Home Kitchen

Home Kitchen ব্যবহারযোগ্য নতুন-পুরাতন সব ধরনের মালামাল ক্রয়-বিক্রয় করা হয়

আসসালামু আলাইকুম Novena 2 slice bread toasterদেখতে একদম নতুনের মত। এখনও ব্যবহার করা হয়নি। নোভেনা ব্রেড টোস্টার বিক্রয় কর...
07/12/2024

আসসালামু আলাইকুম
Novena 2 slice bread toaster
দেখতে একদম নতুনের মত। এখনও ব্যবহার করা হয়নি। নোভেনা ব্রেড টোস্টার বিক্রয় করা হবে।

মূল্যহ্রাস ৬০০/- টাকা মাত্র
লোকেশন: বরিশাল
এসে দেখে নিতে পারবেন অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন (ডেলিভারি চার্জ প্রযোজ্য)

**🥗 কালোজিরার তেল দিয়ে ঘরোয়া সালাদ রেসিপি 🥗****উপকরণ:**  - শসা: ১টি (পাতলা গোল করে কাটা)  - টমেটো: ২টি (কিউব আকারে কাটা)...
07/12/2024

**🥗 কালোজিরার তেল দিয়ে ঘরোয়া সালাদ রেসিপি 🥗**

**উপকরণ:**
- শসা: ১টি (পাতলা গোল করে কাটা)
- টমেটো: ২টি (কিউব আকারে কাটা)
- লেটুস পাতা: ৪-৫টি
- গাজর: ১টি (পাতলা স্ট্রিপ করে কাটা)
- কালোজিরার তেল: ২ চামচ
- লেবুর রস: ১ চামচ
- গোলমরিচ গুঁড়া: ১ চিমটি
- লবণ: স্বাদমতো

**পদ্ধতি:**
1. একটি বড় বাটিতে শসা, টমেটো, লেটুস পাতা এবং গাজর দিয়ে মিশিয়ে নিন।
2. এর মধ্যে কালোজিরার তেল, লেবুর রস, গোলমরিচ গুঁড়া এবং লবণ যোগ করে ভালোভাবে মেশান।
3. সালাদটি ঠান্ডা রাখুন এবং পরিবেশনের আগে প্লেটে সাজিয়ে নিন।

**🌟 উপকারিতা:**
✔️ হজমে সহায়তা করে।
✔️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
✔️ ত্বক উজ্জ্বল করে।
✔️ শরীর ডিটক্সিফাই করে।

**🍴 সুস্বাদু এবং পুষ্টিকর এই সালাদটি এখনই বানিয়ে উপভোগ করুন!**
৫০ মি.লি. এর কালোজিরা তেলের বোতলটি পেয়ে যাবেন আমাদের হোম কিচেনে মাত্র ৮০/- টাকায়।

** #কালোজিরাতেল #স্বাস্থ্যকরজীবন #প্রাকৃতিকপণ্য #হেলদি_সালাদ**

কেক কীভাবে বেক করলে পারফেক্ট হবে চুলায় নাকি ওভেনে????🤔👉প্রথমে ওভেনের ব্যপারটা ক্লিয়ার করি, অনেকেই মনে করে মাইক্রোওয়েভ ওভ...
01/12/2024

কেক কীভাবে বেক করলে পারফেক্ট হবে চুলায় নাকি ওভেনে????🤔

👉প্রথমে ওভেনের ব্যপারটা ক্লিয়ার করি, অনেকেই মনে করে মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করা যায়। আসলে মাইক্রোওয়েভ শুধুমাত্র খাবার গরম+টুকিটাকি কিছু রান্নার জন্য।
আর বেকিং এর জন্য অবশ্যই আপনাকে ইলেক্ট্রিক ওভেন নিতে হবে।
★ইলেকট্রিক ওভেন অথবা গ্যাসের চুলা এই দুইটার একটা নিতে হবে★

