শেষ সকালে তুমি

শেষ সকালে তুমি 🥀This is শেষ সকালে তুমি🥀 page🧑‍🤝‍ 🎺🎸🥁love song♥️💝👭 difench video 🇧🇩 ডিফেন্স ভালোবাসা👮👮
(42)

08/09/2025

প্রতিদিন অবহেলার দেয়ালে ধাক্কা খেতে খেতে একটা সময় মনে প্রশ্ন জাগে—
আমি কি সত্যিই এতটাই গুরুত্বহীন? 💔

আসলে ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, বরং প্রতিনিয়ত একে অপরকে সম্মান ও মূল্য দেওয়া।
একজন মানুষ যতটা না কষ্ট পায় দূরে থাকলে, তার চেয়েও বেশি কষ্ট পায় অবহেলায় কাছে থেকেও অচেনা হয়ে গেলে। 🌸

মনে রাখবেন, অবহেলা ধীরে ধীরে সম্পর্ককে নিঃশেষ করে ফেলে—
আর মূল্যায়নই পারে সম্পর্ককে অমূল্য করে তুলতে।

07/09/2025

Good morning 🌅🌄

06/09/2025

Good morning

05/09/2025

Good Night 🌃🌉

 #সমাজের_কথা  #স্মৃতি জমিদার বাড়ি ময়মনসিংহ
05/09/2025

#সমাজের_কথা #স্মৃতি জমিদার বাড়ি ময়মনসিংহ

08/08/2025

🚆 “ধর্ম শুধু মুখে নয়, কাজে ফুটে উঠলেই সেটাই শিক্ষা”

[সতর্কবার্তা]
এই পোস্টে কারও প্রতি ব্যক্তিগত আক্রমণ নেই।
আমি শুধু চাই—আমরা সবাই নীতিকথার চেয়ে নৈতিকতার দিকে একটু বেশি নজর দিই।
যদি কথাগুলো কারও কাছে অপ্রিয় লাগে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

---

আজ ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ট্রেনে দাঁড়িয়ে যাচ্ছিলাম।
হঠাৎ চোখে পড়ল—৬৫ থেকে ৮০ বছরের এক মুরুব্বী, হাতে লাঠি, মুখে ক্লান্তির ছাপ।
পুরো ৩.৫ থেকে ৪ ঘণ্টা তিনি দাঁড়িয়েই ছিলেন।

ট্রেনের প্রায় পুরো বগিতেই মাদ্রাসার ছাত্র ছিল। দু-একটা সিট বাদে সব সিটেই তারা বসে।
আমি ভাবছিলাম, কেউ হয়তো উঠে বলবে—
"হুজুর, কাকা বা মুরুব্বী, আপনি বসেন…",
কিন্তু কেউ বলল না।

পাশেই ছিলেন আমার মায়ের বয়সী এক মহিলা। তাকেও কেউ বসতে বলল না।
আমি দেখছিলাম—
মুরুব্বী বারবার হাঁটুতে হাত দিয়ে নিজেকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন, আর সেই মহিলাও কিছুক্ষণ পর পর দাঁড়ানো-বসা করছেন কষ্টে।

তবুও আশেপাশের কেউ এগিয়ে গেল না।
শেষে আমি ভেবেছিলাম—যদি এখানে আমার মা থাকতেন?
সেই ভাবনা থেকেই নিজের বড় ব্যাগের ওপর মহিলাটিকে বসতে দিলাম, যদিও ভেতরে ভঙ্গুর জিনিস ছিল।
অনেক জোরাজোরি করেই বসাতে পেরেছিলাম। মনটা ভালো লাগল, কিন্তু দুঃখ রয়ে গেল—যদি ওই মুরুব্বীকেও বসানোর ব্যবস্থা করতে পারতাম!

---

আমি আবারও বলছি—এটা কারও ছোট করার জন্য নয়।
কিন্তু সত্যি বলতে, মাদ্রাসা হোক বা স্কুল—যেখানেই হোক, যদি পাঠ্যপুস্তকের সাথে সাথে মানবিকতা, সহানুভূতি, বয়োজ্যেষ্ঠকে সম্মান করার শিক্ষা আমরা পাই,
তাহলেই হয়তো সমাজটা একটু হলেও বদলাবে।

💬 ধর্ম শুধু মুখে নয়, কাজে ফুটে উঠলেই সেটাই প্রকৃত শিক্ষা।
#সমাজের_কথা
#মানবিকতা
#নৈতিকতা
#ধর্মের_মূল_শিক্ষা
#বয়োজ্যেষ্ঠের_সম্মান
#সহানুভূতি
#ট্রেনযাত্রা
#প্রকৃত_শিক্ষা
#মানুষ_হওয়া_শিখি
#ভালোবাসা_এবং_সম্মান

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sohidul, Miezyl Tatoy Arcite, Mamun Islam, Arci Guevar...
30/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Sohidul, Miezyl Tatoy Arcite, Mamun Islam, Arci Guevarra, Md Alamgir, Andyrex Jonahs, ROBIUL 卝 ইসলামヅ, Md Soikot

🕊️ পাখি... মুক্তির এক নাম 🌿একটা পাখির ডানায় ভর করে যেন মনের সমস্ত ক্লান্তি উড়ে যায়...নেই কোনো গন্তব্য, নেই কোনো শৃঙ্খ...
30/07/2025

🕊️ পাখি... মুক্তির এক নাম 🌿

একটা পাখির ডানায় ভর করে যেন মনের সমস্ত ক্লান্তি উড়ে যায়...
নেই কোনো গন্তব্য, নেই কোনো শৃঙ্খল — কেবল নীল আকাশ আর মুক্তি।
আমরা সবাই হয়তো জীবনের কোনো এক পর্যায়ে পাখির মতোই উড়ে যেতে চাই —
সব ব্যস্ততা, সব গোঁজামিল, সব অপূর্ণতা পেরিয়ে...
একটা খোলা আকাশের খোঁজে।

পাখিরা কথা বলে না, কিন্তু শিখিয়ে দেয় —
যা ধরতে পারো না, তা ছেড়ে দাও… উড়ে যাও নিজের মতো করে।

27/07/2025

🤲 “সবকিছুর চাবিকাঠি আল্লাহর হাতে, তাঁর উপর ভরসা রাখো।”
শুভ সকাল

26/07/2025

☁️ সবকিছু ছেড়ে দেওয়ার আগে একবার আল্লাহকে ডাকো—তুমি অবাক হয়ে যাবে কীভাবে দরজা খুলে যায়।
শুভ রাত্রি

26/07/2025

🌹 যে অন্তরে কুরআন আছে, সে অন্তর কখনো অন্ধ হয় না। 📖

Address

Barishal
8284

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষ সকালে তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেষ সকালে তুমি:

Share