Shamim Ahmad BD 89

Shamim Ahmad BD 89 ধ্বংস তার জন্য" যার আজকে দিনটি "গতকাল অপেক্ষা উত্তম হইল না!
আল হাদিস হালাল উপার্জন করবো, দরকার হয় কম খাবো,
(4)

11/06/2025

রেল লাইনের উপরে টাকার কয়েন রাখলে তা নাকি চ্যাপ্টা হয়, কতটুকু সত্যি!

@সেরা ফ্যান

10/06/2025

যার শিরক বিদআতের বিরুদ্ধে ঘৃণা নাই সে আবার কিসের মুসলমান!!

07/06/2025

🌙ঈদের শুভেচ্ছা বিনিময়ে রাসুল (সঃ) সাহাবীদের সাথে দেখা হলে একে অপরকে বলতেন -
🌠 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
এর অর্থ:- (আল্লাহ আমার এবং আপনার সৎকর্মগুলো কবুল করুক)
ঈদ মোবারক বলার মধ্যে কোন ফায়দা নাই "
অতএব, আসুন আমরা একটি হারিয়ে যাওয়া সুন্নাহকে জাগ্রত করি।

05/06/2025

ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এমন কথা কেউ বলবেন না"
এতে ইসলামকে ছোট করা হয়। অন্য ধর্মগুলোকে কিছুটা হলেও প্রাধান্য দেওয়া হয়!
আমাদের বলা উচিত ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত কোন ধর্মই নাই।
যা আছে তা মানুষের তৈরি মনগড়া ধ্বংসের পথ।

24/05/2025

পূর্বের বছরের মত চলতি বছরও মনে করিয়ে দিতে চাই জিলহজ্ব মাসের চাঁদ দেখার আগ থেকে কুরবানীর পশু জবেহ করার আগ পর্যন্ত যিনি কোরবানি দিবেন শুধু ওই ব্যক্তি তার শরীরের "নখ "চুল "দাড়ি "বা যাবতীয় লোম কাঁটা থেকে বিরত থাকুন.....
এটি রাসুল (সঃ) এর হুকুম। তাই আলেমদের মধ্যে এটিকে কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছে মুস্তাহাব।
যেহেতু ওয়াজিব ছুটে গেলে গুনাহ হবে। তাই উপরোক্ত হুকুমটি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি।

12/05/2025

ইসলামি শাসনব্যবস্থার নাম হলো খেলাফত। খেলাফত সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা নামক রাষ্ট্রে। আর এরাষ্ট্র পরিচালনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ পৃথিবির মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন। উল্লেখ্য তিনিই পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র-কাঠামোর প্রবর্তক এবং সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থারেও তিনি বিরল দৃষ্টান্ত। মদিনার সনদ, হুদাবিয়ার সন্ধি ও বিদায় হজ্বের ভাষণে যা পরিলক্ষিত। সর্বশেষ ১৯২৪ খ্রিস্টাব্দে উসমানি খিলাফতের খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসনের মধ্য দিয়ে কামাল আতাতুর্কের আনুষ্ঠানিক খিলাফত বিলুপ্তির ঘোষণা আসে। খিলাফতে নির্বাচন পদ্ধতি বহুমুখী। ইসলামের দৃষ্টিতে তিনটি (৩) বিষয়ের সমষ্টি, ১. সাক্ষ্য প্রদান ২. সুপারিশ ৩. প্রতিনিধিত্বের সনদ প্রদান। অর্থাৎ কোন প্রার্থীকে ভোট দেওয়া মানে ওই প্রার্থী ভালো এবং যোগ্য বলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। তিনি ভালো এবং যোগ্য বলে আপনি সুপারিশ করছেন। তিনি ভালো এবং যোগ্য বলে আপনি তার প্রতিনিধিত্বের বৈধতার সনদ প্রদান করছেন। ইসলামে প্রতিদ্বন্দ্বিদের পক্ষে-বিপক্ষে সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, সনদ দেওয়া এ তিনটি জিনিসেই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতরও। তাই সর্বাধিক সতর্কতার বিকল্প নেই। ভোটের ক্ষেত্রে উল্লেখিত তিনটি বিষয় অত্যান্ত গুরিত্বপূর্ণ। আপনি যার পক্ষে সাক্ষ্য দিলেন বাস্তবেই যদি তিনি ভালো এবং যোগ্য হন এক্ষেত্রে আপনার সাক্ষ্যটা হবে সত্য সাক্ষ্য, অন্যথায় মিথ্যা। আর মিথ্যা সাক্ষ্য যে বড় গুনাহ ও হারাম( নিষিদ্ধ) কাজ।

