
18/09/2025
কে-ড্রামা'র জগতে সবচেয়ে গুজবাম্প সিন? আমার কাছে তো তাই! যারা ড্রামাটা দেখেছে, তারাই বুঝবে এই দৃশ্য কিভাবে গায়ে কাঁটা দেয়! কিভাবে রোমাঞ্চিত করে! ছোটবেলায় রুপকথার গল্পে অনেকে পড়েছি বা শুনেছি, এক দেশে ছিলো এক রাজা। তার ছিলো এক রাণী। এরপর রাণী বিপদে পড়ে। রাজা ঘোড়ায় চড়ে এসে বাঁচিয়ে নিয়ে যায়! একই জিনিস কে-ড্রামা'র জগতেও দেখা যায়। এই ড্রামাতে। ড্রামার নাম- The King Eternal Monarch! রাজা লি মিন-হো। রাণী কিম গো-ইউন।
একদিন রাণীকে দুষ্টু লোকেরা তুলে নিয়ে যায়। অতঃপর রাজা আসে ঘোড়ায় চেপে। সাথে তার সৈন্যসামন্ত। শত্রুদের মোকাবেলা করে, বাঁচিয়ে নিয়ে যায় রাণীকে! যেখানে আছে আইকনিক মোমেন্ট, আইকনিক সংলাপ। এটা এমন এক দৃশ্য, যা ব্যাকে গিয়ে আবার দেখেছে অধিকাংশ দর্শক। ড্রামাটা একবার দেখলেও, এই দৃশ্য তখন বা পরে আবার কয়েকবার করে দেখেছি আমি নিজেও। "Protect her! She is future queen of the Kingdom of Corea."- পিউর গুজবাম্প! 🔥❤️