Saidul Islam-সাইদুল ইসলাম

Saidul Islam-সাইদুল ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saidul Islam-সাইদুল ইসলাম, Media/News Company, وزيربور, Barishal.

খতিব সাহেবগণ আগামী জুমায় (১৫/০৮/২৫) আলোচনা করতে পারেন।
08/08/2025

খতিব সাহেবগণ আগামী জুমায় (১৫/০৮/২৫) আলোচনা করতে পারেন।

খতিব সাহেবগণ  জুমার বয়ানঃ ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার। সাপ্তাহিক নিয়মিত জুমার বয়ান পেতে Saidul Islam-সাইদুল ইসলাম...
04/08/2025

খতিব সাহেবগণ জুমার বয়ানঃ ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার। সাপ্তাহিক নিয়মিত জুমার বয়ান পেতে Saidul Islam-সাইদুল ইসলাম পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।।

জুমার বয়ান,,বিষয়,,,শয়তান সম্পর্কে বিস্তারিত আলোচনা ।১ শয়তানের নাম ও পরিচয় ২ শয়তান জিন নাকি ফেরেশতা ৩ শয়তানের আকার...
03/08/2025

জুমার বয়ান,,
বিষয়,,,শয়তান সম্পর্কে বিস্তারিত আলোচনা ।
১ শয়তানের নাম ও পরিচয়
২ শয়তান জিন নাকি ফেরেশতা
৩ শয়তানের আকার আকৃতি ও বংশধর
৪ শয়তানের খাদ্য
৫ শয়তান সম্পর্কে সতর্কতা
৬ শয়তানের শয়তানি মিশন।
সাপ্তাহিক নিয়মিত জুমার বয়ান পেতে Saidul Islam-সাইদুল ইসলাম পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।।

25/05/2025

ঐক্যবদ্ধ হলে চরমোনাই পীর প্রধানমন্ত্রী, জামায়াতের আমির রাষ্ট্রপতি এবং শাইখুল হাদিস স্পিকার হতে পারে: ডঃ ফায়জুল হক || Dr Foyjul Haq

18/05/2025

বেশ্যারা হিস্যা বুঝে নিতে মহাসড়কে বিছানা পাততে চাইছে! পতিতালয়ে হিস্যা নিয়ে ঝামেলা হইছে নাকি? একদিকে বেশ্যারা রাস্তায় নেমে পড়েছে, অন্যদিকে খদ্দেররাও মায়া কান্না দেখাচ্ছে!

সহজ সমাধান— বেশ্যারা ঘরে ফিরে যাক, খদ্দেররা বেশ্যাখানায় গিয়ে হিস্যা বুঝিয়ে দিয়ে আসুক! ভাদ্রের কুকুর টঙ দোকানের তলেই মানায়...

[[রাসূল সা. ও الضب 'দব' বা সান্ডার মজার কথপোকথন]].....................✍️ Saidul Islam-সাইদুল ইসলাম -সান্ডা বা الضب নিয়ে ...
17/05/2025

[[রাসূল সা. ও الضب 'দব' বা সান্ডার মজার কথপোকথন]]
.....................✍️ Saidul Islam-সাইদুল ইসলাম

-সান্ডা বা الضب নিয়ে তো কত ধরনের উদ্ভট পোস্ট ও হাসিতামাশা শুরু হয়েছে, চলুন এবার সান্ডা নিয়ে নবীজি সা.'র মো'জেযা সংবলিত একটি মজার হাদীস শুনি। তার আগে জেনে রাখা ভালো, -আরবীদের ضب-টাই সান্ডা কিনা এটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ কোনো অভিধানে এর সঠিক সমাধান নেই, তবে সমস্ত অভিধান একত্রিত করলে সান্ডা হওয়ারই প্রবল সম্ভাবনা পাওয়া যায়। এবার চলুন হাদীসের দিকে যাই.....-

"হযরত উমর রা. থেকে বর্ণিত, একদা রাসূল সা. তাঁর সাহাবীদেরকে নিয়ে একটি মজমায়ে অবস্থান করছিলেন, এমন সময়ে বনু সুলাইম গোত্রের একজন বেদুঈন ব্যক্তি উপস্থিত হলো, যার কাছে একটি الضب (সান্ডা) ছিলো, — সে সেটিকে শিকার করে নিজের কাপড়ের ভেতর লুকিয়ে রেখেছিল।