সহিহ বুখারির একটি বর্ণনায় রয়েছে হযরত আবু বকর (রা.) বলেন যে, রাসুলুল্লাহ একদা এক জায়গায় হেলান দিয়ে বসা অবস্থায় তিনবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে কবীরা গুনাহগুলোর মধ্যে বড় কবীরা গুনাহের কথা বলব? সাহাবীরা হ্যাঁ সূচক উত্তর দেওয়ার পর তিনি বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, পিতা-মাতার অবাধ্যতা (এ দুটি কথা বলার পর তিনি সোজা হয়ে বসলেন) এবং বললেন, শুনে নাও! মিথ্যা সাক্ষ্য অনেক বড় কবীরা গুনাহ। বিখ্যাত হাদিস বিশারদ শামসুদ্দীন যাহাবী রাহঃ মিথ্যা সাক্ষ্যকে চারটি বড় গুনাহের সমষ্টি বলে আখ্যা দিয়েছেন। সেগুলো হলো ১. মিথ্যা সাক্ষ্য ২. যার বিরুদ্ধে সাক্ষী তার উপর জুলুম। ৩. যার পক্ষে মিথ্যা সাক্ষ্য তার উপরেও জুলুম। কারণ, সে যা কিছু পাওয়ার যোগ্য ছিল না মিথ্যা সাক্ষীর ফলে তাকে তার অধিকারী করা হলো।

25/04/2025

বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেছে..

23/04/2025

আহালে হাদীশ মসজিদ ভাঙ্গার মূল কারন-
জেনে নেয়া যাক!
১/সালাতে উচ্চস্বরে আমিন বলে!

২/সালাতে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাড়ায় - যাতে কোন ফাঁকা জায়গা না থাকে।

৩/ ফরজ সালাতের পরে ঈমাম সাহেবের সাথে সম্মিলিত মোনাজাত ধরে না, সুন্নাহ মোতাবেক দোয়া ও তাজবীহ্ পাঠ করে। যার বর্ননায় অনেক ফায়দা।

৪/ রুকুতে যাবার আগে - রফুলইয়াদান করে।

৫/ তারা গনতন্ত্রকে হারাম মনে করে - ভোটিং পদ্ধতিতে নয় - যোগ্য ব্যক্তি দ্বারা ইসলামিক খেলাফতে দেশ চলবে এই নীতির উপর তারা অটল।

৬// আহালে হাদিশ /সালাফিরা কোরআন সুন্নাহের বাহিরে মনগড়া পদ্ধতিতে কোন এবাদত করে না।

৭// প্রচলিত শির্ক বিদাতের বিরুদ্ধে তারা সর্বোচ্চ কঠোর।
৮// প্রচলিত মিলাদ ক্বিয়াম, শবে-বরাত, মৃত ব্যক্তির নামে চল্লিশা খাওয়ানো কে তারা বিদআত মনে করে।

আরও অনেক ঘটনা আছে যা আপাদত মনে পরছে না!
এসব কারনে আমাদের সমাজের নামধারী হানাপিরা আহালে হাদিশদের উপর চরম ঘৃণা পোষন করে! যার ফলাফল বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় তারা আহালে হাদিশদের সমজিদ ভেঙ্গেছে।
আর এসব ঘটনায় আমাদের দেশের প্রভাবশালী হানাপি হুজুররা বরাবরই নিরব ভূমিকা পালন করে আসছে।

শুরুটা হয়েছিল ফখরুদ্দিন সরকারের পুলিশ দি‌য়ে, তারপর শেখ হাসিনা সরকারের পুলিশ, এখন ড. ইউনূস সরকারের পুলিশ আছি। পরবর্তীতে ...
16/04/2025

শুরুটা হয়েছিল ফখরুদ্দিন সরকারের পুলিশ দি‌য়ে, তারপর শেখ হাসিনা সরকারের পুলিশ, এখন ড. ইউনূস সরকারের পুলিশ আছি। পরবর্তীতে হয়তো আরেকটি সরকারের পুলিশ হবো। কিন্তু জনগণের পুলিশ হওয়ার স্বপ্নটা অধরাই রয়ে গেল। সবাই শুধু বলে জনগনের পুলিশ হতে কিন্তু সেই পরিবেশটা কেউ করে দিতে চায় না। বাংলা‌দেশ পুলিশ ছাড়া কেউ পুলিশের সংস্কার চায় না। খুবই দুঃখজনক বিষয়।


15/04/2025

দুনিয়া হল পরীক্ষার স্থান"
আর জান্নাত হল বিশ্রামের স্থান।

(তিরমিজি ২৪০২)

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Ahmad BD 89 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category