Al-amin Khan

Al-amin Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-amin Khan, Digital creator, Barishal.

আল -আমীন খান🌿 এসো কুরআন শিখি 📖
আমি একজন শিক্ষক. বিশেষভাবে . কুরআনুল কারীম কে সুন্দর ভাবে শিক্ষা দেই।
(ইসলামী রুকিয়া শারীয়ার জন্য যোগাযোগ করুন) 01716807373/01724430344 📖 🌿

25/10/2025

প্রথম সৃষ্টি কোনটি — কলম (القلم) নাকি আরশ (العرش)?

এটি বহু আলোচিত একটি প্রশ্ন — আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কী ছিল?
কেউ বলেন “কলম”, আবার কেউ বলেন “আরশ”।
চলুন দেখি কুরআন, সহীহ হাদীস ও আলেমদের ব্যাখ্যায় বিষয়টি কীভাবে এসেছে👇

---

🕋 ১️⃣ কুরআনের আলোকে:

আল্লাহ তাআলা বলেন —

> وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ
“আর তিনিই সেই সত্তা, যিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর তাঁর আরশ ছিল পানির উপর।”
— সূরা হূদ ১১:৭

📘 এই আয়াত দ্বারা বোঝা যায় —
আসমান-জমিন সৃষ্টির আগেই আল্লাহর আরশ ও পানি বিদ্যমান ছিল।
অর্থাৎ, সৃষ্টির প্রাথমিক পর্যায়েই আরশের অস্তিত্ব ছিল।

---

📜 ২️⃣ সহীহ হাদীসের আলোকে:

🌟 (ক) প্রথমে কলম সৃষ্টি

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

> إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ، فَقَالَ لَهُ: اكْتُبْ، قَالَ: رَبِّ وَمَا أَكْتُبُ؟ قَالَ: اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ.
“নিশ্চয়ই আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন। তারপর তাকে বলেছেন: ‘লিখ।’
কলম বলল: ‘হে আমার রব, কী লিখব?’
আল্লাহ বললেন: ‘সব কিছুর তাকদির লিখে রাখ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে।’”
— সুনান আত-তিরমিযি ৩৩১৯, আবু দাউদ ৪৭০০; সহীহ বলেছেন ইমাম আলবানী (রহ.)

🖋️ এখানে স্পষ্ট বলা হয়েছে —

> “أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ” — “আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন, তা হলো কলম।”

---

🌟 (খ) আরশ ও পানির অস্তিত্ব

অন্য হাদীসে এসেছে —

> كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ، وَخَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ.
“আল্লাহ ছিলেন, তাঁর সাথে আর কিছুই ছিল না।
তখন তাঁর আরশ ছিল পানির উপর।
তিনি (কলমের মাধ্যমে) তাকদির লিখলেন, তারপর আসমান ও জমিন সৃষ্টি করলেন।”
— সহীহ বুখারী ৩১৯১, সহীহ মুসলিম ২৬৫৩

এই হাদীস থেকে বোঝা যায় —
🩵 আল্লাহর আরশ ও পানি, আসমান-জমিনের আগে ছিল।
✍️ তারপর তাকদির লেখা হয় — অর্থাৎ কলম সৃষ্টি করে লিখানো হয়।

---

📚 ৩️⃣ আলেমদের ব্যাখ্যা ও মিল:

🟢 ইমাম ইবনু কাসীর (রহ.) বলেন:

> “সম্ভবত প্রথম যে জিনিস দ্বারা তাকদির লেখা শুরু হয়েছে, তা হলো কলম।
কিন্তু এর আগে আরশ ও পানি সৃষ্টি করা হয়েছিল।”
— তাফসির ইবন কাসীর, সূরা হূদ ৭ আয়াতের ব্যাখ্যা

🟢 ইমাম নববী (রহ.) বলেন:

> “হাদীসের অর্থ হলো: আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন তাকদির লেখার জন্য;
কিন্তু এর আগে অন্য কিছু যেমন আরশ বা পানি সৃষ্টি হয়েছিল।”
— শরহ সহীহ মুসলিম, হাদীস ২৬৫৩

🟢 ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন:

> “প্রথম সৃষ্টির কথা হাদীসে প্রসঙ্গভেদে বলা হয়েছে।
তাকদির লেখার দিক থেকে কলম প্রথম, আর অস্তিত্বের দিক থেকে আরশ আগে।”
— মিফতাহ দারুস সা’দাহ, খণ্ড ১, পৃ. ৫০

---

⚖️ ৪️⃣ মিলিত বিশ্লেষণ (সংক্ষেপে):

১️⃣ আরশ (العرش):
কুরআনে এসেছে —

> “আর তাঁর আরশ ছিল পানির উপর।” (সূরা হূদ ১১:৭)
এবং সহীহ বুখারী (হাদীস ৩১৯১)-এও এসেছে যে, আসমান ও জমিন সৃষ্টির আগেই আল্লাহর আরশ পানির উপর ছিল।
📘 অর্থাৎ — আরশ আসমান-জমিনের আগেই সৃষ্টি হয়েছিল।

২️⃣ পানি (الماء):
উপরের একই হাদীস থেকে জানা যায়, আরশের নিচে পানি ছিল।
এটিও আসমান-জমিনের পূর্ববর্তী সৃষ্টি।

৩️⃣ কলম (القلم):
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

> “নিশ্চয়ই আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং তাকে বলেছেন: লিখ।”
(তিরমিযি ৩৩১৯, আবু দাউদ ৪৭০০ — সহীহ)
📘 অর্থাৎ — তাকদির লেখার জন্য আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন।

