
19/04/2023
আমাদের বিয়ের খুব বেশি একটা বয়স হচ্ছে না এইতো গত বছরের ডিসেম্বর মাসের ৫ তারিখ হলো আমাদের বিয়ে। সবে মাত্র ৫ মাস চলছে...
আমি আর আমার ও ( স্ত্রী) সবে মাত্র স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী... প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের... দুইজনই সমবয়সী... এক সাথে চুটিয়ে আড়াই কি তিন বছর প্রেম করার পর হুঠ করে একদিন বিয়ে করে ফেললাম...মাঝে আছে কত কাহিনী.... সেই কাহিনী না হয় অন্য কোনো গোধুলী বেলাই চায়ের কাপ হাতে করা হবে ক্ষন...আজ বলি আমাদের ছোট্ট সংসারের কিছু পিচ্চি কথা....
হঠাৎ করে বিয়েটা হয়ে যাওয়ার পর তিন মাস আমি ব্যাচেলর থাকলাম একটি মেসে আর ও ওর বাপের বাড়ি.... হঠাৎ সিদ্ধান্ত নিলাম আর না ওকে নিয়ে এবার একটা আলাদা বাসায় উঠবো! সম্বল বলতে মোটে আমার তিন হাজার ৭০০ টাকার মাসিক ইনকাম...কিভাবে কি করবো ভাবতে ভাবতে... ধোয়াশা ধরা মাথাই কি করবো না করবো চিন্তার গোরাচালে একদিন আল্লাহর রহমতে হঠাৎ করে কোথা থেকে যেনো ৪ টা টিউশন পেয়ে যায়....হঠাৎ বললে বোধহয় ভুল হবে হঠাৎ না...বাসা নিবো ঠিক করার পরে ৪/৫ দিন ধরেই ধুমাই টিউশন খুজেছিলাম খুব করে বা যদি বরাতজোড়ে জব পেলে তাও করতাম.... এর আগেও যে খুজছিলাম না ব্যাপারটা এমন না.... কিন্তু এই ইট কংকরের দুনিয়ায় ইন্টারের সার্টিফিকেট আর অভিজ্ঞতাহীন যুবকের কোনো মুল্য মার্কেটে নেই। কিন্তু যেই না ঘর নেয়ার নিয়তে টিউশন আর জব খুজলাম, টিউশন পেয়ে গেলাম। তাও চার চারটে টিউশন!! ঘরে উঠা হলো...তিনি আর আমি এই রাইসকুকার কিনলাম আমাদের সংসারের প্রথম কোনো আসবাব হিসেবে.....
একদিন হইতো অনেক টাকা হবে এই রাইসকুকারের আর দরকার হবে না.... কিন্তু তার জায়গা কখনো নিজেরা বেঁচে থাকতে ভাংগারি তে হবে না বরং জায়গা হবে শোকেসে এ... মেহমানরা এসে অবাক হবেন একটা পুরোনো জীর্ন রাইসকুকার শোপিছ এর মতো কে সাজাই....
চিত্র টা হলো তার রান্না করা ভাত আর ডিম আলুর তরকারি.... বিশ্বাস করেন মেয়েটার হাতে জাদু আছে... আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমারে জিতাই দিসো...
রাইসকুকার আর আমাদের বিকাল ১...
(১৯ শে এপ্রিল, ২০২৩)