আয়মান আদনান

আয়মান আদনান সদা সত্যর সাথে থাকি। কারো বিপক্ষে গেলেও। পেইজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

স্বাগতম সবাইকে আমাদের ফেইসবুক পেইজে।
নিয়মিত মোটিভেশনাল ভিডিও পেতে পেইজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

ইরান-ইসরায়েলের যুদ্ধের ফলাফলঃ১। এক রাতের জন্য ও গাজার নিরীহ নারী শিশু হত্যা বন্ধ হয়নি।২। ইরানের পুলি প্রধান, গোয়েন্দা প্...
24/06/2025

ইরান-ইসরায়েলের
যুদ্ধের ফলাফলঃ
১। এক রাতের জন্য ও গাজার নিরীহ নারী শিশু হত্যা বন্ধ হয়নি।
২। ইরানের পুলি প্রধান, গোয়েন্দা প্রধান,রেভ্যুলেশনারী গার্ড প্রধান, সেনাপ্রধান, নৌ বাহিনী প্রধান নিহত।
৩। ২০জন পরমাণু বিজ্ঞানী নিহত।
৪। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা (ক্ষয়ক্ষতি কমবেশি জানা যায়নি)
৫। বেসামরিক ৮০০ নাগরিক নিহত।
৬। ইসরায়েলের ৭০জন নিহত।
৭। বন্দর নগরী হাইফাসহ বেশ কিছু ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত।
৮। ২জন পাইলটসহ বিমান ভূপাতিত।
৯। কাতার, ইরাক,বাহরাইনে মার্কিন ঘাটিতে মিশাইল হামলা ইরানের। যদিও একটা কাউয়া মারা যাবারও খবর পাওয়া যায়নি।
এখন বুঝেন এ যুদ্ধে কে হারলো কে জিতলো? তবে চাপাবাজ কিছু দেশ ও নেতাদের হুমকি, নিন্দা,তীব্র নিন্দা, ও গভীর উদভাগ দেখেছি।

অবশেষে হেনার বাড়ি খুঁজে পাওয়া গেছে
06/02/2025

অবশেষে হেনার বাড়ি খুঁজে পাওয়া গেছে

মহার্ঘ ভাতার ঘোষণা দিয়ে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দ্রব্য মুল্যের দাম। এ দিকে ১০ বছরেও মেলেনি পে-স্কেল। ...
25/01/2025

মহার্ঘ ভাতার ঘোষণা দিয়ে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দ্রব্য মুল্যের দাম।
এ দিকে ১০ বছরেও মেলেনি পে-স্কেল।
মহার্ঘ ভাতা দিতে হবে এবং অতিদ্রুত নবম পে-স্কেল ঘোষণা করতে হবে।


১১-২০ গ্রেডের কর্মচারীদের উপ-সচিব এর সাথে তুলনা করে, মহার্ঘ ভাতা বন্ধের পায়তারা।

সরকারি কর্মচারীদের জীবন জীবিকার মান শোচনীয় অবস্থায়। প্রতিটি কর্মচারী ঋণগ্রস্ত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা।।

৩১ জানুয়ারির মধ্যে পরিপত্র বা সুনির্দিষ্ট মহল থেকে আশ্বাস না পেলে ৭ ফেব্রুয়ারি মহাসমাবেশ। মহাসমাবেশ হতে কর্মবিরতি / অনশন ঘোষনা হবে।
ইনশা আল্লাহ।
দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

14/01/2025

চুরি করার ধান্ধা

নো ক্যাপসন
14/01/2025

নো ক্যাপসন

ঘটনা সত্যি
14/01/2025

ঘটনা সত্যি

৯ (নয়) ধরণের জমি কিনতে যাবেন না..!!বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু হু করে বাড়ছে। অনেকেই স্বপ্ন লালন করেন...
14/01/2025

৯ (নয়) ধরণের জমি কিনতে যাবেন না..!!

বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু হু করে বাড়ছে। অনেকেই স্বপ্ন লালন করেন নিজের একটি জমি হবে। কিন্তু আবাসযোগ্য ভালো জমির পরিমাণ অনেক কম এবং পাওয়াও কঠিন।
এজন্য বিভিন্ন প্রতারক চক্র ” ভালো জমি” বিক্রির লোভ দেখান। সহজ সরল মানুষ একটি ভালো জমির মালিক হবার জন্য দ্রুত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেন। কিন্তু দখল করতে গিয়ে দেখেন জমিটি ঝামেলাপূর্ণ। এজন্য জমি কেনার আগে জানা উচিত কোন জমিগুলো একদমই কেনা উচিত নয়।
একটা ভালো জমি যেমন আপনার সারা জীবনের একটা সম্বল হতে পারে। ঠিক তেমনি, ভুল জমি ক্রয় আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে।
আসুন জেনে নেই, কোন্ জমিগুলো ভুলেও কেনা উচিত নয়-

১. খাস জমিঃ
জমি কেনার সময় খোজ নিয়ে দেখবে যেন সেটি খাস জমি না হয়। যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে খাস জমি বলা হয়। অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে “খাস জমি” বিক্রি করা হয়।
আইনে বলা আছে, কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে সেইগুলোই খাস জমি। সরকার এ জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন। সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারীভাবে খাস জমি পায়। এজন্য জমি কিনার পূর্বে ভুমি অফিসে খোঁজ নিয়ে দেখুন যে জমিটি খাস জমি কিনা?