সে যখন শিকার শেষে তার বাড়িতে ফিরছিল, পথে কিছু লোকের ভিড় দেখতে পেলো,

-কৌতুহল হয়ে- জিজ্ঞাসা করলো, “এখানে লোকদের ভিড় কিসের?” তারা বলল, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি দাবি করতেছেন যে তিনি নাকি - আল্লাহর প্রেরিত পয়গাম্বর।”

বেদুঈন লোকটি - রাগান্বিত হয়ে- সবার ভিড় ঠেলে রাসূলুল্লাহ সা.-এর সামনে এসে দাঁড়াল এবং বলল:

“হে মুহাম্মদ! নারীরা যত মানুষ জন্ম দিয়েছে, তাদের মধ্যে তোমার চেয়ে অধিক মিথ্যাবাদী এবং তোমার চেয়ে অধিক তুচ্ছ ব্যক্তি কাউকে আমি দেখিনি। যদি আমার ক্বওম আমাকে তাড়াহুড়া করা লোক বলে অপবাদ না দিতো, তাহলে আমি এখনই তোমাকে হত্যা করে ফেলতাম, তোমাকে হত্যা করে সকল মানুষকে খুশি করে দিতাম।”

উমর (রাঃ) তখন -রাগে টগবগ খেয়ে- বললেন, “হে আল্লাহর রাসূল! আমাকে ইজাজত দিন, আমি ওকে হত্যা করে ফেলি।”

রাসূল সা. বললেন:

“হে উমর! তুমি কি জানো না? যে ব্যক্তি ধৈর্যশীল, সেই-ই নবী হওয়ার যোগ্যতা রাখে?” (তথা সবর করা সমস্ত নবীদের গুণ,সুতরাং তুমি সবর করো"!)

এরপর বেদুঈন আবার এগিয়ে এসে বলল, “শপথ (মূর্তি) লাত ও উজ্জার! আমি তোমার উপর কখনোই ঈমান আনবো না, যতক্ষণ না এই ضب (সান্ডা) তোমার উপর ঈমান না আনবে।”

তারপর সে তার জামা থেকে সেই ضب (সান্ডাটি) বের করে রাসূলুল্লাহ (সা.)-এর সামনে রেখে বলল:

“যদি এই ضب তোমার উপর ঈমান আনে, তাহলে আমিও ঈমান আনবো।”

তখন রাসূলুল্লাহ সা. বললেন:
“ ياضب"
(হে সান্ডা)!

তখন সেই ضب (সান্ডা) স্পষ্ট আরবী ভাষায় কথা বলা আরম্ভ করে দিলো, যা সবাই বুঝতে পারল:

সান্ডা বলতে লাগলো,

" لَبَّيْكَ وَسَعْدَيْكَ، يَا رَسُولَ رَبِّ الْعَالَمِينَ .

“ হে সমগ্র জগতের প্রতিপালকের রাসূল! হাজির আছি, প্রস্তুত আছি।

রাসূলুল্লাহ (সা.) জিজ্ঞাসা করলেন:
“তুমি কার এবাদত করো?”

দব (সান্ডা) জবাব দিলো,

: الَّذِي فِي السَّمَاءِ عَرْشُهُ، وَفِي الْأَرْضِ سُلْطَانُهُ، وَفِي الْبَحْرِ سَبِيلُهُ، وَفِي الْجَنَّةِ رَحْمَتُهُ، وَفِي النَّارِ عَذَابُهُ.

“আমি এবাদত করি সেই সত্তার, যিনি আরশ ও আসমানে মালিক, যিনি পৃথিবীর বাদশাহ, যিনি সমুদ্রেও পথ করতে সক্ষম, জান্নাতে যার রহমত বহমান, জাহান্নামে যার শাস্তি অবিরাম।”

রাসূলুল্লাহ (সা.) বললেন:
“তবে আমি কে, হে দব" ( হে সান্ডা)!

দব (সান্ডা) জবাব দিলো,

: أَنْتَ رَسُولُ رَبِّ الْعَالَمِينَ، وَخَاتَمُ النَّبِيِّينَ، قَدْ أَفْلَحَ مَنْ صَدَّقَكَ، وَقَدْ خَابَ مَنْ كَذَّبَكَ.

