Al-amin Khan

Al-amin Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-amin Khan, Digital creator, Barishal.

আল -আমীন খান🌿 এসো কুরআন শিখি 📖
আমি একজন শিক্ষক. বিশেষভাবে . কুরআনুল কারীম কে সুন্দর ভাবে শিক্ষা দেই।
(ইসলামী রুকিয়া শারীয়ার জন্য যোগাযোগ করুন) 01716807373/01724430344 📖 🌿

আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো। (সূরা হিজরত ৯৯)..🖊️
01/08/2025

আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো। (সূরা হিজরত ৯৯)..🖊️

“যেটা আমার সেটা সবার হতে পরে না, যেটা সবার সেটা আমার না।”“গাইরত” – শব্দটির সাথে আমি পরিচিত ছিলাম না। একটা জিনিস বুঝতাম “...
31/07/2025

“যেটা আমার সেটা সবার হতে পরে না, যেটা সবার সেটা আমার না।”

“গাইরত” – শব্দটির সাথে আমি পরিচিত ছিলাম না। একটা জিনিস বুঝতাম “যেটা আমার সেটা সবার হতে পারে না, যেটা সবার সেটা আমার না।”

এটাকে “জেলাসি” বলা যেতে পাারে। তবে অহং-কার না। কারণ আত্মসন্মানবোধ এবং অহং-কারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে।

অনলাইনে “গাইরত” বইটির ছবি দেখে ভালো লাগে। কাভারটা মন কাড়ে। তখনও গাইরত মানে বুঝতাম না। তবে ট্যাগ লাইনটা “পুরুষের হারানো আত্মমর্যদাবোধ” – দেখে বুঝতে পারি বইটা হয়ত পুরুষদের জন্য বেস্ট হবে। বইটি হাতে পাওয়ার পর মাত্র ২ দিনে শেষ করি। কি বলব, কি লিখব, এক কথায় অসাধারণ। সবার পড়া দরকার একবার হলেও।

গাইরত (غيرة) শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ—আন্তরিক পরিবর্তন বা অন্তরে জেগে ওঠা ক্রোধ। তবে সাধারণত শাব্দিক অর্থে বাংলায় এটাকে আত্মগরিমা, আত্মাভিমান, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ বলে। আর ইংরেজিতে ‘প্রটেক্টিভ জেলাসি’ বলে।

প্রসিদ্ধ আরবি ভাষাবিদ নাহহাস বলেছেন, ‘গাইরত হলো কোনো দায়িত্বশীল পুরুষের পক্ষ থেকে স্বীয় স্ত্রী কিংবা নিকটস্থ কন্যা-জায়াদেরকে রক্ষা করা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা, যাতে কোনো নন-মাহরাম পুরুষ তাদের কাছে ভিড়তে না পারে অথবা নারীরা নন-মাহরাম পুরুষদের কাউকে দেখতে না পারে।’

ইমাম জুরজানি বলেছেন, ‘গাইরত হলো নিজের একান্ত অধিকারের ক্ষেত্রে অন্যের অংশীদারিত্বকে অপছন্দ করা।’

গাইরতহীন পুরুষরা সবাই দাই-য়ুস। রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

31/07/2025
আপনার প্রয়োজনে। খান সার্ভিস এন্ড রাইডার্স গ্রুপ বরিশাল।
27/07/2025

আপনার প্রয়োজনে।
খান সার্ভিস এন্ড রাইডার্স গ্রুপ বরিশাল।

24/07/2025

আপনি যত অপূর্ণতায়-ই ভোগেন'
ভেবে দেখুন!
'আপনার রব আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন...🖊️

⤵️ জ্বীনেরা তিন প্রকার: রাসূলুল্লাহ(ﷺ)-এ সম্পর্কে বলেছেন, জ্বীন তিন প্রকার-১। যারা শূন্যে উড়ে বেড়ায়।২। কিছু সাপ ও কুকুর ...
23/07/2025

