01/10/2025
চরমোনাই লীগের দা লাল। তাই তাদের সাথে ঐক্যের প্রশ্নই উঠে না।
আমিও বলি, চরমোনাইকে বাদ দিয়ে আপনারা বাকি ইসলামী দলগুলো ঐক্য গড়ে তুলুন। তবুও যেন অন্যকোন সেক্যুপন্থী শরিয়া বিরোধীর কোলে গিয়ে যেন না বসেন।
চরমোনাই নাহয় খারাপ মেনে নিলাম।
আপনারা যারা ভালো, সবাই এক হোন, চরমোনাই ব্যতিত দেশে দেওবন্দি ধারার ৮-১০ টি ইসলামী দল আছে। আপনারা এক হোন। এক হয়ে জাতিকে ঐক্য বাস্তবায়ন করে প্রমাণ দিন যে আপনারা সহীহ পথে আছেন।
সারাটা দিন চরমোনাইকে গাইলায়া যদি দিন শেষে বিএনপির কোলে গিয়ে বসেন, বিশ্বাস করেন, আপনাদের জন্য কান্না করে মোনাজাতে দোয়া করা ভক্তগুলোই জুতা মেরে প্র তি বাদ করবে।
জনগণের হৃদয় আর তাদের নীরব কান্নার শব্দ দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, নাহয় দেশের জনতা ওলামাদের আদর কদর যেমন বেশি করতে জানে, ত্যমনি গাইলানোর ক্ষেত্রেও তারা পিএইচডি প্রাপ্ত।
সুতরাং নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করেনিন।