
07/06/2025
ব্যাচেলর ছেলেগুলো একসময় বদলে যাবে! রাত জেগে সিনেমা দেখার সময় তাদের হবেনা। সারা রাত কার্ড খেলার নেশা হারিয়ে যাবে।
নোংরা বালিশে তাদের ঘুমানো হবেনা। সারা ঘরে সিগারেটের ধোয়া ছড়ানোর সাহস তারা পাবেনা। ঘুম থেকে দুপুর দুটা বাজে ওঠার সুযোগ তাদের হবেনা!
হঠাৎ করে সব পাল্টিয়ে যাবে। লাইফটা অন্যরকম হয়ে যাবে। একবেলা খাওয়ার অভ্যাস বদলে যাবে। টঙ এর
চা খাওয়া হবে না। আট টাকা দামের কেকটি ভাগাভাগি
করে খাওয়ার দিন শেষ হয়ে আসবে।
এক টুকরা বিস্কিট নিয়ে কাড়াকাড়ি করা হবেনা। আড্ডার সময় একদিন কমে আসবে। আড্ডা দিতে ইচ্ছে করবে
অথচ ইচ্ছেটা বেশিরভাগ সময় ইচ্ছে থেকে যাবে।
একসাথে দশ বারোজন মিলে হাসাহাসির তুফান সৃষ্টি করা হবেনা। রাত জাগলে কেউ একজন হাত ধরে বসে
থাকবে। হাত ছেড়ে একা একা ঘুমাতে যাবেনা। চাইলেও রাত জাগা যাবেনা।
সিগারেট খেলে কেউ একজন রাগ করবে। তীব্র অভিমান নিয়ে চোখ দুটো ছলছল করবে। ভোর সকালে ঘুম থেকে
ওঠানোর জন্য মিষ্টি করে বকাবকি করবে।
কোমল হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে। আলতো
করে কপালে চুমু দিয়ে চা বানাতে চলে যাবে। সারাদিন ঘোরাঘুরি করা ছেলেগুলো একসময় সিটি বাসে চড়ে
বারবার ঘড়ি দেখে অস্থির হবে। কে যেনো ডাকছে। অপেক্ষা করছে।
বাসায় তাড়াতাড়ি যেতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে কেউ একজনের সকালের আবদারটুকু ভুলে যাবে। মন কষাকষি হবে। সুখের কিছু মূহুর্ত কেটে যাবে।
এখনকার মতো বুকে ল্যাপটপ নিয়ে ঘুমানো হবেনা। কেউ
একজনের মাথা বুকে নিয়ে ঘুমাতে হবে। ল্যাপটপের ভারে তখন বুকে ব্যাথা হবেনা।
চুলগুলো বারবার মুখে এসে পড়বে। একটা দুটো চুল মুখের ভেতর ঢুকে যাবে। চুলগুলো সরিয়ে দিলে বুকের মধ্যে কেউ একজন আরো জোরে মাথা গুঁজবে। একটুও
ব্যাথা লাগবেনা। একটুও না...... ☺☺😍😍😍😍
-tawsif