানাল্লাহ]]
সান্ডা নিয়ে আলতু ফালতু পোস্ট না করে নববী যুগের মজার এই গল্পটি শেয়ার করি।
▪️এই হাদীসটি ইমাম বায়হাকী তাঁর “দালায়িলুন্নুবুওয়াহ” (৬/৩৬) গ্রন্থে এবং আবু নু’ঈম তাঁর “দালায়িল” (২৭৫) নামক কিতাবে উল্লেখ করেছেন, মুহাম্মাদ ইবনু আলী আস-সুলামী (রহ.) এর সূত্রে।
[ছবিটি কাল্পনিক]