আজকে আলোচনা করবো গ্যাসের চুলায় কেক বেক করা নিয়ে।

গ্যাসের চুলায় বেক করার জন্য স্পঞ্জ কেক সিলেক্ট করবেন। পাউন্ড, ময়েস্ট, মাড, ফাজ এই ধরনের কেক চুলায় হবেনা, হলেও পারফেক্ট হবেনা।

১. গ্যাসের চুলায় বেক করার জন্য আপনাকে প্রথমেই এমন একটা হাড়ি নিতে হবে যেটা সাইজে বড় এবং ঢাকনা রয়েছে। অন্তত ৩০ সেমি এর হাড়ি অবশ্যই লাগবে।

২. চেষ্টা করবেন বাতিল কোনো হাড়ি ব্যবহার করতে কারণ বারবার কেক বেক করার ফলে হাড়িটার কালার নষ্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে অন্যান্য রান্না করা যাবেনা।

৩. পুডিং এর মতো কিন্তু এই হাড়িতে আপনি পানি দিয়ে বেক করতে পারবেন না, অবশ্যই হাড়ির নিচে বালি, লবন এবং স্ট্যান্ড দিয়ে কেকটা বেক করতে হবে।

৪. কেক বেক করার সময় যখন শুকনো উপকরণ মিক্স করবেন তখনি বালি বা লবন দেওয়া খালি হাড়িটি হাই হিটে ৫-১০ মিনিট গরম করে নিতে হবে। ওভেন যেভাবে প্রিহিট করে নেই, একইভাবে হাড়িটিও প্রিহিট করে নিতে হবে।

৫. প্রিহিট হয়ে গেলে ঢাকনা তুলে কেকের মোল্ডটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। হাড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে৷ ""কোনো ভাবেই কেক কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবেনা""
এবার একদম লো হিট থেকে কিছুটা বেশি, কিন্তু মিডিয়াম আচ থেকে কমে কেকটা বেক করতে হবে। ছোট কেক হলে ২০-২৫ মিনিট এই হয়ে যাবে, বড় কেকের ক্ষেত্রে ৪০-৫০ মিনিট ও সময় লাগতে পারে।

৬. কেক বেক করার সময় অযথা বারবার ঢাকনা তুলে চেক করা যাবেনা। এতে করে কেকটা ভালোভাবে বেক হতে পারেনা, আর কেকটা চুপসে যাবে। রেসিপি অনুযায়ী সময়ের পর ই ঢাকনা তুলবেন।

৭. কোনো কাঠি বা কেক টেস্টার দিয়ে চেক করতে হবে কেকটা হয়েছে কিনা। যদি ক্লিন আসে তার মানে কেক হয়ে গেছে। আর যদি কেক লেগে থাকে তাহলে আরো ৫ মিনিট তাপ দিবেন।

৮. কেক বেক হওয়ার পর চুলা অফ করে আরো ৫ মিনিট হাড়িতেই রেখে দিবেন।

৯. কেক বের করার পর রুম টেম্পারেচার এ খুব ভালোভাবে ঠান্ডা করে নিবেন, এর আগে কেক স্লাইস করবেন না। এর আগে স্লাইস করলে স্লাইস ভেংগে যাওয়ার সম্ভবনা আছে।

১০. আমার পারসোনাল ওপিনিয়ন স্পঞ্জ কেকের জন্য চুলা বেস্ট। কিন্তু এর অসুবিধা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো কেক বেক করতে পারবেন না, একটা সময়ে শুধু একটা কেক ই বেক করতে হবে।

Cp

15/11/2024

আমরা পুরাতন ব্যবহারযোগ্য মালামাল ক্রয় করি।

01/11/2024

ব্যবহারযোগ্য নতুন-পুরাতন সব ধরনের মালামাল ক্রয়-বিক্রয় করা হয়।

গুড়া মসলা, আচার, জ্যাম/জেলি, মধুসহ রান্নাঘরের প্রয়োজনীয় যে কোন কিছু সংরক্ষণ করার জন্য কাঁচের বৈয়ম অত্যন্ত প্রয়োজনীয়। এক ...
16/10/2024

