
22/09/2023
সে আমায় ধোঁকা দিল,আজ ধোঁকা খেয়েও নিজেকে পরাজিত সৈনিক মনে হচ্ছে না।। শুধু মনে হচ্ছে আমি মিথ্যাবাদী নই, বিশ্বাসঘাতক নই,কারো ভালোবাসা নিয়ে খেলা করি নাই।। বরং মনে হচ্ছে আমি তো র্নিদোষ,কাউরে ঠকায়ই নাই শুধু ভুল মানুষকে ভালোবাসছি।।র্নিবোধ ছিলাম বুঝতে পারি নাই,সে যে বিশ্বাসঘাতক,ধোকাবাজ।।🌸😓