27/08/2025
আজ নষ্টচন্দ্র রাত,,আজ চন্দ্র দর্শন করলে চাঁদের মত কলঙ্কের দাগ পড়ে!
""নষ্টচন্দ্র🌙 দর্শনে হইল লক্ষ্মীছাড়া
দুয়ারে সর্বদাই তার অলক্ষীর বাড়া""
একবার শ্ৰীগণেশের রূপ দেখে চন্দ্রদেব উপহাস করেন।গণেশের মোটা পেট ও গজমুখ দেখে চন্দ্র হাসিতে ফেটে পড়েন।
চন্দ্রের ব্যবহার গণেশের ক্রোধের কারন হয়।তিনি চন্দ্রকে অভিশাপ দেন যে,নিজের রূপের ওপর তাঁর অনেক অহংকার,তাই তিনি নষ্ট হয়ে যাবেন এবং কেউ তাঁর দিকে তাকাবে না।
উপরন্তু যে চন্দ্রকে দেখবে তাঁর ভাবমূর্তি নষ্ট হবে।এই অভিশাপে দুঃখী হয়ে চন্দ্রের কলা প্রতিদিন কমতে থাকে।
এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য গণেশের কাছ থেকে ক্ষমা চান এবং পূজা করেন।
ভাদ্র মাসের শুক্লচতুর্থীর চাঁদ তাই নষ্ট চন্দ্র।
শুভ গণেশ চতুর্থী 🙏