---

🕊️ ৫️⃣ চূড়ান্ত সারসংক্ষেপ:

💠 অস্তিত্বের দিক থেকে প্রথম সৃষ্টি — আরশ ও পানি।

💠 তাকদির লেখার দিক থেকে প্রথম সৃষ্টি — কলম।

📖 অর্থাৎ —
আরশ ও পানি আগে ছিল, তারপর আল্লাহ কলম সৃষ্টি করে তাকে আদেশ দেন সব কিছুর তাকদির লিখে রাখতে।

---

🌺 শেষ কথা:

আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা ও নিয়ন্তা।
যে কলম সৃষ্টি করেছিলেন তাকদির লেখার জন্য, সেই কলমের লেখা থেকে কোনো কিছুই পরিবর্তন হয় না —

> مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَا ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
“তোমাদের কোনো বিপদই পৃথিবীতে বা নিজেদের মধ্যে আসে না,
তা সেই কিতাবে লেখা ছিল আগে থেকেই।
নিশ্চয়ই এটি আল্লাহর জন্য খুবই সহজ।”
— সূরা হাদীদ ৫৭:২২

---

📍 সংক্ষেপে পোস্টের উপযোগী উত্তর:

🖋️ “প্রথম সৃষ্টি হলো কলম — তাকদির লেখার জন্য।”

🌊 “কিন্তু আরশ ও পানি এর আগেই ছিল।”

— কুরআন: হূদ ১১:৭
— সহীহ বুখারী ৩১৯১
— তিরমিযি ৩৩১৯
— ব্যাখ্যা: ইবনু কাসীর, নববী ও ইবনুল কাইয়্যিম (রহ.)

জাযাকাল্লাহু খাইরান।
---

সত্য প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টায়
সংগ্রহে সংকলনে... 🖊️

21/10/2025

ক্বারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর সাজাওয়ান্দি (মৃত্যু ১১৬৫ খ্রি.), যিনি তাজবিদ ও কিরাতের একজন প্রখ্যাত ইসলামিক পণ্ডিত ছিলেন। কুরআনে ওয়াকফের (বিরতির) চিহ্নের প্রচলন করার জন্য তিনি বিখ্যাত...🖊️

20/10/2025

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

ان شاء الله
20/10/2025

ان شاء الله

প্রশ্ন: অবৈধ বিবাহের মাধ্যমে কি আত্মীয়তার (“হুরমাতে মুসাহারাত” বা “মাহরাম সম্পর্কের) নিষেধাজ্ঞা প্রমাণিত হয়?▬▬▬▬▬▬▬▬◖◉◗▬...
18/10/2025

প্রশ্ন: অবৈধ বিবাহের মাধ্যমে কি আত্মীয়তার (“হুরমাতে মুসাহারাত” বা “মাহরাম সম্পর্কের) নিষেধাজ্ঞা প্রমাণিত হয়?
▬▬▬▬▬▬▬▬◖◉◗▬▬▬▬▬▬▬▬
ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি।অতঃপর,সবার জানা উচিত যে,বৈবাহিক সম্পর্কের কারণে চারজনের সাথে বিবাহ হারাম হয়