“আপনি হলেন সকল জগতের প্রতিপালকের রাসূল এবং সর্বশেষ আখেরী নবী। যে আপনাকে সত্য বলে মেনে নিয়েছে, সে সফল হয়েছে। আর যে আপনাকে মিথ্যাবাদী মনে করেছে, সে ধ্বংস হয়েছে।”

তখন বেদুঈন ব্যক্তি চিৎকার করে কালেমায়ে শাহাদাত বলা আরম্ভ করলো,

: أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا ..

“আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর প্রকৃত রাসূল।”
কা"লেমা পড়ে মু"সল'মান হয়ে গেলেন।

[[সুবহানাল্লাহ]]

সান্ডা নিয়ে আলতু ফালতু পোস্ট না করে নববী যুগের মজার এই গল্পটি শেয়ার করি।

▪️এই হাদীসটি ইমাম বায়হাকী তাঁর “দালায়িলুন্নুবুওয়াহ” (৬/৩৬) গ্রন্থে এবং আবু নু’ঈম তাঁর “দালায়িল” (২৭৫) নামক কিতাবে উল্লেখ করেছেন, মুহাম্মাদ ইবনু আলী আস-সুলামী (রহ.) এর সূত্রে।

[ছবিটি কাল্পনিক]

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডে...
15/05/2025

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডেকে তুলে।

ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল।

মেয়েটা ঘুমঘুম চোখে অবাক হয়। এতরাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা-মা কোন প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে।

যেহেতু বাবা-মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে।

কিছুদূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা-মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে।

মেয়টা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে। কিন্তু বাবা-মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখেমুখে তখনও ঘুমঘুম ভাব ছিল।

কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা-মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে।

কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে।

মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না।

তারপর বাবা-মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গোঙ্গাচ্ছিল শুধু।

তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে, চারদিকে র*ক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা।

পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা-মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এ ঘটনা শনিবারের।

পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লা*শ দেখতে পায়।

লা*শ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা-মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে।

তারপর মেয়ের চাচা এবং বাবা-মা মিলে প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না।

এর দুইদিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা-মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে থানায় নিয়ে আসে।

তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে।

বাবা-মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে। কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে।

একপর্যায়ে যখন জোরলো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লু গুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে।

বাবা-মা তখনও স্বীকার করেনি। কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা-মা ও বুঝে যায় বাঁচার আর কোন পথ নেই।

তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমও স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে।

তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায়- প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেরেছে।

প্রতিবেশীদের সাথে তাদের একটা ৩২ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে।

তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে।

এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই ৩২ বিঘা জমিটা দখল দিয়ে নিজেদের করে নিতে পারবে।

এজন্যেই তারা ২৭ জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয়।

এ স্বীকারোক্তি গুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন।

তাছাড়া মেয়েটাকে কিভাবে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও বাবা-মায়ের কাছ থেকেই পুলিশ নিয়েছে।

জান্নাতী মেয়েটার বয়স খুব বেশি না, ১৫ বছর বয়স মাত্র। পড়াশোনা করত ক্লাস নাইনে।

গ্রামের সবাই এ ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্যে শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিল- মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল।

মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে- মেয়টা পড়াশোনায় অনেক ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিতো। হয়তো ভালো একটা রেজাল্টও করতো।

আমাদের চারপাশে কতশত দম্পতির সন্তান হয়না বিধায় এ হসপিটাল থেকে ও হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন পার করে। একটা সন্তানের জন্যে কত হাহাকার করে।

অথচ সামান্য কিছু জমির জন্যে নিজ বাবা-মা আর চাচির হাতেই খুন হতে হলো হাসিখুশি মেয়ে জান্নাতির

10/05/2025

আহ! বিএনপি!
এভাবে কেউ জনগণের মুখোমুখি দাঁড়ায়! এভাবে কেউ নিজেদের সম্ভাবনাকে গলাটিপে হত্যা করে!

বিএনপি ছাড়া আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে সবাই আজ ঐক্যবদ্ধ!

শুধু বিএনপি নাই!

