15/10/2025
রিপন মিয়ারা ৩ ভাই। বাকি দুইভাইর ব্যাপারে বাপ মা কিছু কইলনা। কেন কইলনা?? কারন কি???
বেশ কিছুদিন আগে অনলাইনে এক ভাই এর পোস্ট দেখলাম যিনি প্রবাসে থেকে র!//ক্ত মাং!//স পানি করে গ্রামে সুউচ্চ বিল্ডিং জায়গা জমি বানাইছিলেন। কিন্তু দেশে এসে বলতে গেলে কিছুই তা পাননি। বাপ মা সেই ভাইর উপর জুলুম করে তার সম্পদ অন্য সন্তানদেরকে দিয়ে দেন। এখন সেই ভাই বলতে গেলে শুন্য। নিজের রক্ত পানি করা পরিশ্রমের জিনিস থেইকা তারে বঞ্চিত কইরা দিছে তারই বাপ মা।
সেটার কমেন্ট বক্সে এরকম আরো অনেকেই তাদের এরকম এক্সপেরিয়েন্সের কথা লিখেছিলেন।
এখন রিপনের আলাপ সত্য নাকি তার বাপ মায়ের আলাপ সত্য সেটা আপনি আমি আমরা কেউ ই জানিনা।
রিপন মিয়াকে সবাই চিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তার কন্টেন্ট দেখে মজা পাই ব্যাস সিম্পল।
এখন তারে যদি আদর্শ মাইনা নেন , তার জীবনি মুখস্ত কইরা মাইনা নেন তাইলে ত ঝামেলা। যেই দেশে উস্তাজ উস্তাজারাই ভ//ন্ড সেই দেশে আপনি আম মাইনসেরে আদর্শ মাইনা নেয়াটা নিতান্তই বোকামি। রিপন না হয় খারাপ বাকি দুই ধোয়া তুলসী পাতা ছেলে কোথায়? তারা কেন খরচ দেয় না? তাদের দুজনের আর কত টাকা প্রয়োজন চলতে ? নাকি রিপন কে পরিবার এর সবার দায়িত্ব পালন এর ট্রাম্প কার্ড বানাতে পারেনি তাই এতো সমস্যা তাদের? এমন অনেক বাবা মা দেখেছে যাদের কথা হচ্ছে যার আছে তার সব দায়িত্ব সবাইকে দেখার দায়িত্ব, কি অদ্ভুত তাই না ? আমার পরিচিত একটা পরিবার আছে যার বড় ছেলে সোদি আরব থাকে সে তার ছোট ভাই কে ও টাকা খরচ করে বিদেশে নিয়েছিল কিন্তু তার ভাই ২/৩ মাস থেকে চলে এসেছে কারণ তার অনেক কষ্ট হচ্ছিলো 😅 ( আর বড় ভাই কে বিদেশে বসে বসে টাকা দিচ্ছিলো 😅 যাই হোক )
যাই হোক সে চলে আসে আর বড় ভাই এর দুই মেয়ে ছোট ভাইয়ের এক ছেলে আর এক মেয়ে , তাই তাদের বাবা মা এর কথা মতে বড় ছেলের কষ্টে কেনা জমির অর্ধেক ছোট ছেলেকে দিতে বলছে লিখে ,কারণ বড় ছেলের তো মেয়ে এতো জমি দিয়ে কি করবে আর কে থাকবে ? বিল্ডিং এর উপর তলা ও ছোট ভাই কে লিখে দিতে বলছে 😅
আপনি হলে কি করতেন জমি লিখে দিতেন? নাকি নিজের বিল্ডিং লিখে দিতেন? অওহ মজার কথা বাবা মা বড় ছেলের সাথেই থাকে সব খরচ ও বড় ছেলে দেয় কিন্তু তবুও বড় ছেলের বউ খারাপ ছেলে খারাপ 😅
এটা আমার বাসার কাছের গল্প 😅
বাবা_মা হলেই যে মানুষ ফেরেশতা হয়ে যায় এটা ভাবা বন্ধ করুন 🙏
সবার আগে আমরা মানুষ তারপর কারো মা বাবা ভাই বোন । আর একটা কথা বাবা মা এর ভালোবাসা সব সময় যে নিঃস্বার্থ হয় এটাও ভাবা বন্ধ করুন। অনেক বাবা মা আছে যাদের কথা হচ্ছে অনেক কষ্ট করে দুনিয়াতে এনেছি অনেক কষ্ট করে বড় করেছি ইত্যাদি ইত্যাদি । সন্তান বড় করতে কার না কষ্ট হয় ? এমন বহু মা বাবা আছে যারা অনেক সন্তান এর ভেতর কেবল একজন এর রক্ত চুষে খাচ্ছে। কিন্তু যখন সেই সন্তান এই কাজে বাধা দেয় তখন হয়ে যায় সে খারাপ 😅🙏