(১).পিতার স্ত্রী,আল্লাহ তাআলা বলেন:وَ لَا تَنۡكِحُوۡا مَا نَكَحَ اٰبَآؤُكُمۡ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدۡ سَلَفَ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَۃً وَّ مَقۡتًا ؕ وَ سَآءَ سَبِیۡلًا "নারীদের মধ্যে তোমাদের পিতৃ পুরুষ যাদেরকে বিয়ে করেছে, তোমরা তাদেরকে বিয়ে করো না,তবে পূর্বে যা সংঘটিত হয়েছে (সেটা ক্ষমা করা হলো) নিশ্চয় তা ছিল অশ্লীল, মারাত্মক ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা।"(সূরা নিসা;২২) জাহেলিয়াত যুগে পিতার মৃত্যুর পর তার স্ত্রীকে পুত্ররা বিনাদ্বিধায় বিয়ে করে নিত।(দেখুন,সহীহ বুখারী হা/৪৫৭৯) এ আয়াতে আল্লাহ তা'আলা এই নির্লজ্জ কাজটি নিষিদ্ধ করে দিয়েছেন এবং একে 'আল্লাহর অসন্তুষ্টির কারণ বলে অভিহিত করেছেন।ফলে আলেমগণ বলেন, পিতা কোন নারীকে বিয়ে করার সাথে সাথেই সন্তানদের জন্য সে নারী হারাম হয়ে যাবে। চাই তার সাথে পিতার সহবাস হোক বা না হোক। অনুরূপভাবে যে নারীকে পুত্র বিয়ে করেছে সেও পিতার জন্য হারাম হয়ে যাবে, তার সাথে পুত্রের সহবাস হোক বা না হোক।
(২). স্ত্রীর মা,যদি স্বামী স্ত্রীর সাথে বিবাহ চুক্তি সম্পন্ন করে,অর্থাৎ স্ত্রীর সাথে বিবাহের চুক্তির সাথে সাথেই স্ত্রীর মা হারাম হয়ে যায়, সহবাসের প্রয়োজন নেই;আল্লাহ তাআলা বলেন:" وَأُمَّهَاتُ نِسَائِكُمْا"আর তোমাদের স্ত্রীদের মাতাগণ (শ্বাশুড়ী)..."(সূরা আন-নিসা: ২৩) এই আয়াতে বৈবাহিক সম্পর্কের কারণে স্ত্রীর মা অর্থাৎ, শাশুড়ীকে। (স্ত্রীর নানী-দাদীও এর অন্তর্ভুক্ত হবে) চিরতরে হারাম করা হয়েছে, সুতরাং যদি কোন মহিলাকে বিবাহ করার পরে পরেই সহবাস না করেই তালাক দিয়ে দেয়, তবুও তার মায়ের (শাশুড়ীর) সাথে বিবাহ হারাম হবে। তবে যদি কোন মহিলাকে বিয়ের পর সহবাস না করেই তালাক দিয়ে দেয়, তাহলে তার মেয়েকে বিবাহ করা জায়েয হবে।
(৩). স্ত্রীর মেয়ে,যদি স্ত্রীর সাথে সহবাস হয়;দলিল আল্লাহ তাআলার বাণী:وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ"এবং তোমাদের স্ত্রীদের ঐ সকল কন্যা, যারা তোমাদের তত্ত্বাবধানে আছে, যাদের সাথে তোমরা সহবাস করেছ। যদি তোমরা তাদের সাথে সহবাস না করে থাক, তবে (তাদের কন্যাদেরকে বিবাহ করলে) তোমাদের কোনো পাপ নেই।" (সূরা আন-নিসা: ২৩) আয়াতে رَبِيْبة ‘রাবীবা’ (সৎ কন্যা) অর্থাৎ স্ত্রীর আগের স্বামীর মেয়ে। এটা শর্তের ভিত্তিতে হারাম হয়। যেমন,যদি সৎ কন্যার মায়ের সাথে সহবাস করে নেয় তবেই সে হারাম হবে, অন্যথা তার সাথে বিয়ে হালাল। فِي حُجُوْرِكُمْ (যারা তোমাদের অভিভাবকত্বে আছে) এটা অধিকাংশ অবস্থার দিকে লক্ষ্য করে বলা হয়েছে, শর্ত হিসাবে বলা হয়নি। অতএব এই মেয়ে যদি কোন অন্য কারো অভিভাবকত্বে বা অন্য স্থানে লালিতা-পালিতা হয় বা অন্য জায়গায় বসবাস করে থাকে, তবুও তার সাথে বিবাহ হারাম।
(৪). একই সাথে দুই বোন,অথবা স্ত্রী এবং তার ফুফু, অথবা স্ত্রী এবং তার খালাকে বিবাহ করা হারাম:কেননা আল্লাহ তা‘আলা পুরুষদের জন্য মহিলাদের মধ্যে হারাম করা বিষয়গুলোর তালিকা দিতে গিয়ে বলেছেন,"আর দুই বোনকে একত্রে (বিবাহ বন্ধনে) জমা করাও (তোমাদের জন্য হারাম), তবে যা অতীত হয়ে গেছে,হয়ে গেছে।"(সূরা আন-নিসা: ২৩)। এবং আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন;لا تُنكَحُ المرأةُ على عَمَّتِها، ولا على خالتِها أخرجه"কোন নারীকে তার ফুফু অথবা তার খালার সাথে বিবাহ করা যাবে না।"(সহীহ বুখারী হা/৫১০৯,সহীহ মুসলিম হা/১৪০৮)।অন্যত্র তিনি বলেন,"ভাতিজীর সাথে তার ফুফুকে বিবাহ করা যাবে না। অনুরূপভাবে খালার সাথে ভাগ্নিকে বিবাহ করা যাবে না"।(সহীহ মুসলিম হা/১৪০৮ (৩৫)।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিধানের হেতু (কারণ) বর্ণনা করতে গিয়ে বলেন:فإنَّكُنَّ إذا فَعَلْتُنَّ ذلك قَطَّعْتُنَّ أَرْحَامَكُنَّ“যদি তোমরা এটি কর তাহলে আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করবে”।(সহীহ ইবনু হিব্বান হা/৪১১৬) আত্মীয়তার সম্পর্কগুলো এ কারণে ছিন্ন হবে যেহেতু সতীনদের মাঝে ঈর্ষা থাকে। তাই যদি সতীনদের একজন অন্যদের রক্তের সম্পর্কের আত্মীয়া হয়; তাদের মাঝে সম্পর্ক ছিন্ন ঘটবে। তবে যদি একজনকে তালাক্ব দিয়ে দেয়া হয় এবং তার ইদ্দত শেষ হয়ে যায় তখন তার বোন, ফুফু বা খালাকে বিয়ে করা জায়েয; সেই অনিষ্টটি অটুট না থাকার কারণে।
সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দাইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণ বলেছেন,"একই চুক্তিতে দুই বোনকে বিবাহ করা কুরআন ও সুন্নাহর স্পষ্ট দলীল দ্বারা হারাম। তা তারা সহোদরা হোক, অথবা শুধু পিতৃসূত্রে বা মাতৃসূত্রে বোন হোক, অথবা তারা রক্তের সম্পর্কের হোক কিংবা দুধের সম্পর্কের, তারা স্বাধীন নারী হোক বা দাসী হোক, কিংবা একজন স্বাধীন নারী ও অন্যজন দাসী হোক- সব ক্ষেত্রেই এটি হারাম। এ ব্যাপারে ছাহাবীগণ (রাযিয়াল্লাহু আনহুম), তাবিঈগণ এবং সমগ্র সালাফ সর্বসম্মতভাবে একমত হয়েছেন।ইবনু মুনযির (রাহিমাহুল্লাহ)ও এ ব্যাপারে ইজমা বর্ণনা করেছেন"।(ফাতাওয়া লাজনাহ দায়িমাহ;খণ্ড;১৮;পৃষ্ঠা;২৩৫)।
