
28/05/2025
📣 চুল ও নখ কাটা থেকে বিরত থাকার সময়
⬅শুরু: ১ জিলহজ ১৪৪৬ হিজরি, যা ২০২৫ সালের ২৮ মে, বুধবার (সন্ধ্যা থেকে)
⬅শেষ: কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত, সাধারণত ১০ জিলহজ, অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন, শুক্রবার
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন যিলহজ মাসের প্রথম দশ দিন শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি দেওয়ার নিয়ত করে, তখন সে যেন কুরবানি না দেওয়া পর্যন্ত নিজের চুল ও নখ না কাটে।” (সহীহ মুসলিম: ১৯৭৭)
এই বিধান শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা নিজেরা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন। যারা কুরবানি দিচ্ছেন না, তারাও এই আমল করে সওয়াব পেতে পারেন।
🔜মূলকথা: আজ সন্ধ্যার আগেই চুল, নখ, গোফ কেটে ফেলুন। এবং ঈদের দিন কুরবানির আগ পর্যন্ত কাটবেন না। কুরবানি করার পর কাটবেন।
আল্লাহ সবাইক বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।