গুড়া মসলা, আচার, জ্যাম/জেলি, মধুসহ রান্নাঘরের প্রয়োজনীয় যে কোন কিছু সংরক্ষণ করার জন্য কাঁচের বৈয়ম অত্যন্ত প্রয়োজনীয়।
এক কেজির মধুর সাইজের এই বৈয়মটি পেয়ে যাবেন মাত্র ৬০/- টাকায়।
তিন পিস একসাথে অর্ডার করলে পাচ্ছেন মাত্র ১৫০/- টাকায়।
কাঁচের বৈয়মগুলো শুধুমাত্র বরিশাল সিটির মধ্যে পাওয়া যাবে।

আসসালামু আলাইকুম 💥💥বেকিং ও কুকিং এর জন্য আপনার কিচেনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী মেজারমেন্ট কাপ ও চামচ সেট।💥💥আমরা নিয়ে এসে...
15/10/2024

আসসালামু আলাইকুম
💥💥বেকিং ও কুকিং এর জন্য আপনার কিচেনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী মেজারমেন্ট কাপ ও চামচ সেট।
💥💥আমরা নিয়ে এসেছি সূলভ মূল্যে দুটি ভিন্ন কোয়ালিটির মেজারমেন্ট কাপ সেট।
💥💥 ৯ পিসের সাদা মেজারমেন্ট কাপ সেটের মূল্য মাত্র ৫০ টাকা।
💥💥 ৮ পিসের কালো মেজারমেন্ট কাপ সেটের মূল্য মাত্র ৫০ টাকা।
অর্ডার করুন এখনই ☺☺☺
বরিশাল সিটির মধ্যে হোম ডেলিভারি পাওয়া যাবে।

21/08/2024

ফেনীতে যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নং গুলোতে ট্রাই করুন৷ প্লিজ! ফি আমানিল্লাহ!

* বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।
মোঃ আরাফাত - 01836-889812
মোঃফোরকান - 01818738984
আরাফাত হোসেন - 01829260044
নাদের চৌধুরী - 01690-028474
মীর হোসাইন হৃদয় - 01875-149204
মাহেদী হাসান - 01766-046785
জিয়াউর রহমান ফারুকী - 01820746314 (ফুলগাজী)
আবদুর রহমান - 01887954818 (ফুলগাজী)
আসাদুল ইসলাম - 01402933308 (পরশুরাম)
ওমর ফারুক - 01822789872 (ছাগলনাইয়া)
মেহেদী হাসান - 01865445795 (ছাগলনাইয়া)

চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316

আল্লাহ হেফাজত করুন।
দুলাকাজি বাডি সংলগ্ন, আনন্দপুর ইউনিয়ন, ফুলগাজিতে জরুরি প্রয়োজনে - ফেনী আর্মি ক্যাম্প এর নাম্বার-
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

Pray for Feni
ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ।

▫️দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন,
মোঃ আরাফাত - 01836-889812
▫️বন্যায় যেকোন সাহায্য করতে বা পেতে COSF রেসকিউ টিম -
(BKash) - 01872291985
(Nagad) - 01884425351
▫️পরশুরামে বন্যাদূর্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬
▫ফুলগাজী পরশুরাম এর বাসিন্দারা, ০১৭১৩১৮৭৩১৬ এই নাম্বার এ যোগাযোগ করুন। আপনার এলাকায় যে কোনো জায়গায় নৌকা লাগলে ওনারা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ।
▫️ফুলগাজীবাসি,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করুন।

উপজেলা নির্বাহী অফিসার - ০১৭১৩১৮৭৩১৫
▫️FIRE SERVICE, FENI - 01730-002492

🛑 সোর্স: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ফেনী জেলা)

Address

Barishal
8200

Telephone

+8801307106601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share