▪️ দ্বিতীয়ত: আলেমগণ সর্বসম্মত যে—বৈধ (সঠিক) বিবাহ, ত্রুটিপূর্ণ (ফাসিদ) বিবাহ এবং সন্দেহজনক সহবাস—এই তিন অবস্থার যেকোনোটির মাধ্যমেই হুরমাতে মুসাহারাত (আত্মীয়তার নিষেধাজ্ঞা) প্রতিষ্ঠিত হয়।তবে তারা মতভেদ করেছেন এমন ক্ষেত্রে, যখন সম্পর্কটি সম্পূর্ণ অবৈধ হয়—যেমন শরিয়ত স্বীকৃত নয় এমন বিবাহ বা প্রকাশ্য ব্যভিচার।অর্থাৎ, কেউ যদি কোনো নারীকে মুতআ (অস্থায়ী) বিবাহে গ্রহণ করে, অথবা তার সঙ্গে ব্যভিচার করে—তাহলে ঐ নারীর কন্যা তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে কি না—এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ বিদ্যমান। এক্ষেত্রে আলেমগন দুটি ভাগে বিভক্ত।
(১).হানাফি ও হাম্বলি মাজহাবের আলেমগণ বলেন,যদি কেউ কোনো নারীর মায়ের সঙ্গে ব্যভিচার করে, তাহলে ঐ নারীর মেয়ে তার জন্য হারাম হয়ে যায়। কারণ, তাদের মতে অবৈধ সহবাসও (জিনা) মুসাহারার ক্ষেত্রে বৈধ সহবাসের মতোই প্রভাব ফেলে।অর্থাৎ, যেমন কেউ কোনো নারীর সঙ্গে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সহবাস করলে ঐ নারীর কন্যা তার জন্য সর্বসম্মতভাবে হারাম হয়ে যায়, তেমনি অবৈধভাবে সহবাসের মাধ্যমেও একই নিষেধাজ্ঞা আরোপিত হয়। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী:( وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ )
“আর তোমাদের সৎকন্যারা যারা তোমাদের গৃহে লালিত হয়েছে, তোমাদের সেই স্ত্রীদের থেকে, যাদের সঙ্গে তোমরা সহবাস করেছ; কিন্তু যদি তোমরা তাদের সঙ্গে সহবাস না করে থাকো, তবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই।”(সূরা আন-নিসা ৪:২৩)
(২).অপরদিকে মালিকি ও শাফেয়ি মাজহাবের আলেমদের মতে, ব্যভিচারের কারণে স্ত্রী হারাম হয়ে যায় না। অর্থাৎ, কেউ যদি কোনো নারীর মায়ের (শাশুড়ীর) সঙ্গে ব্যভিচার করে, তবে সেই নারীর (স্ত্রীর) সঙ্গে তার বিবাহ নিষিদ্ধ হবে না।তাদের বক্তব্য হলো—হারাম কাজ কোনো হালাল বিষয়কে হারাম করে না।আর দলিলের আলোকে এটাই বিশুদ্ধ মত।কারণ শরিয়ত সম্মতভাবে বৈধ পন্থায় বিবাহের মত হালাল এবং সুদৃঢ় সম্পর্ক তৃতীয় পক্ষের কারো অপরাধের কারণে নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে না। তালাক ব্যতিরেকে কখনোই বিবাহ বিচ্ছেদ হয় না। ইসলামে এমন কোনো বিধান নেই। তাছাড়া হাদিসে এসেছে,প্রখ্যাত সাহাবী,‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা) [মৃত: ৬৮ হি.] বলেছেন:أنَّ وطءَ الحرامِ لا يُحرِّمُ"যিনা বৈবাহিক বন্ধনকে হারাম করে না"।(মুছান্নাফ ইবনে আবী শায়বা,বায়হাক্বী হা/১৩৯৯১;ইমাম আলবানী,ইরওয়া;খণ্ড;৬;পৃষ্ঠা;২৮৭;হা/১৮৮১)। অন্য বর্ণনায় এসেছে,"এক লোক তার শাশুড়ীর সাথে যেনা করলে ইবনু আব্বাস (রাঃ) বলেন, ‘তারা পাপী। কিন্তু এ পাপ তার স্ত্রীকে তার জন্য হারাম করে না"।(বায়হাক্বী,ইমাম আলবানী,ইরওয়া;খণ্ড;৬;পৃষ্ঠা;২৮৮) প্রখ্যাত সাহাবী,আলী (রাঃ) বলেন, যেনা বৈধ বিবাহ বন্ধনকে হারাম করতে পারে না।"(ইমাম আলবানী;ইরওয়া ৬/২৮৮ পৃঃ,তা‘লীক্ব বুখারী) বিশিষ্ট তাফসিরকারক শাইখ মুহাম্মদ আল-আমীন আস-শানক্বিতী (রহিমাহুল্লাহ) বলেছেন:
الخلاف في هذه المسألة مشهور معروف ، وأرجح القولين دليلا فيما يظهر أن الزنى لا يحرُم به حلال"এই বিষয়ে মতভেদ প্রসিদ্ধ ও পরিচিত। কিন্তু প্রমাণের দিক থেকে যে মতটি অধিক শক্তিশালী বলে প্রতীয়মান হয় তা হলো ব্যভিচার (জিনা) দ্বারা কোনো বৈধ সম্পর্ক হারাম হয়ে যায় না।"(আযওয়াউল বায়ান,খণ্ড;৬;পৃষ্ঠা;৩৪১)
হাম্বালী মাযহাবের প্রখ্যাত ফাক্বীহ, শাইখুল ইসলাম, ইমাম ‘আব্দুল্লাহ বিন আহমাদ বিন কুদামাহ আল-মাক্বদিসী আল-হাম্বালী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৬২০ হি.] বলেছেন,"ولو وطئ أم امرأته أو بنتها حرمت عليه امرأته نص أحمد على هذا في رواية جماعةٍ ، وروي نحو ذلك عن عمران بن حصين ، وبه قال الحسن وعطاء وطاوس ومجاهد والشعبي والنخعي والثوري وإسحاق وأصحاب الرأي .وروى ابن عباس أن الوطء الحرام لا يحرِّم ، وبه قال سعيد بن المسيب ويحيى بن يعمر وعروة والزهري ومالك والشافعي وأبو ثور وابن المنذر"যদি কেউ নিজের স্ত্রীর মায়ের সঙ্গে অথবা স্ত্রীর মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, তবে তার বর্তমান স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে।এ বিষয়ে ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ)-এর স্পষ্ট বক্তব্য পাওয়া যায়; যা একাধিক বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হয়েছে।একই মত বর্ণিত হয়েছে সাহাবি ইমরান ইবনু হুসাইন (রাঃ)-এর থেকেও।এ মতের পক্ষাবলম্বন করেছেন—হাসান বাসরী,আতা, তাওস, মুজাহিদ,শা‘বী, নাখাঈ,ইমাম সাওরী, ইসহাক ইবন রাহওয়াইহ এবং আসহাবুর রা’য় (অর্থাৎ হানাফি ফকীহগণ)। অপরদিকে, ইবনু আব্বাস (রাঃ)-এর থেকে বর্ণিত আছে যে,“হারাম যৌন সম্পর্ক (ব্যভিচার) কোনো স্থায়ী হারামত্ব সৃষ্টি করে না।”এই মত গ্রহণ করেছেন— সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ইয়াহইয়া ইবনু ইয়ামার, উরওয়া ইবনু যুবাইর,যুহরী, ইমাম মালিক, ইমাম আশ-শাফেঈ, আবু সাওর এবং ইবনুল মুনযির (রহিমাহুমুল্লাহ)।"(ইবনু কুদামাহ আল মুগনী,খণ্ড; ৭;পৃষ্ঠা;৯০)
বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুহাদ্দিস, মুফাসসির ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২১ হি./২০০১ খ্রি.] বলেছেন::