⤵️ জ্বীনেরা তিন প্রকার: রাসূলুল্লাহ(ﷺ)-এ সম্পর্কে বলেছেন, জ্বীন তিন প্রকার-

১। যারা শূন্যে উড়ে বেড়ায়।

২। কিছু সাপ ও কুকুর ইত্যাদি রুপ পরিবর্তন করে।

৩। মানুষের কাছে আসে ও চলে যায়।

(সূত্র: তাবারানী। প্রখ্যাত হাদীস বিশারদ শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন, সহীহ আল জামে আস সাগীর, হাদীস নং ৩১১৪, আবু সালাবা আল খাশানী (রাঃ) থেকে বর্ণিত। (মুজামু আলফাজ আল-আকীদাহ)

⤵️ জ্বীন বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে। কিন্তু তাদের একটি গ্রুপ সর্বদা সাপ ও কুকুরের বেশ ধারণ করে চলাফেরা করে মানব সমাজে। এটা তাদের স্থায়ী রূপ।

⤵️ আবু সা'লাবাহ্ আল খুশানী (রাঃ) হতে বর্ণিত। তিনি মারফু' সূত্রে(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে) বর্ণনা করেছেন:

⤵️ জীন জাতি তিন প্রকার। একপ্রকার জিনের ডানা আছে, তারা শূন্যে উড়ে বেড়ায়।

⤵️ দ্বিতীয় প্রকারের জীন সাপ ও কুকুরের আকৃতি ধারণ করে ও বসবাস করে। আর তৃতীয় প্রকারের জীন কোন এক নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং তথা হতে অন্যত্র চলেও যায়।

(শারহুস্ সুন্নাহ্)। [সহীহ শারহুস্ সুন্নাহ্ ৩২৬৪, সহীহ ইবনু হিব্বান ৬১৬৫,

সহীহুল জামি' ৩১১৪, সহীহ ওয়া য'ঈফ আল জামি' আস্ সগীর ৫৪২৫, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮০২০; হাদীস সম্ভারঃ ৮৯, (ত্বাবারানীর কাবীর ১৮০২০, হাকেম ৩৭০২, বাইহাক্বীর আসমা অসসিফাত, সহীহুল জামে' ৩১১৪)]

⤵️ জ্বীন জাতি মানুষের মত পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত।

একটি হাদিসে উল্লেখ করা হয়েছে-

"যে এই আয়াত (আয়াতুল কুরসী) পড়বে, আল্লাহ তা'আলা তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিবেন এবং কোন পুরুষ এবং নারী জ্বীন-শয়তান তার কাছে আসতে পারবে না।” [সহিহ বুখারী, ৫০১০]

⤵️ নাম ও কাজ অনুযায়ী

ইবলিস: এই জ্বীন আদম (আঃ) কে সিজদা/সালাম করতে অস্বীকার করেছিল বলে কুরআনে বর্ণিত হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে, এই জ্বীন জান্নাতে থাকাকালে আদম (আঃ)কে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল এবং পৃথিবীতেও সে মানুষদেরকে পথভ্রষ্ট করে।

খানজাব: এই জ্বীন সালাতরত মানুষের মনে নানারকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তুলে। ওলহান: এরা হচ্ছে একপ্রকার শয়তান জ্বীন যারা মানুষকে ওযুর সময় ওয়াসওয়াসা দেয়।

ক্বারীন: ক্বারিন অর্থ হচ্ছে সংগী, প্রত্যেক মানুষের সাথেই শয়তান জ্বীন লেগে থাকে, সংগী হিসেবে। এরা সবসময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে।

⤵️ আরবদের ভাষায় জ্বিনদের নাম ও প্রকারভেদ

ইবনে আব্দিল বার বলেছেন, আহলে কালামও ভাষাবিদদের নিকট জিন জাতির বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন-

১। কেবল জ্বিনকে উল্লেখ করলে বলে, জিন্নী।

২। যে জ্বিন মাষদের সাথে বসবাস করে, তার কথা বললে বলে, আমের, বহুবচনে উম্মার।

৩। যে শিশুকে উত্যক্ত করে, তার কথা বললে বলে, আরওয়াহ।

৪। খবীস আকারে উত্যক্ত করলে তাকে বলে, শয়তান।

৫। এর চাইতে বেশি ক্ষতি করলে বলে, মারেদ।

৬। এর চাইতেও বেশি দুর্ধর্ষ হলে বলে, ইফরীত; বহুবচনে আফারীত। আর নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الحن ثلاثةُ أَصْنافِ فَصِنف لَهُمْ أَجْنِحَةً يَطِيرُونَ بِها في الهَوَاءِ وَصِنْفٌ حَيَّاتٌ وَكِلابٌ وَصِنْفٌ يَحِلُّونَ وَيَظْعَنُونَ

