Dear- প্রিয়

Dear- প্রিয় My Dream

17/10/2023

ভাঙ্গার ব্যাথাটা তীব্র যন্ত্রণা হয়। আর যাইহোক কখনো আপন জন জানি হারিয়ে না যায় মানুষের।
কয়দিন ধরে একজনের ঘর ভাঙ্গার কথা শুনলাম মনে হলো বুকে একটা মোচর দিলো

না পাওয়া আদর না খাওয়া চুমু যতটা সুন্দর! শরীর ততটা সুন্দর নয়।ছুঁয়ে ফেলার থেকে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই সুন্দরতম। সুন্দর।______...
17/10/2023

না পাওয়া আদর না খাওয়া চুমু যতটা সুন্দর! শরীর ততটা সুন্দর নয়।
ছুঁয়ে ফেলার থেকে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই সুন্দরতম। সুন্দর।
_______রুদ্র গোস্বামী

আমাদের সবার একটা গোপন সুইসাইড নোট থাকে।আমি নিজে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছি। এমন না যে জীবন সহজ। কাছের মানুষ বুঝবেই ন...
23/09/2023

আমাদের সবার একটা গোপন সুইসাইড নোট থাকে।
আমি নিজে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছি। এমন না যে জীবন সহজ। কাছের মানুষ বুঝবেই না। মা বাবার সাথে অনেক অভিমান। বন্ধুরা ভুল বুঝে বসে আছে। বাইরের মানুষ ব্যর্থতার জন্য কথা শোনাচ্ছে। একলা রুমে দরজা বন্ধ করে কাঁদা হয় কত!
তারপর কথা বলেছি করুনাময়ের সাথে। জায়নামাজে বসে সব অকপটে বলা হয়েছে আমার। লুকানোর কিছু নেই। আমার রিজিক, সম্মান, ভালো থাকা, মন্দ থাকা সব সে ঠিক করুক। আমার জীবন শুধুই কী আমার?
মা অসুস্থ হয়েও ছেলের পছন্দের খাবারটা রান্না করেছেন। বাবা বুকের ভেতর পুষে রাখা রাগ ছুড়ে ফেলে ছেলেকে জড়িয়ে ধরবেন বলে ঠিক করেছেন। বন্ধুদের সাথে আড্ডা পাওনা হয়ে আছে। কীভাবে সম্ভব লাশ হয়ে তাদের সামনে হাজির হওয়াটা?
বিজয় একাত্তর হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ফিরোজ নামের একটি ছেলে। মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গেছে। বন্ধুদের পাওনা পরিশোধ করবার চেষ্টা করেছে। প্রেম ছিলো তার। মেয়ে সম্পর্কে থাকবেনা এই কথা জানানোতে কষ্ট পেয়েছে। জন্ম দিয়েছেন যেই মা সে বারবার হাত জোড় করে বলেছিলেন,'বাবা ফিরোজ, ভুলভাল কিছু করবিনা। আমারে কথা দে।' ছেলে কথা রাখেনি। মায়ের বুক খালি করেছে। মা বিলাপ করেন আর ফিরোজকে ডাকেন। মেয়েটা দিব্যি ভালো আছে। থাকবে না কেন? যে কেউ যে কোন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। সেই ভালো। কাউকে জোর করে আটকে রাখা যায়না। তাতে সর্বনাশ। সময়ের সাথে সাথে পৃথিবীর সকল ক্ষত শুকিয়ে যায়। ব্যথা ভুলে যাবার কষ্টটা কঠিন আমি জানি ফিরোজ। কিন্তু কঠিন বলেই তো জীবন সুন্দর। এই পরীক্ষা আমাদের দিতেই হয়, হবে। ছাদ থেকে লাফ দেবার আগে একবার বাবার বিষন্ন মুখটার কথা ভাবা গেলোনা। কীভাবে ছেলের নিথর দেহটা বুকে জড়াবেন তিনি। এই আকাশ, বাতাস, টং দোকানের চা, বৃষ্টি, পাতার বাঁশি, পাখিদের কোলাহল সব ফিকে হয়ে গেল একটা মানুষ ফিরিয়ে দিলো বলে?
ফিরোজ বাঁচতে হয়। বেঁচে থাকাটাই সুন্দর। কেউ ছুড়ে ফেলে দিতে চাইলে তার দিকে তাকিয়ে একবার হাসি দিয়ে জীবন নিয়ে ব্যস্ত হয়ে যেতে হয়। জীবন সুন্দর। ভালো থাকায় কিংবা সংগ্রামে জীবন সত্যি সুন্দর। একটু নিজের কথা ভাবা দরকার। নিজের জন্য সময় বের করা দরকার। যে মানুষ অবহেলা করলো তার কথা ভেবে অভিমান না করে যারা কাছে টেনে নিলো তাদের কথা ভেবে বাঁচা দরকার। আসুন আমরা বাঁচি। বেঁচে থাকা আনন্দের। ভীষন আনন্দের।

ছবি: সংগ্রহ

23/09/2023

তোমার আলোকিত
শহরে, আমি এক বিরক্ত ছায়া

21/09/2023

অপরুপ বৃষ্টি

゚viralシ

07/09/2023

সবাই বলে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।
তবে যারা অতিরিক্ত কষ্ট পায় কষ্টে থাকে তাদের কি বলবেন??

Address

Barishal
BARISAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear- প্রিয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share