"لو زنى رجل بامرأة فهل يحرم عليها أصله وفرعه ، وهل يحرم عليه أصلها وفرعها ؟ الجواب :لا يحرم ، لأنه لا يدخل في الآية ، قال تعالى : وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ ) قال ( مَا نَكَحَ آبَاؤُكُمْ ) والزانية لا تدخل في هذا ... ومع هذا فمذهب الحنابلة أن الزنى كالنكاح ، فإذا زنى بامرأة حرم عليه أصولها وفروعها ، وحرم عليها أصوله وفروعه تحريما مؤبدا ، بل من غرائب العلم أن يجعل السفاح كالنكاح ، بل من أغرب ما يكون ، وهو من أضعف الأقوال ... والصواب أنه لا أثر في تحريم المصاهرة لغير عقد صحيح ؛ وذلك لأن العقود إذا أطلقت في الشرع حملت على الصحيح ، فالصواب في هذه المسألة أن كل ما كان طريقه محرما فإنه لا أثر له في التحريم والمصاهرة "

"যদি কোনো ব্যক্তি কোনো নারীর সঙ্গে ব্যভিচার করে, তবে কি ঐ নারীর মা ও মেয়েরা তার জন্য হারাম হয়ে যাবে? অথবা ঐ পুরুষের বংশীয় নারীসমূহ (মা,দাদি
মেয়ে ইত্যাদি) ঐ নারীর জন্য হারাম হয়ে যাবে?
উত্তর: না, হারাম হবে না।কারণ এ ব্যাপারটি কুরআনের ঐ আয়াতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা বলেন:"তোমাদের স্ত্রীদের মায়েরা, আর তোমাদের তত্ত্বাবধানে থাকা সেসব সৎকন্যারা যারা তোমাদের সেই স্ত্রীদের সন্তান যাদের সঙ্গে তোমরা সহবাস করেছ—অতএব যদি তোমরা তাদের সঙ্গে সহবাস না করে থাকো, তবে তাতে তোমাদের কোনো গোনাহ নেই—এবং তোমাদের পুত্রদের স্ত্রীগণ...”(সূরা আন-নিসা: ২৩) এবং তিনি আরও বলেনঃ “তোমাদের পিতারা যাদের বিবাহ করেছেন, তোমরা তাদের বিবাহ করো না।”(সূরা আন-নিসা: ২২)অতএব,ব্যভিচারিণী (যার সঙ্গে জিনা করা হয়েছে) এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। তবে, হাম্বলি ফকীহদের মতে, ব্যভিচার (জিনা) কে বিবাহের সমতুল্য ধরা হয়।তাদের মতে,যদি কেউ কোনো নারীর সঙ্গে জিনা করে, তাহলে ঐ নারীর মা ও মেয়েরা তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে, এবং একইভাবে ঐ নারীর জন্যও ঐ পুরুষের মা, দাদি, মেয়ে ইত্যাদি হারাম হয়ে যাবে।কিন্তু এটি ‘বিদ্যা’ বা জ্ঞানের দৃষ্টিকোণ থেকে আশ্চর্যজনক বিষয় যে ব্যভিচারকে বিবাহের সমতুল্য গণ্য করা হয়েছে!বরং এটি সবচেয়ে বিস্ময়কর মতগুলোর একটি,এবং নিঃসন্দেহে এটি দুর্বলতম মতগুলোর অন্তর্ভুক্ত। আর সঠিক কথা হলো:যে সম্পর্ক বা কাজ অবৈধ (হারাম) পথে সংঘটিত হয়েছে, তার দ্বারা মাহরাম সম্পর্ক বা হারামত্ব প্রতিষ্ঠিত হয় না। কারণ শরীয়তে যখন কোনো চুক্তি বা সম্পর্কের কথা বলা হয়, তা কেবল সহীহ (বৈধ) চুক্তিকেই নির্দেশ করে।‌অতএব,এই মাস'আলায় সঠিক মত হলো যে, কোনো সম্পর্ক যদি হারাম পথে গঠিত হয় (যেমন ব্যভিচার, অবৈধ সহবাস), তবে তার দ্বারা মাহরামত্ব বা হারামত্বের কোনো প্রভাব পড়ে না।"(ইবনু উসাইমীন;আশ শারহুল মুমতি;খণ্ড;৫;পৃষ্ঠা;২০৩) (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)
▬▬▬▬▬▬◖◉◗▬▬▬▬▬▬
উপস্থাপনায়:জুয়েল মাহমুদ সালাফি
সম্পাদনায়:ওস্তায,ইব্রাহিম বিন হাসান হাফি.
অধ্যয়নরত, কিং খালিদ ইউনিভার্সিটি সৌদি আরব।... 🖊️