অর্থাৎ, জ্বিন তিন শ্রেণীর। এক শ্রেণীর ডানা আছে, তারা তার সাহায্যে বাতাসে উড়ে বেড়ায়, এক শ্রেণী সাপ-কুকুর আকারে বসবাস করে, আর এক শ্রেণী স্থায়ীভাবে বসবাস করে ও ভ্রমণ করে।

জ্ঞাতব্য যে, দৈত্য, দানব, অসুর, রাক্ষস, দেও-পরী, ভুত-প্রেত- প্রেতিনী, প্রেতাত্মা, পিশাচ-এসব কিছু জ্বিনেরই বিভিন্ন ভাষায় অথবা বিভিন্ন গুণের উপর এক একটা নাম। [ত্বাবারানীর কাবীর, মাশা. হা/৫৭৩, হাকেম, মাশা. হা/৩৭০২, বাইহাক্বীর আসমা অসিফাত, সহীহুল জামে' লিল আলবানী, মাশা. হা/৩১১৪]

📄 এই গুলি নেওয়া হয়েছেঃ বইঃ জ্বিন ও শয়তান জগৎ, শায়খ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান ইত্যাদি বই

রবের পথে আহবান

Congratulations Welcome.🌷 Good news খান সার্ভিস এন্ড রাইডার্স বরিশাল Khan service and riders barisal প্রয়োজনে আপনার পাশ...
20/07/2025

Congratulations
Welcome.🌷 Good news

খান সার্ভিস এন্ড রাইডার্স বরিশাল
Khan service and riders barisal
প্রয়োজনে আপনার পাশে।

আর আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।(সূরা যারিয়াত: ৪৯)পাখির এই জোড়াটি আম...
19/07/2025

আর আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।
(সূরা যারিয়াত: ৪৯)
পাখির এই জোড়াটি আমাদেরকে আল্লাহ তায়ালার নিদর্শন মনে করিয়ে দেয়। "সুবহানাল্লাহ"

مَنْ ذَا الَّذِيْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَا فًا کَثِيْرَةً ۗ وَا للّٰهُ يَقْبِضُ وَيَب...
19/07/2025

مَنْ ذَا الَّذِيْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَا فًا کَثِيْرَةً ۗ وَا للّٰهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ ۖ وَ اِلَيْهِ تُرْجَعُوْنَ
মান যাল্লাযী ইউকরিদুল্লা-হা কারদান হাছানান ফাইউদা-‘ইফাহূলাহুআদ‘আ ফান কাছীরাতাওঁ ওয়াল্লা-হু ইয়াকবিদুওয়া ইয়াবছুতুওয়াইলাইহি তুরজা‘ঊন।

"এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে? তাহলে তার সেই কর্জকে তার জন্য আল্লাহ বহু গুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত ক’রে থাকেন এবং তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।"
(QS. Al-Baqarah 2: Verse 245)

19/07/2025

তওবা করতে গেলে শয়তান বলে "
এখনো সময় আছে"
আর গুনাহ করাতে বলে "এটাই শেষ সুযোগ".🖊️

প্রার্থনা ইয়া রব
17/07/2025

প্রার্থনা ইয়া রব

13/07/2025

তিন ব্যক্তিকে কখনোই দূর্ভাগ্য স্পর্শ করতে পারবেনা।
১) কুরআন তিলাওয়াতকারী ও তদানুসারে আমলকারী
২) মহান আল্লাহর কাছে প্রার্থনাকারী
৩) পিতামাতার প্রতি অনুগত ও ইহসানকারী
এই কাজগুলো নিয়মিত করতে থাকুন
দেখবেন, আপনার চারিপাশ সৌভাগ্য দিয়ে ভরপুর হয়ে উঠছে,
ইং শা আল্লাহ।
মহান আল্লাহ আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নিন।
আল্লাহুম্মা আমীন।

Address

Barishal
8200

Telephone

+8801724430344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-amin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-amin Khan:

Share