বিএনপি ভুলে গেছে বেগম জিয়ার কান্নার কথা!
জানাব তারেক রহমানের নির্বাসনের কথা!
৫০ লক্ষ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার কথা!
ভুলে গেছে গুম, খুন আর নির্যাতনের কথা! ভুলে গেছে ইলিয়াস আলীর স্ত্রীর চোখের পানির কথা!

ক্ষমাতার লোভ কি বিএনপিকে অন্ধ করে ফেলল! বিএনপিকে বিবেকহীন আর বোবা করে দিলো?

ভারত চায় না বলে বিএনপিও কি চায় না আওয়ামীলীগ নিষিদ্ধ হোক?

নাকি বিএনপির ভিতর ডুবে থাকা আওয়ামীলীগ বিএনপিকে এ আত্মহত্যার দিকে ঠেলে দিলো?

বিএনপি আওয়ামীলীগ নিষিদ্ধের ইস্যাুতে সত্যি হেরে গেলো!

বিএনপিকে হয় ভারত হারিয়ে দিলো। না হয় বিএনপির ভিতরে বসে থাকা আওয়ামীলীগ বিএনপিকে হারিয়ে দিলো।

09/05/2025

উপদেষ্টাদের সামনে দুটি অপশন।

১.যদি বলেন, জুলাই আন্দোলন সঠিক ছিল, তাহলে আন্দোলনের দাবী গুলি সঠিক,সৈরাচারীর পতন হওয়াও সঠিক, তাদের উপদেষ্টা হওয়াও সঠিক, সুতরাং ফ্যাসিস্টদের দ্রুত বিচার হওয়াও আবশ্যক।

২.যদি বলেন, জুলাই আন্দোলন সঠিক ছিল না,তাহলে তো তারা ফ্যাসিস্ট ছিলনা,তাদের পালানোও সঠিক নয়, সর্বোপরি বর্তমান ক্ষমতায় আসিনদের উপদেষ্টা হওয়াও সঠিক নয়, এটা ঘোষণা করে দিলেই তো হয়।

অতএব
যদি বলেন তারাই ভালো ছিল,
তাহলে আপনারা কেন ক্ষমতায়?
যদি বলেন তারা ফ্যাসিস্ট ছিল,
তাহলে বিচার কেন দ্রুত নয়?

08/05/2025

খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?

তা ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

06/05/2025

মুফতি ফয়জুল করিম সাহেব বলেছেন, "আমি প+র্দা করি, আমি একজন বেগানা নারীর সামনে যেতে চাই না।" এখন কেউ যদি এমন কথা বলেন, তাহলে আপনি কি তাকে বাধ্য করবেন এই বলে যে, "না, আমি সাংবাদিক, আমার চেহারাটা আপনাকে দেখতেই হবে"? এটা কেমন কথা?

আসলে, এ বিষয়ে আমাদের অবশ্যই সজাগ থাকা উচিত। আপনি একদিকে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন, আবার প+র্দা মানবেন না? নারীদের সামনে প+র্দা ছাড়া স্বাচ্ছন্দ্যে কথা বলবেন, নারীদেরকে পুরুষদের মাঝে নিয়ে আসবেন, হাসাহাসি করবেন—এটা কেমন ইসলাম? এখন অনেক নেতাকে দেখা যায় নারীদের নিয়ে টকশো করছে, আবার কী আনন্দের সাথেই না করছে!

অতএব, মুফতি ফয়জুল করিম সাহেব যা করেছেন, তা অবশ্যই সঠিক। আমাকেও টিভি চ্যানেলে কথা বলার জন্য ডাকা হয়েছিল। আমি প্রথমেই জিজ্ঞেস করেছি—উপস্থাপক পুরুষ, না মহিলা? যারা জানিয়েছে যে নারী উপস্থাপিকা থাকবে—এই কারণে আমি সেখানে যাইনি।

যারা এখনই দ্বীন বুঝে না, মানে না—তারা ক্ষমতায় গিয়ে কীভাবে দ্বীন প্রতিষ্ঠা করবে?

তাহলে এদের দ্বীন, এটা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর দ্বীন নয়; এটা আব্রাহাম লিংকনের গণতন্ত্রের দ্বীন!

06/05/2025

ধৈর্যের যুদ্ধ অনেক ভয়ংকর।🥰🌻

Address

وزيربور
Barishal
12345

Telephone

+8801961225733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Islam-সাইদুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidul Islam-সাইদুল ইসলাম:

Share