13/10/2025
রুকিয়া সম্পর্কে জেনে নিন... 🖊️ রুকিয়া করা হয়, প্রয়োজনে যোগাযোগ করুন।01724430344
13/10/2025

রুকিয়া সম্পর্কে জেনে নিন... 🖊️
রুকিয়া করা হয়, প্রয়োজনে যোগাযোগ করুন।
01724430344

13/10/2025

হাদীসের বিখ‍্যাত ছয় ইমাম সম্পর্কে কিছু তথ্য
----------------------------------------------------------------🖊️

১. সহীহ আল-বুখারী
মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী
জন্ম: ১৯৪ হিজরি – মৃত্যু: ২৫৬ হিজরি
জীবনকাল: ৬২ বছর
জন্মস্থান: বুখারা নগরী, উজবেকিস্তান

২. সহীহ মুসলিম
মুসলিম ইবনু হজ্জাজ
জন্ম: ২০৬ হিজরি – মৃত্যু: ২৬১ হিজরি
জীবনকাল: ৫৫ বছর
জন্মস্থান: নিশাপুর নগরী, ইরান

৩. সুনান আন্‌নাসায়ী
আহমাদ ইবনু শু‘আইব আন্‌নাসায়ী
জন্ম: ২১৪ হিজরি – মৃত্যু: ৩০৩ হিজরি
জীবনকাল: ৮৯ বছর
জন্মস্থান: নাসা নগরী, তুর্কমেনিস্তান

৪. সুনান আবু দাউদ
আবু দাউদ
জন্ম: ২০২ হিজরি – মৃত্যু: ২৭৫ হিজরি
জীবনকাল: ৭৩ বছর
জন্মস্থান: সিজিস্তান নগরী, ইরান

৫. সুনান আত্‌তিরমিযী
আবু ঈসা মুহাম্মাদ আত্‌তিরমিযী
জন্ম: ২০৯ হিজরি – মৃত্যু: ২৭৯ হিজরি
জীবনকাল: ৭০ বছর
জন্মস্থান: তিরমিয নগরী, উজবেকিস্তান

৬. সুনান ইবনু মাজাহ
মুহাম্মাদ ইবনু মাজাহ
জন্ম: ২০৯ হিজরি – মৃত্যু: ২৭৩ হিজরি
জীবনকাল: ৬৪ বছর
জন্মস্থান: কাযওয়ীন নগরী, ইরান... 🖊️

11/10/2025

প্রতিটা ঘরের মার উচিত

যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন...

♦️ তাকে শেখান, তার ঘরের গোপনীয়তা শুধু তার এবং তার স্বামীর মধ্যেই থাকবে।

♦️ তাকে শেখান, স্বামীর সঙ্গে কথায় জেদ না করতে, কারণ জেদ তাকেই প্রথমে ধ্বংস করবে।

♦️ তাকে শেখান, স্বামীর পরিবারের প্রতি যত্নশীল হতে এবং তাদের সম্মান করতে।

♦️ তাকে শেখান, উচ্চস্বরে হাসি বা চিৎকার তার নারীত্ব নষ্ট করে।

♦️ তাকে শেখান, স্বামীর কাছে একবারও মিথ্যা বললে তার প্রতি স্বামীর আস্থা চিরতরে হারিয়ে যেতে পারে।

♦️ তাকে শেখান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং ঘরের পরিচ্ছন্নতা স্বামীকে ইতিবাচক আচরণে উৎসাহিত করে এবং ঘরের প্রতি ভালোবাসা বাড়ায়।

♦️ তাকে শেখান, গীবতকারী না হতে।

♦️ তাকে শেখান, স্বামীর সামনেও লজ্জাশীল থাকতে।

♦️ তাকে শেখান, নারীত্ব এবং পৌরষ দুটো ভূমিকাই না নিতে; সে নারী, নারীই থাকবে এবং লজ্জাশীল নারী হিসেবে তার ভূমিকা পালন করবে, পুরুষের মতো নয়।

♦️ তাকে শেখান, স্বামীর ঈর্ষা ভালোবাসা, সন্দেহ নয়; এবং তার সমস্যার পেছনে আপনারা দাঁড়াবেন না।

♦️ তাকে শেখান, বাবার বাড়ি ভুলে যেতে; বাবার বাড়ি শুধু স্নেহ ও সাক্ষাতের জন্য, কিন্তু তার আসল বাড়ি হলো স্বামীর ঘর।