২. অর্পিত সম্পত্তিঃ
অনেক হিন্দু নাগরিক তাদের জমি-জমা পরিত্যাগ করে ভারতে চলে গেছেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করেছেন। তাদের অনেকের ভূমি অর্পিত ও অনাবাসী সম্পত্তি (Vested and Non-Resident Property) হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়েছে এবং এগুলো সরকারের তত্ত্বাবধানে রয়েছে।
এসকল জমি সরকার ছাড়া অন্য কেও ক্রয় বিক্রয় করতে পারে না। এজন্য, যেকোন জমি ক্রয়ের আগে খোঁজ নিন এগুলো সরকারের তালিকাভুক্ত অর্পিত জমি কিনা?

৩. অধিগ্রহণকৃত জমি বা এরূপ সম্ভাবনার জমিঃ
রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, রেলপথ, সড়ক বা সেতুর প্রবেশ পথ বা এ জাতীয় অন্য কিছুর জন্য জনগণের কোন ভূমি যদি দখল করে নেয় তাকে বলে “অধিগ্রহণ”। সরকার দেশের যেকোনো প্রান্ত থেকে যে কারো জমি অধিগ্রহণ করতে পারে।
অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে। এজন্য, জমি ক্রয়ের পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভবনা আছে কিনা?

৪. যাতায়াতের রাস্তা নেই এরূপ জমিঃ
যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে বা সশরীরে উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা। যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনবেন না?

৪. ইতোমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ কিনাঃ
অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন। ফলে, আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরও জমির প্রকৃত মালিক হওয়া যায় না।
এজন্য জমি ক্রয় এর পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি বিক্রি করেছে কিনা বা বিক্রির জন্য বায়না চুক্তি করেছে কিনা।
সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এর পূর্বে জমি হস্তান্তর জনিত কোন দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা?

৫. বন্ধকীকৃত জমিঃ
অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানে বন্ধক বা মর্টগেজ থাকে। এমন জমি কখনই ক্রয় করবেন না। কারণ বন্ধককৃত জমি ক্রয় – বিক্রয় সম্পূর্ণ বে-আইনী।

৬. কোন আদালতে মামলায় আবদ্ধ জমিঃ
অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে। মামলা চলছে বা মামলা এখন নিষ্পত্তি হয়নি, এমন জমি কেনা উচিত নয়।

৭. বিরোধপূর্ণ জমিঃ
অনেক সময় ওয়ারিশসূত্রে জমির মালিক হলে ঠিকমত ওয়ারিশ সনদ বা বন্টননামা করা হয় না। এসব জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে।
এসকল বিরোধপূর্ণ জমি কেনা কোনভাবেই উচিৎ নয়।
কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রক্রয়াধিকার প্রয়োগ করতে পারেন। সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে।

৮. দখলহীন জমিঃ
যেকোন জমির মালিকানার জন্য প্রয়োজন দলিল ও দখল। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এজন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কিনা জেনে নিন।
যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে বিরত থাকুন। দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জমি দখলের জন্য ঝগড়া, দাঙ্গা ফ্যাসাদ এবং মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকে।

৯. নাবালকের নামে জমিঃ
জমি যদি নাবালকের নামে থাকে, তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না। সাধারনত ১৮ বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয়।

06/01/2025

টাকা নিয়ে ৫০ টা উক্তি দেওয়া হয়েছে ✅✔️

1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।
2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।
3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।
4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।
5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।
6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।
7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।
8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।
9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।
10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।
11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।
12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।
13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।
14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!
15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।
16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!
17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।
18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।
19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।
20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।
21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।
22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।
23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!
24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।
25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।
26. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।
27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।
28. একজন ধনী ব্যক্তি…..! অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!
29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।
30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।
31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।
32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।
33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।
34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।
35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।
36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।
37. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে,, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।
38. টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।
39. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না…!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার..!!
40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।
41. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।
42. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।
43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!
44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!
45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।
46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।
47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।
48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!
49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।
50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

03/01/2025

বর্তমানের কিছু ওয়াজিন হুজুরেরা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায়ে দেয়.....

