Raha's Dairy

Raha's Dairy জীবনে বাঁচতে হলে প্রচুর হাসতে হবে
(1)

কে-ড্রামা'র জগতে সবচেয়ে গুজবাম্প সিন? আমার কাছে তো তাই! যারা ড্রামাটা দেখেছে, তারাই বুঝবে এই দৃশ্য কিভাবে গায়ে কাঁটা দেয়...
18/09/2025

কে-ড্রামা'র জগতে সবচেয়ে গুজবাম্প সিন? আমার কাছে তো তাই! যারা ড্রামাটা দেখেছে, তারাই বুঝবে এই দৃশ্য কিভাবে গায়ে কাঁটা দেয়! কিভাবে রোমাঞ্চিত করে! ছোটবেলায় রুপকথার গল্পে অনেকে পড়েছি বা শুনেছি, এক দেশে ছিলো এক রাজা। তার ছিলো এক রাণী। এরপর রাণী বিপদে পড়ে। রাজা ঘোড়ায় চড়ে এসে বাঁচিয়ে নিয়ে যায়! একই জিনিস কে-ড্রামা'র জগতেও দেখা যায়। এই ড্রামাতে। ড্রামার নাম- The King Eternal Monarch! রাজা লি মিন-হো। রাণী কিম গো-ইউন।

একদিন রাণীকে দুষ্টু লোকেরা তুলে নিয়ে যায়। অতঃপর রাজা আসে ঘোড়ায় চেপে। সাথে তার সৈন্যসামন্ত। শত্রুদের মোকাবেলা করে, বাঁচিয়ে নিয়ে যায় রাণীকে! যেখানে আছে আইকনিক মোমেন্ট, আইকনিক সংলাপ। এটা এমন এক দৃশ্য, যা ব্যাকে গিয়ে আবার দেখেছে অধিকাংশ দর্শক। ড্রামাটা একবার দেখলেও, এই দৃশ্য তখন বা পরে আবার কয়েকবার করে দেখেছি আমি নিজেও। "Protect her! She is future queen of the Kingdom of Corea."- পিউর গুজবাম্প! 🔥❤️

Song of the  bandits 🫶😩Rating 10/10 Action 🔥💯
15/09/2025

Song of the bandits 🫶😩

Rating 10/10
Action 🔥💯

চরম সত্য
15/09/2025

চরম সত্য

12/09/2025

Without him & with him 🙂

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ। ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্...
12/09/2025

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ।

ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্ছে,শুধুমাত্র নানী- দাদীর সামান্য ভুলের জন্য।

২ জন পরামর্শ করে ১০ দিনের শিশুর স্তন হতে দুধ বাহির করতে স্তনে টিপে চেষ্টা করেন।

ফলাফল:

শিশুর স্তনে ইনফেকশন হয়ে পুজ- পানি (Breast Abscess) হয়ে যায়। এখন সার্জারী করে ঠিক করতে হবে। মেডিকেল কলেজের শিশু সার্জারী ডিপার্টমেন্টে পাঠিয়েছি।

আমার প্রতিটি শিশু রোগীর মাকে বলে দেয়, আপনার শিশুর ভাল- মন্দ আপনাকেই বুঝতে হবে। নানি- দাদির পরামর্শ নিবের তবে যা আপনার কাছে যুক্তিসংগত মনে হয়।

আমাদের সমাজটায় যে কেমন, সন্তান খারাপ হলে সব দোষ মায়ের আর ভাল হলে সবকিছু বাবা,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কৃতিত্ব।

নবজাতকের স্তন অল্প বড় (Neonatal Mastauxe) হওয়া স্বাভাবিক। যা নিজে নিজেই ভাল হয়ে যায়।

মায়ের হরমোন (ইস্ট্রোজেন ও প্রোল্যাকটিন) → নবজাতকের স্তনগ্রন্থি বৃদ্ধি জন্য দ্বায়ী।

কিভাবে বুঝবেন?

উভয় পাশে ছোট, শক্ত, বেদনাহীন স্তন উঁচু,মাঝে মাঝে হালকা দুধের স্রাব (“witch’s milk”) বাহির হতে পারে।

চিকিৎসা:

* সাধারণত চিকিৎসার দরকার হয় না। নিজে নিজেই ভাল হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়।

* কোন ভাবেই স্তনে ম্যাসেজ করে বা টিপে দুধ বাহির করতে যাবেন না প্লিস। এতে স্তনে ইনফেকশন হয়ে যেতে পারে, যা ছবিতে দেখতে পাচ্ছেন।

©️©️©️©️

Fight for my way 🔥🫶Rating 10/10
11/09/2025

Fight for my way 🔥🫶

Rating 10/10

চিন্তার বিষয় 😴
11/09/2025

চিন্তার বিষয় 😴

10/09/2025

মানুষ বদলায় ঢেউয়ের মতো, কিন্তু শূন্যতা থেকে যায় গভীর সমুদ্রের মতো।

পুকিদের অভিনন্দন না জানালে ব্যপারটা বড়ই মন্দ হয়ে যায়। Congratulations to Fatima Tasnim Zuma and Umma Uswatun Rafia  🫶❤️‍...
10/09/2025

পুকিদের অভিনন্দন না জানালে ব্যপারটা বড়ই মন্দ হয়ে যায়।
Congratulations to Fatima Tasnim Zuma and Umma Uswatun Rafia 🫶❤️‍🔥

🤣🤣
10/09/2025

🤣🤣

ছাত্রদলের সবচে বড় ক্ষ"তি-টা করসে মেঘমল-দ্বার বসু। সাদিক কায়েমকে যখন সে পা/কি"স্তানী ট্যা"'গ দিলো, তখনই যা হওয়ার হয়ে গেসে।

আপনি জানেন, আপনার দেশের মে"য়ে"রা পা^কি"স্তানী সিরিয়াল দেখে এবং পা^'কি"স্তানী ড্রেস পরে। এরপর কোন বুদ্ধিতে আপনি, আপনার মেইন অপোজিশন ক্যান্ডিডেটকে পা^'কি"স্তানী ট্যা^গ দেন? কোন বুদ্ধিতে বলেন, তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম পা"'কি"স্তানী?

এরপর তো আপনি মে"য়ে"দের ঘু/ষ দিয়াও সাদিক কায়েমের ভোট আ"ট"কাইতে পারবেন না!😐

ভিপি ইলেকশান আসলে ঐদিনই শেষ। বাকি যা হইসে তা কেবলই আনুষ্ঠানিকতা।

>Mohammad Sajal

29/10/2024

"Maybe we can be together in another universe

Maybe 💔

Address

Barishal
8280

Alerts

Be the first to know and let us send you an email when Raha's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raha's Dairy:

Share