♦️ তাকে শেখান, তার স্বামী ছাড়া কেউ তাকে সহ্য করবে না।

♦️ তাকে শেখান, চিৎকার না করতে এবং সবসময় নরম কণ্ঠে কথা বলতে।

♦️ তাকে শেখান, আল্লাহর নির্দেশে স্বামীর উপর কর্তৃত্ব; নিজের মতামত বা কথা জোর করে চাপিয়ে না দিতে।

♦️ তাকে শেখান, প্রতিটি ঝগড়ায় “তালাক” শব্দটি মুখে না আনতে।

♦️ তাকে শেখান, যত বড় ঝগড়াই হোক, স্বামীর শয্যা ত্যাগ না করতে।

♦️ তাকে শেখান, স্বামীর মুখোমুখি হাসিমুখে থাকতে এবং বিরক্ত না করতে।

♦️ তাকে শেখান, স্বামী কাজ থেকে ফিরলে চুমু, এক গ্লাস পানি এবং হাসি দিয়ে স্বাগত জানাতে।

♦️ তাকে শেখান, স্বামীর অসুস্থতা বা বিপদের সময় তাকে ছেড়ে না যেতে।

♦️ তাকে শেখান, আপনারা সবসময় তার পাশে আছেন, কিন্তু প্রতিটি ঝগড়ায় রাগ করে স্বামীর ঘর ছেড়ে যাওয়া যাবে না।

♦️ তাকে শেখান, তার নারীত্ব দিয়ে সে একটি হিংস্র সিংহকেও বশ করতে পারে, কিন্তু জেদ করে নিজেকেই ভাঙবে।

♦️ তাকে শেখান, কথিত নারীমুক্তি শয়তানের ফাঁদ, এবং রাস্তায় সাজগোজ করে বের হওয়া তাকে জাহান্নামে নিয়ে যাবে।

✅ তাকে শেখান, সে যেন নারী হয়, তার ঘরের রানী হয়, পরিবার পরিচালনা করে, তাদের মধ্যে ভালোবাসা, স্নেহ এবং দয়া বপন করে...🖊️

একজন মুসলিমের জন্য তার ভাষা নিয়ন্ত্রণ করা তার সবচেয়ে বড় সম্পদ।(তিরমিজি-২১০)
10/10/2025

একজন মুসলিমের জন্য তার ভাষা নিয়ন্ত্রণ করা তার সবচেয়ে বড় সম্পদ।
(তিরমিজি-২১০)

ফেরেশতাদের পরিচয়: সৃষ্টি, বৈশিষ্ট্য, বিয়ে-শাদী, ঘর-সংসার, সন্তান-সন্তদি ইত্যাদি▬▬▬◍❖◍▬▬▬প্রশ্ন: কোরআন ও হাদিসের আলোকে ফে...
10/10/2025

ফেরেশতাদের পরিচয়: সৃষ্টি, বৈশিষ্ট্য, বিয়ে-শাদী, ঘর-সংসার, সন্তান-সন্তদি ইত্যাদি
▬▬▬◍❖◍▬▬▬
প্রশ্ন: কোরআন ও হাদিসের আলোকে ফেরেশতা জগৎ সম্পর্কে জানতে চাই। মানুষের মতো তাদেরও কি বিয়ে, সংসার, সন্তান এসব কিছু আছে?
উত্তর:
ফেরেশতা জগৎ অপার বিস্ময়ে ঘেরা আল্লাহ তাআলার অতি সম্মানিত এক সৃষ্টির নাম। তারা নূর (জ্যোতি) থেকে সৃষ্টি। তাদের প্রকৃত সংখ্যা, পরিমাণ, দৈহিক গঠন, শক্তিমত্তা ও প্রকৃত রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা তাদের সম্পর্কে ততটুকুই জানতে পারি যা তিনি কুরআন ও তাঁর নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন।
ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা আরকানুল ইমান তথা বিশ্বাসের ৬টি স্তম্ভের মধ্যে একটি। এতে অবিশ্বাস থাকলে ইমানদার দাবী করার সুযোগ নেই। [পড়ুন: বিখ্যাত হাদিসে জিবরিল]

✪✪ ফেরেশতাদের কতিপয় বৈশিষ্ট্য:

◈ ফেরেশতা মণ্ডলী মহান আল্লাহর একান্ত বাধ্যগত ও অনুগত সৃষ্টি। বিশ্বচরাচর পরিচালনা ও নিয়ন্ত্রণে তিনি তাদের মধ্যে যাকে যে দায়িত্ব দিয়েছেন সে তার দায়িত্ব পালনে সদা তৎপর। তারা কখনও তাঁর সামান্যতম অবাধ্যতা করে না।
কুরআনে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন,
لَّا يَعْصُونَ اللَّـهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
"তারা (ফেরেশতাগণ) আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং তাদেরকে যা করতে আদেশ করা হয় তারা তাই করে।" (সূরা তাহরিম: ৬)

◈ তারা সদাসর্বদা তাঁর গুণগান, তসবিহ, তাহলিল ও ইবাদত-বন্দেগিতে লিপ্ত। তারা এতে মোটেও ক্লান্তি অনুভব করে না।

- আল্লাহ তাআলা বলেন,
يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ
"তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না।" (সূরা আম্বিয়া: ২০)

- তিনি আরও বলেন,
وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِي الْأَرْضِ
"ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবী বাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে।" (সূরা শুআরা: ৫)