মনে করেন, এক হুজুর ওয়াজ করিতেছে....
স্বামী বাসর ঘরে ঢুকলো। বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে। কই বসে আছে...???

বিছানায় বসে আছে।

দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড
স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে।
আস্তে করে স্ত্রী'র পাশে বসলো, স্ত্রীকে সালাম দিলো।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

সালাম দেয়া সুন্নত,
স্ত্রীকেও সালাম দেয়া সুন্নত।
স্ত্রীকে সালাম দেয়া কি??? বলেন বলেন বলেন
(পাবলিক সমস্বরে- সুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত।

সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
ওয়াজিব।

জোরে বলেন ঠিক কি না?

ঠিইইইইইইইইইক

স্ত্রী উত্তর দিলো- ওয়া'আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ...
কিন্তু আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়?
ম্যান্গো পাবলিক সমস্বরে........ না না

আপনারা দেন?..... পাবলিক চুপ
আচ্ছা আপনারা কয়জন সালাম দেন হাত তোলেন....
কেু হাত তোলে কেউ তোলেনা।
এবার হুজুর বলে সালাম দিলে কয় নেকি?
বলেন বলেন
পাবলিক চুপচাপ!!!"
আচ্ছা বলেন তো সারামের জবাব দিলে কয় নেকি??
বলেন বলেন??
পাবলিক চুপচাপ........
হুজুর : আচ্ছা আমরা সালাম দি বলে?
স্লাইকুম, কেউ বলে সালামালেকুম, কেউ বলে স্লা মালাইকুম
এগুলো কি সালাম বলেন?
হুজুর এবার নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন
শোনেন আমি যখন ৩৫ বছর আগে কুসুমপুর গ্রামে নামাজ পড়াইতাম
সেখানে কেউ কাউকে সালাম দিতো না
মনে হচ্ছে সালাম দিলে টাকা টাকা লাগে
এরপর দীর্ঘ এক গল্প............................

ঐ দিকে পাবলিক বিরস মুখে অধির হয়ে অপেক্ষা করছে, বাসর রাতের আসল ঘটনা হুজুর কখন বলবে সেটা শোনার জন্য।

25/12/2024

চলুন পোপের সাথে একটু কথা বলে আসি..

- আচ্ছা বলুন তো, ঈশ্বর কে?
- যিশু! :-P
- যিশুই কি মাতা মেরীর পুত্র?
- জ্বি।
- মাতা মেরীকে কে সৃষ্টি করেছে?
- ঈশ্বর
- ঈশ্বর কে?
- যিশু! :-P

- যিশুই কি মাতা মেরীর গর্ভে জন্ম নেয়া
সন্তান?
- জ্বি।
- তার পিতা কে?
- ঈশ্বর!
- ঈশ্বর কে?
- যিশু! :-P

- যিশু কি ঈশ্বরেরর সেবক?
- জ্বি।
- যিশুকে কি শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল?
- জ্বি।
- যিশু কি প্রেরিত পুরুষ?
-জ্বি।
- তাকে কে পাঠিয়েছিলেন?
-ঈশ্বর!
- ঈশ্বর কে?
- যিশু! :-P

- আচ্ছা, যিশু কি পৃথিবীতে থাকতে উপাসনা করতেন?
- জ্বি।
- কার উপাসনা করতেন?
- ঈশ্বরের!
- ঈশ্বর কে?
- যিশু! :-P

- ঈশ্বরের কি ‘সূচনা’ আছে?
- নাহ!
- তাহলে ২৫ ডিসেম্বরে কে জন্মগ্রহণ করেছেন?
- যিশু।
- যিশু কে?
- ঈশ্বর! :-P

- ঈশ্বর কোথায় আছেন?
- স্বর্গে!
- স্বর্গে কতজন ‘উপাস্য’ আছেন?
- এক ও অদ্বিতীয় একজন উপাস্য আছেন।
- যিশু এখন কোথায়?
- ঈশ্বরের ডানপাশে বসে আছেন!
- তাহলে জান্নাতে কয়জন উপাস্য আছেন?
- একমাত্র একজনই আছেন!
- তাহলে কয়জন উপাস্য স্বর্গে উপবিষ্ট আছেন?
- একজন!
- যিশু কোথায় আছেন?
-ঈশ্বরের পাশে বসে আছেন!
- যিশু কে?
- ঈশ্বর! :-P

- যিশু কোথায় আছেন?
- ঈশ্বরের পাশে বসে আছেন!
- তাহলে যিশু কে?
- ঈশ্বর! :-P

ওয়েট! ওয়েট!! মাথা ঘুরচ্ছে।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when আয়মান আদনান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়মান আদনান:

Share