- হাকিম বিন হিযাম রা. বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের মাঝে ছিলেন। অকস্মাৎ তিনি বলে উঠলেন,
تَسْمَعُونَ مَا أَسْمَعُ ؟
قَالُوْا : مَا نَسْمَعُ مِنْ شَيْءٍ
قَالَ إِنِّي لأَسْمَعُ أَطِيطَ السَّمَاءِ وَمَا تُلامُ أَنْ تَئِطَّ وَمَا فِيهَا مَوْضِعُ شِبْرٍ إِلا وَعَلَيْهِ مَلَكٌ سَاجِدٌ أَوْ قَائِمٌ

"তোমরা কি তা শুনতে পাচ্ছ, যা আমি শুনতে পাচ্ছি?
সবাই বলল, ‘আমরা তো কিছু শুনতে পাচ্ছি না।
তিনি বললেন, "আমি তো আকাশের কটকট শব্দ শুনতে পাচ্ছি। আর এ শব্দ করায় তার দোষ নেই। তার মাঝে অর্ধ হাত পরিমাণ এমন জায়গা নেই, যাতে কোন ফেরেশতা সিজদা অথবা কিয়াম অবস্থায় নেই।" [ত্বাবারানীর কাবীর ৩১২২, সিলসিলা সহীহাহ ৮৫২]

◈ ফেরেশতা পুরুষ ও নারী শ্রেণীতে বিভক্ত নন।

আল্লাহ তাআলা ফেরেশতাদের নারী ও পুরুষ শ্রেণীতে বিভক্তিকে অস্বীকৃতি জানিয়ে বলেন,
جَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَـٰنِ إِنَاثًا ۚ أَشَهِدُوا خَلْقَهُمْ ۚ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ
"তারা (কাফেররা) নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে?" (সূরা যুখরুফ: ১৯)

- তিনি আরও বলেন,
أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
"না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারী রূপে সৃষ্টি করেছি?" (সূরা সাফফাত: ১০৫)

◈ তারা শাহওয়াত তথা কাম ও কু প্রবৃত্তি থেকে মুক্ত। তাই মানব ও দানবের মত তাদের বিয়ে-শাদী করার প্রয়োজন হয় না। স্বভাবতই তাদের স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি ও সংসার-পরিবার নেই। তারা বংশ বিস্তার করে না। তাদের পানাহারের প্রয়োজন নেই। তারা পেশাব-পায়খানা. ঘুম ও সকল মানবীয় চাহিদা থেকে মুক্ত।

তাফসিরে রাজিতে বলা হয়েছে,
" اتفقوا على أن الملائكة لا يأكلون ولا يشربون ولا ينكحون ، يسبحون الليل والنهار لا يفترون " انتهى .

"আলমগণ এ ব্যাপারে একমত যে, ফেরেশতা মণ্ডলী পানাহার করে না, বিয়ে-শাদী করে না। দিবানিশি তারা আল্লাহর তসবিহ তথা গুণগান করে। এতে তারা ক্লান্তি অনুভব করে না।" আল্লাহু আলাম
▬▬▬◍❖◍▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

💢 #জীন_যাদুতে_আক্রান্ত_হবার_লক্ষণ।১-দীর্ঘমেয়াদি মাথা ব্যথা।২-ঘুম না হওয়া।৩-নিয়মিত ভীতিজনক,নোংরা, অশ্লীল ও অপছন্দনীয় স্বপ...
10/10/2025

💢 #জীন_যাদুতে_আক্রান্ত_হবার_লক্ষণ।

১-দীর্ঘমেয়াদি মাথা ব্যথা।
২-ঘুম না হওয়া।
৩-নিয়মিত ভীতিজনক,নোংরা, অশ্লীল ও অপছন্দনীয় স্বপ্ন দেখা।
৪-প্রায়শই স্বপ্নে খেতে দেখা।
৫-ওপর থেকে পড়ে যাবার স্বপ্ন দেখা।
৬-অসুস্থতা ও সঙ্কট লেগে থাকা।
৭-পেটে,ঘাড়ে ,পীঠে ও কোমরে ব্যথা থাকা।
৮-মেজাজ খিটখিটে থাকা।
৯-সব সময় নির্জনতা ভালো লাগা।
১০-মরে যেতে ইচ্ছে করা।
১১-ঘর ছেড়ে চলে যেতে ইচ্ছে করা।
১২- বুকে চাপ লেগে থাকা।
১৩-আজানের আওয়াজ সহ্য না হওয়া।
১৪-স্বামী স্ত্রী একে অন্যের ভালো কথাও গ্রহণ করতে না পারা।
১৫-মেয়েদের পিরিয়ডের জটিলতা।
১৬-সুনির্দিষ্ট কারণ ছাড়াই বিয়ে বিলম্ব হওয়া।
১৭-কনসিভ না করা।
১৮-একাধিক miscarriage বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া।
১৯-কোন কারণ ছাড়াই গন্ধ বা শব্দ পাওয়া।
২০-ভয় পাওয়া_মনে হচ্ছে কেউ পাশে দাঁড়িয়ে আছে,বা পাশ দিয়ে চলে গেলো।
২১-কুরআন তেলাওয়াত অসহ্য লাগা।
২২-সালাত ও অন্যান্য ইবাদত থেকে প্রতিনিয়ত গাফিল হতে থাকা।
২৩-কারণ ছাড়াই শরির নিস্তেজ হয়ে থাকা,কাজের উদ্যমতা না থাকা।
২৪-মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনায় ধ্বস নেমে যাওয়া।

আরো বিভিন্ন কারণ রয়েছে।তবে জ্বীন,জাদু ছাড়াও ভিন্ন কোনো কারণে সমস্যা তৈরি হতে পারে।

দ্বীনিভাই তানভীর হায়দার থেকে সংগৃহিত + সংযোজিত।

Address

Barishal
8200

Telephone

+8801724430344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-amin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-amin Khan:

Share